জামাই ৪২০ (পর্ব ০৭)
Tisha Islam Nabila
·
·
·
সম্রাটে’র ধমকে সবাই চুপ হয়ে গেলো….শুধু একজন ছাড়া আপনাদের তিশা….হুম তিশা এখনো হেসেই যাচ্ছে….সম্রাট অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে….কিন্তুু তাতে তিশা’র বাপির কি??😆
তিশাঃ ও মাই আল্লাহ বজ্জাত পড়ে গিয়েছে….মামনি ফোনটা কোথায় গো আমার??
সম্রাটে’র মাঃ কেন মনপাখি??
তিশাঃ ওমা ভিডিও করতে হবে না??😂😂
সম্রাটে’র দাদুঃ পড়ে যাওয়ার পর ভিডিও??😒
সম্রাটে’র চাচ্চুঃ সম্রাট তুই কি বসেই থাকবি??
তিশাঃ হ্যা উনি বসেই থাকুক….আমি ভিডিও করে ভাইরাল করে নেই….তারপর উনি উঠবে তাইনা বজ্জাত??☺☺
সম্রাটঃ জাস্ট সাট আপ ইউ ননসেন্স….আর একটা কথা ও তুমি বলবে না….নাহলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিচ্ছি..!!🤬
তিশাঃ হুহু এমনিতেও আপনার থেকে খারাপ….আমার মনে হয়না আর একটা আছে..!!😒
সম্রাটে’র রাগ এবার মাথায় উঠে গেলো….সম্রাট উঠে এসেই তিশা’র হাত ধরলো….সমস্ত শক্তি দিয়েই হাত ধরেছে….সবাই বুঝলো তিশা’র কপালে দুঃখ আছে আজ….সম্রাটে’র মা আমতা আমতা করে বললো..!!
—-বলছি সম্রাট বাবা..!!😑
সম্রাট রাগি দৃষ্টিতে তাকালো….সম্রাটে’র মা চুপ হয়ে গেলো….তিশা তো বকবক করেই যাচ্ছে..!!
—-এই বজ্জাত আমার হাত ছাড়ুন..!!😫
সম্রাট টানতে টানতে তিশা কে উপরে নিচ্ছে..!!
তিশাঃ কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে??আমার হাতটা ছাড়ুন বজ্জাত..!!😭😰
সম্রাটঃ সাট আপ আমাকে ফেলে দেওয়ার সময়….তোমার মনে পড়েনি আমি কি করতে পারি??
তিশাঃ মনে পড়লে কি আর ফেলতাম??😒
বলে মুখে হাত দিলো….সম্রাট তিশা কে নিজের রুমে নিয়ে এলো….রুমে এনে দরজা বন্ধ করে দিলো..!!
তিশাঃ দরজা বন্ধ করলেন কেন??
সম্রাটঃ ডোন্ট ইউ থিংক যে….রোমান্স করতে এনেছি তোমাকে….আর তার জন্যই দরজা আটকেছি..!!
তিশাঃ 😱😱😲😲
সম্রাটঃ হা করে আছো কেন??
তিশাঃ তাহলে কেন এনেছেন??🤨
সম্রাটঃ আমার প্যান্ট ধোয়াতে..!!😎
তিশাঃ হোয়াট??ছিঃ ছিঃ আপনি এত লুচু??👿
সম্রাট ভ্যাবাচ্যাকা খেয়ে গেলো..!!
সম্রাটঃ 🙄🙄😕😕
তিশাঃ আমি ভাবতেও পারছি না….বিদেশ থেকে এত লুচু হয়ে এসেছেন..!!😒😞
সম্রাটঃ মিষ্টি হোয়াট আর ইউ সেয়িং??আর আমি কি বলেছি হ্যা??যে তুমি আমাকে লুচু বলছো??😠
তিশাঃ ওইযে বললেন প্যান্ট ধোয়াবেন..!!
সম্রাটঃ তো লুচুর কি বললাম??
তিশাঃ আপনার পড়া প্যান্ট খুলে….আমি কি করে ধোবো??মানে আমি কেন আপনার প্যান্ট খু..!!🙈🙈
আর কিছু বলার আগেই সম্রাট..!!
—-স্টপপপপপপ..!!👿👿
তিশাঃ মাম্মি বাঁচাও..!!😭😭
সম্রাট রেগে যেমন গিয়েছে….তেমন অবাকও হয়েছে….তিশা এটা কি ভেবেছে??😖
সম্রাটঃ লুচু আমি না তুমি..!!😡
তিশাঃ কি বললেন??👿
সম্রাটঃ ঠিকই বলেছি আমি বলেছি ওয়েট..!!
আলমারি থেকে প্যান্ট এনে….তিশা’র হাতে দিয়ে বললো..!!
—-এই প্যান্টগুলোর কথা ওকে??আর তুমি কি ভেবেছো??
তিশা নিজেই এবার লজ্জা পেলো..!!
তিশাঃ হিহি ওহ সল্লি..!!🙊🙉
সম্রাটঃ হোয়াট ইজ দিস সল্লি??
তিশাঃ সরি ইংরেজের বাচ্চা..!!😒😒
সম্রাটঃ হোয়াট??
তিশাঃ আমার মাথা..!!😫
সম্রাটঃ যাও প্যান্টগুলো ধোও..!!
তিশাঃ কিহহহহ??আপনি কি পাগল??আমি কেন এগুলো ধুতে যাবো??😤
সম্রাটঃ আমাকে ফেলে দিয়েছো তাই….নাউ নো মোর টক দিস টপিক গো..!!
তিশাঃ পারবো না..!!😒
সম্রাটঃ তাহলে কি অন্য শাস্তি দেবো??
তিশাঃ কি শাস্তি??
সম্রাট তিশা’র একটু কাছে এসে বললো..!!
—-ফার্স্টে যেটা ভেবেছিলে সেটা..!!😍
তিশা না বলে চেচিয়েঁ উঠলো..!!
সম্রাটঃ তাহলে যাও ধোও..!!😡
তিশা সম্রাট কে মনে মনে বকতে বকতে….প্যান্ট ধুতে গেলো সম্রাট মিটিমিটি হাসছে….তিশা তো জীবনেও প্যান্ট তো থাক দুরে….গোসলের পর নিজের ড্রেসই ধোয় না কখনো….এই বাড়িতে থাকলে সম্রাটে’র মা ধুয়ে দেয়….নয়তো সার্ভেন্টরা আর নিজেদের বাড়িতে….হয় ওর বাবা নয়তো সার্ভেন্টরা..!!
তিশাঃ শালা খারুস কোথাকার….আমার মতো গুলুমুলু বাচ্চা কে….এভাবে কষ্ট দিচ্ছিস তো??তোর কপালে বউ নেই রে….এই আমি তিশা বলে দিলাম হু হু..!!😭
ওয়াসরুমের দরজা তো বন্ধ….সম্রাট ফোনে গেমস খেলছে….এবার নিজেই ভাবতে লাগলো..!!
—-মিষ্টি কি করছে ভেতরে??পারবে তো প্যান্ট ধুতে??কোনদিন করেছে কোনো কাজ??
তিশা ইচ্ছেমতো প্যান্ট বাড়ি দিচ্ছে ফ্লোরে….এদিকে থেকে ওদিকে আছড়াচ্ছে….এই মুহূর্তে ওর মনে হচ্ছে প্যান্টই সম্রাট..!!😒😒
সম্রাটঃ মিষ্টি হলো তোমার??আর তুমি কি করছো হ্যা??আমার প্যান্ট ঠিক আছে তো??
তিশাঃ হ্যা বজ্জাত ঠিক আছে..!!
তিশা চোখ বন্ধ করে মনের সুখে….প্যান্ট আছড়াচ্ছে আর বলছে….অনেকক্ষণ পর চোখ খুলে হা হয়ে গেলো….কারন ইতিমধ্যে বেচারা প্যান্টগুলো নিহত হয়েছে….😪😪😪মানে ছিড়ে গিয়েছে….তিশা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে..!!
তিশাঃ এইরে প্যান্ট তো সবগুলো শেষ….এবার আমি কি করবো??😖😫
সম্রাটঃ মিষ্টি ২মিনিটে বের হও বলছি..!!
তিশা একটা বুদ্ধি বের করলো….প্যান্টগুলো ভেতরে রেখে এসে….মুখে হাসি ফুটিয়ে বললো..!!
—-বজ্জাত শুনুন না..!!☺☺
সম্রাটে’র খটকা লাগলো তাই বললো..!!
—-শোনাশোনি বাদ আগে বলো….আমার প্যান্টগুলো কোথায়??
তিশাঃ 😶😐🙄
সম্রাটঃ কি হলো??
তিশাঃ ওগুলো তো পুরনো প্যান্ট….আমি আপনাকে দামী নতুন প্যান্ট কিনে দেবো..!!☺☺
সম্রাটঃ হোয়াট রাবিশ??তোমাকে কে বললো পুরনো??তোমার কি মনে হয়??সম্রাট খাঁন আয়াশ পুরনো প্যান্ট পড়ে??ওগুলো একদম নতুন আর দামী ওকে??তোমাকে দিয়ে ধোয়াবো বলে….নতুন প্যান্টই আমি দিয়েছি..!!😎😎
তিশা মনে মনে আরেক দফা বকলো..!!😒
সম্রাটঃ কি বিরবির করছো??
তিশাঃ কিছুনা..!!
সম্রাটঃ আমার প্যান্ট কোথায়??
তিশাঃ বললাম তো নতুন কিনে দেবো..!!😬
সম্রাটঃ সামথিং ইজ ডেফেনেটলি রং রাইট??
বলেই ওয়াসরুমে গেলো….এই সুযোগে তিশা পালিয়ে গেলো….ওয়াসরুমে গিয়ে সম্রাট হা করে তাকিয়ে আছে….প্যান্টগুলো ছিড়ে দফারফা হয়ে গিয়েছে….তাহলে ভেবে নিন কত অত্যাচার করেছে তিশা….😶সম্রাট রেগে বোম হয়ে বেরিয়ে এলো….এসে দেখলো তিশা নেই সম্রাট নিচে এলো….তিশা মনের সুখে আইসক্রিম খাচ্ছে….আর সাথে ফেবারিট কার্টুন হানি বানি দেখছে..!!😒
সম্রাটঃ মিষ্টিইইই..!!👿
সম্রাটে’র মাঃ কি হলো রে??
সম্রাটঃ আম্মু ও আমার প্যান্ট ছিড়ে ফেলেছে..!!
সম্রাটে’র মা সম্রাটে’র দিকে তাকিয়ে বললো..!!
—-কিন্তুু তোর প্যান্ট তো ঠিকই আছে..!!😒
সম্রাটঃ 😕😯😧
তিশাঃ 😂😂😂
সম্রাটঃ সাট আপ ইডিয়ট মেয়ে….তোমাকে যে আমি কি করবো….ছাড়বো না তোমাকে আমি..!!
বলে হনহন করে চলে গেলো..!!
তিশা তো রেগে বোম..!!
তিশাঃ কি আমাকে ছাড়বে না??এবার দেখুন মিস্টার বজ্জাত খাঁন আমি কি করি..!!😎
তিশা বকবক করছে….সবাই হা করে তাকিয়ে আছে….এরমাঝে ল্যান্ড লাইনে ফোন এলো….সম্রাটে’র বাবা ধরে কথা বলে তিশা কে ডাকলো..!!
তিশাঃ কে বাবাই??
সম্রাটে’র বাবাঃ তোমার বাপি এসো..!!
তিশা দৌড়ে গেলো..!!
তিশাঃ হ্যালো বাপি..!!☺☺
তিশা ওর বাবা’র সাথে কথা বললো..!!
তিশা কথা বলা শেষ করে….নিজের রুমে গেলো রুমে গিয়ে….একটা বাটিতে পানি নিলো….তার মধ্যে নিজের অনেকগুলো আইলানার ঢাললো….ঢেলে আবার নিচে নেমে এলো….দরজা থেকে একটু দুরে বাটিটা রাখলো….এরপর আবার একটা কলা খেলো….খেয়ে কলার খোসা দরজায় রাখলো….এরপর জানালা দিয়ে তাকিয়ে রইলো….কখন সম্রাট আসবে কতক্ষণ পরই সম্রাট এলো….তিশা আগেই দরজা খুলে দাড়িয়ে রইলো….সম্রাট ফোনে কথা বলতে বলতে ভেতরে পা রাখলো….ওমনি দুরুম করে পা পিছলে পড়ে….মুখ গিয়ে পড়লো ওই বাটিতে….যেহেতু আইলানার ঢালা ছিলো পানিতে….ফলসরুপ সম্রাটে’র পুরো মুখ কালো হয়ে গেলো..!!
তিশাঃ ওএমজি..!!😂😂😂😂😂
সবাই তো হা করে তাকিয়ে আছে….সম্রাট মুখ উঠিয়ে সবার দিকে তাকালো..!!
সবাইঃ 😂😂😆😆😅🤣😄
সম্রাট কিছুই বুঝছে না….কিন্তুু পড়ে যাওয়ায় রাগ লাগছে….তিশা হাসতে হাসতে বললো..!!
—-বজ্জাত আপনার মুখ..!!🤣🤣
সম্রাটঃ এত হাসছো কেন সবাই??
সম্রাটে’র মাঃ তোর মুখটা দেখ..!!😂😂
সম্রাট ফোনে নিজের মুখ দেখলো….দেখেই তো প্রচুর পরিমানে রেগে গেলো..!!
সম্রাটঃ মিষ্টি এটা তুমি করেছো না??এবার দেখো আমি কি করি..!!🤬😤😠
সবাই হেসেই যাচ্ছে..!!
সম্রাটঃ স্টপ ইট..!!😠🤬
সবাইঃ 🤭🤐🤫
তিশাঃ 😏😏
সম্রাট রেগে নিজের রুমে চলে গেলো….সম্রাট উপরে যেতেই সবাই আবার হেসে দিলো….কিন্তুু সম্রাটে’র কানে ঠিকই হাসির আওয়াজ গেলো..!!
চলবে…..