3 Star,পর্ব-২

3 Star,পর্ব-২
Ariyana Nur

নুরের চিৎতকার শুনে রাহা আর সিথি নুরের রুমে প্রবেশ করল আর সামনে তাকিয়ে দেখে নুর কোমরে হাত দিয়ে ওর ৫বছরের ভাগ্নি নুহার সাথে ঝগড়া করছে।

নুহা নুরের বড় বোন রাহার মেয়ে।নুরের নামের সাথেই মিলিয়ে নুহা রাখা হয়েছে।নুর আর নুহা পুরো টম এবং জেরি।সারাদিন ঝগড়া তো আছেই।তারপরেও নুহার নুর কে ছাড়া চলে না।আর নুহাতো নুরের জান।

নুহা:মনি তুমি এতো জোরে চিৎকার দিলে কেন?এখন আমি কানে কিছু শুনতেছি না।

নুর:ওই তোর পকর পকর বন্ধ কর।আগে বল আমার জিনিসে হাত দিছত কোন সাহসে।তুই আমার সবগুলো রং আর পেপার নস্ট করছত।তরে আমি কি যে করুম…..

নুহা:আমি চকলেট খোঁজতে নিয়ে এগুলো পাইছি। তাই একটু দেখতাছিলাম।

নুর:এগুলো তোর একটু দেখা না।সব গুলো তো দিছেন নষ্ট কইরা।

নুহা:তোমার জিনিস ধরলেই কি নষ্ট হয়ে যায়। যাও আর ধরবই না।তোমার জিনিস ধরার জন্য আমার বয়েই গেছে।

নুর:আরে আমার মা রে…তোমারে বলতাছি আমার জিনিস ধরো।হুহ…আসছে
নুহা: যাও তোমার সাথে কাটটা।

রাহা:নুহা আসতে না আসতেই মনির সাথে ঝগরা করতাছো।তুমি জাননা মনি অসুস্থ।আর মনির জিনিস নস্ট করছো কেন?

সিথি:আপু তুমি থামবা তুমি জাননা ওরা কেমন।নুর তুই না অসুস্থ চুপচাপ রেস্ট কর।নুহা মা তুমি মানিমার কাছে আসো।আমি তোমাকে চকলেট দিব।

নুহা:ওকে মনিমা তুমি আর আমি খাব।মনিকে দিব না।

নুর:যা তোর চকলেট আমার লাগবোনা।

নুহা:তোমাকে দিবওনা।এই বলে নুহা চলে গেল।

রাহা:তোরা পারিসও

নুর:ওর সাথে ঝগড়া করতে ভালই লাগে।

রাহা:হইছে এবার রেস্ট নে।

রাতের খাবার খাওয়া পর যে যার রুমে ঘুমাতে চলে গেল।নুর যেহেতু অসুস্থ তাই সিথি তার সাথে থাকবে।দুজনের সুবিধার জন্য দুজন আলাদা রুমে থাকে।

সিথি:নুর নে দুধটা খেয়ে নে।

নুর:তোমার আজকে কি হইছে বলতো?তুমি জাননা আমি দুধ খাইনা তারপরও বলতাছো।

সিথি:তুই না একটু আগে বললি তোর ভাল লাগতাছে না।এতোগুল ওষুধ খাইছো শরীর দুর্বল লাগতাছে।

নুর হুম বলছি তাই কি দুধ খেতে হবে নাকি।

সিথি: তারাতারি শেষ কর কোন কথা না।তোর কোন বাহানা শুনবোনা।

নুর:শুনবোনা তোমার কথা।তুমি শুন আমার কথা।কতদিন বললাম ভাইয়ার সাথে কথা বলবো।তুমি দেও নি।তোমার সাথে আর ভইয়ার সাথে রাগ করেছি।

সিথি:তুই থাক তোর রাগ নিয়ে।আমি ঘুমোব।

সিথি আর কোন কথা না বলে শুয়ে পরে।নুর ছোট মানুষ তাকে কিছু বলে লাভ নাই।একটা বললে আরেকটা বুঝবে।এজন‍্য চুপ থাকা ভাল।আর একবার যখন বলেছে দুধ খাবে না আর ওকে খাওয়ানোও যাবে না।

ওরা ঘুমাতে থাক আর অামরা ওদের তিন বোনের পরিচয় আরো একটু জেনে নেই।
রাহা পরিবারের বড় মেয়ে।রাহার ৫বছরের একটি মেয়ে আছে।রাহার বর বিজনেসের কাজে বাহিরে থাকে।রাহা ওর শশুর বাড়িতে থাকে। বাড়িতে শশুর শাশুড়ি আর এক ননদ আছে ।

সিথি দেখতে আনেক সুন্দর।লেখাপড়ার সাথে সাথে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জব করে।নুর এবার ক্লাস 10পড়ে। গায়ের রং শ‍্যমবর্ন।সিথির সাথে দাড়ালে নুর কে সবাই বড় বলবে।

মি:খান ৫ওয়াক্ত নামাজ পড়ে।তার ছোট একটা বিজনেস আছে।আল্লাহ রহমতে তাদের দিন ভালই চলে।
মি:খান তার মেয়েদের খুব ভালোবাসে।তিন মেয়ে তার চোখের মনি।মেয়েদের একটু কিছু হলে সারারাত ঘুমবাদ
দিয়ে আল্লাহর দরবারে তাহাজুদ নামাজ পড়ে কাদে।

চলবে,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here