#সে_প্রেমিক_নয়
#Mehek_Enayya(লেখিকা)
#পর্ব_১৮_১৯
#পর্ব ১৮
এক হাতে কফির গ্লাস আরেক হাতে জুসের গ্লাস নিয়ে ড্রইংরুমের সোফায় বসে আছে আনাবিয়া। বড়োসড়ো ভাবে ফেঁসে গিয়েছে সে। জুস নিজ ইচ্ছায় খেতে নিয়েছিল আর কফি ইরান এসে দিয়ে গিয়েছে। কিছুক্ষন পূর্বেই ঘুম থেকে উঠেছে দু’জন। মুখ ভার ইরানের। আনাবিয়ার যখন থেকে রাতের ঘটনার কথা মনে পরেছে তখন থেকে সে হাসতে হাসতে শেষ। আবার চুম্বনের কথা ভাবতেই একরাশ লাজ ঘিরে ধরে তাকে। ইরান কিছুক্ষন আগে নিচে এসে আনাবিয়ার হাতে ধোঁয়া উঠা গরম কফির গ্লাস ধরিয়ে দিয়ে আবার ওপরে চলে গিয়েছে।
………………………………
রাতে আনাবিয়া অজ্ঞান হয়ে যাওয়ার পর মাথায় হাত দিয়ে বসে ইরান। তার নিজেকে নিজের তখন চড় মারতে ইচ্ছে করছিল। কেনো কি*স করতে গিয়েছিল সে! এখন এইগুলো কে পরিষ্কার করবে। ইরান আস্তে আস্তে আনাবিয়াকে বিছানায় শুয়ে দেয়। নিজের পরিহিত শার্ট খুলে ওয়াশরুমে রেখে আসে। মেঝে পরিষ্কার করে উধাম গায়েই আনাবিয়ার পাশে বসে। আনাবিয়ার ড্রেসও একটু নোংরা হয়ে গিয়েছে। মৃদু আওয়াজে কয়েকবার ডাক দেয় আনাবিয়াকে। কিন্তু আনাবিয়া উঠে না। নিঃশাস ছেড়ে ফিমুকে ডেকে এনে আনাবিয়ার পরিহিত ড্রেস চেঞ্জ করিয়ে দেয়। অতঃপর ইরানও আনাবিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পরে।
ইরানের ফোনের শব্দে সকালে ঘুম ভাঙে আনাবিয়ার। শব্দ করে কাশতে কাশতে উঠে বসে সে। মাথা অনেক বেশি ব্যাথা করছিল তখন। দু’হাতে মাথা চেপে আশেপাশে চোখ বুলায়। পাশেই ইরানকে জামা বিহীন ঘুমিয়ে থাকতে দেখে এক এক করে সব কিছু মনে পরে যায় তার। নিজের ঠোঁটে আঙুল বুলিয়ে আনমনে হাসে। ইরানের ঘুমও ভেঙে যায়। ছোট ছোট চোখে আনাবিয়াকে দেখে বলে,
-কখন জাগলে তুমি? শরীর এখন ভালো লাগছে?
-একটু মাথা ব্যাথা করছে।
-নাস্তা করে মেডিসিন নিয়ে নিও তাহলেই কমে যাবে।
-হুম। উধাম গায়ে কেনো আপনি?
-রাতে চোর এসে আমার জামাকাপড় চুরি করে নিয়ে গিয়েছে। তাই আমি উধাম গায়ে।
কটমটে জবাব দেয় ইরান। আনাবিয়া হালকা হাসে। ইরান এবার আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে,
-বুঝলাম না আমি জাস্ট কিস করেছি নরমাল ভাবেই। এতেই এত ভয়ংকর রিঅ্যাকশন কেনো দিলে?
আনাবিয়া আমতা আমতা করে বলে,
-অ্যাকচুয়ালি আই ডোন্ট লাইক লিপকি*স । হ্যাঁ আমি ছোটকাল থেকে এইসব সরাসরি দেখে বড় হয়েছি তবুও আমার অনেক ঘৃণা লাগে লি*পকি*স করতে।
-ঘৃণা করার কী এখানে?
-মানুষের মুখে অনেক বিচ্ছিরি স্মেল থাকে। আবার কেউ কেউ নিয়মিত দাঁত ওয়াশ করে না। এইরকম বিভিন্ন কারণ।
-ইউ টু মাচ গার্ল! আমি তোমার থেকেও বেশি পরিছন্ন বুঝলে?
আনাবিয়া মুখ বাঁকিয়ে বিছানা থেকে নেমে যায়। আনাবিয়া আয়নায় নিজেকে দেখে বিস্ময়। কাল রাতে তো সে হাটু সমান টপ্স পরা ছিল। তাহলে এখন ইরানের শার্ট কেনো তার গায়ে! বাঁকা চোখে আনাবিয়া ইরানের দিকে তাকায়। ইরান মুচকি হাসি দিয়ে মাথার পিছনে দু’হাত দিয়ে নিশ্চিন্তে শুয়ে আনাবিয়াকে দেখছে। আনাবিয়া চোখের ইশারায় ইরানকে ড্রেসের বেপারে জিজ্ঞেস করে। ইরান কিছুই বললো না। আনাবিয়া এবার ভড়কে গিয়ে বলে,
-আমার ড্রেস চেঞ্জ হলো কিভাবে? আপনি করেছেন কী?
-না। রাতে জরুরি তলোবে ফিমুকে ডেকে এনে চেঞ্জ করিয়েছি।
-ওহ।
-আমি করলেও কোনো প্রবলেম ছিল না। আফটার অল আই এম ইউর হাসব্যান্ড।
আনাবিয়া উত্তর দিলো না। ফ্রেশ হতে ওয়াশরুম চলে যায়।
…………………………………..
হাতের ঘড়ি পরতে পরতে সিঁড়ি দিয়ে নিচে নামছে ইরান। মুখে তার কঠোর ভাব। আনাবিয়া ইরানের দিকে তাকালো না। জুস খেতে খেতে ফোন টিপছে। ইরান আনাবিয়াকে অকেজো ভঙ্গিতে বসে থাকতে দেখে রেগে কিছু বলবে তার আগেই তাজীব হাজির হয়। ইরানকে বলে,
-স্যার আজকের মিটিং গুলো কী ক্যানসেল করে দেবো?
-কেনো?
-স্যার আগামীকাল নির্বাচন। আপনার তো সেখানেও কিছু কাজ আছে।
-ওহ ইয়েস। ঠিক আছে ক্যানসেল করে দেও।
ইরান আড়চোখে ড্রইংরুমের দিকে তাকায়। সোফায় চোখ বন্ধ করে বসে আছে আনাবিয়া। ফিমু আনাবিয়ার মাথা টিপে দিচ্ছে। সহসা ইরানের মুখের ভঙ্গিমা পরিবর্তন হয়। তাজীব একটু নিচু হয়ে ধীরে ধীরে বলে,
-স্যার কাল রাতে আপনি সিক্রেট প্লেসে আসলেন না? আমি ঐ ড্রাইভারকে নিয়ে এসেছি।
-একটু ব্যস্ত থাকায় যেতে পারিনি। খাতির যত্ন করেছো তো বিশেষ ভাবে?
-জি স্যার।
-আমি আজ রাতে আসছি। কিছুক্ষন পর আবার ঐ বাসায় যেতে হবে।
-স্যার ম্যাম তো আমাকে বললো সে তার খালামুনির বাসায় যাবে। পাসপোর্ট আরো কিছু কাগজ আনতে?
-উনার মাথায় ভুত ঢুকেছে। খুব জলদিই ভুত তাড়াচ্ছি আমি।
কথা শেষ করে ইরান এগিয়ে যায় আনাবিয়ার কাছে। একবার ফিমুর দিকে তাকাচ্ছে তো একবার আনাবিয়ার দিকে। সোফায় বসে ফিমুকে আদেশ স্বরে বলে,
-আমার জন্য কফি নিয়ে এসো ফিমু।
-জি স্যার।
ফিমু চলে যায়। আনাবিয়া চোখ খুলে। তাজীবকে দেখে বলে,
-তাজীব ভাই ড্রাইভারকে বলো আমাকে একটু আমার খালামুনির বাসায় দিয়ে আসতে।
-খালামুনির বাসায় কেনো যাবে?
-রাতে কী বলেছেন ভুলে গেলেন না কি? আর এমনেও আমি ঐ বাসায় যাবো না।
-যেতে হবে। যদি কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে তুমি বাসায় চলে এসো।
-আপনার কাজিন হওয়ার সখ নেই আমার।
ইরান বাঁকা চোখে তাজীবের দিকে তাকায়। তাজীব দ্রুত তার গন্তব্যে চলে যায়। ইরান বাঁকা হেসে বলে,
-তাহলে ওয়াইফ-ই হও। একজন আদর্শ ওয়াইফ। মেনে নেও এই বিয়ে, আমাকে।
আনাবিয়া শান্ত। শান্ত ভণিতায় বলে,
-মেনেই তো নিচ্ছি। আপনাকে ভালোবাসতে পারব কি না আই ডোন্ট নো। বাট আই ওয়ান্ট টু স্টেই হেয়ার।
-ভালোবাসতে হবে না সারাজীবন থেকে গেলেই আমার জন্য অনেক।
আনাবিয়া প্রতিউত্তর দিলো না। নিজ হাতের আঙুল দেখতে লাগলো। ফিমু কফি এনে ইরানের হাতে দেবে। অসাবধানতায় তার হাতেই গরম কফি পরে যায়। জ্বালাপোড়ায় এক হাত দিয়ে আরেক হাত চেপে ধরে। আনাবিয়া দ্রুত বসা থেকে উঠে ফিমুর পাশে দাঁড়ায়। হাত দেখে চিন্তিত হয়ে বলে,
-একটু সাবধানে কাজ করবে না। কতখানি পুড়ে গিয়েছে। এসো বরফ দিয়ে দেই।
-না ম্যাম কিছু হবে না। আমিই দিয়ে নিতে পারব।
-কথা কম বলো এসো।
-ম্যাম আপনি তৈরি হন আপনাদের যেতে হবে। আমি বরফ দিতে পারব।
আনাবিয়া আরেকজন ভৃত্যকে ডেকে বলে ফিমুকে নিয়ে যেতে আর বরফ, মলম দিয়ে দিতে। তারপর তার দৃষ্টি স্থির হয় ইরানের ওপর। শান্ত মস্তিকে বসে ফোন টিপছে সে। আনাবিয়া আশ্চর্য হয়ে বলে,
-আপনি একটু দেখেশুনে নিবেন না। মেয়েটার হাত পুড়ে গেলো।
-মলম লাগালে ঠিক হয়ে যাবে। যাও রেডি হয়ে এসো।
-অনেক বেশি পাষান মনের মানুষ আপনি!
_________________🌸
গাড়িতে বসে জালানা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে আনাবিয়া। পাশেই ইরান বসেছে। পিছনে ও সামনে আরো দুটো গাড়ি। যেহেতু আগামীকাল নির্বাচন। সেহেতু আজ ঢাকা শহর গরম। তাঁদের ওপরেও হামলা হতে পারে। তাই ইরান সেফটি নিয়েই আনাবিয়া নিয়ে বের হয়েছে। বাহিরের দিকে তাকিয়েই আনাবিয়া বলে,
-ইসরাফ বাসায় এসেছে?
-না। তিনদিন পর আসবে। হাঁটতে পারবে না সবসময় শুয়েই থাকতে হবে ওর।
-আজ যদি ইসরাফের এক্সিডেন্ট না হতো তাহলে ওর সাথেই আমার বিয়ে হয়ে যেত। এতো দিনে আমি আমার প্রতিশোধ নিয়ে চলেও যেতাম।
-ইউ নো আনাবিয়া? সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যেই করেন।
-হতে পারে। জেসিকার হঠাৎ বিয়ে কেনো?
-ও পছন্দ করত একজনকে তার সাথেই বিয়ে।
-ওহ। আপনার আপা তার ইন লও এর বাসায় যায় না?
-না। কোনো যোগাযোগ নেই আপার তাঁদের সাথে।
আনাবিয়া মুখ বাঁকায়। অস্পষ্ট স্বরে বলে,
-এইরকম চূড়েলের সাথে কে যোগাযোগ রাখতে চাইবে!
ইরান আনাবিয়ার কথা সম্পূর্ণ না শুনলেও বুঝেছে। তবুও কিছু বললো না। বাড়িতে পৌঁছে গাড়ি থামে। দু’জন একসাথে নেমে ভিতরে যায়। সোফায় বসে ছিল রাকিয়া। আনাবিয়াকে দেখে হাসি মুখে এগিয়ে আসে।
-ভালো আছিস মা?
-জি মম। আপনি ভালো আছেন?
-এইতো আছি। আয় ভিতরে আয়।
রাকিয়া ইরানের সাথে কথা বললো না। ইরান বুঝলো তার মা অভিমান করেছে। রাকিয়া আনাবিয়াকে নিয়ে সোফায় বসে পরে। ইরান রাকিয়ার পায়ের সামনে বসে ইনোসেন্ট ভঙ্গিতে বলে,
-আম্মা রাগ কমেনি তোমার? কথা বলবে না আমার সাথে?
রাকিয়া উপেক্ষা করল ইরানকে। আনাবিয়াকে এটা সেটা জিজ্ঞেস করছে। আনাবিয়া ঠোঁট চেপে হাসছে। ইরান এবার রাকিয়ার হাত ধরে বলে,
-ও আম্মা, মাফ করে দেও না। এখন থেকে যেখানে যাবো সেখানেই তোমাকে নিয়ে যাবো। প্রমিস।
-আনাবিয়া একজনকে বলে দে আমার কোনো ছেলে নেই।
আনাবিয়া রাকিয়ার সাথে তাল মিলিয়ে বলে,
-শুনলেন মম কি বললো? আপনাকে চিনি না আমরা।
-আম্মা সরি না? দেখো তুমি যদি এখন মাফ না করো তাহলে আমি আবার চলে যাবো বলে দিলাম।
-তুই যেখানে মন চায় যা আমার বউমা থাকলেই হবে।
-বাহ্! কয়দিনেই ছেলে পর! কেউ আমাকে ভালোবাসে না।
রাকিয়া হাসতে হাসতে আনাবিয়াকে বলে,
-দেখেছিস মা কয়দিন পর এই ছেলে নিজেই বাপ হবে। আর সে কি না এখন বাচ্চাদের মতো ব্যবহার করছে!
আনাবিয়া ভেবছেঁকা খেয়ে যায়। ইরান আগের মতো করেই বলে,
-মাফ করেছ তো?
-হ্যাঁ যা করেছি। শরীর কেমন এখন?
-একদম ভালো। তোমাকে দেখে আরো সুস্থ হয়ে গেলাম।
-নাটকবাজ! যা আনাবিয়া মা কে রুমে নিয়ে যা।
-হুম।
রুমে এসে ধপ করে বিছানায় শুয়ে পরে আনাবিয়া। ইরান সেটা লক্ষ্য করে। জালানা খুলে পর্দা সরিয়ে দেয়। রুম হয়তো সকালেই পরিষ্কার করানো হয়েছে। তনুসফা আর জেসিকা শপিং করতে গিয়েছে। ইরান আলমিরা খুলে কিছু একটা বের করতে করতে বলে,
-তুমি কবে শপিং করতে যাবে?
-আমার কিছুর প্রয়োজন নেই।
-আছে। বাংলাদেশে বিয়েসাদিতে সকল নারীরা অনেক হেভি ড্রেসাপ এন্ড মেকআপ করে। তোমারও কিছু হেভি ড্রেস লাগবে।
-আমি ওড়নাই সামাল দিতে পারি না আবার হেভি ড্রেস!
-তাহলে বেবি কিভাবে সামলাবে?
-আগামীকাল হচ্ছে বেবি?
-না তবে একদিন তো হবে।
-যেদিন হবে সেদিন দেখা যাবে কিভাবে সামলাই।
ইরান আনাবিয়ার হাতে একটা কার্ড ধরিয়ে দিয়ে বলে,
-অনেক বেশি ঘাড়তেড়া তুমি।
-ওয়েল। হোয়াট’স ডেট?
-আমার ক্রেডিট কার্ড। কিছু কেনাকাটার দরকার বা কোনো কারণে টাকা লাগলে এখান থেকে উসড করবে।
-ওহ ওকে।
-রাতে এক জায়গায় নিয়ে যাবো তোমায়।
আনাবিয়া উৎফুল্ল হয়ে যায় ইরানের কথায়। খুশিতে জিজ্ঞেস করে,
-কোথায়?
-সারপ্রাইস।
মন ক্ষুন্ন হলো আনাবিয়ার। শোয়া থেকে উঠে বসে। চেঁচিয়ে বলে,
-আই ডোন্ট লাইক সারপ্রাইস। প্লিজ বলে দিন না কোথায় নিয়ে যাবেন?
-উহুম। সন্ধ্যা সাতটায় তাজীব তোমাকে একটা পার্সেল দিয়ে যাবে। সেটা পরে রেডি হয়ে থেকো। আমি বাসায় আসবো আর তোমাকে নিয়ে যাবো।
#পর্ব ১৯
ওড়নার কিনারে ঘুরাতে ঘুরাতে ছাদে হাঁটছে আনাবিয়া। কানে ব্লুটুথ। তার গ্রান্ডমার সাথে কথা বলছে। সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে দিন পাড় করেছে তাই এখন ফ্রেশ হাওয়ায় মন ফ্রেশ করতে ছাদে এসেছে। আজও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আনাবিয়ার প্রথম প্রথম বৃষ্টি ভালো লাগলেও এখন বিরক্ত লাগে। এবার বৃষ্টিটা জানো একটু বেশিই হচ্ছে!
কথা বলতে বলতে আনাবিয়ার নজর যায় নিচে সুবিশাল ব্যাকইয়ার্ডে। তনুসফা কিছু লোককে ঘুরে ফিরে জায়গাটা দেখাচ্ছে। কয়েকজন লোক সিরিয়ালে বাঁশ আরো কিছু জিনিস পত্র নিয়ে এসে রাখছে। হয়তো সেখানেই ফাঙ্কশন আয়োজিত করা হবে। পাশেই গার্ডেন। আজও সেদিনের মালিরা কাজ করছে। আনাবিয়ার মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো। দ্রুত গ্রান্ডমার সাথে কথা সমাপ্ত করে কল কেটে দেয়। ওড়নাকে চাদরের মতো শরীরে জড়িয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলো। বড় বড় পা ফেলে হাঁটতে হাঁটতে বাহিরে চলে আসে। তনুসফাকে দেখে সম্পূর্ণ ইগনোর করে গার্ডেনে চলে যায়। আনাবিয়ার ইগনোর পছন্দ হলো না তনুসফার। সম্পর্কে সে বড়। এই মেয়ে কেনো তাকে এতো অসম্মান করে! অন্যদিকে আনাবিয়া মনে মনে পৌঁশাচিক হাসি দেয়।
মালিরা আনাবিয়াকে দেখে খুশি হয়। আনাবিয়া তাঁদের খবরা খবর নেয়। একদম বাঙালি মেয়ের মতো তাঁদের সাথে বসে গল্প করতে থাকে। মালি তাকে গাছ থেকে কাঁচা আম পেরে দেয়। আনাবিয়া বুঝতেছিল না কিভাবে খাবে। পরে মালির মেয়ে তাকে কেটে দেয় আম। প্রথম বাইট নিতেই টকে লাফিয়ে উঠে সে। টক জাতীয় খাবার বেশি একটা খেতে পারে না সে। মিষ্টি অনেক বেশি প্রিয় তার। কথার মাঝেই গার্ডেনে প্রবেশ করে তনুসফা। আনাবিয়াকে দেখে এগিয়ে যায়। নিজের শকুনি দৃষ্টিতে আনাবিয়াকে আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্ত পরোক্ষ করে নেয়। উপহাস স্বরে বলে,
-তোমার না কি দাদা দাদি এসেছিলো রাশিয়া থেকে? তো এখনও বাংলাদেশে কেনো তুমি? আমি তো ভেবেছিলাম তুমি হয়তো চলে গিয়েছো। আসলে এইরকম ছেলে পেলে মেয়েদের কি আর ছেড়ে যেতে মন চায়। তাই না?
আনাবিয়া হাসলো তনুসফার কথায়। এদিক সেদিক তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে,
-একদম। বড় কথা হলো আপনার ভাই আমাকে যেতে দেয়নি। আমি কাল রাতেও বললাম রাশিয়া চলে যাই। কিন্তু সে আমাকে ছাড়া থাকতে পারবে না। কয়েকদিনে অনেক বেশি ভালোবেসে ফেলেছে আমায়।
-ও সবসময়ই মানুষ চিনতে ভুল করে। আর রইলো ভালোবাসার কথা! আমার ভাইকে যদি বোকা ভেবে থাকো তাহলে বলবো তুমি নিজেই বড় বোকা মেয়ে।
-ঠিক বলেছেন। আপনার ভাই আসলেই মানুষ চিনতে ভুল করে।
তনুসফা কটমট চোখে তাকায় আনাবিয়ার দিকে। আনাবিয়া মৃদু হেসে অন্যদিকে তাকিয়ে আছে। তনুসফা শাসানো স্বরে বলে,
-ইরানের মনে আমার নামে বিষ ঢুকানোর মতো দূরসাহস করো না। ফল ভালো হবে না।
-ছি ছি! আমি এতটাও খারাপ নই! বিষ কেনো ঢুকাবো একদম সরাসরি আপনার আসল চেহারা তার সামনে নিয়ে আসবো। খুব জলদিই মাই ডিয়ার সিস্টার ইন লও।
-ছোট আছো ছোটদের মতোই থাকো। আমার কাজে বাধা হয়ে দাঁড়িয়ো না।
আনাবিয়া কিছু বললো না। মুখ অন্যদিকে ফিরিয়ে নেয়। তনুসফা শব্দ করে হেসে বলে,
-আর হ্যাঁ যদি ভেবে থাকো ইরান তোমাকে ভালোবাসে তাহলে বলবো সেটা তোমার ভুল ধারণা। ও একজনকেই ভালোবেসে ছিল আর ওকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবে না।
-আসলে আমি একটু বেসরম মেয়ে বুঝলেন?
আনাবিয়ার তনুসফার দিকে একটু ঝুঁকে। কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলে,
-আপনার ভাই নিজে আমাকে ভালোবাসি বলেছে। আর আমার প্রেমে মাতোয়ারা হয়ে ঘুরছে। শুধু একটা কথাই বলবো, ইনশাআল্লাহ এই বুড়ো বয়সে এসে অতি শিগ্রই ফুপ্পু ডাক শুনতে পারবেন। আমি যদি ভুল না হই আপনাদের এখানে ছেলে-মেয়েরা বাবার বোনকে ফুপ্পু বলে না?
তনুসফা রাগে কিছু বলতে পারল না। সন্ধ্যা হতে দেখে আনাবিয়া বসা থেকে উঠে দাঁড়ায়। জামা ঠিক করতে করতে কঠিন স্বরে বলে,
-আপনি আমার হাসব্যান্ডের আপন বোন। আমারও বোনের মতো। প্লিজ শুধু শুধু সতীনের মতো ব্যবহার করিয়েন না। আমি কিন্তু আমার শত্রুদের জন্য অনেক ভয়ংকর।
আনাবিয়া চলে যায়। তনুসফা হাত মুঠি করে রাগে ফুসছে। বিড়বিড় করে নিজেই নিজেকে বলে,
-আর মাত্র কিছুদিন শান্তিতে কাটিয়ে নেও মেয়ে। একবার তাহশিয়া আসুক তারপর দেখবো নে এই এটিটিউড কোথায় যায়!
__________________
কিছুক্ষন আগেই তাজীব এসে একটা পার্সেল দিয়ে গিয়েছে আনাবিয়াকে। আনাবিয়া এখন সোফায় বসে অতি এক্সসাইটেড হয়ে পার্সেল খুলছে। অবশেষে পাঁচ মিনিট সময় নিয়ে খুলতে সক্ষম হয়। তিনটা বড় বড় বক্স আর দুইটা ছোট ছোট। আনাবিয়া প্রথম বক্স খুলতেই একটা ড্রেস আর চিঠি পায়। চিঠি হাতে নিয়ে আনমনে মুচকি হাসে আনাবিয়া।
“ডিয়ার ওয়াইফি”
‘ আমি জানি এখন চিঠিটা হাতে নিয়ে মুচকি মুচকি হাসছেন আপনি। আবার লাজে রাঙাও হয়ে যাচ্ছেন। অপ্স সরি আমার ওয়াইফের তো আবার লাজ নেই! এখন আর না হেসে কালো রঙের বক্সটা খুলো। অনেক সখ করে এই তিনটা শাড়ী অর্ডার করেছি তোমার জন্য। আই নো ইউ ডোন্ট লাইক শাড়ী। বাট আমি একজন বাঙালি পুরুষ। সকল প্রেমিক পুরুদের মতো আমিও আমার প্রেয়সীকে শাড়ীতে দেখতে চাই। তোমার কালো রঙ পছন্দের আর আমার তুমি। আমি অনেক আগ্রহ নিয়ে বসে আছি তোমাকে সেই কালো শাড়ীতে দেখার। কবে যে আমার আঁখিজোড়া ধন্য হবে!
জেসিকাকে আমি বলে দিয়েছি। ও আসবে তোমার সাহায্য করতে। আর যদি বেশি অস্থির লাগে তাহলে পরার প্রয়োজন নেই। বোরখা পরে এসো। আমি আর আসতে পারব না। তাজীব তোমাকে নিয়ে আসবে। আর হ্যাঁ রাস্তায় তাজীবকে বেশি প্রশ্ন করবে না। ও যেখানে নিয়ে যাবে সেখানেই যাবে চুপচাপ ভদ্র মেয়ের মতো। আর ছোট বক্স গুলোতে কিছু সিম্পল জুয়েলারি আছে। শাড়ী সাথে যাবতীয় প্রয়োজনীয় জিনিস শাড়ীর সাথেই পাবে। তাহলে এখন দ্রুত রেডি হয়ে নেও।
অধয্য হয়ে বসে আছে তোমার এই অসহায় প্রেমিক মানে লাভার। জলদি এসে আমার মন মস্তিককে তোমার বর্ষণে ভিজিয়ে দেও। আই আম ওয়েটিং। ‘
ইউর লাভয়িং হাসব্যান্ড
ইরান শেখ
চিঠিটা পরে অন্যরকম ভালো লাগা ছেয়ে গেলো আনাবিয়ার হৃদয়ে। বক্ষস্থলে অস্বাভাবিক ভাবে লাফাচ্ছে তার। চোখ বন্ধ করে বড় বড় নিঃশাস নিলো কয়েকবার। চোখের সামনে ভেসে উঠলো ইরানের হাসি হাসি মুখশ্রী। ইরানের প্রত্যেকটা কর্ম চোখে ধরা দিলো আনাবিয়ার। ঝটপট ফোন বের করে হাতে নেয়। ক্যালেন্ডারে ঢুকে আজকের তারিখটা “স্পেশাল ডে” দিয়ে মার্ক করে রাখে। কালো রঙের বক্স খুলতেই সম্পূর্ণ কালো রঙের মোলায়েম স্লিকের একটি শাড়ী দেখতে পায় আনাবিয়া। বক্স থেকে বের করে শাড়ীটা। বাতির আলোতে চকচক করছে। বেশ ভালো
লাগলো আনাবিয়ার। তখনই রুমে প্রবেশ করে জেসিকা। মজার ছলে বলে,
-উম ডিনার ডেট না কি আজ মামা মামীর?
আনাবিয়া জেসিকার দিকে তাকায়। মৃদু হাসে। জেসিকার নজর শাড়ীতে নিবন্ধ। অবাক হয়ে বলে,
-অনেক বেশি সুন্দর শাড়ীটা! মামুর চয়েস আছে বলতে হবে! আপনার গায়ে শাড়ীটা একদম মানানসই লাগবে মামী।
-কিন্তু কিভাবে পরবো?
-ডোন্ট ওয়ারি আই আম হেয়ার। আপনি শাড়ী সাথে এইগুলো পরে আসুন মামী।
-তুমিও তো বিদেশে থেকেছো জেসিকা। তবুও শাড়ী পরতে কিভাবে পারো? হাউ?
-আসলে মামী আমি শুধু কয়েক বছর বিদেশে থেকেছি তাও স্টাডির জন্য। আমার জন্ম এখানেই।
-ওহ হ্যাঁ। আমি এইগুলো পরে আসছি।
আনাবিয়া হাসি মুখে ওয়াশরুম গেলেও বের হয় এক আকাশ সমান বিরক্ত নিয়ে। কালো রঙের ফুল হাতালা ব্লাউজ। আনাবিয়ার পেটের ঐখানটা অনেক বেশি ঢোলা। জেসিকা আনাবিয়ার মুখের ভঙ্গিমা দেখে হেসে দেয়। শান্ত স্বরে বলে,
-এটা কী মামী! আপনাদের বিয়ের মাস হয়ে যাবে মামু এখনও তার ওয়াইফের বডি সাইজ জানে না!
-আমাকে জোকার লাগছে জেসিকা?
-কুল মামী। আমি সেফটিফিন দিয়ে ঠিক করে দিচ্ছি। আসেন।
জেসিকা আনাবিয়ার ব্লাউজ ঠিক করে দিয়ে আয়নার স্মুখীন বসায় আনাবিয়াকে। ধীরে ধীরে মেকআপ করে দিতে থাকে আনাবিয়াকে। জেসিকা বলে,
-দেখেন মামী হাউ মাচ লাকি গার্ল আই আম! নিজের মামার ওয়াইফকে আমি ভাগ্নি হয়ে রেডি করে দিচ্ছি!
-ট্রু। আচ্ছা মেয়েদের মধ্যে উনি কোন জিনিসটা বেশি পছন্দ করে?
আনাবিয়ার প্রশ্ন শুনে আহাম্মক বনে যায় জেসিকা। থমথমে গলায় বলে,
-মানে?
-সরি আমি আসলে বুঝিয়ে বলতে পারিনি। মানে যেমন আমি ছেলেদের দাঁড়ি পছন্দ করি তেমনই সে কী পছন্দ করে?
-এটা হয়তো মামুর বন্ধুরা বলতে পারবে মামী। তবে আমি যতটুকু জানি মামু মেয়েদের নাকফুল পরা পছন্দ করে। আগে তার এক্সের কাছে শুনতাম তাকে নাকফুল পরার জন্য অনেক জোর করত মামু। কিন্তু সে বিয়ের আগে নাকফুল পরা লাইক করত না।
-তুমি চেনো উনার এক্সকে?
-হুম। ভালো সম্পর্ক ছিল আমাদের।
-অনেক ভালোবাসতেন তিনি ঐ মেয়েকে?
-হ্যাঁ অনেক।
-আমার থেকেও বেশি সুন্দর ছিল? চুল বড় বড় ছিল? চোখ কী কালো কালো ছিল? আমার থেকে তার বডিফিটনেস বেশি ভালো ছিল?
-মামী আপনি তার থেকেও সেরা। তার শুধু চুল বড় বড় ছিল। আপনি হলেন আনকমন! আপনার চোখ দেখলেই যে কেউ আপনার প্রেমে পরে যাবে।
-লিসেন্ট ডিয়ার, আমাকে এমন ভাবে রেডি করো যাতে তোমার মামু আমাকে ছাড়া অন্য মেয়ের দিকে না তাকায়। আচ্ছা নাকফুল কোথায় পরে? নাকে?
জেসিকা আবারও হাসলো। নিজের মুখ আনাবিয়ার সামনে এনে নাক দেখিয়ে বলে,
-আমার নাকে একটা পাথরের মতো দেখছেন এটাই নাকফুল।
-ওহহ আই সি। আমিও পরতে চাই।
-আপনার তো নাক ফুটানো না। অনেক ব্যাথা পাওয়া যায় নাক ফুটাতে।
-ব্যাথা!
মেকআপ করা শেষ হলে জেসিকা আনাবিয়াকে শাড়ী পড়িয়ে দেয়। লম্বাঠে গড়নে শাড়ীতে একটু বেশিই সুন্দর লাগছে আনাবিয়াকে। চুলগুলো ক্লিপের সাহায্যে খোঁপা করে দেয় জেসিকা। সেই ছোট খোঁপায় আবার একটা রক্তজবা ফুল গেঁথে দেয়। মধ্যে সিতি কপালের দু সাইড দিয়ে কয়েকটা বেবিহেয়ার বের করেছে। কানে ও গলায় পাথরের নেকলেস। ঠোঁটে নুড লিপস্টিক সেটার ওপরে আবার লিপগ্লোস দিয়েছে। জেসিকার নিজেরেই এখন হিংসা হচ্ছে আনাবিয়াকে দেখে। মনে মনে ভাবছে এইরকম সুন্দরী সে হলেও পারত!
গাড়িতে বসে ফোন টিপছে আনাবিয়া। তাজীব ড্রাইভ করছে। আনাবিয়া তাকে এতবার জিজ্ঞেস করল কোথায় যাচ্ছে। তাজীব একদম চুপ। কোনো উত্তরই দিচ্ছে না। তাই মুখ ফুলিয়ে বসে আছে সে। ঢাকা পেরিয়ে গিয়েছে অনেকক্ষণ আগেই। অচেনা রাস্তা দিয়ে আগে বাড়ছে চলন্ত গাড়ি। দীর্ঘ তিন ঘন্টা পর গাড়ি থামে। আনাবিয়া ধপ করে শ্বাস নেয়। তাজীব আগে আগে বের হয়ে গাড়ির গেট খুলে দেয়। আনাবিয়া শাড়ীর কুচি ধরে বেরিয়ে আসে। জেসিকা শিখিয়ে দিয়েছে তাকে কিভাবে শাড়ী ধরে হাঁটতে হয়। আশেপাশে চোখ বুলিয়ে ভীত হয়ে যায় আনাবিয়া। অন্ধকার আর অন্ধকার। স্পষ্ট ভাবে কিছু দেখতে পারছে না তবে সামনের থেকে পানির ঢেউয়ের আওয়াজ শুনতে পাচ্ছে। তাজীব ফোনের ফ্ল্যাশলাইট অন করে। আনাবিয়াকে বলে,
-ম্যাম আমার সাথে আসুন।
-তাজীব ভাই এটা কোন জায়গা? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আবার কিডন্যাপ করলেন নাতো আমাকে?
-ম্যাম স্যার বেঁচে থাকতে কারো সাহস নেই আপনাকে কিডন্যাপ করার। ধীরে ধীরে আসুন।
কিছু দূর আগে বাড়তেই তাজীব থেমে যায় সাথে আনাবিয়াও। ভয়ে জড়োসড়ো হয়ে দাঁড়ায় আনাবিয়া। তাজীব হাতে তালি দিতেই হঠাৎ অন্ধকার রাজ্য আলোকিত হয়ে যায়। আনাবিয়া চোখ খিচে বন্ধ করে ফেলে। কিঞ্চিৎ সময় অতিবাহি হওয়ার পর পিটপিট করে চোখ খুলে। পাশে তাজীবকে না দেখে এবার সত্যি ভয় পেয়ে যায়। কয়েকবার ডাকে তাজীবকে কিন্তু আসে না তাজীব। আনাবিয়া জায়গাটা ভালো করে লক্ষ্য করল। কোনো সমুদ্র বা নদীর পারে সে এখন। বালির মধ্যে সোজা রাস্তা করেছে আগে বাড়ার। দুইপাশে হলুদ রঙের কৃত্রিম বাতি জ্বালানো। আনাবিয়া শাড়ী ধরে সেই রাস্তা দিয়ে আগে বাড়ে। কিছুদূর যেতেই চমকে যায় আনাবিয়া। মুখ আপনা আপনিই হা হয়ে যায় তার। বালির মধ্যে জায়গাটা ডেকোরেশন করা হয়েছে। আশেপাশে অনেক ফুলের গাছ। চারপাশে সাদা ও হলুদ রঙের বাতি ঝলমল করছে। মধ্যে গোল করে একটি ঘর বানানো। ঘরের আশেপাশে ধবধবে সাদা রঙের পর্দা দিয়ে ঘেরা। জায়গায় জায়গায় বাতি আর পর্দা। আনাবিয়া যত আগে বাড়ছে ততই জেসমিন ফুলের সুবাস তার নাকে এসে ধরা দিচ্ছে।
কুচি ঠিক করে সামনে তাকাতেই দেখতে পায় পকেটে হাত গুঁজে দাঁড়িয়ে আছে ইরান। কালো রঙের পেন্ট আর কালো রঙের শার্ট জড়ানো তার গায়ে। মুখের ভাবভঙ্গি আকর্ষণীয়। আনাবিয়া বড় একটি হাসি দেয়। দ্রুত পা ফেলে এগিয়ে যেতে যেতে হঠাৎ শাড়ীর সাথে পা বেজে পরে যেতে নেয় আনাবিয়া। ইরান চিন্তিত হয়ে আনাবিয়া বলে আতর্নাদ করে উঠে। আনাবিয়া কোনোরকম নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়ায়।
হাসি দিয়ে ইরানকে বুঝায় সে ঠিক আছে। এক পা আগে বাড়াতেই ঘটে যায় অঘটন। এতক্ষন ধরে হাঁটতে হাঁটতে শাড়ীর কুচি অনেকটা খুলে খুলে গিয়েছে। আঁচল ও কোমরের সেফটিপিনও খুলে যায় অসাবধানতায়। যার দরুণ যখন আনাবিয়া সামনে পা বাড়ায় তার পরিহিত শাড়ী সম্পূর্ণ খুলে নিচে পরে যায়। আনাবিয়া অকস্মাৎ কান্ডে জমে যায়। কাঁদো কাঁদো মুখ করে একবার ইরানের দিকে তাকাচ্ছে তো একবার নিচে অবহেলায় পরে থাকা শাড়ীর দিকে। ইরানের হাবভাবও ভালো নয়। ললাটে দু’আঙুল ঢেকিয়ে অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে বেচারা।
>>>>চলবে।