জামাই ৪২০ (পর্ব ১১)
Tisha Khan Nabila
সম্রাট তিশা’র পাশেই বসে রইলো….ভাবতে লাগলো ছোটবেলায় ও….তিশা অলওয়েজ সম্রাট কে জ্বালাতো….তবে সম্রাট কখনোই তিশা কে মারতে যায়নি….সম্রাট উঠে দাড়িয়ে দেয়ালে ঘুষি মারলো….এতটাই জোড়ে সাথে সাথে হাত ফেটে….ঝপঝপ করে রক্ত পড়তে লাগলো….কিন্তুু সম্রাটে’র সেদিকে খেয়াল নেই..!!
সম্রাটঃ কেন আমি এতটা রেগে গেলাম??কেন মিষ্টি কে মারতে হাত ওঠালাম??কেন ওকে রুম থেকে বের করে দিলাম….আমি এরকম না করলে মিষ্টি হাত কাটতো না….আই এম রেসপন্সিবল ড্যাম ইট….এতটা রেগে যাওয়া উচিত হয়নি..!!
সম্রাট গিয়ে আবার বসে পড়লো….দেখতে দেখতে রাত ১টা বেজে গেলো….তিশা পিটপিট করে চোখ খুললো….চোখ খুলেই বললো..!!
—–আমি কি মরে গিয়েছি??🐸
সম্রাট হুট করে তিশা’র মুখে হাত দিলো….ওমনি তিশা ভুত ভুত বলে চেঁচিয়ে উঠলো..!!
সম্রাটঃ মিষ্টি ইটস মি সম্রাট..!!
তিশাঃ আপনি এখানে??🤔
সম্রাটঃ এখন কেমন লাগছে??হাতে ব্যথা করছে??কোথায় কষ্ট হচ্ছে প্লিজ বলো..!!
তিশাঃ 😒😒😒😒
সম্রাটঃ মিষ্টি প্লিজ বলো..!!
তিশাঃ আপনিও কি মরে গিয়েছেন??🤔
সম্রাটঃ হোয়াট??
তিশাঃ আমিতো মরে গিয়েছি তাইনা??তাহলে আপনি কি করে এখানে এলেন??🙄
সম্রাটঃ নো মিষ্টি তুমি বেঁচে আছো….তুমি আমার জন্য বেঁচে আছো..!!
তিশাঃ আপনার জন্য কেন বাঁচবো হু হু..!!😼
সম্রাট একটা দীর্ঘশ্বাস ছাড়লো এরপর বললো..!!
—–মিষ্টি এরকম কেউ করে??
তিশাঃ আপনি আমাকে বকলেন কেন??😔
সম্রাটঃ তুমিও আমাকে বকে দিতে..!!
তিশাঃ ওটা কি ছিলো??
সম্রাটঃ ওটা মেডিকেলের কিছু পেপারস ছিলো….যেটা আগামীকাল আমার জমা দিতে হবে..!!😐
তিশাঃ ওহ মাই আল্লাহ..!!😱😱😱
সম্রাটঃ কি হলো??😒
তিশাঃ আমিতো ওগুলো ছিড়ে ফেললাম….আই এম সরি আমি জানতাম না..!!
সম্রাটঃ ইটস ওকে মিষ্টি..!!
তিশাঃ আমি বুঝতে পারিনি..!!😭😭
সম্রাটঃ মিষ্টি ইটস ওকে ডোন্ট ক্রাই..!!
তিশাঃ আপনি আর রেগে নেই তো??
সম্রাটঃ একদম রেগে নেই..!!
তিশাঃ কিতনি সুন্দার হে বজ্জাত..!!☺🐸
সম্রাটঃ 😒😒
তিশা’র চোখ গেলো সম্রাটে’র হাতের দিকে..!!
তিশাঃ এটা কি হয়েছে??
সম্রাটঃ কিছুনা ছাড়ো..!!
তিশাঃ আপনিও কি আমার মতো হাত কেটেছেন??🤔
সম্রাটঃ নো এমনি কেটে গিয়েছে..!!😑
তিশা বিছানা থেকে নামতে গেলো..!!
সম্রাটঃ আরে কি করছো??
তিশাঃ আপনার হাত ব্যান্ডেজ করবো..!!
সম্রাটঃ আমি করে নেবো..!!
তিশাঃ না আমি করবো..!!
সম্রাটঃ মিষ্টি আমি করে নেবো..!!
তিশাঃ 😭😭😭😭
সম্রাটঃ ওকে তুমিই করো বাট কেঁদো না..!!
সম্রাটে’র হাত তিশা ব্যান্ডেজ করে দিলো….সম্রাট একভাবে তিশা’র দিকে তাকিয়ে মনে মনে বললো..!!
—–কবে যে আমি তোমাকে বোঝাতে পারবো??কবে তুমি বড় হবে মিষ্টি??
তিশাঃ হয়ে গিয়েছে..!!☺☺
সম্রাট তো তাকিয়েই আছে..!!
তিশাঃ বজ্জাত হয়ে গিয়েছে..!!😒😒
সম্রাটে’র ধ্যান এলো..!!
সম্রাটঃ থ্যাংক ইউ..!!
তিশাঃ ওলুকাম..!!☺
সম্রাটঃ হোয়াট??😕
তিশাঃ মানে ওয়েলকাম..!!😎😎
সম্রাটঃ নবম আশ্চর্য..!!
তিশাঃ কি বললেন??👿
সম্রাটঃ নাথিং আচ্ছা একটা কথা বলো??
তিশাঃ কি??😒
সম্রাটঃ তুমি হাত কাটো কেন??
তিশাঃ আমার রাগ উঠলে মাথা ঠিক থাকেনা….আর কেউ রাগারাগি করলেও মাথা ঠিক না..!!😤
সম্রাট কিছুটা অবাক হয়ে বললো..!!
—–আচ্ছা মিষ্টি তোমার কেমন লাগে??আই মিন কেউ বকলে বা রাগ উঠলে….তোমার তখন কি মনে হয়??
তিশাঃ মনে হয় সব শেষ করে ফেলি….সব ভেঙেচুরে গুড়িয়ে দিতে ইচ্ছে করে আর..!!
সম্রাটঃ আর??
তিশাঃ আর নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে..!!😤
সম্রাট ভয় পেয়ে গেলো..!!
সম্রাটঃ মিষ্টি তুমি বসো আমি আসছি..!!
তিশাঃ 😒😒😒😒
সম্রাট নিচে গিয়ে খাবার নিয়ে এলো..!!
তিশাঃ এসব কি??
সম্রাটঃ খাবার খেয়ে নাও..!!
তিশাঃ আমি খাবোনা..!!
সম্রাটঃ আমি খাইয়ে দিচ্ছি হা করো..!!
তিশাঃ না আমি খাবোনা..!!
সম্রাটঃ মিষ্টি তুমি যদি খাও….তাহলে আমি কাল তোমাকে….তোমার ফেবারিট চকলেট, আইসক্রিম….এন্ড হোয়াইট চকলেট এনে দেবো..!!
তিশাঃ সতি??😍☺😋
সম্রাটঃ হামমম এবার হা করো..!!
তিশা হা করলো সম্রাট মুচকি হেসে….তিশা কে খাইয়ে দিলো তিশা ও খেয়ে নিলো….খাইয়ে তিশা কে ঘুম পাড়িয়ে দিয়ে….প্লেট আর গ্লাস নিচে রেখে….নিজের রুমে চলে গেলো তবে চোখে ঘুম নেই..!!
সম্রাটঃ মিষ্টি কে আমার ঠিক করতে হবে….ওকে এসব থেকে বের করতে হবে….আর আমার ভালবাসাও ওকে বোঝাতে হবে..!!
সম্রাট সারারাত বসে….মেডিকেলের পেপারস বের করলো….তবে সব বের করতে পারলো না….এজ ইউজেল পরেরদিন সম্রাট কে….মেডিকেল থেকে কথা শুনতে হলো….বাট সম্রাট গায়ে মাখলো না….সম্রাট বাড়ি ফিরে গেলো যাওয়ার সময়….তিশা’র জন্য চকলেট, আইসক্রিম….এন্ড হোয়াইট চকলেট নিয়ে গেলো..!!
বাড়ি এসে তিশা কে ডাকতে লাগলো….তিশা শিরি দিয়ে নেমে এসে বললো..!!
—–ষাড়ের মতো চেঁচাচ্ছেন কেন??
সম্রাটঃ হোয়াট??😠
তিশাঃ 😂😂😂
সম্রাটঃ তোমার জন্য চকলেট, আইসক্রিম….হোয়াইট হট চকলেট এনেছিলাম….বাট নাউ এগুলো আমি তোমাকে দেবোনা..!!
তিশাঃ এই না বজ্জাত দিন প্লিজ….আমি আর আপনাকে রাগাবো না..!!
কিউট ফেস করে বললো তিশা….সম্রাট মুচকি হেসে দিয়ে দিলো….দিয়ে সোফায় বসলো তিশা ও খেতে শুরু করলো….সম্রাট কতক্ষণ বসে থেকে উঠে দাড়ালো….নিজের রুমে যাবে বলে তখনি….তিশা মনে মনে বিরবির করে বললো..!!
—–আজকে তো চলে যাবো….যাওয়ার আগে বজ্জাত কে জ্বালিয়ে যাই….আবার আমাকে এগুলো দিতে চায়নি….তার জন্য সাজা তো বান্তি হে..!!😎😎
বলে টুপ করে একটু আইসক্রিম….সম্রাটে’র পায়ের কাছে ফেললো….সম্রাট ও সেখানে পা দিয়ে ফেললো….পা পিছলে ধপাস করে পড়ে গেলো….তিশা দাত কেলিয়ে বললো..!!
—–৩বার..!!😅🤣😎🐸
সম্রাট রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে..!!
চলবে….