জামাই ৪২০ (পর্ব ১২)

জামাই ৪২০ (পর্ব ১২)
Tisha Khan Nabila

তিশা দাত কেলিয়ে বললো..!!

—–৩বার..!!😅🤣😎🐸

সম্রাট রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে….তিশা মনের সুখে আইসক্রিম খাচ্ছে..!!

সম্রাটঃ হোয়াট দ্যা হেল ড্যাম ইট??এটা কি করলে তুমি??😠😠

তিশাঃ ফেলে দিলাম..!!😒😒

সম্রাটঃ উফ মিষ্টি তুমি কি??

সম্রাট হাতের দিকে তাকালো….দেখলো গতকাল রাতে রেগে….যেখানে হাত দেয়ালে ঘুষি মেরেছিলো….সেখান থেকে আবার রক্ত বের হচ্ছে….সম্রাট উঠে নিজের রুমে চলে গেলো….তিশা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চকলেট খাচ্ছে….সম্রাট রুমে এসে ব্যান্ডেজ খুলে ফেললো….হাতে এখন প্রচুর ব্যথা করছে..!!

সম্রাটঃ হঠাৎ এত ব্যথা হচ্ছে কেন??

সম্রাট কাউকে ডাকছে ও না….কাউকে ডাকতে গেলেই তিশা চলে আসবে….আর হয়তো গিলটি ফিল করবে….আর সম্রাট চায়না তিশা গিলটি ফিল করুক….সম্রাট একা একাই ট্রাই করে ব্যান্ডেজ করলো….এরপর ব্যাগ থেকে ইনজেকশন বের করে….ডান হাত দিয়ে বাম হাতে ব্যথার ইনজেকশন নিলো….আস্তে আস্তে ব্যথাটা কমতে লাগলো..!!

সম্রাটঃ নাউ ফিলিং বেটার..!!

এরমাঝেই সম্রাট শুনতে পেলো..!!

—–বজ্জাত এই বজ্জাত..!!

সম্রাটঃ 😒😒😒😒

তিশা ডাকতে ডাকতে উপরে এলো….সম্রাট দেখলো তিশা রেডি হয়ে এসেছে….রেড টি শার্ট আর ব্লাক থ্রি কোয়াটার প্যান্ট পড়া….দু পাশে চুল ঝুটি করে সামনে আনা….হাতে রেড বেল্টের ঘড়ি ঠোটে লিপস্টিক….সম্রাট ভ্রু কুঁচকে তাকিয়ে আছে..!!

তিশাঃ কি হলো??

সম্রাটঃ তুমি কোথায় যাচ্ছো??🤨🤨

তিশাঃ আমাদের বাড়িতে আজতো বাপি আসবে..!!☺

সম্রাটঃ ওহহ..!!😞😞

তিশাঃ বজ্জাত চলুন আমাকে দিয়ে আসবেন..!!

সম্রাটঃ আমি??

তিশাঃ হামম মাম্মি তো বললো..!!

সম্রাটঃ ওকে ওয়েট আমি আসছি..!!

তিশাঃ ওকে তাড়াতাড়ি আসুন..!!

তিশা হেলে দুলে নিচে গেলো….সম্রাট শুধু শার্টটা চেন্জ করলো….চুলগুলো সেট করে গাড়ির চাবি নিয়ে নিচে গেলো..!!

তিশাঃ ওইতো বজ্জাত চলে এসেছে..!!

রাইমাঃ মনপাখি..!!🥺🥺

তিশাঃ মামনি আমি আবার আসবো তো..!!☺

রাহেলাঃ তোমাকে খুব মিস করবো..!!🥺🥺

অনেক মেলোড্রামা হলো….সম্রাট তিশা কে নিয়ে বের হলো….২ঘন্টার রাস্তা দেখতে দেখতে শেষ হয়ে গেলো….তিশা গাড়ি থেকে নেমেই ভো দৌড় দিলো….সম্রাট বিরবির করে বললো..!!

—–কি মেয়ে রে বাবা??আমাকে বললো ও না??😑

সম্রাট গাড়ি নিয়ে চলে গেলো..!!😒😒

তিশাঃ বাপি..!!☺

আরসালঃ মামনি কেমন আছো??

তিশাঃ তুমি খুব পচা বাপি..!!

আরসালঃ কেন মা??😰

তিশাঃ আমাকে একটুও মিস করো না….ভাইয়া তো কখনোই মিস করে না….আর তুমিও করো না মাম্মা তো নেই..!!😔

আরসাল মেয়ে কে গিফট দিলো….এতগুলো গিফট পেয়ে তিশা খুশি হয়ে গেলো..!!

আরসালঃ তিশা তুমি কার সাথে এসেছো??

তিশাঃ বজ্জাতের সাথে..!!☺☺

আরসাল চৌধুরী জানে….তিশা সম্রাট কে বজ্জাত বলে..!!

আরসালঃ তা কোথায় সম্রাট??

তিশাঃ বাইরে আছে বাপি..!!

আরসাল বাইরে গেলো….কিন্তুু পেলোনা সম্রাট তো চলে গিয়েছে….আরসাল চৌধুরী চেঁচিয়ে বললো..!!

—–মামনি কোথায় সম্রাট??🙄

তিশা দৌড়ে এলো এসে দেখলো নেই..!!

তিশাঃ মেবি চলে গিয়েছে..!!😒

বলে আবার ভেতর গেলো….আরসাল ও মেয়ের পিছনে এলো….তিশা গিফটের লাগেজ নিয়ে উপরে চলে গেলো….রুমে এসে একা বকবক করছে..!!

তিশাঃ মাই কিতনি সুন্দার….গুলুমুলু মাসুম রুম আমাকে মিস করেছো না??চিন্তা করো না আমি চলে এসেছি….তোমার কিতনি সুন্দার গুলুমুলু….মাসুম তিশা চলে এসেছে….যদিও বেশীদিনের জন্য না তবে এসেছি তো..!!☺

তিশা’র চোখ গেলো পড়ার টেবিলে….সাথে সাথে তিশা ভেংচি কাটলো….তিশা’র মনে হচ্ছে পড়ার টেবিল যেন বলছে..!!

—–তোকে পেয়েছি অনেকদিন পর….এবার তোকে ছাড়বো না..!!🐸

তিশা ভেংচি কেটে বললো..!!

—–হু হু ধরতে পারলে তো ছাড়বি….এসেছি তো কয়েকদিনের জন্য….আর সামনেই তো জঘন্য পরিক্ষা….তারপর তো তোকে ছুয়েও দেখবো না….আবার বলছে ছাড়বে না হু..!!😼😏

তিশা গিফটগুলো রেখে….ঠাস করে শুয়ে পড়লো….টেডিবিয়ার জড়িয়ে ধরে মনের সুখে ঘুম দিলো….এদিকে বেচারা সম্রাট রুমময় পায়চারি করছে….এইটুকুতে নিজেকে তো আর দেবদাস মানা যায় না..!!

সম্রাটঃ মিষ্টি কে কত মিস করছি..!!😐

সম্রাট ল্যাপটপ নিয়ে বসলো….ল্যাপটপে তিশা’র পিক দেখছে….সম্রাটে’র মনে হচ্ছে তিশা ওর আশেপাশে..!!

সম্রাটঃ কাল মিষ্টি’র স্কুলে চলে যাবো..!!😎

পরেরদিন সম্রাট তিশা’র স্কুলে গেলো….তিশা আর রুপ বসে আছে….একচুয়েলি রুপ বসে আছে তিশা দাড়িয়ে….নখ ঝুলিয়ে কি যেন বলছে….সম্রাট এগিয়ে গেলো আর শুনতে পেলো..!!

তিশাঃ তোকে আমি ডিভোর্স দেবো..!!🐸

সম্রাটঃ 😱😱

তিশাঃ খুব তাড়াতাড়ি তোকে ডিভোর্স দিয়ে….নতুন আরেকটা কে ধরবো….তোর মতো প্রথমে তাকেও ভালবাসবো….কিতনি সুন্দার করে বাট পরে….তাকেও ডিভোর্স দিয়ে দেবো..!!🤓

সম্রাটঃ 😳😳😵😵

তিশাঃ এরপর আবার নতুন একটা ধরবো..!!🤓

রুপঃ হলো তোর??

তিশাঃ স্কুলকে তো ডিভোর্স ২মাস পরই দেবো….এরপর কলেজ কে দেবো দ্যান ভার্সিটি..!!😎🐸

সম্রাটঃ হোয়াট দ্যা??🥴🥴

রুপ আর তিশা আসতে গেলো….পিছনে তাকিয়ে দেখলো সম্রাট..!!

তিশাঃ বজ্জাত আপনি??

সম্রাটঃ এসব কি বলছিলে তুমি??

রুপঃ 😫😫😫

তিশাঃ ডিভোর্স দেবো স্কুল কে..!!😎😎

সম্রাটঃ রুপ কেমন আছো??

রুপ আমতা আমতা করে বললো..!!

—–ভাভাভাল ভাভাভাইয়া..!!

সম্রাটঃ ডোন্ট ওয়ারী আমি তোমাকে কিছু বলবো না..!!

রুপ আমতা আমতা করে হাসি দিলো..!!

তিশাঃ আপনি এখানে কেন??😒

সম্রাটঃ তোমার টিচার্সদের সাথে কথা বলবো..!!

তিশাঃ কিহহহহহহ??😰😫😖

সম্রাটে’র ডাউট হলো ভ্রু কুঁচকে বললো..!!

—–নিশ্চয় গন্ডগোল করেছো??🤨🤨

তিশাঃ আব কি যে বলেন??আমার মতো কিতনি সুন্দার….গুলুমুলু মাসুম বাচ্চা কোনো গন্ডগোল করতে পারে??😅

সম্রাটঃ এখন তো আমি শিওর….যে তুমি গন্ডগোল করেছো..!!

তিশাঃ 😓🤕

সম্রাটঃ সরো আমাকে যেতে দাও..!!

সম্রাট স্কুলের ভেতরে গেলো….তিশা বসে বসে ঢোক গিলছে….কতক্ষণ পর হনহন করে হেটে এলো সম্রাট..!!

তিশাঃ বজ্জাত..!!😑

সম্রাটঃ আনবিলিভেবল মিষ্টি..!!😠😠

বলে গাড়ি নিয়ে চলে গেলো..!!

রুপঃ নে হয়ে গেলো..!!

তিশাঃ ওই বেল স্যার নিশ্চয় বলে দিয়েছে..!!😤😤

তিশা ও ধাপধুপ পা ফেলে গিয়ে….গাড়িতে উঠলো বাড়ি গিয়ে রুমে গেলো….সন্ধ্যায় তিশা’র বাপি এসে বললো..!!

—–তিশা তুমি খাঁন বাড়িতে চলে যাও..!!

তিশাঃ কেন বাপি??🤔

আরসালঃ আমার আমেরিকা যেতে হবে আজই..!!

তিশাঃ আজই??🥺

আরসালঃ হ্যা রে মা সম্রাট এসে নিয়ে যাবে..!!

একটুপরই সম্রাট এসে হাজির হলো….তিশা মন খারাপ করে চলে গেলো….আরসাল চৌধুরী ও এয়ারপোর্টের উদ্দেশ্য বেরিয়ে গেলো….সারা রাস্তা তিশা চুপচাপ ছিলো….গাড়ি গিয়ে থামলো তিশা তাকিয়ে দেখলো….এটা সম্রাট’দের বাড়ি না..!!

তিশাঃ এটা কোথায়??🤔

সম্রাটঃ আমরা কাজী অফিসে এসেছি..!!😍

তিশাঃ কাজী অফিসে কি করে??

সম্রাটঃ কাজী অফিসে..!!

তিশাঃ চকলেট, আইসক্রিম দেয়??☺😋

সম্রাটঃ হোয়াট??🙄😵

চলবে……

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here