জামাই ৪২০ (পর্ব ০৩)

জামাই ৪২০ (পর্ব ০৩)
Tisha Islam Nabila

তিশা চেচিয়ে নিচে নেমে এলো..!!

সম্রাটঃ হিহি কাজ হয়ে গিয়েছে…..

তিশাঃ ইউ স্টুপিড এগুলো তুমি করেছো তাইনা??

সম্রাটঃ আমি কেন করবো??আমিতো ঘুমিয়ে ছিলাম….এত ঘুম আমার কি বলবো??

তিশাঃ আজ তোর ১দিন কি….আমার যে কয়দিন লাগে..!!

সম্রাটঃ জোশ লাগছে…..🐸😽💋👀

তিশা নিচে নেমে সম্রাট কে তাড়া করলো….কিন্তুু পেরে উঠলো না বেচারী….সম্রাট ঝড়ের গতিতে দৌড়াচ্ছে….তিশা টায়ার্ড হয়ে সোফায় বসে পড়লো….সারা মুখে কালী দিয়ে মাখামাখি….সম্রাট তখন লোশনের মাঝে….আইলানার ঢেলে দিয়েছিলো আর তাই….তখন ওরকম উদ্ভট গান গাইছিলো….সম্রাট দুরে দাড়িয়ে দাত কেলাচ্ছে..!!

আরসাল চৌধুরীঃ ইস কি বাজে লাগছে তোকে……

তিশাঃ 😡😡

সম্রাটঃ পেত্নী দেখিনি কখনো….খুব ইচ্ছে ছিলো পেত্নী দেখার….আজ সেটা পূরন হয়ে গেলো..!!

আবিরঃ হোয়াট পেত্নী কোথায় এখানে??🙄

সম্রাটঃ ওমা তুমি কি কানা??এত বড় পেত্নী চোখে পড়ছে না??

তিশা কে দেখিয়ে বললো….সবাই হেসে দিলো সাথে আবির ও….তিশা রাগে ফোস ফোস করতে করতে বললো……

—-আয় তুই আজ রুমে….দেখ তোর কি অবস্থা করি আমি..!!

বলে হনহন করে উপরে গেলো….রাগে মাথা ফেটে যাচ্ছে তিশা’র….রুমে গিয়ে আবার শাওয়ার নিলো….সম্রাট সোফায় আরাম করে বসলো……

আরসাল চৌধুরীঃ জামাই এটা কেন করলে??

কাঁদো কাঁদো ফেস করে বললো..!!

সম্রাটঃ ও সবসময় আমাকে বকে….চোখ রাঙায় তো তাই টাইট দিলাম…..

আবির ভ্রু কুঁচকে তাকিয়ে আছে..!!

সম্রাটঃ কি হলো শালা বাবু??

আরসাল চৌধুরীঃ ও তোমার বড় হয়…..

সম্রাটঃ গালতি সে মিস্টেক..!!😁

আবিরঃ ডিজগাস্টিং……

বলে আবির ও চলে গেলো….সম্রাট হাই তুলতে তুলতে বললো..!!

—-যাতো খাবার নিয়ে আয়…..😋

আরসাল চৌধুরী ছোট শ্বাস ছাড়লো….সম্রাট ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে….শাওয়ার নিয়ে তিশা নিচে এলো….একটা টপস আর জিন্স প্যান্ট পড়া….দেখলো সম্রাট জোড়ে শব্দ করে হাই তুলছে..!!

তিশাঃ এসব কি হচ্ছে??

সম্রাটঃ তুমি আবার এসেছো??

তিশা ভ্রু কুঁচকে বললো……

—-কেন না এলে ভাল হতো নাকি??

সম্রাটঃ অনেক ভাল হতো..!!☺

বলে মুখে হাত দিলো……

সম্রাটঃ তুমি আইসক্রিমের জন্য….সবাই কে তাড়া করেছিলে তাইনা??

সম্রাটঃ হ্যা ওরা আইসক্রিম দেয়নি আমাকে..!!

তিশাঃ সো স্যাড না বেবী??ওকে ডোন্ট ওয়ারী তিশা ইজ হেয়ার…..

সম্রাটঃ এর মানে কি??

তিশাঃ আমি এসে গিয়েছি..!!

সম্রাটঃ কি করবে তুমি??😒

তিশাঃ বাপি আমি বাইরে থেকে আসছি……

তিশা গাড়ি নিয়ে বেরিয়ে গেলো….সম্রাট আর আরসাল চৌধুরী….দুজন দুজনকে দেখছে এরমাঝেই খাবার দিয়ে গেলো….সম্রাট সেগুলো নিয়ে রুমে চলে গেলো….কতক্ষণ পর সব শেষ করে নেমে এলো….এসে বসে বসে টিভি দেখছে….২ঘন্টা পর তিশা এলো বাড়িতে….তবে একা আসেনি কয়েকজন ফ্রেন্ড আছে ওর….সবাই স্টাইলিশ ছোট ছোট ড্রেস পড়া….সম্রাট ওদের সামনে গিয়ে বললো..!!

—-তোমরা বাচ্চাদের ড্রেস পড়েছো কেন??🐸

এলিনাঃ হোয়াট আর ইউ সেয়িং??

সম্রাটঃ উনি কি বলছে??

রাইমাঃ তিশা হু ইজ হি??

তিশাঃ হি ইজ মাই স্টুপিড হাসবেন্ড……

এলিনাঃ হোয়াট??এই ক্লাউনটা তোর হাসবেন্ড??

সম্রাটঃ আই শালী বাংলা বল..!!👿

সবাই হা করে তাকিয়ে আছে…..

এলিনাঃ হোয়াট দ্যা হেল??

সম্রাটঃ বাংলা কবি নাকি বাথরুমের….ছেড়া স্যান্ডেল দিয়ে পিডামু??

সবাইঃ 😱

তিশাঃ সম্রাট কি বলছো এগুলো??

সম্রাটঃ তুমি চুপ করো নয়তো..!!

তিশাঃ নয়তো কি করবে শুনি??

সম্রাটঃ খেজুর গাছে উল্টা ঝুলামু……

তিশা রেগে বললো..!!

—-বাপি ওকে আটকাও….ও এগুলো কি বলছে হ্যা??

সম্রাটঃ হুহু আমারে কইলো ক্যান??যে আটকাবে তারেও ঝুলামু……

রাইমাঃ তিশা এটা কোন ক্ষ্যাত রে??

সম্রাটঃ আমাদের গ্রামে ক্ষেত আছে তো….তোরা বেশী বাংলিশ কবি….তো তোগো ওই ক্ষেতে….গরুর দরির সাথে বেধে….তার পিছনে পাঠাবো..!!

এলিনা আর রাইমা কেটে পড়লো……

সম্রাটঃ হিহি এসেছিলো ইংলিশ বলতে….দিলাম তো একদম ঝেড়ে….এবার বোঝ কেমন লাগে..!!😆

আরসাল চৌধুরী ছোট শ্বাস ছাড়লো…..

সম্রাটঃ আই বুইড়া শ্বশুর ফাদার….এতবার শ্বাস নেন কেন??

আরসাল চৌধুরীঃ জামাই কি বলো??😰

সবাই তো মহা অবাক..!!

তিশাঃ তাহলে কি শ্বাস নেবেনা বাপি??

সম্রাটঃ এত ছোট শ্বাস নেয় কেন??😒

তিশাঃ তুমি এমন কেন হ্যা??

সম্রাট তিশা’র কাছে গিয়ে….তিশা’র হাতের ব্যাগের পাশে ঘুরঘুর করছে……

তিশাঃ কি হলো কি??

সম্রাটঃ বলছি আমার জন্য কি এনেছো??🐸

আরসাল চৌধুরীঃ 🥴🥴..!!

তিশাঃ কি আনবো??

সম্রাটঃ খাবার আনোনি??

সার্ভেন্টঃ স্যার একটু আগেই তো খেলেন…..

সম্রাটঃ প্রধানমন্ত্রী বল আমাকে….আর তোর বাপেরটা খেয়েছি??

বেচারা চলে গেলো….তিশা কতগুলো আইসক্রিম বক্স বের করে বললো..!!

—-এই নাও তোমার আইসক্রিম….অরেঞ্জ ফ্লেভার সবগুলো….এখন এখানে বসে খাও…..

সম্রাটঃ রেখে দাও পরে খাবো..!!

তিশাঃ না এখনি খাবে স্টার্ট করো……

সম্রাটঃ কি করবো??

তিশাঃ শুরু করো..!!

আরসাল চৌধুরীঃ ও তো বললো পরে খাবে…..

তিশাঃ নো বাপি এখনি খাবে….এর জন্য সকালে কম ঢং করেনি ও..!!

সম্রাট গিয়ে খাওয়া শুরু করলো….এভাবে এক বক্স শেষ করে ফেললো….তিশা বিরক্তি নিয়ে তাকিয়ে আছে….আর আরসাল চৌধুরী হা করে দেখছে…..

সম্রাটঃ আহা কি মজা রে..!!

সম্রাট বাকী বক্স ফ্রিজে রেখে বললো…..

—-এগুলো কেউ ধরবি না পরে খাবো..!!😋

বলে দরজার কাছে গেলো……

তিশাঃ কোথায় যাচ্ছো??

সম্রাটঃ বাগানে যাবো বল খেলতে..!!😆

তিশাঃ ইডিয়ট একটা…..

তিশা উপরে চলে গেলো….আর সম্রাট বেরিয়ে গেলো….তিশা রুমে গিয়ে বসে পড়লো..!!

তিশাঃ জাস্ট টলারেটলেস ড্যাম ইট….বাপি এই স্টুপিডটার সাথে আমার কেন বিয়ে দিলো??ওর এসব পাগলামি আমার অসহ্য লাগে….মাঝে মাঝে মনে হয় কোনো পাগল…..

এরমাঝে তিশা’র ফুপ্পি এসে বললো..!!

—-একদম ঠিক বলেছিস মা….ভাইয়া যে কেন এই পাগলের সাথে তোর বিয়ে দিলো??না আছে পড়ালেখায়….আর না আছে বাড়ী, গাড়ি…..

তিশাঃ বাপি এটা কেন করলো ফুপ্পি??

ফুপ্পিঃ শান্ত হ মামনি আমি আছিতো..!!

উনি আরো ভুলভাল বোঝালো….এরপর রুম থেকে চলে গেলো….প্রায় ৩/৪ঘন্টা পর সম্রাট এলো….আবার সেই কাদা মাখানো গায়ে….ফ্রেশ হয়ে এসে দেখলো তিশা….ওর মায়ের ছবির সামনে দাড়িয়ে কাঁদছে….সম্রাটে’র তিশা’র কান্না ভাল লাগলো না….তাই ছবির সামনে গিয়ে বললো…..

—-এই বুড়িটা কে??চোখগুলো তালের আঠির মতো….হিহি তোমার মতোই পেত্নী….তোমার মা হবে তাইনা??

সম্রাট ভেবেছিলো এটা বললে….তিশা রেগে ঝগড়া করবে….আগেও করেছে কিন্তুু আজ তা হলো না….তিশা ঠাস করে সম্রাট কে থাপ্পর মারলো….সম্রাট গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে..!!

তিশাঃ ব্যাস অনেক সহ্য করেছি তোমাকে….গত ২মাস আমাকে জ্বালিয়ে আসছো….আর সহ্য করবো না আমি….বেরিয়ে যাও এখান থেকে…..

সম্রাট কিছু বললো না….মুচকি হাসি দিয়ে বেরিয়ে গেলো….তিশা হাসি দেখে অবাক হলো..!!

চলবে…….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here