জামাই ৪২০ (পর্ব ০৪)
Tisha Islam Nabila
সম্রাট মুচকি হেসে বেরিয়ে গেলো….তিশা অবাক হলো অনেক..!!
তিশাঃ আজব হাসলো কেন ও??অবশ্য যে পাগল হাসবেই তো……
তিশা বিছানায় বসে পড়লো….ছাদে দাড়িয়ে আছে সম্রাট….দৃষ্টি এই ব্যস্ত শহরের মানুষগুলোর উপর….রোডের পাশেই তিশা’দের বিল্ডিংটা….তাই ছাদে দাড়ালে সবটাই দেখা যায়….সম্রাট কিছু একটা ভেবে নিচে নেমে এলো….রুমে এসেই তিশা কে বললো..!!
—-তুমি আমাকে থাপ্পর মারলে কেন??
তিশাঃ তুমি না চলে গেলে??
সম্রাটঃ আমি এক্ষুণি শ্বশুর ফাদার কে বলবো…..
বলেই রুম থেকে বের হতে গেলো….তিশা গিয়ে ধরে ফেললো..!!
সম্রাটঃ ছাড়ো শ্বশুর ফাদার……
বলে জোরে চেঁচাতে গেলো….তিশা সম্রাটে’র মুখে হাত দিয়ে বললো..!!
—-এই সোম সোম লিসেন লিসেন….আই এম সরি আই এম এক্সট্রেমলি সরি……
সম্রাটঃ এরমানে কি??😒
তিশাঃ আমার ভুল হয়ে গিয়েছে….আমি খুব দুঃখিত ওকে??তোমাকে আর মারবো না..!!
সম্রাটঃ সত্যি তো??
তিশাঃ হুম সত্যি……
সম্রাটঃ হু হু আর যদি মারো আমাকে….শ্বশুর ফাদার কে বলে দেবো..!!😏
বলে বিছানায় চিত হয়ে শুয়ে পড়লো……
তিশাঃ সোম আইসক্রিম খাবে??
সম্রাট লাফ দিয়ে উঠলো….তিশা মুচকি হেসে নিচে গেলো….ফ্রিজ থেকে আইসক্রিম বক্স এনে….সম্রাটে’র হাতে দিয়ে মিষ্টি হেসে বললো..!!
—-তুমি খাও আমি আছি……
সম্রাট হাত কচলাচ্ছে..!!
তিশাঃ কি হলো খাও??নাকি এখনো রেগে আছো??
সম্রাটঃ না মি মানে তিশা রেগে নেই……
তিশাঃ তাহলে খাও..!!
সম্রাটঃ হ্যা খাচ্ছিতো……
সম্রাট আইসক্রিম খেতে শুরু করলো….একটুপর তিশা কে বললো..!!
—-তুমি তাকিয়ে আছো কেন??নিশ্চয় নজর দিচ্ছো তাইনা??😆
তিশাঃ হোয়াট??
সম্রাটঃ যেভাবে তাকিয়ে আছো….মনে হচ্ছো কোনদিন খাওনি…..
তিশাঃ ইডিয়ট একটা..!!
বলে রুম থেকে বেরিয়ে গেলো….তিশা যেতেই সম্রাট বেলকনিতে গেলো….এরপর ওয়াসরুমে ঢুকে গেলো….ওয়াসরুম থেকে বেরিয়ে ঠাস করে বিছানায় শুয়ে পড়লো….এদিকে তিশা এসে দেখলো সম্রাট ঘুমে…..
তিশাঃ এর মধ্যে ঘুমিয়েও গেলো??
তিশা কতক্ষণ পড়ে ঘুমিয়ে পড়লো..!!
দেখতে দেখতে ১মাস কেটে গিয়েছে….সম্রাটে’র পাগলামি তো আছেই….সামনেই তিশা’র জন্মদিন….সেটা নিয়ে ড্রয়িংরুমে বসে কথা বলছে…..
আবিরঃ তিশা সামনেই তো তোর বার্থডে..!!
সম্রাটঃ কার বাড্ডু??🐸
তিশাঃ উফ কিসব বলছো??
সম্রাটঃ আমার কি দোষ??এই ইংরেজের বাচ্চাই তো বললো…..
তিশাঃ তুমি ওকে ইংরেজের বাচ্চা বলো কেন??
সম্রাটঃ তোমার খুব দুঃখ হয় তাইনা??
তিশাঃ হ্যা আমার খারাপ লাগে..!!
সম্রাটঃ আচ্ছা এখন থেকে তোমাকেও বলবো…..😹
তিশাঃ সম্রাট??😡
সম্রাটঃ ওমা তুমিই তো বললে….তোমার খুব খারাপ লাগে….মানে ভাইয়া কে বলি….তোমাকে কেন বলিনা তাই খারাপ লাগে….তাই তোমাকেও বলবো শান্তি??
তিশাঃ বাপি কিছু বলো..!!
আরসাল চৌধুরী ছোট শ্বাস ছেড়ে বললো……
—-আমি আর কি বলবো??
আবিরঃ বাপি তো ওরই সাপোর্ট করে..!!
সম্রাটঃ ভিআইপি তো আমি তাই…..
তিশাঃ ইউ জাস্ট সাট আপ..!!
সম্রাট মুখ ভেংচি কেটে বেরিয়ে গেলো……
তিশাঃ কোথায় যাও??
সম্রাটঃ কাজ আছে হু খেলবো..!!😎
তিশা রেগে রুমে গেলো….আবির ও বেরিয়ে গেলো….একটুপর আরসাল চৌধুরী অফিসে গেলো…..
তিশা রুমে বসে বোর হচ্ছে তখন ফুপ্পি এলো..!!
ফুপ্পিঃ কি করছে আমার মা টা??
তিশাঃ বোর হচ্ছি ফুপ্পি…..
ফুপ্পিঃ কেন সোনা মা??
তিশাঃ আমার বোরিং লাগে….বাপি লাইফটা স্পয়েল করে দিলো..!!
ফুপ্পি টেনে তিশা কে….নিজের কোলে শুইয়ে….মাথায় হাত বুলাতে বুলাতে বললো……
—-মন খারাপ করিস না মা….তুই সম্রাট কে ছেড়ে দে..!!
তিশাঃ কি বলছো ফুপ্পি??কি করে??
ফুপ্পিঃ কেন ডিভোর্স দিবি…..
তিশাঃ আমাদের বিয়ে তো ৩মাস হলো কেবল..!!
ফুপ্পিঃ হ্যা সেটাও ঠিক….বাট এপ্লাই করে রাখতে পারিস….ওরকম একটা গাইয়া অশিক্ষিত….ছোটলোক ছেলের সাথে কেন তোর বিয়ে দিলো??কত করে বারন করেছি আমি আবির, আকাশ….কিন্তুু ভাইয়া তো শুনলোই না….একটা কথা বলবি মা??
তিশাঃ কি ফুপ্পি??
ফুপ্পিঃ মাইন্ড করিস না তুই আর সম্রাট….মানে তোরা কি কাছাকাছি এসেছিস??
তিশা বুঝলো উনি কি বলছে তাই বললো……
—-নো ফুপ্পি কখনোই না..!!
ফুপ্পিঃ তাহলে তো হলোই…..
তিশাঃ ফুপ্পি আকাশ ভাইয়া আসবে না??
ফুপ্পিঃ কি বলছিস হ্যা??তোর জন্মদিন সামনে….আর তোর আকাশ ভাইয়া আসবে না??এটা কখনো হয়েছে হ্যা??
তিশাঃ আকাশ ভাইয়া কে ফোন করি…..
ফুপ্পিঃ ওকে ফোন কর আমি যাই..!!
ফুপ্পি চলে গেলো….তিশা আকাশ কে ফোন করলো….১বারেই ফোন ধরলো আকাশ…..
তিশাঃ হ্যালো আকাশ ভাইয়া..!!
আকাশঃ হেই সুইট সিক্সটিন……
তিশাঃ আমি সিক্সটিন??😒
আকাশঃ আই ডোন্ট কেয়ার কিউটিপাই….ইউ নো হোয়াট??তুমি আমার কাছে সুইট সিক্সটিন থাকবে……
তিশাঃ হয়েছে হয়েছে কবে আসছো??
আকাশঃ তোমার বার্থডে যেদিন..!!
তিশাঃ হোয়াট??
আকাশঃ ইয়েস বিকজ আমার……
তিশাঃ তোমার কি হ্যা??😡
আকাশঃ কামঅন রিল্যাক্স লিসেন টু মি….আমার এই কয়েকদিনই ইমপরটেন্ট ক্লাস আছে….আমি এগুলো মিস করতে পারবো না….তাহলে আমার প্রব্লেম হয়ে যাবে….বাট তবুও তুমি বললে আজই চলে আসবো..!!
তিশাঃ এই না তুমি ওইদিনই এসো…..
আকাশঃ ওকে সুইট সিক্সটিন..!!
তিশাঃ ওকে বাই…..
আকাশঃ বাই কিউটিপাই..!!
তিশা ফোন কেটে দিলো….আকাশ মুচকি হাসলো….এবার পরিচয় দিয়ে দেই….আকাশ আহমেদ তিশা’র ফুপ্পির ছেলে….আকাশ পড়াশোনা করার জন্য….৪বছর রানিং আমেরিকা এসেছে….আকাশ দেখতেও অনেক কিউট….লম্বায় ৫.১১” ফর্সা গায়ের রং….সিল্কি চুল ভাসা চোখ….সবমিলিয়ে মাশাআল্লাহ দেখতে….আকাশ কথা বলা শেষ করে ক্লাসে গেলো…..
দুপুরে সম্রাট এলো বাড়ি….ফ্রেশ হয়ে কার্টুন দেখতে লাগলো….এভাবে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলো….আরসাল চৌধুরী বেশ ফুরফুরে মেজাজে বাড়ি এলো..!!
সম্রাটঃ আপনি এত খুশি কেন??🤔
তিশাঃ হ্যা বাপি বেশ খুশি খুশি লাগছে……
আরসাল চৌধুরীঃ হ্যা রে আজ আমি খুব খুশি..!!
আবিরঃ কেন??
আরসাল চৌধুরীঃ আমি একটা ডিল করে এলাম…..
সম্রাটঃ কি??😱কাকে ঢিল মেরে এলেন??🐸
আরসাল চৌধুরী ছোট শ্বাস ছেড়ে বললো..!!
—-ঢিল মারিনি জামাই ডিল করেছি…..
আবিরঃ কিসের ডিল??
আরসাল চৌধুরীঃ “এস কে এ” গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সাথে….১০কোটি টাকার ডিল এটা..!!
তিশাঃ তুমি বলেছিলে ১মাস আগে??
আরসাল চৌধুরীঃ হ্যা রে আর ওরা তো….অর্ডার পাওয়ার আগেই টাকা দিয়েছে…..
সম্রাটঃ দেখি কোথায় টাকা??☺
তিশাঃ সম্রাট তুমি দেখে কি করবে??
আবিরঃ তুমি দেখেছো কখনো??
সম্রাট ভেংচি কেটে বসে রইলো..!!
আরসাল চৌধুরীঃ আহ চুপ কর তোরা…..
বলে উনি চলে গেলো….দেখতে দেখতে তিশা’র জন্মদিন চলে এলো….শহরের নামকরা হোটেলে পার্টি রেখেছে….সবাই রেডি হয়ে হোটেলে চলে গেলো….তিশা নেভি ব্লু কালার গাউন পড়েছে….গলায় ডায়মন্ডের নেকলেস….কানে ডায়মন্ডের ঝুমকো….হাতে চিকন ডায়মন্ডের চুরি….ঠোটে লাল লিপস্টিক চোখে কাজল….কপালে ছোট পাথরের টিপ….চুলগুলো কার্ল করা….সম্রাট কে ম্যাচ করে ড্রেস পড়িয়েছে….ব্লু কালার শার্ট, ব্লু কালার প্যান্ট….শার্টের উপর কালো সুট….চুলগুলো জেইল দেয়া সিল্কি চুল কপাল ছুয়ে আছে….আবির ও সম্রাটে’র মতো সেম সাজ….ওরা ভেতরে গেলো চারপাশটা অনেক সুন্দর লাগছে..!!
সম্রাটঃ কিতনা সুন্দার হে…..😁
তিশাঃ দেখো এখানে একদম চুপ থাকবে…..
সম্রাটঃ 😒
ভেতরে যেতেই সবাই বিজি হয়ে গেলো….আরসাল চৌধুরী ওনার অফিসের….সবার সাথে কথা বলছে আবির ওর ফ্রেন্ডদের সাথে….তিশা ও এলিনা আর রাইমা’র সাথে কথা বলছে….সাথে রুপ ও আছে..!!
এলিনাঃ তোর হাসবেন্ড কে গান গাইতে বলি??
তিশাঃ ও গান পারেনা তো…..
রাইমাঃ বলি তিশা প্লিজ??এনাউন্স করি গিয়ে??
রুপঃ বাট ও তো বললো জিজু গান পারেনা..!!
এলিনাঃ তুই চুপ করতো……
এলিনা গিয়ে এনাউন্স করলো..!!
—-লেডিস এন্ড জেন্টলম্যান….এখন আপনাদের সবাই কে গান শোনাবে….বার্থডে গার্ল তিশা খাঁনে’র হাসবেন্ড সম্রাট খাঁন……
সম্রাট ভ্রু কুঁচকে তাকালো….এলিনা সামনে এসে বললো..!!
—-সেদিন ইনসাল্ট করেছিলে না??আজ দেখো তোমার কি করি…..
সম্রাট দাড়িয়ে আছে একপাশে….এরমাঝেই সেখানে এন্ট্রি নিলো আকাশ..!!
তিশাঃ আকাশ ভাইয়া…..
আকাশঃ হেই সুইট সিক্সটিন..!!
আকাশ তিশা কে জড়িয়ে ধরলো….তিশা ও আকাশ কে জড়িয়ে ধরলো….সম্রাট আস্তে আস্তে স্টেজে গেলো….গিয়ে একটা চেয়ারে বসে….এলিনা’র থেকে গিটার নিলো….এরপর সুর তুলে গাইতে শুরু করলো……
🎶আমি কি কেবল হেরেই যাবো🎶
🎶হবে নাকি জীবনের স্বপ্ন পূরন🎶(২বার)
🎶না পাওয়ার বেদনায়🎶
🎶শুধু কেঁদে কেঁদে যাবে🎶
🎶ভালবাসাহীন এই পরাজিত মন🎶
সবাই অবাক হয়ে তাকিয়ে আছে..!!
আকাশঃ তোমার হাসবেন্ড না??
তিশাঃ হ্যা…..
আকাশঃ এই গান গাইছে কেন??আর গান শুনে মনে হচ্ছে….গানের মাধ্যমে মনের কষ্টগুলো প্রকাশ করছে..!!
🎶আমি কি কেবল হেরেই যাবো🎶
🎶হবে নাকি জীবনের স্বপ্ন পূরন🎶
[বাকীটা নিজ দায়িত্বে শুনবেন…😁]
গান গাওয়া শেষে সবাই হাততালি দিলো….এলিনা রাগে ফোস ফোস করছে….সম্রাটে’র একটা ফোন আসতেই সাইডে চলে গেলো….একটুপর ফিরে এলো একরাশ হতাশা মুখে নিয়ে….সবাই কেক কাটতে বলছে….তিশা কেক কাটতে গেলো….কিন্তুু সেখানে গিয়ে সম্রাট কেক ধরে ফেলে দিলো….সবাই অবাক হয়ে তাকিয়ে আছে..!!
আকাশঃ হোয়াট দ্যা হেল??
তিশাঃ এটা কি করলে তুমি??😡
এলিনা সুযোগ পেয়ে গেলো……
এলিনাঃ ছিঃ ছিঃ ছিঃ তিশা….তোর গাইয়া স্বামী এটা কি করলো??এরজন্যই বলে গ্রামের এসব থার্ড ক্লাস ছেলেদের….কখনো বিয়ে করতে হয় না….আমার কি মনে হয় জানিস??আঙ্কেল কে ও ফুসলে তোকে বিয়ে করেছে….যাতে তোদের বিশাল সম্পতির মালিক হতে পারে..!!
সম্রাট মাথা নিচু করে আছে…..
আবিরঃ এটা কেন করলে তুমি??
আরসাল চৌধুরীঃ জামাই এটা কেন করলে??
তিশাঃ ব্যস বাপি অনেক হয়েছে….ওকে অনেক সহ্য করেছি আমি….গত ৩মাস আমি এসব সহ্য করেছি….নাউ আই এম জাস্ট টায়ার্ড বাপি..!!
এলিনাঃ এই তোমার বাবা, মা এসব শিখিয়েছে??
রাইমাঃ এত হ্যাপি ছিলো সবাই….দিলে তো হ্যাপিনেস নষ্ট করে??ওহ তুমিতো অশিক্ষিত বোঝো হ্যাপিনেস কি??
এলিনাঃ বাবা, মায়ের শিক্ষা বুঝলি??
সম্রাটে’র এবার মেজাজ বিগরে গেলো….সাথে সাথে চোখগুলো রক্ত লাল হয়ে গেলো….হাত মুঠ করে রেখেছিলো এতক্ষণ……
সম্রাটঃ ব্যস এনাফ আই সেইড এনাফ ইজ এনাফ..!!
সবাই হা করে তাকিয়ে আছে…..
সম্রাটঃ হোয়াট আর ইউ থিংক??আর ইউ অনলি এডুকেটেড এন্ড জেন্টল গার্ল??নো ইউআর রং এন্ড ইউআর আইডিয়া ইজ এবসুলিউটলি রং..!!
এলিনাঃ তুমি ইংরেজী বলছো??
সম্রাট এলিনা কে ঠাস করে থাপ্পর মারলো….এরপর চেঁচিয়ে বলে উঠলো…..
—-তুই মেয়ে বলে বেঁচে গেলি….নয়তো কসম আল্লাহর….আমার পাপা আর আম্মু কে নিয়ে এসব বলার জন্য….তোকে এখানেই পুতে দিতাম আমি..!!
এরপর রাইমা’র সামনে গিয়ে বললো……
—-এন্ড ইউ কি বলছিলে??
রাইমা ভয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে..!!
সম্রাটঃ হেই ইউ আই এম টক টু ইউ…..
রাইমা এবার তাকালো..!!
সম্রাটঃ হ্যাপিনেস নট ইন এনাদার প্লেস….বাট দিস প্লেস নট ফর এনাদার আওয়ার….বাট দিস আওয়ার ওয়েল হোয়াটএভার….বাট ইউ জাস্ট রিমেম্বার দ্যাট….লাইফ ইজ টেন পার্সেন্ট….হোয়াট হ্যাপেন্স টু ইউ??এন্ড নাইন্টি পার্সেন্ট হাউ ইউ রেসপন্ড টু ইট মাইন্ড ইট…..
এরপর তিশা’র সামনে গেলো….তিশা’র সামনে আসতেই….সম্রাটে’র চোখ থেকে টপটপ করে পানি পড়তে লাগলো..!!
তিশাঃ তুমি কে??
সম্রাটঃ তোমার স্টুপিড হাসবেন্ড মিষ্টি…..
মিষ্টি নাম শুনেই তিশা চমকে গেলো….বারবার ঝাপসা কিছু ভেসে আসছে….মাথায় হাত দিয়ে চেপে ধরলো..!!
সম্রাটঃ একটা কথা খুব কানে বাজছে জানো??গত ৩মাস আমাকে টলারেট করেছো….নাউ ইউআর জাস্ট টায়ার্ড…..
আবিরঃ তোমার আসল পরিচয় কি??
সম্রাটঃ আজ আর আমি কিছুই বলবো না….মিষ্টি টায়ার্ড হা হা ৩মাসে বড্ড টায়ার্ড….বাট জানো তো মিষ্টি??৩বছরেও আমি টায়ার্ড হইনি….আর তুমি ৩মাসে টায়ার্ড হয়ে গেলে??তোমার জন্য চকলেট, আইসক্রিম খেয়েছি….এরকম গাইয়া সেজে রয়েছি….কারন আই লাভ ইউ সো মাচ ড্যাম ইট….নিজেই নিজেকে প্রমিস করেছিলাম……
আরসাল চৌধুরীঃ তুমি ওগুলো কেন খেতে??বিশেষ করে আইসক্রিম ওটাতে তো তোমার……
সম্রাটঃ এলার্জি আছে আর তাই….আইসক্রিম আর চকলেট খাওয়ার পর….আমি বমি করে দিতাম….জাস্ট এতটুকু বলবো আজ….আই এম নট ইল্লিটারেট এন্ড আনএডুকেটেড….আই এম এ ডক্টর….ডক্টর সম্রাট খাঁন আয়াশ….আর মিষ্টি তোমাকে সেভ রাখতে….তোমাকে সুস্থ করতে এরকম হয়ে ছিলাম….কারন নিজে নিজেকে প্রমিস করেছিলাম….তোমাকে সুস্থ করতে যা করতে হয় আমি করবো….যত অপমানিত হতে হয় আমি হবো..!!
বলে সম্রাট বেরিয়ে গেলো….চোখ থেকে গড়িয়ে পড়ছে নোনা পানি…..
আরসাল চৌধুরীঃ তোরা এটা ঠিক করলি না..!!
আবিরঃ বাপি ও??
আরসাল চৌধুরীঃ “এস কে এ”কোম্পানির মালিক….ওই অফিসের বস সম্রাট….এই শহরের নামকরা বিজনেসম্যান….রায়হান খাঁনে’র একমাএ ছেলে..!!
তিশা স্তব্ধ হয়ে গিয়েছে….ওর মাথায় ঘুরছে ওকে সুস্থ করতে এসেছে মানে??আর মিষ্টি কেন বললো??এসব ভাবতে ভাবতে সেন্সলেস হয়ে পড়ে..!!
চলবে…