#কাশফুলের_ভালোবাসা
#পর্বঃ০৪
#লেখিকাঃঅনন্যা_অসমি
সকালে নিজের অবস্থা দেখে ঘাবড়ে যায় মেহেক।কারণ সে নিজের মাথা সৌন্দর্যের কাঁধে পায় অর্থাৎ কাল রাতে ঘুমের ঘোরে সে সৌন্দর্যের কাঁধে মাথা দিয়ে দিয়েছে।মানে কাল সারারাত মেহেক সৌন্দর্যের কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিল।
” এইযে ম্যাডাম,বাস থেকে নামুন।আমাদের আরেক জায়গায় যেতে হবে তো।”
বাস কন্ট্রাকটরের কথায় মেহেক নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে।সে তাকিয়ে দেখে সৌন্দর্য তখনো ঘুমাচ্ছে।মেহেক চিন্তা করতে থাকে যে সৌন্দর্যকে ডাকবে কিনা।কিন্তু মেহেকের চিন্তা করতে করতেই সৌন্দর্যের ঘুম ভেঙে যায়।সৌন্দর্য চোখ খুলে প্রথমেই মেহেকের দিকে তাকাই।হঠাৎ সৌন্দর্যের তাকানো দেখে মেহেক ঘাবড়ে যায়।সে সৌন্দর্যের দিক থেকে চোখ সরিয়ে নিজের ব্যাগ ঘুছিয়ে নেয় বাস থেকে নেমে পড়ার জন্য।সৌন্দর্যও নিজের ব্যাগ ঘুছিয়ে নেয়।সৌন্দর্য নিজের সিট থেকে বের হয়ে মেহেককে নিচে নেমে যাওয়ার জন্য জায়গায় করে দেয়।মেহেকও কথা না বাড়িয়ে নিচে নেমে পড়ে।মেহেক নেমে গেলে সৌন্দর্য মুচকি হাসে।আসলে তার ঘুম অনেক আগেই ভেঙে গিয়েছিল।সে আগে থেকেই জানে মেহেক তার কাঁধে মাথা রেখে গত রাতে ঘুমিয়েছিল।কিন্তু সকালে যখন মেহেকের ঘুম ভাঙেছে তখন সে ঘুমানোর ভান করে ছিল কারণ সে মেহেককে লজ্জায় ফেলতে চাইনি।এস কিছু ভাবতে ভাবতে সৌন্দর্য বাস থেকে নেমে পড়ে।আশেপাশে একবার চোখ বুলিয়ে নেয়,হঠাৎ কিছু দেখে তার মুখে হাসি ফোঁটে।কারণ কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে মেহেক।সৌন্দর্য ভেবেছিল মেহেক হয়তো চলে গিয়েছে কিন্তু মেহেক যে তার জন্য অপেক্ষা করবে সেটা সে ভাবেনি।সৌন্দর্য এসে মেহেকের কাছে দাঁড়ায়।
” কি হলো মিস মেহেক?কারো জন্য অপেক্ষা করছো বুঝি?”
মেহেক কি বলবে বুঝতে পারছেনা।সে আসলে সৌন্দর্যের জন্যই অপেক্ষা করছিল কিন্তু এখন সেটা সৌন্দর্যকে বলতে তার হেজিটেশন ফিল হচ্ছে।
” ওই আসলে আমি গাড়ির জন্য অপেক্ষা করছিলাম।” জোরপূর্বক হেসে উওর দেয় মেহেক।
সৌন্দর্য বুঝে যায় মেহেক মিথ্যা কথা বলছে।কারণ এই জায়গায় কোন গাড়ি সে পাবেনা।
” ও আচ্ছা।কিন্তু এখানে তো বাস ছাড়া অন্যকোন গাড়ি আসা যাওয়া করেনা।”
মেহেক বুঝে যায় সৌন্দর্য তার মিথ্যা ধরে ফেলেছে।
তাও সে হার মানলোনা।
” আসলে আমি নতুন তো তাই আরকি।”
” আচ্ছা ঠিক আছে চলো আমি তোমাকে গাড়িতে তুলে দিচ্ছি।”
মেহেক সৌন্দর্যের দিকে একটা কৃতজ্ঞতার হাসি দেয়।কিছুদূর গিয়ে সৌন্দর্য মেহেককে ট্যাক্সতে তুলে দেয়।
” ভালো থাকবেন মিস্টার সৌন্দর্য।আর এতো সাহায্য করার জন্য ধন্যবাদ আপনাকে।”
” মাই প্লেজার।সাবধানে যেও।”
মেহেক মাথা নাড়িয়ে সম্মতি দেয়।সৌন্দর্য ট্যাক্সি ড্রাইভারকে ট্যাক্সি স্টার্ট দিতে বলে।ট্যাক্সি অর্ধেক যাওয়ার পর মেহেকের মনে পড়ে আরে সে তো সৌন্দর্যের নম্বরটাই নিতে ভুলে গিয়েছে।সৌন্দর্যের সাথে পরবর্তীতে যোগাযোগের কোন মাধ্যম জানা না থাকায় মেহেকের মন খারাপ হয়ে যায়।হঠাৎ মেহেকের মনে পড়ে মুগ্ধের বিয়ের কথা।আশ্চর্য হলেও কাল রাতে একবারেও মেহেকের মুগ্ধের কথতা মনে পড়েনি।কিন্তু এখন মুগ্ধের কথা মনে পড়লে মেহেক কান্না পাচ্ছেনা বরং হাসি পাচ্ছে,বিদ্রুপের হাসি।মেহেক মুচকি হেসে চিন্তা করতে থাকে কতটা বোকা ছিল সে যে একটা মরিচিকার পেছনে তার মূল্যবান সময় নষ্ট করেছে।মেহেক ভেবে নেয় সে আর এসব মিথ্যা সম্পর্কে কোনদিনও জড়াবেনা আর মন দিয়ে পড়াশোনা করে সবাইকে দেখিয়ে দেবে সেও কোন অংশকে কম না।
এসব কিছু ভাবতে ভাবতে মেহেক নিজের বোনের বাড়ির সামনে এসে পৌঁছায়।ঘড়ির দিকে তাকিয়ে দেখে সাড়ে সাতটা বাজে তখন।মেহেক ভাড়া মিটিয়ে ট্যাক্সি থেকে নেমে পড়ে।মেহেকের বোন তার শশুর বাড়ির লোকেদের নিয়ে একটা বিল্ডিং এ থাকে।বিল্ডিং এর দোতালা পুরোটা তাদের নিজেদের।
মেহেক সিঁড়ি দিয়ে দোতালায় উঠে আসে।তার মনের মধ্যে অনেক ভয় কাজ করছে না জানি তার বোনের শশুড়বাড়ির লোক তার আসাতে কি রকম ব্যবহার করে।মেহেক কাঁপা কাঁপা হাতে বেল দেয়।কিছুক্ষণ পর একটা ১৮/১৯ বছরের মেয়ে এসে দরজা খুলে দেয়।
” কাকে চাই?”
” আপুনি….. মানে সৃষ্টি আপু আছে?”
” হ্যাঁ ভাবী আছে কিন্তু আপনি কে?আর ভাবীকে আপনার কি দরকার?”
মেহেক কিছু বলবে তার আগেই মেহেকের বোন বেরিয়ে আসে।বোনকে দেখে মুচকি হাসে মেহেক।আর ছোট বোনকে এতোদিন পর দেখে সৃষ্টি মেহেককে জরিয়ে ধরে।
” কেমন আছিস মৃদু?আর তুই হঠাৎ আসলি?আসার আগে একবার বলবিনা।আমি তোর দুলাভাইকে পাঠাতাম।”
” তার কোন প্রয়োজন ছিল না।”
” ভাবী তুমি একে চেনো?” দরজা খুলে দেওয়া মেয়েটা বলে।
” অনু এ হচ্ছে আমার ছোট বোন মেহেক।আর মৃদু এ হচ্ছে আমার একমাত্র ননদ রিফা।”
” আরে ভাবী আগে বলবেনা।আসলে তোমাকে আমি আগে দেখেনি তো তাই চিনতে পারিনি।সরি হ্যাঁ।”
” সমস্যা নেই আপু।”
” এই তুই বাইরে দাঁড়িয়ে থাকবি নাকি?আয় আয় ভিতরে আয়।”
” হ্যাঁ এসো।ভাবী তুমি মৃদুকে নিয়ে এসো আমি মাকে ডেকে আনছি।”
রিফা ভেতরে চলে যায়।সৃষ্টি মেহেকের সাথে কথা বলতে বলতে ভেতরে আসে।মেহেক ভেবেছিল তাকে দেখে তার বোনের শশুড়বাড়ির লোকেরা রাগ করবে বা তার বোনের সাথে সমস্যা সৃষ্টি করবে কিন্তু এখন মেহেকের এসব কিছু মনেই হচ্ছেনা।মেহেকের বোনের শশুড় বাড়িটা ভিতরে ডুপ্লেক্স সিস্টেম মানে ঘরের ভিতরে সিঁড়ি আছে।সবার সাথে কুশলবিনিময় শেষ মেহেককে রিফা তার থাকার রুমটা দেখিয়ে দেয়।রুমে এসে মেহেক ধপ করে শুয়ে পড়ে।এতোক্ষণ জার্নি করে তার অনেক টার্য়াড লাগছে তার।সে কিছুক্ষণ শুয়ে থেকে ওয়াশরুম চলে যায় ফ্রেশ হতে।ফ্রেশ হয়ে এসে মেহেক কিছুক্ষণ বিশ্রাম নেয়।১২টার দিকে মেহেকের ঘুম ভাঙে।ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে নিচে নামার জন্য রুম থেকে বের হয় সে।মেহেক হাঁটতে হাঁটতে তার বোনের রুম খুঁজছে।তার সামনে যে রুম আসছে সে সেই রুমে উঁকি মেরে দেখছে।হঠাৎ একটা রুমের দরজা খোলা দেখতে পাই মেহেক।দরজাটা হালকা করে খোলা ছিল,মেহেক দরজার হাত দিতে নিঃশব্দে দরজাটা খুলে যায়।মেহেক ধীরপায়ে ভেতরে প্রবেশ করে।ভিতরে প্রবেশ করতে মেহেকের চোখ সর্বপ্রথম পড়ে দেয়ালে টাঙানো বড় ছবিটার উপর।ফরমাল ড্রেসে, ঠোঁটে হাঁসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে একটা ছেলে।বেশ লম্বাটে ছেলে।ফর্সা মুখে মুখে হাল্কা চাপ দাড়ি বিরাজমান।চোখে কালো ফ্রেশের চশমা,যার তার কারণে চোখের চাহনি বোঝা যাচ্ছেনা।মেহেক ছবিটা দেখতে এতোটাই মত্ত ছিল যে কেউ যে তার পেছনে দাঁড়িয়ে আছে সেটা মেহেক বুঝতেই পারেনি।
” এইযে কে আপনি?আর আমার রুমে কি করছেন?”
গম্ভীর কারো কন্ঠস্বর কানে আসলে মেহেকের ধ্যান ভাঙে।সে পেছন ফিরে তাকাই তবে যা দেখে তাতে মেহেক চিৎকার দিতে গিয়েও চুপ হয়ে গেলো।মেহেক মুখে হাত দিয়ে বড় বড় চোখ করে তার সামনে থাকা বলিষ্ঠ দেহ বিশিষ্ট মানুষটা দিকে তাকিয়ে রয়।ছেলেটা শরীরে শুধু একটা টাওয়াল ছাড়া আর কিছু নেই,পুরো গা উন্মুক্ত তার।মেহেক লজ্জায় চোখমুখ খিঁচে বেরিয়ে আসে রুম থেকে।এদিকে ছেলেটা এখনো অবাক হয়ে মেহেক যেখানে দাঁড়িয়ে ছিল সেখানটায় তাকিয়ে আছে।
খাবার সময় যখন মেহেক টেবিলে বসতে যাবে তখন সে খেয়াল করে সেই টাওয়াল পড়া ছেলেটা তার বরাবর সামনের চেয়ারটাতে বসে আছে।ছেলেটাকে দেখে মেহেকের আবারো তার উন্মুক্ত বুকের কথা মনে পড়ে যায়।আর এটা মনে পড়তেই মেহেককে আবারো লজ্জায় ঘিড়ে ধরে।
” কিরে মৃদু দাঁড়িয়ে আছিস কেন?বস।”
” হুম বসছি আপুনি।”
মেহেক শত লজ্জা নিয়ে ছেলেটার সামনের চেয়ারে বসে পড়ে।অবশ্য কিছুক্ষণের মধ্যেই মেহেক ছেলেটার পরিচয় পেয়ে যায়।ছেলেটার হচ্ছে তার বোনের ছোট দেবর।নাম আদরিক স্পর্শ।
খাবার পর্ব শেষ হলে সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে।মেহেক আবারো নিজের রুমে ফিরে আসে।কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠার পর তার এখন ঘুম আসছেনা,তাই মেহেক বসে বসে ফোনে মুভি দেখছে।
” কি করছিস মৃদু?”
কারো কথায় মাথা তুলে তাকাই মেহেক।দেখে তার বোন এসেছে।
” আরে আপুনি আয়।কিছুনা ওই মুভি দেখছিলাম।বস তুই।”
সৃষ্টি বিছানায় বসলো।তার সে মেহেকের হাতে হাত রেখে বলে,
” একটা সত্যি কথা বলবি মৃদু?”
” কি আপু?”
” তুই সত্যি করে বলতো কি হয়েছে?তুই হঠাৎ করে ঢাকা শহরে এলি কেন?”
” কিছু হয়নি আপুনি।আর তুই চিন্তা করিস না আমি বেশিদিন তোর শশুড় বাড়ি থাকবোনা।”
” এক থাপ্পড় দেবো,আমি কি তোকে ওইভাবে বলেছি নাকি?আচ্ছা যা তুই না বললে আমি তোকে জোর করবোনা তবে তোর কোন সমস্যা হলে আমাকে বলিস।”
” হুম।”
সৃষ্টি চলে যায় আর মেহেক ভাবতে থাকে তার ফেলে আসা তিক্ত অতিতের কথা।
চলবে…….
নতুন গল্প পেতে নিচের গ্রুপের জয়েন হয়ে সাথে থাকুন 👇
https://facebook.com/groups/210394017248649/