3 Star,পর্ব_১৩
Ariyana Nur
—আ..পনি….
—-কেন কাকে মনে করেছিলে??
নুর কোন কথা না বলে নিচের দিকে তাকিয়ে আছে।
—নিচে না থেকে এখানে কেন দাঁড়িয়ে আছ???
———
—আপুর জন্য মন খারাপ করছে??
—–
—-তোমার কেন মনে হচ্ছে বিয়ে হয়ে হয়ে গেলেই তোমার বোন পর হয়ে যায়??
——
—-আমি জানি তুমি তোমার বোন কে অনেক মিস করবে। তোমার যখন মন চাইবে তুমি তখন তাকে ফোন দিতে পারবে।আর আমাদের বাড়িতো বেশি দূরেও না যখন ইচ্ছা তখনি যেতে পারবে।আর যদি একা যেতে না পার তাহলে আমাকে কল দিবে আমি তোমাকে নিয়ে যাব।
—
—তুমি কি এই বিয়েতে খুশি নও??নাকি আমাকে পছন্দ না??
(যারা বলেছিলেন তারাভ তাদের জন্য এক বালতি সমবেদনা )
নুর নিজের চোখ মুখে বলল….
আপনাকে কেন পছন্দ হবে না যেখানে আমার বোনই আপনাকে পছন্দ করেছে সেখানে আমার কোন আপত্তি নেই।আর রইল খুশির কথা,,,
তাতো আমি সবার থেকে বেশি খুশি।জানেন আমি আপুকে আগে বলতাম তোমার বিয়েতে এটা করব ওটা করব।তোমার বরের থেকে এভাবে টাকা নিব ওভাবে টাকা নিব।আরো যে কত প্লান করতাম।
— তাহলে তুমি এভাবে কান্না করছ কেন???
—যত খুশি থাকি না কেন আপুকেতো আর সব সময় কাছে পাবো না।আর সব কান্না কিন্তু দুঃখের হয় না কোনটা সুখের হয়।
—বাহ তুমি না বললেতো আমি জানতেই পারতাম না। কিন্তু একটা কথা তোমাকে দেখে মনে হয় না তুমি এতো ছোট।আর আজ তোমার কথা শুনে তো আরো বড় মনে হচ্ছে।(মুচকি হেসে)
নুর চোখ ছোট ছোট করে বলল…..
—আপনার কেন মনে হয় আমি ছোট।জানেন আমার বয়স কত??
—তুমিতো এবার টেইনে পরছ কত আর হবে ১৫ কিংবা ১৬
—-জ্বি না আমার বয়স ১৮বছর। আমি ছোটবেলায় একবার অনেক অসুস্থ হয়ে পরেছিলাম তাই আমার পড়াশুনায় দু বছর গেপ পরে গেছে।
—-ওমা তুমি যে এতো বড় তা তো আগে জানতাম না।
আপনি অবার আমার বয়স নিয়ে মজা করছেন।
মান মুচকি হেসে বলল…
আচ্ছা বাদ দাও এসব কথা এখন বল।এখন বল আমার রিকুয়েস্ট একসেপ্ট করেছো কি না???
নুর ভ্রু বাকিয়ে জিগ্গেস করল…..
কোন রিকুয়েস্ট????
—-তুমি এতো তারাতারি ভুলে গেলে!!আমি যে তোমার ফ্রেন্ড হতে চেয়েছি ???
নুর কতক্ষন ভেবে বলল….
ঠিক আছে প্রস্তুত হয়ে নিন আমার অত্যাচার সয্য করার জন্য।আমি যেই কথা বলতে পারি তাতে দুই দিনেই আপনার কানের পোক সব মরে যাবে।পরে আমাকে কিছু বলতে পারবেন না।
—-তাহলেতো ভালই হবে আমাকে আর কস্ট করে কানের ডাক্তার দেখাতে হবে না।
এই বলে দুজন হাসতে লাগল।আর এটা সেটা নিয়ে কথা বলতে লাগলো।
একটু পরে নুর দেখন সাদের এক কোনায় সিখি দাঁড়িয়ে আছে আর ওদের দিকে এক ধ্যনে তাকিয়ে আছে।
নুর গলাটা পরিষ্কার করে বলতে শুরু করল….
দেখায়ে তুমকো যাবছে হায় মেতো হিল গেয়া..
লাগতাহে মেরি ছিনেছে দিল নেকাল গেয়া
মাম্মি সেকেয়া ডেডিসেভি মিলাউংগা তুজে
যোও ভি মে কাহু কিউ তুঝে লাগতাহে গালাত
পালাট….
তেরা ধেয়ান কিধার হেকে তেরা হিরো এধার হে
তেরা ধেয়ান কিধার হে তেরা হিরো এধার হে….
বাকিটা বলার আগেই সিথি নুরের কান ধরে বলতে লাগল……
শয়তান,বদমাশ,বান্দর ছেরি দাড়া তুই।আমার ধ্যন অন্য জায়গায় না…তোরে তো আজকে আমি….
নুর:আল্লাহ গো আমার কান গেল গো।আমার মত একটা ভোলা ভালা বেচারি মেয়ের সাথে এমন করতে পার।আল্লায় সইবো না।আল্লাহ তোমার কাছে বিচার দিলাম তুমি দেইখ…
নুরের কথা শুনে পিছনে দাঁড়িয়ে তালাভ কাশকে থাকে।
নুর তালাভকে না দেখেই বলে….
আল্লাহ্ আপু যক্ষা রুগি কই থেকে এসে টপকাইল!! তোমার হিরো শেষমেষ যক্ষা রুগি বের হইল???
মান: এক মিনিট তোমার আপুর হিরো এদিকে।ওদিকেতো অন্য কারো হিরো।
সিথি ভেংচি কেটে বলল….
হুহ…আসতে হিরো হইতে আপনার থেকে তো হিরো আলমকে ভালো দেখায়।হুহ…যেই না চেহারা সে আবার নিজেকে হিরো মনে করে।
মান:কি তুমি আর কাউরে পেলে না শেষে কিনা হিরো আলমের সাথে আমাকে তুলনা করলা???(অবাক হয়ে)
সিথি:যেটা সত্যি সেটাই তো বললাম।
নুর:তোমার মত ভক্তদের জন্যইতো হিরো আলম ফেমাস হচ্ছে দিন দিন।কি আমি ঠিক বললাম তো জামিলা আফা….
এই বলে মান আর নুর হাসতে থাকে আর তালাভ পিছনে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে।আর সিথি তো রেগে পুরো বোম হয়ে গেছে।
নুর:এটেনশন প্লিজ….
আমাদের জামিলা আফা কাল জাত সাপের মত ফোস ফোস করছে।কখন যে কাকে ছোবল দেয় কেউ বলতে পারবে না।তাই সবাই সাবধান।
সিথি নুরের দিকে আগাতে আগাতে বলল…..
আমি জরিনা আফা,কাল জাত সাপের মত ফোস ফোস করছি।আর কি জেন বলছিনি……
নুর কে আর কে পায় সে তো উল্টো দিকে দৌড়।সিথিও ওর পিছনে পিছনে দৌড়াতে লাগল।
মান আর তালাভ ওদের দুবোনের কাহিনী দেখে হাসতে লাগল।
রাহা এসেছে ওদের সবাইকে নিচে জাওয়ার জন্য ডাকতে।আর এসে দেখে সিথি আর নুর দৌড়াচ্ছে।রাহা ধমক দিয়ে বলল…..
—কি হচ্ছে এখানে??তোরা কি জীবনেও বড় হবি না।কি শুরু করেছিস।
নুর দৌড়ে রাহার পিছনে লুকিয়ে বলল….
আপু বাচাও আমায় জামিলা আফা থুক্কু আপু আমাকে ধরতে পারলে লবন পানি ছাড়া কাচা গিলে খাবে।
সিথি:আপু তুমি সরতো ওর আজকে খবর আছে।জানো ও আমারে আবার জামিলা আফা বলেছে।
নুর:না গো আমি জামিলা আফারে জামিলা আফা বলি নাই।
সিথি:আবার…তোরে তো আমি….
নুর:আপু আপু জানো আপুর না এই ভাইয়াটারে পছন্দ না তার নাকি হিরো আলমের মত কাউকে লাগবো।
সিথি:নুর…..তোরে আমি আপু সরো তো….
রাহা জোরে ধমক দিয়ে বলল….
—-চু…প….
আর একটাও কথা না।বাড়িতে মেহমান আসছে আর তাদের সামনে কি শুরু করছোস তোরা।জীবনেও জ্ঞান বুদ্ধি হবে না তোদের।
মান এগিয়ে এসে বলল….
আপনি শুধু শুধু ওদের বকছেন।আমরা কিছু মনে করিনি।
তারাভ:অনেক দিন ধরে সময়ের জন্য টম এন্ড জেরি দেখা হয় না।আজ লাইভ দেখে নিলাম।
এই বলে তারাভ হাসতে লাগলো।
নুর কটমট করে তাকিয়ে বলল…
—তালা ভাইয়া…মুখের মধ্যে তালা লাগান তা না হলে দাত পরে পা কেটে যাবে।
চলবে,