সে_প্রেমিক_নয় #Mehek_Enayya(লেখিকা) #পর্ব ২২

#সে_প্রেমিক_নয়
#Mehek_Enayya(লেখিকা)

#পর্ব ২২

-এতো গলা ফারার কী হলো? ড্রেস তো পরেছি উধাম গায়ে নাতো!

আনাবিয়ার খাপছাড়া কথা শুনে ইরানের মেজাজ বিগড়ে যায়। ইরান দাঁড়িতে হাত বুলিয়ে মায়ের দিকে তাকায়। চাহনি তার অসহায়। রাকিয়া এক মুহূর্ত দাঁড়ালো না। দ্রুত পায়ে জায়গা ত্যাগ করে। ইরান কঠিন স্বরে আনাবিয়াকে বলে,

-আমি আরো ভেবেছিলাম আজ সবার সাথে তোমার পরিচয় করিয়ে দেবো! এখন এই ভেসে তোমাকে দেখলে লোকজন কী বলবে? প্লিজ আনাবিয়া গো এন্ড চেঞ্জ ইউর ড্রেস।

-আমি যাবো না কারো সামনে। কী বলে পরিচয় করিয়ে দেবেন? কাজিন? নাকি আপন ছোট বোন?

-শাট আপ ইউ ইডিয়েট।

আনাবিয়া বসা থেকে উঠে দাঁড়ায়। কান্না জড়ানো গলায় বলে,

-আপনার ফ্যামিলিতে ওর ফ্যামিলি ফাঙ্কশনে আমার কোনো দাম আছে ইরান? আজ সকালে আপনাদের মেহমান এসেছে বাসায়। আপনার বোন আমাকে বলেছিল আমি জেনো রুম থেকে বের না হই। ওকে হইনি। আপনি অবশ্য সবটা শুনেছেন? কিন্তু কোনো প্রতিবাদ করেছেন নিজের ওয়াইফের জন্য? এটা কোন ধরণের ভালোবাসা ইরান? আদৌ আপনি আমাকে ওয়াইফ ভাবেন?

ইরান আকাশ থেকে পরলো। দুইদিন ধরে কাজে অনেক বেশি ব্যস্ত সে। কাল রাতে সে নিজে শপিং করে এনেছেন আনাবিয়ার জন্য। আজ ব্যস্ত থাকায় আনাবিয়ার সাথে তার তেমন সাক্ষাৎ হয়নি। রাতেই বলে দিয়েছিল আজ কী পরবে। তার অনুপস্থিতে তার বোন তার-ই স্ত্রীর সাথে এইরকম ব্যবহার করবে একটুও ভাবতে পারেনি ইরান। ইরান হতবাক হয়ে কিছু বলবে তার আগে আনাবিয়া বলে,

-আপনার বাড়ির কাজের মেয়ের পরিচয় দিয়েন তবুও বোন বলবেন না ইরান। এতো কিছু সহ্য করে আমি এখানে আছি শুধুই আপনার জন্য। কেমন জেনো একটা মায়াজালে আটকে পরেছি! নাহলে আপনার ফ্যামিলির সবাইকে খুন করে বহু আগেই এই দেশ ত্যাগ করতাম।

আনাবিয়া চলে যেতে নেয়। কিছু মনে পরতে আবার পিছনে ফিরে। চোখের পানি মুছে তেজি কণ্ঠে বলে,

-আপনার বোনকে বলবেন সে জেনো তার জায়গায় থাকে। আমার সাথে বাজতে এলে যেভাবে নিজের পদ হারিয়েছে সেভাবেই নিজের অস্তিত্বকেও হারাবে। আমার সুন্দর জীবন নষ্ট করতে এলে আমি তার পুরো জীবনে আগুন লাগিয়ে দেবো।

আনাবিয়া বাড়ির ভিতরে চলে যায়। রাগে ইরানের কপাল ও হাতের রগ ফুলে উঠে। অত্যাধিক রাগে নিজের হাত নিজেই খামচে ধরে। এখন কিছু বলাও যাবে না। ইরান নিজেকে কোনোরকম শান্ত করে। বড় বড় নিঃশাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে। তনুসফার পদ হারানোর পিছনে যে আনাবিয়ার হাত ছিল এটা ইরান জানে। আনাবিয়া এই বাসায় এসেছিল শুধুই প্রতিশোধ নিতে। আর এই মেয়ের মাথায় এখনও প্রতিশোধের আগুন জ্বলছে। তনুসফা শেখকে শান্তিতে থাকতে দেবে না সে। আর না ইসরাফকে বাঁচতে দেবে। যতই ওপর দিয়ে ভালো সাজার নাটক করুক সত্যি তো আনাবিয়া এই বাড়ির সব থেকে বড় শত্রু।
তবে আনাবিয়া কী জানে ইরানই যে তার বড় এবং মূখ শত্রু?

🌸

ইরান মাত্রই জেসিকাকে হলুদ দিয়ে নিচে নেমেছে। তাহশিয়া শাড়ী ধরে স্টেজ থেকে নামছিল। অসাবধানতার কারণে শাড়ীর সাথে পা বেজে নিচে পরতে নেয়। ইরান তখন তাহশিয়ার ঠিক সামনে ছিল। কোনোদিক না ভেবে তাহশিয়ার ডান হাত শক্ত করে ধরে। তাহশিয়া সামনের মানুষটিকে না দেখে হাতটি ধরে উঠে দাঁড়ায়। ইরান নিজের হাত ছাড়িয়ে নিয়ে ভদ্রতার খাতিরে বলে,

-আপনি ঠিক আছেন?

ইরানের কণ্ঠস্বর শুনে তাহশিয়ার ষষ্ঠইন্দ্রিয় জেগে উঠে। দ্রুত মাথা তুলে সামনে তাকায়। এতো নিকট ইরানকে দেখে তার বক্ষস্থল অস্বাভাবিক ভাবে লাফাচ্ছে। কী বলবে, কী বলবে না কিছুই ভেবে পেলো না সে। ইরান পুনরায় জিজ্ঞেস করে,

-আর ইউ ওকে?

-ই ইই ইয়েস।

তনুসফা দূর থেকে ইরান আর তাহশিয়াকে একসাথে দেখে এগিয়ে আসে। তনুসফাকে দেখে ইরানের মুখ শক্ত হয়ে যায়। তনুসফা ইরানকে উদ্দেশ্য করে বলে,

-ইরান ও তাহশিয়া। মন্ত্রী সাহেবের মেয়ে ও ফেমাস ডিজাইনার।

-ওহ।

তাহশিয়া অচেনা ভান করে বলে,

-আপনি এমপি ইরান শেখ?

-জি।

-আপনার বিষয় অনেক শুনেছি আমার পাপার থেকে। তবে আপনার যতটা তারিফ আর সৌন্দর্যের বর্ণনা শুনেছিলাম ততটাও সুদর্শন নন আপনি মিস্টার ইরান।

তনুসফার পছন্দ হলো না তাহশিয়ার কথা। এই মেয়ে নাকি ইরানকে পছন্দ করে! তাহলে ইমপ্রেস করার মতো কথা না বলে এইসব কী বলছে? তনুসফা চোখের ইশারায় তাহশিয়াকে চুপ থাকতে বলে। ইরান তাহশিয়ার কথায় মুচকি হেসে বলে,

-আমি মোটেও সুদর্শন নই। আমি নাতো মুলার মতো ফর্সা আর নাতো জিরাফের মতো লম্বা। আমি অতি সাধারণ একজন পুরুষ।

-আপনার কথাগুলো বেশ ধারালো। একদম বুকে এসে লাগে।

-থাক তাহলে আর কিছু বললাম না। এনজয় করুন কিছু লাগলে বলবেন।

ইরান চলে যায়। তাহশিয়া বাঁকা হেসে ইরানের যাওয়ার দিকে তাকিয়ে রইলো। সামনের চুলগুলো সরিয়ে মুগ্ধ কণ্ঠে বলে,

-সে শুধু সুদর্শন না অনেক বেশি সুদর্শন।

-তুমি ওর সাথে এভাবে কথা বললে কেনো? কোথায় ওকে ইমপ্রেস করবে কী আরো ভড়কে দিলে!

-তনুসফা শেখ আপনার থেকে আমার বুদ্ধি বেশি। আমি কী কী করি আপনি শুধু দেখেন।

-ঠিক আছে যা মন চায় করো।

-ইরানের ওয়াইফ কোথায়?

-জানি না। ফাঙ্কশনে দেখছি না হয়তো নিচে আসেনি।

-নাম কী জেনো?

-আনাবিয়া সাবরিন।

-সুন্দর নাম। তাকে ভীষণ দেখার ইচ্ছে আমার। কোনোভাবে একটু তাকে এখানে আনার ব্যবস্থা করুন।

-ওয়েট।

তনুসফা তাড়াহুড়ো করে ইরানের কাছে আসে। ইরান অন্য একজনের সাথে কথা বলছিল। ইরান তাকে বিদায় জানিয়ে তনুসফার পানে তাকায়। তনুসফা চিন্তিত হওয়ার ভান করে বলে,

-আনাবিয়া কোথায়? ও আসলো না জেসিকাকে হলুদ দিতে? জেসিকা যে ওকে খুঁজছে।

-কেনো আসবে আমার স্ত্রী এখানে? আপনি তো ওকে আসতে মানা করেছেন আপা।

-আমি কী এখানে আসতে মানা করেছি নাকি! দেখেছ মেয়েটা তোমার কাছে আমার নামে মিথ্যে নালিশ দেয়।

-এখন জাস্ট ফাঙ্কশনের জন্য কিছু বলছি না। তবে দ্বিতীয়বার আপনি ওকে কিছুই বলবেন না আপা।

-এখনও তুমি বউর সাপোর্টই করছ! ঠিক আছে করো।

তনুসফা মুখ ফুলিয়ে চলে যায়। সবার হলুদ ছোঁয়া শেষ হলে রাত একটায় ফাঙ্কশন শেষ হয়। সবাইকে বিদায় দিয়ে ও সব কিছু গুছিয়ে রুমে আসে ইরান। বাতি নিভানো। পুরোপুরি অন্ধকারে ডুবে আছে। ইরান বাতি জ্বালিয়ে বিছানার দিকে তাকায়। উল্টো হয়ে হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে আনাবিয়া। ইরান ফ্রেশ হয়ে এসে রান্নাঘর থেকে খাবার নিয়ে আসে। টেবিলে খাবার রেখে বিছানায় সামনে যেয়ে মৃদু আওয়াজে আনাবিয়াকে ডাক দেয়। কয়েকবার ডাকার পর চোখ খুলে আনাবিয়া। ছোট ছোট আঁখিজোড়া ফুলে লাল হয়ে আছে। ঘুম ঘুম দৃষ্টি। বিছানায় উঠে বসে বিরক্ত হয়ে জিজ্ঞেস করে,

-হোয়াট’স ইউর প্রবলেম?

-যাও মুখ ধুয়ে এসো খাবার খাবে।

-মম খাইয়ে দিয়েছে। আপনি খেয়ে নিন।

-আমার সাথে তোমারও খেতে হবে উঠো জলদি।

-এতো বেশি আদিখ্যেতা দেখাচ্ছেন কেনো? আপনি খেয়ে নিন।

ইরান আর কিছু বললো না। রাগী মুখ করে ডিভাইনে যেয়ে বসে পরে। আনাবিয়া বুঝলো ইরান রাগ করেছে। তাই নিজেই বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে আসে। খাবার বেড়ে ইরানের পাশেই বসে পরে। ইরান আড়চোখে আনাবিয়ার কার্য লক্ষ্য করছে। আনাবিয়া ইরানের হাতে থালি দিয়ে আদেশ স্বরে বলে,

-চলুন এবার মাখুন নিজেও খান আমাকেও খাইয়ে দিন।

ইরান মনে মনে খুশি হলেও ওপর দিয়ে প্রকাশ করল না। গম্ভীর মুখে আনাবিয়াকে খাইয়ে দেয় এবং নিজেও খায়। খাওয়া শেষ হলে পুনরায় নীরব হয়ে যায় ইরান। আনাবিয়া ইরানের হাত ধরে বলে,

-আসুন তো আমার সাথে।।

-কোথায়?

-বেলকনিতে। আমার ঘুম আসছে না এখন নিজে ঘুম ভেঙেছেন নিজেই ঘুম পাড়িয়ে দেবেন।

-এতো রাতে বেলকনিতে যেয়ে কী হবে?

-উফফ! স্টপ টকিং জাস্ট কাম।

ইরান উঠে দাঁড়ায়। আনাবিয়া তাকে বেলকনিতে নিয়ে চলে আসে। সকল বাতি নিভিয়ে দেয়। এখানে চাঁদের পূর্ণ আলো আসে তাই আর কৃত্রিম বাতির প্রয়োজন নেই। আনাবিয়া ইরানকে ঝুলানো দোলনায় বসিয়ে দেয়। তারপর নিজেও অনেক বেশি আবেদনময়ী হয়ে ইরানের কোলে বসে পরে। ইরান তখন শকড এর মধ্যে ছিল। আনাবিয়া এমনেই সুন্দর। চাঁদের আলোতে অস্বাভাবিক সুন্দর লাগছে আনাবিয়াকে ইরানের চোখে। সে পারছে না আনাবিয়ার খোলাটে নয়ন থেকে চোখ সরাতে। আনাবিয়া নিজেই ইরানের দুই হাত নিজের কোমরে রাখে। মৃদু আওয়াজে বলে,

-এইযে আমাকে ধরুন নয়তো পরে যাবো।

ইরান আনাবিয়ার কোমর আঁকড়ে ধরে। পুরোপুরি নিজের সাথে মিশিয়ে নেয়। অনাবিয়াও বিড়ালের বাচ্চার মতো গুঁটিসুটি হয়ে ইরানের বুকে মাথা দিয়ে চোখ বন্ধ করে রাখে।

-জানেন ইরান আপনাকে বিয়ে করার পর আমি একজন মা পেয়েছি। অনেক আদর করে মম আমাকে। আমি খেতে চাচ্ছিলাম না দেখে জোর করে খাইয়ে দিয়ে গিয়েছে।

-তাই নাকি?

-জি। আই জাস্ট লাভ ইউর মম। শি ইস আদরেবল পারসন। তাকে দেখলেই আমার অন্যরকম ভালোবাসা ভালোবাসা অনুভূতি হয়।

-আর মমের ছেলেকে দেখলে?

-জানি না।

-হ*র্নি হ*র্নি ফিলিংস হয় তাইতো?

আনাবিয়া ইরানের বুকে চিমটি কাটে। ইরান হাসতে হাসতে লুটোপুটি খায়। আনাবিয়া মাথা তুলে আস্তে আস্তে বলে,

-আপনার মুখে এইরকম রাব্বিশ ওয়ার্ড মানায় না।

-উম তাহলে কী মানায়?

-কী মানায় জানেন? উইযে যখন বলেন আমাবিয়া আমি তোমাকে ভালোবাসি অথবা আনাবিয়া আই লাভ ইউ এই ওয়ার্ড গুলো আপনার মুখে অপূর্ব লাগে।

-তুমিও বদমাইশ হয়ে যাচ্ছ আনাবিয়া!

কথা বলেই ইরান আনাবিয়াকে সুড়সুড়ি দিতে থাকে। হাসতে হাসতে আনাবিয়া বলে,

-স্টপ ইরান পরে যাবো আমি। স্টপ।

-ওকে। সত্যি বলি আনাবিয়া আমি জানতাম না আপা তোমার সাথে এইরকম ব্যবহার করেছে। আমি আগামীকালই আপাকে কিছু কঠিন কথা বলে দেবো।

-না থাক এখন কিছু বলার প্রয়োজন নেই। ভালোভাবে বিয়ে হয়ে যাক।

-কিন্তু,,,,,,,

-আপনি তো খুব বোরিং পারসন! আমি এতো রোমান্টিক ভাবে আসলাম আর আপনি বে*হুঁ*দা পেচাল শুরু করেছেন! বাদ দিন না।

-আচ্ছা ভালোবাসো আমায়?

আকিস্মিক ইরানের এহেন প্রশ্নে গাবড়ে যায় আনাবিয়া। কিছুক্ষন নীরবতা পালন করে শান্ত স্বরে বলে,

-হয়তো ভালোবেসে ফেলেছি।

-হয়তো কেনো আবার?

-আমার জীবনে কখনই ভালোবাসা আসেনি তাই আমি ভালোবাসা নামক অনুভূতির সাথে অবগত নই। মা বাবার ভালোবাসা ভিন্ন আর এই ভালোবাসা ভিন্ন। তাই বুঝতে পারছি না।

-একদিন বুঝবে আর সেই একদিন বেশি দূরে নেই।

-তাই?

-ঠিক তাই। এখন ঘুমাবে না? নাকি এভাবে বসে থেকে আমাকে সিডিউস করবে কোনটা?

-মন তো চাচ্ছে আপনাকে একদম জেন্ত খেয়ে ফেলি!

-চূড়েল! সুন্দর লাগছে তোমাকে।

-হ্যাঁ আপনার কাছে তো সব ভাবেই আমাকে সুন্দর লাগে!

-জি।

দুইজন চুপ হয়ে যায় আনাবিয়া ইরানের দাঁড়িতে হাত বুলিয়ে দিচ্ছে। ইরান নিয়ন্ত্রণ হারিয়ে আনাবিয়ার ঠোঁটের দিকে অগ্রসর হতে থাকে। যেই না কিস করবে তখনই বসা থেকে দাঁড়িয়ে যায় আনাবিয়া। ইরানকে ভেংচি কেটে দৌড়ে রুমের ভিতরে চলে যায়। ইরান নিজেও হাসতে হাসতে রুমে চলে যায়।

____________________

পরেরদিন বিকেলে। জেসিকাকে সাজাতে পার্লারের মেয়েরা এসেছে। আনাবিয়া আজ ইরানকে প্রমিস দিয়েছে যেভাবেই হোক ফাঙ্কশনে যাবে। ইরান তার জন্য একদম সাধারণ সেলোয়াড় কামিজ চয়েস করে রেখে গিয়েছে। অন্যদিকে জেসিকা আনাবিয়ার ওপর অভিমান করেছে। কাল তার হলুদের যায়নি বলে। আনাবিয়া এটা সেটা বলে মানায় জেসিকাকে। তখন জেসিকা বলে আজ আনাবিয়াকে তার সাথে পার্লারে সাজতে হবে। আনাবিয়া রাজি হতে চায়নি। জেসিকার জোরাজোরিতে শেষে রাজি হয়েছে। তনুসফার মুখ ফোলা। মেয়ের আনাবিয়ার প্রতি এতো কেয়ার, ভালোবাসা তার কাছে অসয্য লাগছে। ইরানের জন্য আনাবিয়াকে কিছু বলতেও পারছে না সে।

জেসিকার রুমে বসে আছে আনাবিয়া সহ জেসিকার কয়েকজন ফ্রেন্ড। সবাই আনাবিয়ার আগেরই পূর্ব পরিচিত। আনাবিয়া জেসিকাকে আমতা আমতা করে বলে,

-দেখো জেসিকা তোমরাই সাজো আমাকে না পার্লারে সাজ সুট করে না।

-অবশ্যই করবে। আপনি বসুন তো মামী।

-আমি নিজেই সাজি না?

-নোহ। দেখেন আজ দূর দূর থেকে লোকজন আসবে আমি চাই সবাই আমার মামীকে দেখে তারিফ করুক। প্লিজ?

-ঠিক আছে।

না চাওয়ার শর্তেও আনাবিয়া সাজতে বসে। পার্লার এর মেয়েরা অবাক হয়ে তাকে দেখছে। একে একে সব কিছু দিয়ে সাজাতে থাকে তাকে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে শক্ত হয়ে বসে থাকে আনাবিয়া।

রাত আটটা। ব্যস্ত ভঙ্গিতে এদিক সেদিক যাচ্ছে ইরান। পরিচিতদের সাথে কুশলবিনিময় করছে। বারে বারে তার চোখ দরজার দিকে যাচ্ছে। এতো সময় হয়ে গেলো এখনও আনাবিয়া আসছে না কেনো! ইরান সামনে যেতে নেয় হঠাৎ তার পরিচিত একজন তাকে ধরে। ইরান হাত মিলিয়ে হাসি মুখে কথা বলে। কথার এক পর্যায় লোকটা বলে,

-ইরান শেখ আপনি কবে বিয়ে করছেন? আপনার বিয়ের আশায় আমরা আগ্রহী হয়ে বসে আছি যে।

-জি সামনেই করছি।

-পছন্দ করে রেখেছেন নাকি?

-ঐ আর কী। আপনারা ভিতরে গিয়ে বসুন।

ইরান খাবার সার্ভ করা লোকদের এটা সেটা বুঝিয়ে দিচ্ছিল এমন সময় তনুসফার সাথে ভিতরে প্রবেশ করে তাহশিয়া আর তার বাবা। ইরান তাহশিয়াকে খেয়াল করেনি। তাহশিয়ার প্রথমেই নজর পরে ইরানের ওপর। মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বলে উঠে “মন মুগ্ধকর”। ইরান আজ কালো রঙের সুট পরেছে। আর তাহশিয়া নীল রঙের জর্জেট শাড়ী। তার সাথে ভারী মেকআপ। সুন্দর মেয়েদের এতো না সাজলেও হয়!

এখনও আনাবিয়া আসছে না ইরানের হাসি হাসি মুখ ধীরে ধীরে গম্ভীর হয়ে যাচ্ছে। রাকিয়ার কাছে গিয়ে ধীর কণ্ঠে বলে,

-আম্মা আনাবিয়া আসছে না কেনো? তুমি একটু গিয়ে ওকে দেখো তো।

-হ্যাঁ যাচ্ছি।

রাকিয়া যেতে নেবে তার আগেই তনুসফা রাকিয়াকে ধরে স্টেজে নিয়ে যায়। তাহশিয়া শাড়ী ধরে হাঁটতে হাঁটতে ইরানের কাছে আসে। শান্ত স্বরে বলে,

-মিস্টার ইরান।

তাহশিয়ার ডাক শুনে ইরান পিছনে ফিরে তাকায়। শান্ত স্বরে বলে,

-আপনি! জি কোনো দরকার ছিল?

-আপনার সাথে আমার বিজনেস নিয়ে কিছু কথা আছে।

-ওকে আপনি একদিন সময় করে আমার অফিসে চলে আসুন।

-ঠিক আছে। আপনি অনেক বেশি গম্ভীর।

-হ্যাঁ। কথা কম বলতে ভালোবাসি আমি।

-তাহলে আপনি আমার মতোই! আমিও বেশি কথা বলি না এবং বেশি কথা বলা মানুষদের পছন্দ করি না।

-তা মিস তাহশিয়া আপনি কী শুধু বিয়ে এটেন্ড করতেই বাংলাদেশ এসেছেন নাকি অন্য কোনো কারণেও?

তাহশিয়া মনে মনে একটু অবাক হলো ইরানের প্রশ্নে। তবে বাহ্যিক দিয়ে স্মিত হেসে বলে,

-আমি কোনো বাংলাদেশির সাথে বিজনেস ডিল করতে চাই এই কারণেই আমার বাংলাদেশে আসা।

-ওহ ওকে।

-উম আপনি দেখছি একটু বেশিই চতুর!

-অবশ্যই। আমি এখন যে পর্যায় আছি এখানে এভাবেই আসি নি।

তাঁদের কথার মাঝেই রিপোর্টার’সদের আগমন। দুইজনকে একসাথে দেখে বলে,

-স্যার ম্যাম ইউ আর লুকিং সো নাইস। প্লিজ কয়েকটা ছবি হয়ে যাক?

ইরান তাহশিয়ার সাথে ছবি তুলতে চাচ্ছিলো না। কারণ রিপোর্টার’সদের দিয়ে ভরসা নেই তার। একটা সাধারণ ছবিকে কী না কী বানিয়ে দেয়। তাই সে বলে,

-অন্য একসময় ছবি তুলিয়েন।

-স্যার প্লিজ? একটা ছবি মাত্র।

তাহশিয়া খুশিতে গদগদ। মুখের হাসি জেনো সরছেই না তার। মনে মনে ভাবে হয়তো এবার সৃষ্টিকর্তাও তার সাথে আছে! তাহশিয়া ভালো সেজে বলে,

-কাম অন মিস্টার ইরান একটা ছবিই তো এতো আহামরির কী হলো!

-ওকে। শুধু একটা ছবিই তুলুন।

তাহশিয়া ইরানের পাশে দাঁড়ায়। আনন্দে ফেটে যাচ্ছে সে। অস্বস্তিতে পরে যায় ইরান। রিপোর্টার’স ছবি তোলার জন্য তৈরি হতেই আচমকা তাঁদের মুখের ভঙ্গিমা পরিবর্তন হয়ে যায়। রিপোর্টার’সদের মুখের পরিবর্তন দেখে একজন বলে উঠে,

-কী হলো তুলুন ছবি।

আনাবিয়ার কণ্ঠস্বর শুনে ইরান তার অন্যপাশে তাকায়। খয়েরি রঙের গর্জেস বেনারসি শাড়ী পরিধান করে, সম্পূর্ণ বাঙালি বউয়ের সাজে তার ওপর পাশে দাঁড়িয়ে আছে আনাবিয়া। ইরানের বিশ্বাস হচ্ছে না এইটা সত্যি। স্তব্ধ ও বিমূঢ় সে!

>>>চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here