3 Star,পর্ব-৮

3 Star,পর্ব-৮
Ariyana Nur

নুর সেই কখন থেকে নন স্টপ বকর বকর করেই যাচ্ছে থামার কোন নাম ও নেই।
আর এদিকে সিথি আর তালাভ মাথায় হাত দিয়ে বসে আছে।
সিথি: বোইন এবার চুপ যা।আমি আর নিতে পারছি না।(বির বির করে)

নুর:তো আমার সম্পর্কে তো অনেক কিছুই জানলেন।এবার আপনার সম্পর্কে কিছু বলেন।

তালাভ:কি জানার আছে আপনার?

নুর:কি করেন?পড়াশুনা কতটুকু করেছেন?কাজ কাম কেমন পারেন ইত্যাদি ইত্যাদি।

তালাভ:আমি একজন ডা:

এ কথা শুনে নুর ফিক করে হেসে দিল
নুর:মি: মিথ্যা বলেন ভালো কথা কিন্তু একটু লিমিট রেখে বলেন।আপনাকে দেখলে কে বলবে আপনি ডাক্তার।

তালাভ:মানে!!!!

নুর:এত মানে মানে করতে হবে না।আপনাকে দেখতেই মনে হয় সারাদিন আওয়ারা গিরি করেন।

তালাভ:কি বলতে চাচ্ছেন???

সিথি:নুর এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে।আমি কিন্তু আর স‍য‍্য করব না।(ফিস ফিস করে)

নুর:তুমি চুপ থাক।এই বেটার আমার বোনকে দেখতে আসার সখ মিটিয়ে দিব।(ফিস ফিস করে)

তালাভ:দেখেন কে কি তা তার চেহারা দেখে বিচার না করাই ভাল।

নুর:ঠিক বলেছেন কিন্তু আপনাকে দেখে আমার কেমন….. নুর ওর পুর কথা শেষ করার আগেই তালাভের কল আসে।

তালাভ:এক মিনিট।
তালাভ কল রিসিভ করলো আর বলল তারাতারি এখানে চলে আয়।

……কেন তোর হয়ে গেছে।আমার আসতে একটু দেরি হবে।

তালাভ:ভাই তুই তারাতারি আস।আমি পাগল হয়ে যাচ্ছি।

……কেন নুর কোন উলটা পালটা কিছু করেছে?

তালাভ:না ও কিছু করে নাই।

……তাহলে!!!!!

তালাভ:ওই তুই আসবি তারাতারি আমি এই পাগল মেয়ের কথা শুনতে শুনতে পাগল হয়ে যাব।(একটু জোরে)

….আস্তে কথা বল আমি আসছি।তুই মাথা ঠাণ্ডা রাখ।

তালাভ:হুম তারাতারি
এই বলে নুর ফোন রেখে দিল আর সামনে তাকিয়া বড় করে একটা ডোক গিলল।কেননা নুর ওর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে।

তালাভ:তালাভ তুই আসলেই একটা ইডিয়েট। তা না হলে কি করে তুই ভুলে গেলি কার সামনে বসে কাকে কি বলচ্ছত। তোর আজ কি হবে আল্লাহ্য় জানে।আল্লাহ রক্ষা কর তোমার এই মাসুম বান্দা কে। (মনে মনে)

এদিকে মিসেস খান টেনশনে অস্থির হয়ে যাচ্ছে। সিথি একা গেলেও এটো টেনশন হত না।

রাহা: মা..কেন এতো টেনশন করছ।নুর আছে তো সিথির সাথে।

মিসেস খান: নুর আছে বলেই তো আমার এতো টেনশন হচ্ছে।

রাহা: টেনশন কর না তো সব ঠিক হয়ে যাবে।

মিসেস খান: কি যে ঠিক হবে আল্লাহ্য় ভালো জানে।
আল্লাহ নুরের মাথায় একটু বুদ্ধি দিও যাতে ও কোন উলটা পালটা না করে।

রাহা: তুমি টেনশন করা বন্ধ কর ও কিছুই করবে না।

মিসেস খান:হইছে আর ওর পক্ষ নিয়ে কথা বলতে হবে না।
দোয়া করতে থাক।

রাহা:তুমিই বেশি করে দোয়া কর।আমি গেলাম।

😡😡
নুর: কি বললেন ফোনে আপনি আমার নামে???(মনে মনে ইয়া হু….এতোখন পরে পাইছি এবার ভালো মত ঝগড়া করতে পাবব)

তালাভ: আপনাকে আমি কিছু বলি নি।আপনার মত কিউট,সুইট একটা মেয়েকে কি পাগল বলতে পারি।
তালাভ এ কথা বলে সাথে সাথেই মুখে হাত দেয়।(মনে মনে আল্লাহ কি বলতে গিয়ে কি বলে ফেললাম এ মেয়ে সত্যি আজ আমাকে পাগল বানিয়ে দিয়েছে )

নুর এক লাফ দিয়ে চেয়ার এর উপর উঠে পরে।
নুর:আমি তো আপনাকে শুধু আওয়ারা বলছিলাম এখন তো দেখি ছেচরাও।

তালাভ: দেখুন কথা ঠিক করে বলেন। কিছু বলছি না দেখে যা খুশি তাই বলে যাচ্ছেন।আমি ছেচরামির কি করলাম??

নুর:কথা কি ঠিক করে বলব হ‍্যা!!!!আপনার ভাগ্য ভাল যে আমি আপনাকে কিছু বলছিনা তা না হলে আমার সাথে ফ্লাট করার জন্য আপনাকে যে কি করতাম!!!

সিথি তো মূর্তির মত বসে আছে।যে মেয়ে বড় কোন কারন ছাড়া কারো সাথে লাগে না সে আজ আমার জন‍্য সামান্য একটা কারনে এভাবে কথা বলছে। সিথির ভালো লাগছে এই ভেবে যে ওর বোন ওর জন‍্য যে এমন কাজ করবে তা ওর জানা ছিল না।কেননা সিথি ওর বাবার কথার উপর দিয়ে কোন কথা বলবে না। আবার খারাপও লাগছে মানুষ ওকে খারাপ ভাবছে।

নুর আর তালাভ সেই কখন থেকে ঝগরা করেই যাচ্ছে।থামার কোন নামই নেই।আর সিথি তো নিরব দর্শক এর মতো দেখে যাচ্ছে।

তালাভ:আমি বুঝি না ভাই আপনার মতো একটা মেয়েকে কি ভাবে পছন্দ করল।ঐ আপনি সত্যি করে বলেন তো আপনি আমার ভাই কে কোন জাদু করেননি তো।

নুর: ঐ মি:তালা আমি আপনার ভাই কে কেন জাদু করতে যাব।আরেক টা উলটা-পালটা কথা বললে আপনাকে আমি…..

…..তোমাকে কিছু করতে হবে না।যা করার আমি করব।
পিছন থেকে কথাটি বলে একজন সামনে আসল।লোকটিকে দেখে সিথি আর নুরের চোখ বড় বড় হয়ে গেল।আর তালাভ যেন প্রাণ ফিরে পেল।

তালাভ: ঐ হারামজাদা এতোক্ষনে তোর আসার সময় হলো।আমি তো আর একটু পর পুরো পাগল হয়ে যেতাম।তোর আমাকে পাগলা গারদে ভর্তি করতে হত।

……তোরে তাই করা দরকার।এবার বল তুই ওর সাথে এতোক্ষন ঝগরা কেন করছিলি মেয়ে মানুষের মত।

তালাভ:হুম এখন তো তুই বলবিই।তোমার কলিজার নামে তো তুমি কিছু শুনতেই পার না।ভাই কি দেখে এই মেয়ের প্রেমে পরলি আমাকে একটু বলবি???

…..ঐ বদমাশ তোর কি মাথা গেছে? কি সব বলছিস? নুর আমার বোনের মত।

তালাভ:কিইইইই…
এটা ভাবি না!!ভাবির ছোট বোন!!

……হুম তোর…..
পুরো কথা শেষ করতে না দিয়ে নুর চিৎকার দিয়ে বলল
নুর:আমাকে প্লিজ বলবেন এখানে কি হচ্ছে মি:………

চলবে,

কে হতে পারে?কাকে দেওয়া যায়??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here