3 Star,পর্ব_৩
Ariyana Nur
সকালবেলায় দরজায় খটখট শব্দে সিথির ঘুম ভেজ্ঞে যায়।পাশে তাকিয়ে দেখে নুর তাকে জরিয়ে ধরে ঘুমিয়ে আছে।
সিথি:নুর ওঠ দরজায় কে জানি নক করছে।ছাড় আমায় দরজা খুলতে হবে।
নুর:না ছাড়বোনা তুমি আগে আমাকে সরি বলবে তারপরে ছাড়বো। কালকে তুমি আমকে বকেছো।আর দরজা খোলা আছে।
সিথি:রাগ করলো কে আর সরি বলবে কে।ছাড় আমাকে।
এমন সময় মি:খান রুমে প্রবেশ করলো।
মি:খান:ঘুম ভাংলো আমার মা দের।নুর মা তোমার শরীর এখন কেমন?
নুর:বাবা আমি ঠিক আছি।
সিথি:তোর চাপা বন্ধ কর।বাবা আজকে ওকে আবার ডাক্তার এর কাছে নিয়ে যেতে হবে।
মি:খান:ঠিক আছে আমি নিয়ে যাব।তোমার তো আবার আজকে ক্লাস আছে।
সিথি:সমস্য নেই আমি পারবো।তোমার সাথে আবার বাহানা করবে।এমনি তো তার আবার ডাক্তার এর কাছে যেতে ভালো লাগে না।
নুর :আমি যাব না।আমার শরীর বেশি ভালো না। একটু ভালো হই তারপর যাব।
মি:খান:মাননি শরীর অসুস্থ থাকলেই তো ডাক্তার এর কাছে যায়। ভালো হলে কেউ যায়।
নুর:আমি যাই। আমার ডাক্তার এর কাছে যেতে ভালো লাগে না।
মি:খান:তা হবে না।তুমি আমার কথা শুনবেনা?
নুর গাল ফুলিয়ে বলল শুনব।
মি:খান:এই তো আমার ভাল মা।এবার তারাতারি ফ্রেস হয়ে নাও।সিথি কোন ডাক্তার এর কাছে নিবে?কালকে কোন ডাক্তার চেকআপ করেছিল?আমাকেতো একবার বললেও না।
সিথি:বাবা তোমার জরুরী কাজ ছিল তুমিই তো কাল সকালে বললে। তাই তোমাকে জানাইনি।আমিতো ছিলাম।
মি:খান:তাই কি আমাকে জানাবে না।আমার কাছে আগে তোমারা তার পরে কাজ।
সিথি:সরি আর এমন হবে না।(মন খারাপ করে )
মি:খান:সরি বলতে হবেনা মা।পরের বার খেয়াল রাখবে।আমারতো চিন্তা হয়।
সিথি:ওকে বাবা।
মি:খান: তা কোন ডাক্তার এর কাছে নিবে।কাল যাকে দেখিয়েছো তাকে দেখাবে?
সিথি:না বাবা সামনের হাসপাতালে নিয়ে ডাক্তার দেখাব।
নুর:না……আমি ঐ খানে ডাক্তার দেখাবনা। আমার ঐ ডাক্তার পছন্দ না।কাল যে ডাক্তার দেখেছে তাকে দেখাব। তা না হলে দেখাবনা।
মি:খান:ঠিক আছে।ঐ ডাক্তাররই দেখাবে।সিথি আমার মনে হয় কাল যে ডাক্তার ওকে চেকআপ করেছে তার কাছে নিয়ে গেলে ভালো হবে।তুমি কি বলো।
সিথি:ঠিক আছে বাবা তাই করবো।
মি:খান: কাল কোন ডাক্তার ওর চেকআপ করেছে?
সিথি:ড:মানান ওর চেকআপ করেছিল।
মি:খান:ও ঠিক আছে তাহলে বিকালে ওকে নিয়ে যেও।
সিথি:ওকে বাবা।
মি:খান আর কিছুখন মেয়েদের সাথে কথা বলে চলে গেল।
নুর:আপু……
_হুম
তোমার কি মন খারাপ?
না।
ও তাহলে……
তাহলে কি??
না কিছু না।বড়আপু কই?আমাকে তো একবারও দেখতে আসলোনা।
মনে হয় রাতে নুহা বিরক্ত করছে তাই এখন পযর্ন্ত ঘুমাসছে। তুই ফ্রেস হয়ে আয়।আমি আমার রুমে ফ্রেস হতে গেলাম।
ওকে যাও।
বিকালে সিথি নুরকে নিয়ে ডা:এর কাছে গেল।রাহা সাথে যেতে চেয়েছিল কিন্তু নুহার জন্য যেতে পারেনি।নুহা বাড়িতে কিছুতেই থাকবে না।তাই রাহা আর সাথে যায় নি।
নুর:আপু আর কত সময় বসে থাকবো।এজন্য আমি আসতে চাইনি।
সিথি:চুপ থাক। এটা হাসপাতাল। আর আপনিই তো বললেন এই ডা:ছাড়া দেখাবেন না।এবার বসে থাকেন।আমাদের সিরিয়াল সবার শেষে।
নুর:এখন সব দোষ আমার।আমি আর কথাই বলবোনা।
কথা না বললেই ভালো।
ঠিক আছে মনে জানি থাকে।
(মনে মনে,তুমি তো জানোনা আমি এখানে কেন আসছি )
কিছু সময় পর ওদের ডাক পড়লো ওরা ডা:এর চেম্বারে প্রবেশ করলো।
ডা:মান:প্লিস সিট।(নিচের দিকে তাকিয়ে)
(ডা:মানান এরই ডাক নাম মান)
কি সমস্যা বলেন।
সিথি:কিহলো নুর কিছু বলছে
নুর:চুপ
মান:আরে ছোট্ট আপি তুমি।সরি আমি খেয়াল করি নি। এখন কেমন আছো?
নুর:চুপ
মান: কি হয়েছে তোমার?শরীল কি বেশি অসুস্থ?বলো আমাকে?
নুর :চুপ
মান:কেউ বকেছে তোমায়?
নুর:হুম
মান: কে বকেছে?
নুর হাত দিয়ে দেখিয়ে দিল সিথিকে
সিথি:নুর কি শুরু করছো?আমি আবার কখন বকলাম?
আর তোর কি হইছে কথা বলতাছ না কেন?
সিথির কথা শুনে নুর কান্না করতে লাগল।আর সিথি তো আবাক হয়ে গেল এত টুকু কথায় কাদার মতো মেয়ে নুর না।
মান: এই তুমি থামবে ওকে আবার বকছো।আপি তুমি কান্না বন্ধ কর আমি ওকে বকে দিব।
নুর তরপরেও কান্না করেই যাচ্ছে
মান:তুমি কান্না বন্ধ করবা নাকি তোমার আপুকে কালকের ঘটনা বলবো।
একথা শুনার সাথে সাথেই নুরের কান্না বন্ধ হয়ে গেল।
সিথি:নুর কাল কি হয়েছিল?
মান : তা তোমার না জানলেও চলবে।এখন বল আপি তোমার কি হয়েছে?
নুর:কিছু না সার
মান:সার!কোথায় সার কার সার!
নুর:আমি আপনাকে সার বলছি
মান:আমি তোমার কোন সার?কেন আমাকে সার বলছো?
নুর:ডা:দের তো সার বলতে হয় আপু বলেছে।
মান:তা ঠিক আছে কিন্তু আমাকে বলবেনা।
নুর:কেন???
মান:আমার ভালো লাগেনা তাই।আর যদি বলো তাহলে কালকের ঘটনা……
নুর:ব্লাকমেইল করছেন। করেন আমি ভয় পাই না।
সিথি:ওই বলবি কাল কি করছত?নুর কাল আবার কোন ঝামেলা করছ নাই তো?
মান বিরবির করে বলল দেখতে হবেনা বোন টা কার।
সিথি:কিছু বললেন???
মান:জি না।তো আপি বল কি খাবে?আর মিস:আপনি কি খাবেন?
সিথি:tnxকিছু না।
নুর কি সমস্যা বল।আমাদের দেরি হচ্ছে।
নুর আর কথা না বারিয়ে ওর সমস্যার কথা বলল আর মান ওকে চেকআপ করল।
মান: ঔষধ ঠিক মত খেলে তারাতারি ভালো হয়ে যাবে।আর ১সপ্তাহ পর আবার দেখা করে যেও।
নুর:সার ও সরি….সরি…..সরি
আপনি তো বললেন না আপনাকে কি বলে ডাকবো?
মান: তুমি আমাকে ভাইয়া বলে ডাকতে পার।
নুর :জি না আমি আপনাকে ডা:সাহেব বলে ডাকবো।আপনি কাল বললেন না আপনার বোন হারিয়ে গেছে।আমার ভাইয়াও না হারিয়ে গেছে।আপুকে কত বলি ভাইয়ার কথা কিন্তু আপু কিছু বলেই না ভাইয়ার কথা।
কথা গুলো বলার সময় নুরের চোখ ছলছল করছিল।
যাদের ভাই না থাকে কেউ যদি তাদের সাথে ভাইয়ের মত আচরণ করে তারা অলপতেই তাকে ভাই বলে মেনে নেয়।আর কিছু দিন পর কোন খবরা খবর না নিলে তারাই বুঝে কত খারাপ লাগে।মুখে যতই বলে না কেন ভাই নাই তাতে কি হইছে ভালোই আছি,ভাই থাকা না থাকা সমান,ভাই নাই তাতে কোন আফসোস নাই ইত্যাদি ইত্যাদি।কিন্তু মনের মধ্যে হাহাকার ঠিকই থাকে।
সিথি:নুর তোর কি হইছে?তুই এভাবে কথা বলতাছত কেন?
নুর:আপু আমি ঠিক আছি।চলো আসি ডা:সাহেব
সিথি:চল
সিথি আর নুর চলে গেল আর মান ওদের দিকে ছলছল চোখে চেয়ে রইল।
চলবে….