3Star,সূচনা_পর্ব

3Star,সূচনা_পর্ব
Ariyana Nur

হাসপাতালের সামনে গাড়ী থেকে একটি মেয়ে নামল আর খুব দ্রুত ভিতরে প্রবেশ করল আর একটি রুমে প্রবেশ করল।সামনের বেডে একটি মেয়ে শুয়ে আছে হাতে তার সেলাইন লাগানো আর কপালে আর হাতে সামান্য ব‍্যান্ডেজ করা।মেয়েটি তার সামনে বসল আর আস্তে করে ডাক দিল নুর……
সাথে সাথে মেয়েটি চোখ খুলল আর সামনের মানুষ টি দেখে অবাক হয়ে গেল
নুর:আপু তু…..তুমি!
জি সামনের মেয়েটি নুরের বোন সিথি।নুররা তিন বোন।খান বারির তিন মেয়ে বড় রাহা খান মেজো সিথি খান আর ছোট নুর খান।নুর দুই বোনের কলিজা।আর নুর বোনদেরকে খুব ভালোবাসে।নিজের নামে কেউ কিছু বললে নুর প্রতিবাদ করেন বেশি।ওর কথা মানুষের কাজ হল কারো পিছনে পরে থাকা তাদের কথা শুনা না শুনা একই। কিন্তু বোনদের নিয়ে কিছু বললে সাথে সথে ঝাসিকা রানি হয়ে যায়।লবন ছারা ধুয়ে দিয়ে আসে। আর এর জন্য দুই বোনের কছে বকাও কম খায় না।
তাতে তার কোন সমস‍্যা নাই।রাগ করার একটু পরে রাগ পানি হয়ে যায়।শুধু বোনদের জন‍্য।আস্তে আর জানতে পারব।
সিথি: কি করে হল?
নুর: বাইকের সাথে লেগে রাস্তা পার হবার সময়।
সিথি:চোখ কই ছিল তোর?
নুর:আমার চেহারায়
সিথি :ফাজলামি করিস নিজের দিকে চেয়ে দেখ কি অবস্থা করছিস শরীরের ।শান্তিতে থাকতে দিবি না আমাদের।
নুর:আপু আমি ঠিক আছি আমার কিছু হয় নাই।ওই কানা লোকটায় কানার মত কইরা রাস্তায় বাইক চালাইছে।
সিথি:আর তুই কেমনে রাস্তায় চলছিস?
নুর:আমি ভাল মত চলছি সব দোষ ঐই কানা লোকের ইচ্ছা করে আমারে ধাক্কা দিছে।তাকে পাইলে আমি……
কি করবা আপি তুমি আমাকে আমি তো তোমার সামনে আছি। কারো গলার আওয়াজ পেয়ে নুর আর সিথি দরজার দিকে তাকাল লোকটি দেখে নুরের চোখ বড় বড় হয়ে গেল
সিথি:tnx doctor তু…আপনি না জানালেতো জানতেই পারতামনা।
তো মি: মান আপনি ওকে কোথায় পেলেন?
মান কিছু না বলে নুর এর সামনে একটি চেয়ারে বসল আর এদিকে নুর কাচুমাচু কারছে
মান: তো ছোটআপি কেমন আছ তুমি?এখন কেমন লাগছে?
নুর:আপু আপনাকে চিনে?
নুরের এই কথা শুনে মান আর সিথির চোখ বড় হয়ে গেল!
মান: না তোমার আপি আমাকে চিনেনা।আমার একটাছোট আপি ছিল অনেকদিন আগে হারিয়ে গেছে তুমি দেখতে তার মত।আমি আপি বললে তোমার কোন সমস‍্যা নেইতো।
নুর:সমস‍্যা আছে।আমার নাম ধরে ডাকেন তাতেই আমি খুশি।
সিথি:নুর…র
নুর:সরি স‍্যার
মান:ওকে সমস‍্যা নাই এখন বল তুমি কেমন আছ?
নুর:জি ভাল
মান:মিস:একটুপরে ওকে নিয়ে যেতে পারবেন। ভাল থেকো আপি আসি।
এই বলে মান বেরিয়ে গেল।
সিথি:তুমি ঠিক আছো?
নুর হুম এবার বল আমার কথা তোমাকে কে বলছে তুমি জানলা কিভাবে আর ঐই বান্দর দুইটা কই ওদের যে আমি কি করুম….
সিথি:তোর বান্দর দুইটা কি তোর সাথে ছিল?
নুর: নাতো তাহলে আমি এই জায়গায় আসলাম কিভাবে? আমারে কি ভু…ভুতে আনছে?
সিথি:তর ফাজলামি শেষ হইছে এবার থাম আর চুপ করে শুয়ে থাক।
নুর:আপি বলনা কে আনছে?
এমন সময় দরজা খোলার শব্দ হল আর একজন মানুষ ভিতরে প্রবেশ করল মানুষটি দেখে নুর ভয়ে জর সর হয়ে রইল মানুষটি সামনে এসে নুরের কান মোচর দিল
নুর:বড় আপু আমার লাগতাছে
রাহা:লাগার জন্যইতো দিছি
সিথি:আর দুইটা দাও
নুর:তুমি কি মারার জন্য আসছ?
রাহা:বাদর মেয়ে শান্তিতে থাকতে দিবিনা তর কথা শুনে আমার জান জায় জায় অবস্থা জীবনেও ভাল হবি না।
নুর:বলতো তোমাদের আমার কথা কে বলছে তারে পাইলে আমি….
রাহা আর সিথি নুরের দিকে চোখ বড় বড় করে তাকাল তা দেখে নুর একটা শুকনো ঢোক গিলল তারপর বলল
নুর:তারে একটাtnx দিতাম তার জন্য আমি জানতে পারলাম আমার আপিরা আমারে কত ভালোবাসে।
রাহা: হইছে তোর
সিথি:তোমরা বস আমি ওকে বাসায় নেওয়ার ব‍্যবস্তা করতাছি।
রাহা:ঠিক আছে তুই যা।

বাড়িতে আসার পরতো মিসেস খানের লেকচার আছে কি করে হল কিভাবে হল ইত্যাদি ইত্যাদি।আর সাথে বকা তো ফ্রি কিন্তু তাতে নুরের মাথা ব‍্যথা নেই তার কোন কিছু বলতে হয় নাই তার দুই বোন তাকে তার মাদার বাংলাদেশ এর বকার থেকে সবসময়ের মত এবারও বাচিয়ে দিয়েছেন।নুরের সরল মিলাতে গিয়ে সুধু গরলি বাজতাছে ও হাসপাতালে কিভাবে গেল আর আপুদেরি কে খবর দিল এসব ভাবতে ভাবতে নিজের রুমে প্রবেশ করল।রুমে প্রবেশ করার সাথে সাথে দিল দিক এক চিৎতকার
নুর:আল্লাহগো আমার কি হবে গো…….

চলবে…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here