জামাই ৪২০ (পর্ব ১০)
Tisha Khan Nabila
তিশা মনে মনে সম্রাট কে প্রচুর বকলো..!!🐸
সম্রাটঃ মনে মনে বকছো রাইট??
তিশাঃ বজ্জাত আপনি কি করে এলেন??আমিতো আপনাকে সুন্দর করে বসিয়ে দিয়ে এলাম..!!😁
সম্রাটঃ মিষ্টি তোমাকে বলেছিলাম না??আমার নিজের যদি হাত ছাড়াতে হয়….তাহলে তোমার কপালে দুঃখ আছে..!!😠
তিশাঃ ছেড়ে দিন না বজ্জাত আর করবো না..!!
সম্রাটঃ সাট আপ মিথ্যে বলবে না….নাউ কাম উইথ মি..!!
তিশাঃ না আমি কোথাও যাবো না..!!😭😭
সম্রাট তিশা কে টানতে টানতে নিচে নিয়ে এলো..!!
রাইমাঃ এই কি করছিস তুই??
সম্রাটঃ মামনি প্লিজ ডোন্ট স্টপ মি..!!
রায়হানঃ বাট তুমি ওকে কোথায় নিয়ে যাচ্ছো??
সম্রাটঃ বাগানে পাপা..!!
বলে তিশা কে বাগানে নিয়ে গেলো..!!
তিশাঃ এখানে আনলেন কেন??
সম্রাটঃ এখনি বোঝাচ্ছি..!!
তিশাঃ কি করে??😒😒😒
সম্রাটঃ মালি কাকা..!!
তিশাঃ ওহ কমলা কাকা কে ডাকছেন??☺☺
সম্রাটঃ আমি মালি কাকা কে ডেকেছি….তুমি কমলা কোথায় পেলে??🙄
তিশাঃ মালি কাকা কমলা কাকা….ওনার নাম তো কমল আমি….কিতনি সুন্দার কমলা রেখেছি..!!☺
সম্রাটঃ তুমিতো পৃথিবীর নবম আশ্চর্য..!!😐
তিশাঃ অষ্টম না কেন??
সম্রাটঃ অষ্টম হচ্ছে তোমার এই ভাষাগুলো..!!😬
তিশাঃ কিন্তুু এগুলো তো আমি বলি তাইনা??
সম্রাটঃ ইয়া সো??
তিশাঃ তাহলে তো আমার অষ্টম আশ্চর্য হওয়া উচিত..!!
সম্রাটঃ ওকে তুমিই অষ্টম আশ্চর্য হ্যাপি??👿👿
তিশাঃ হামম হামম..!!☺☺
ততক্ষনে কমলা কাকা মানে কমল কাকা এলো..!!
কমলঃ কি হয়েছে বাবা??
সম্রাটঃ কাকা আজকে তোমার ছুটি..!!
কমলঃ কিন্তুু গাছে পানি দিতে হবে তো..!!
তিশাঃ কমলা কাকা..!!
কমলঃ হ্যা মা বলো..!!
তিশাঃ আজকে মনে হয় গাছে পানি….বজ্জাত মানে সম্রাট ভাইয়া দেবে….তাই আজ তোমার ছুটি তুমি রেস্ট করো..!!☺☺
সম্রাটঃ হোয়াট??আর ইউ ক্রেজি??আমি দেবো গাছে পানি??গাছে পানি আজকে তুমি দেবে….তাইতো তোমাকে আমি এখানে এনেছি..!!😎
তিশাঃ কিহহহহহ??😱👿
সম্রাটঃ জ্বি, মালি কাকা তুমি যাও..!!
কমলঃ কিন্তুু সম্রাট বাবা..!!
সম্রাটঃ কাকা প্লিজ যাও..!!
কমলঃ আচ্ছা বাবা..!!
কমল যেতেই সম্রাট তিশা’র দিকে তাকালো….তিশা আমতা আমতা করে বললো..!!
—–আমাকে যেতে দিন বজ্জাত..!!
সম্রাটঃ গাছে পানি দেয়া শুরু করো ফাস্ট..!!
তিশাঃ মামনি কোথায় তুমি??😭😭
সম্রাটঃ এই যে ড্রামাকুইন ড্রামা পরে….১মিনিটে গাছে পানি দেয়া শুরু করো….নয়তো এক পায়ে কানে ধরিয়ে দাড় করে রাখবো..!!😤
তিশাঃ নোওওওওওও..!!😰😭
তিশা গিয়ে গাছে পানি দেয়া শুরু করলো….সম্রাট গিয়ে বাগানের দোলনায় বসলো….এরপর ফোন বের করে গেমস খেলতে লাগলো….এদিকে তিশা তো সম্রাটে’র গুষ্টি উদ্ধার করছে..!!
তিশাঃ শালা বজ্জাত একটা….হাতির ডিম, ঘোড়ার ডিম সব খাওয়াবো তোকে….তোর কপালে কোনদিন বউ জুটবে না….তোকে তো উগান্ডা পাঠানো উচিত….লন্ডন থেকে আমার মতো কিতনি সুন্দার….গুলুমুলু মাসুম বাচ্চা কে টর্চার করা শিখে এসেছিস??জানিস না হ্যা রে বজ্জাত তুই কি জানিস না??আমার মতো কিতনি সুন্দার গুলুমুলু মাসুম বাচ্চাদের….সবসময় চকলেট, আইসক্রিম দেয়া উচিত….কিন্তুু তুই খারুস, বজ্জাত চকলেট, আইসক্রিম তো দিসই না….আবার আমাকে এক পায়ে কান ধরাস….আমাকে বকিস, ধমক দিস চোখ দিয়ে গিলে খাস….আর এখন মালির কাজ করাচ্ছিস….আবার বলছি তোর কপালে বউ জুটবে না….এই আমি কিতনি সুন্দার তিশা অভিশাপ দিলাম..!!😼😏
সম্রাটঃ এই যে মিস চকলেট কি বিরবির করছো??
তিশাঃ তোকে বকছি..!!
সম্রাটঃ হোয়াট??😠
তিশাঃ আব না কিছুনা তো..!!😅
সম্রাট আবার গেমস খেলায় মন দিলো….এদিকে বেচারী তিশা গাছে পানি দিতে দিতে….এখন অবস্থা খারাপ জীবনে ও তো দেয়নি….তিশা গিয়ে সম্রাটে’র পাশে বসে পড়লো..!!
সম্রাটঃ এলে কেন??পানি দেয়া শেষ নাকি??
ফোনের দিকে তাকিয়েই বললো….তিশা কাদো কাদো হয়ে বললো..!!
—–আর পারবো না বজ্জাত..!!😔
সম্রাট ফোনটা পকেটে রেখে উঠে দাড়িয়ে বললো..!!
——আর লাগবে আমার সাথে??
তিশাঃ আর কখনো লাগবো না..!!😔
বলে চুপচাপ ভেতরে চলে গেলো….সম্রাট অবাক হলো তিশা মেনে নিলো??তাও এত তাড়াতাড়ি এটা ভেবে..!!
খাবার টেবিলে বসে আছে সবাই….তখন সেখানে তিশা এলো….কিন্তুু আজকে কোনো দুষ্টমি করলো না….রাইমা খাইয়ে দিলো তিশা খেয়ে চুপচাপ চলে গেলো..!!
রাইমাঃ মনপাখি’র কি হলো??
রাহেলাঃ আমিও তাই ভাবছি ভাবী..!!
প্রতাপঃ তিশা তো এত চুপচাপ না..!!
সম্রাটঃ চাচ্চু, চাচীমা চুপচাপ খাও..!!😑
সম্রাট খেতে খেতে ভাবছে..!!
—–আসলেই মিষ্টি এত চুপচাপ কেন??
রায়হানঃ তুমি কি বলেছো ওকে সম্রাট??
সম্রাটঃ আমি কি বলবো??😑
সম্রাটে’র দাদু খলিল খাঁন বললো..!!
—–তুমি যে ওকে বাগানে নিয়ে গেলে….বাগান থেকে এসেই ও চুপচাপ আছে..!!
সম্রাটঃ তো??🙄
খলিলঃ তারমানে তুমিই কিছু বলেছো তাইনা??
সবাই সম্রাট কে দোষ দিচ্ছে….সম্রাট চুপচাপ খেয়ে রুমে চলে গেলো….রাতেও তিশা চুপচাপ কার্টুন দেখছে….অন্যদিন হলে হেসে ড্রয়িংরুম কাঁপিয়ে ফেলতো….বাট আজকে চুপচাপ সবাই মনমরা হয়ে বসে আছে….আজকে চকলেট, আইসক্রিম ও খেলো না….সম্রাট হা করে তাকিয়ে আছে….যেই মেয়ে চকলেট, আইসক্রিম ছাড়া কিছু বোঝেনা….সে কি না চকলেট আইসক্রিম ফিরিয়ে দিচ্ছে??ব্যাপারটা ভেবেই সম্রাট অবাক হলো….রাতে কোনোরকম খেয়ে তিশা রুমে গেলো….সম্রাট ভাবছে ওর জন্যই তিশা চুপচাপ হয়ে গিয়েছে….ভেবে নিজের খারাপ লাগছে খুব..!!
পরেরদিন সকালে সম্রাট ঘুম থেকে উঠে….আয়নার সামনে গেলো গিয়েই চেচিয়ে উঠলো..!!
—–আহহহহহহহহহ..!!
সম্রাটে’র চেঁচানো শুনে সবাই এলো..!!
রাইমাঃ এই কি হলো রে??
সম্রাট তাকালো সম্রাট কে দেখে সবাই হেসে দিলো..!!
সবাইঃ 😆😆😅🤣
সবার পেছন থেকে তিশা বের হলো..!!
তিশাঃ 😂😂😂😂😂
সম্রাটঃ তুমি হাসছো??🤨
তিশাঃ বাহ বজ্জাত আপনাকে জোশ লাগছে..!!😽
সম্রাটঃ এটা তুমি করেছো না??
তিশাঃ আবার জিগায়..!!😎😎
সম্রাটঃ আমার বোঝা উচিত ছিলো….আর যাইহোক তুমি কখনো চেন্জ হবে না..!!😠
তিশাঃ ভিআইপি তিশা চৌধুরী চেন্জ হবে….এটা ভাবা আর হাতির পেটে পিপড়ে হবে….এটা ভাবা একই হিহি..!!😂😂
সম্রাটঃ স্টুপিড এটা কি করেছো তুমি??😠
তিশাঃ মেকআপ করেছি কিতনি সুন্দার হে না??🐸
সম্রাটঃ কালকে চুপ ছিলে কোন দুঃখে??
তিশাঃ ওরিমা বজ্জাত আপনি কি জানেন??
সম্রাট ভ্রু কুঁচকে বললো..!!
—–কি জানবো??🤨🤨
তিশাঃ কাল আমার দাতে ব্যথা করেছে….তাইতো আমি চুপচাপ ছিলাম….কাল দাতে ব্যথার থেকে বেশী কষ্ট হয়েছে….আমি কথা বলতে পারিনি তাই….সব কথা পেটে জমা হয়ে ছিলো….মনে হচ্ছিলো পেট ফেটে কথা বেরিয়ে আসবে..!!😪😪😪
সম্রাটঃ বাকওয়াস..!!
তিশাঃ কিহ??👿👿👿
সম্রাটঃ নাথিং যাও সবাই তো চলে গিয়েছে..!!
তিশাঃ যাচ্ছি হুহু থাকতে আসিনি..!!😏😏
একটুপর ড্রয়িংরুমে তিশা….মনের সুখে চকলেট খাচ্ছে….সম্রাট রেডি হয়ে নিচে নেমে এলো….নিচে এসে দেখলো তিশা চকলেট খাচ্ছে..!!
সম্রাটঃ এইযে মিস চকলেট..!!🍫🍫
তিশাঃ 😒😒😒😒
সম্রাটঃ তোমার না কাল দাতে ব্যথা করেছে??
তিশাঃ হামমমম..!!
সম্রাটঃ তাহলে চকলেট খাচ্ছো কেন??
তিশাঃ তাতে আপনার কি??আমার মুখ দিয়ে আমি খাচ্ছি….আমি কি আপনার মুখ ধার নিয়েছি চকলেট খেতে??😤😤
সবাইঃ 😵😵😵
সম্রাটঃ হোয়াট ননসেন্স??🤬
তিশাঃ কি আমি ননসেন্স??আপনি ননসেন্স কানকাটা হনুমান হুহু..!!😼😾
সম্রাটঃ মিষ্টি..!!😠😠
তিশাঃ মাম্মি..!!😭😭
রাইমাঃ সম্রাট ছেড়ে দে না বাবা….মনপাখি এখনো বাচ্চা..!!
সম্রাটঃ বাচ্চা না চৌবাচ্চা..!!😤
রাইমাঃ 😒😒
সম্রাট হনহন করে বেরিয়ে….গাড়ি স্টার্ট দিয়ে চলে গেলো….বিকেলে সম্রাট এলো সারাদিন তিশা সম্রাটে’র পিছনে লেগেছে….আর সম্রাট ও তিশা কে শাস্তি দিয়েছে….তাতে তিশার বাপির কি??😅
সন্ধ্যায় সম্রাট একটা ইম্পর্টেন্ট কাজ করছে….কয়েকটা পেপারস গুছিয়ে রাখছে….যেগুলো ওর ডক্টরীর জন্য খুব বেশী দরকার….হঠাৎই তিশা সেখানে দৌড়ে এলো….সম্রাট জানে তিশা উল্টো পাল্টা করতে পারে….তাই পেপারসগুলো ঠিকমত রাখতে গেলো….বাট তারআগেই তিশা এসে সম্রাটে’র হাত থেকে….একটানে পেপারসগুলো নিয়ে ছিড়ে ফেললো….আর লাফাতে লাফাতে বললো..!!
—–বজ্জাত কাল বাপি আসবে..!!☺☺☺
সম্রাট পেপারসগুলোর দিকে তাকিয়ে আছে..!!
তিশাঃ কি হলো বজ্জাত??এগুলো কি ডায়মন্ড নাকি??😁
সম্রাট হুট করেই তিশা কে থাপ্পর দিতে….হাত ওঠালো বাট থাপ্পর দিলো না….হাত নামিয়ে চিৎকার করে বললো..!!
—–আউট জাস্ট গেট আউট….এক্ষুণি বেরিয়ে যাও এখান থেকে..!!😠
তিশাঃ 🥺🥺
সম্রাটঃ গো রাইট নাউ..!!🤬
তিশা দৌড়ে চলে গেলো….সম্রাট পেপারসগুলো তুলে রাখলো….ভাবতে ভাবতে বললো..!!
—–ড্যাম ইট এখন কি করবো??
একটুপরই সম্রাট চেঁচামেচি শুনতে পেলো….চেঁচামিচি তিশা’র রুম থেকে আসছে….সম্রাট রুম থেকে বেরিয়ে তিশা’র রুমে গেলো….আর গিয়ে সম্রাটে’র পায়ের তলার মাটি সরে গেলো….সম্রাট চেচিয়ে বললো..!!
—–মিষ্টি..!!🥺🥺
দৌড়ে ভেতরে গেলো তিশা সেন্সলেস….বাম হাত কাটা গলগল করে রক্ত পড়ছে….সম্রাট গিয়ে তিশা’র হাত ধরলো….সম্রাটে’র মা কান্নাকাটি করছে….সবাই তো হতবাক হঠাৎ কি হলো??সম্রাট তিশা’র হাত ধরে থমকে গেলো….তিশা’র হাতে অজস্র কাটার দাগ….সম্রাট অবাক হয়ে বললো..!!
—–মামনি এসব কি??😥😥
রাইমাঃ মিষ্টি রেগে গেলেই হাত কাটে….বা কেউ যদি ওকে বেশী রাগারাগি করে….কিন্তুু আজকে কে ওকে বকলো??ওর বাপি কে কি বলবো আমি??এরআগে একদিন নিজের মাথা….দেয়ালে বারি দিয়ে নিজে ফাটিয়েছিলো….দেখ এখনো সেই দাগ আছে….এটা যে কতটা ভয়ংকর ওর জন্য..!!😢😢
সম্রাট আগেই দেখেছে কপালে….ডান সাইডে চুলের একটু নিচে কাটা দাগ….এবার ঠিকমত খেয়াল করলো….অনেক খানি নিয়ে দাগটা সম্রাট হতবাক….সম্রাট সবাই কে পাঠিয়ে….তিশা’র হাত ব্যান্ডেজ করে দিলো….তারপর একটা ব্যথার ইনজেকশন দিলো….এরপর তিশা’র পাশে বসে বললো..!!
—–আই এম সরি মিষ্টি….আমি বুঝতে পারিনি তুমি এটা করবে….তোমার কিছু হলে আমি কি করতাম মিষ্টি??আমিতো মরেই যেতাম মিষ্টি….সেই ছোট থেকে তোমাকে ভালবাসি….তোমার বাচ্চামীর জন্য কখনো বলিনি….কারন তুমি আমার ফিলিংস….আমার ভালবাসা বুঝবে না….এত পাগলামি কেন করো মিষ্টি??বাট এই হাতকাটা নিজের ক্ষতি করা….এসব থেকে তোমাকে বের করতে হবে….তোমার কিছু হলে আমি মরে যাবো….আজকে তুমি যেখানে কেটেছো….তুমি হয়তো নিজেও জানোনা বা জানো….তার একটু উপরে কাটলে..!!
সম্রাট চোখ বন্ধ করে ফেললো….সাথে সাথে চোখ থেকে পানি গড়িয়ে পড়লো….তিশা যেখানে কেটেছে তার একটু উপরেই রগ….সম্রাটে’র এখন নিজের উপর রাগ লাগছে….কিন্তুু সম্রাট তো আর জানতো না….যে তিশা রাগলে বা কেউ ওকে….বেশী রাগারাগি করলে হাত কাটে….সম্রাট তিশা’র পাশেই বসে রইলো..!!
চলবে……