3 Star,পর্ব-৯
Ariyana Nur
নুর:আমাকে প্লিজ বলবেন এখানে কি হচ্ছে মি:তালা…..
তালাভ:সামনে পিছনে তাকিয়ে বলল মি:তালা!!!!
এটা আবার কেমন নাম?আর আমাদের সামনে তো আর কাউকে দেখছি না তাহলে আপনি কাকে জিগ্গেস করছেন???
নুর:আমি আপনাকে বলছি।আর সত্যি করে বলেন তো আপনি কে?😡
তালাভ:কিইইই!!!!
আপনি আমাকে তালা বললেন??দেখ ভাই দেখ তোর সামনে আমাকে কি সুন্দর নামে ডাকছে,,তার পরেও তুই চুপ করে আছিস?
…..খারাপ তো কিছু বলে নি আমার বোন।তোর কি সুন্দর একটা নাম দিয়েছে।এবার তুই চুপ থাক আর মেয়ে মানুষের মত ঝগরা করিস না।তা না হলে আমার বোন রেগে গেলে তোর আর রক্ষে নেই।
সিথি:এনাফফ….(একটু জোরে)
কি শুরু করেছেন তখন থেকে।কিছু বলছিনা বলে যা খুশি তাই বলে যাচ্ছেন?
আর বার বার আমার বোন আমার বোন কেন বলছেন?
নুরের বোনরা এখন বেচে আছে।নতুন করে ওর কোন ভাই লাগবে না।ওর বোন আর ভাই দুটোই তারা।তাই দয়া করে আলগা দরদ দেখাতে আসবেন না।কথাটা যেন মনে থাকে মি: মানান খান।
( tnx যারা মান কে দিতে বলেছেন ❤)
নুর চল এখান থেকে আনেক তামাশা হয়ে গেছে।আর তামাশা করার দরকার নাই।আমি চাই না আমার জন্য কেউ তোকে খারাপ ভাবুক।
নুর:দাড়াও আপু যা হবার তা তো হয়েছে।তারা এমন কেন করল আমাদের সাথে তা আগে জেনে নেই তার পরে যাব।দয়া করে বলবেন ডা:সাহেব এসবের মানে কি???
তালাভ নুরের কথা শুনে আবাক হয়ে গেল।যে মেয়ে কিছুক্ষন র্পূবেও কি সব উলটা পালটা কথা বলছিল আর সামান্য একটা বিষয়ে ওর সাথে তুমুল ঝগড়া করছিল সে মেয়ে এখন এভাবে এতো সিরিয়াস হয়ে কথা বলছে।
মান:তুমি বস প্লিজ এমনি তোমার শরীর অসুস্থ।
নুর:দেখুন আমার চিন্তা আপনার করতে হবে না।আপনি বলুন এসবের মানে কি?আর আপনার সাথেই ইনি কে?আর আপুকেই বা কে দেখতে এসেছে??
মান:তোমরা বস আমি সব বলছি।প্লিজ বস।
মাননের কথা শুনে নুর আর সিথি চেয়ারে বসল।
নুর:এবার বলুন….
মান:আমার বাবা আমাকে প্রথমে মেয়ে দেখতে আসার কথা বললে আমি সরাসরি না করে দেই।পরে তিনি বলেন তার বন্ধু মি:খানের মেয়ে।এ কথা শুনে আমি যেন আমার কানকে বিশ্বাস করতে পরিনি।আমি একবার চেয়েছি তোমাকে জানাতে।পরে ভাবলাম তোমাকে জানালে সিথি যদি তোমার সাথে রাগ করে।কেননা ও এখনও আমার উপর রেগে আছে।আর কেন তা তো তোমাকে সেদিন বলেছি।
মানের কথা শুনে সিথির চোখ বড় বড় হয়ে গেল
সিথি:কিইইইই…..
আপনি নুরকে সব বলে দিয়েছেন।আপনাকে কি আমি শুধু শুধু মাথা মোটা বলি গাধা একটা।লজ্জা করলোনা ছোট বোনকে এসব বলতে।(রাগি গলায়)
মান:নুর আগে থেকেই সব জানতো।তা…..
মানকে আর কিছু বলতে না দিয়ে নুর বলল…
উফ…থামবে তোমরা আপু আমি তোমাকে পরে বলব আমি কিভাবে জেনেছি।এখন তাকে বলতে দাও….
এমনি আমার মাথা গরম হয়ে আছে আর গরম করো না।
তালাভ বির বির করে বলল….
৩বালতি পানির মধ্যে ৩বালতি বরফ দিয়ে মাথায় ঢালুন তাহলে মাথা ঠাণ্ডা হয়ে যাবে।
নুর: সরি!!কিছু বললেন??
তালাভ:না কিছু না
নুর:ডা:সাহেব আপনি কি বলবেন???
মান:তোমাদেরকে আজকে এখানে আসতে বলার পর আমার একটা জরুরি কাজ পরে যায়।তাই আমি তালাভ কে এখানে পাঠাই।আর তালাভ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড।আর ও আমাদের কথা সব জানে।
নুর:ও তাহলে এই ব্যপার। শুধু শুধু আমি আমার এনার্জি নস্ট করলাম।
নুর কথা বলছে আর বার বার মাথায় হাত দিয়ে চাপ দিচ্ছে।
মান:নুর কি হয়েছে তোমার??
সিথি এতখন নিচের দিকে তাকিয়ে রয়েছিল।মানের কথা শুনে সিথি নুরের দিয়ে তাকিয়ে দেখে নুর কেমন যেন করছে।
সিথি:নুর কি হয়েছে তোর?এমন করছিস কেন? শরীর বেশি খারাপ লাগছে?
নুর: আমি ঠিক আছি।আমার কিছু হয় নি।তু….
নুরকে আর কিছু বলতে না দিয়ে….
মান:নুর তুমি ঠিক আছ?তোমার শরীর তো এমনি অসুস্থ ঠিক মত মেডিসিন খাওতো?
একটু চিন্তা করে আবার বলল..
তুমি আজ মেডিসিন খেয়েছ?
নুর মাথা নাড়িয়ে না বলল।
মান:কেন???তোমার না দুপুরের খাবারের পর মেডিসিন আছে।খাও নি কেন???
নুর:ডা:সাহেব আপনি আমাকে দুপুরের খাবারের পর মেডিসিন খেতে বলেছেন আমি তো…..আর কিছু না বলে নুর চুপ করে রইল(মনে মনে:নুর তোর কি মাথাটা গেছে কি বলতে যাচ্ছিলি।যদি তোর বোন এখন শুনে তুই দুপুরে খাবার খাসনি তাহলে যে তোকে কি করবে আল্লাহ্য় জানে)
সিথি:কি রে চুপ করে রইলি কেন?
মান নুরের সামনের চেয়ারে বসে নুরের মাথায় হাত দিয়ে বলল,
সত্যি করে বলবে আপু তুমি কি খাবার খেয়েছ?
নুর মাথা নাড়িয়ে না বলল।
সিথি:তুই কি জীবনেও ঠিক হবি না।তোরে….
মান:সিথি তুমি চুপ থাক ও এমনি অসুস্থ।
মান ওয়েটার কে ডেকে নুরের জন্য খাবার আর জুসের অর্ডার দিল আর ওদের জন্য কোল্ড কফির।
সিথি:নুর একটু কস্ট করে হেটেএখান থেকে যেতে পারবি??কেন যে সব সময় এমন করিস।তুই আমাদের শান্তিতে থাকতে দিবি না।
মান:যাবে মানে???কোথায় যাবে ও??
সিথি:আমি ওকে কোথায় নিয়ে যাব তা আপনাকে জানানোর প্রয়োজন মনে করছি না।আর আমার বোন কে নিয়ে এতো আদিক্ষেতা দেখাতে হবে না।
সিথির কথা শুনে মানের মাথা গরম হয়ে যায়। চোখ মুখ পুরো লাল হয়ে যায়।দুই হাত দিয়ে টেবিলের উপর জোরে বারি মারে
মান:আর একটা কথা যদি বলেছ তাহলে তোমাকে যে আমি কি করব আমি নিজেই জানি না। তুমি আমাকে একসেপ্ট কর আর না কর নুর আমার ছোট বোন ছিল আছে আর থাকবে।এ নিয়ে আমি আর কোন কথা শুনতে চাই না।
মানের এই রূপ দেখে ওরা সবাই চুপ হয়ে গেল।কেউ আর কোন কথা বলল না।একটু পর ওয়েটার খাবার নিয়ে এল।মান: ছোট্ট আপ্পি খাবার টা খেয়ে নাও।
নুর:আমি খাব না।আমার ভালো লাগছে না।আমি বাড়িতে যাব।(গাল ফুলিয়ে)
(মান মনে মনে বলল কার সামনে যে কাকে বকলাম এবার আমার রাগ ভাংগাতে খবর হয়ে যাবে )
মান:সরি…
আর বকবনা তোমার আপুকে প্লিজ খেয়ে নাও।
সিথি:নুর খেয়ে নে।আর বসে থাকিস না।দেরি হয়ে যাচ্ছে।
নুর:খাব না।তুমি সরি বলেছ আমাকে?আমি খাব না(গাল ফুলিয়ে )
সিথি: তকে নিয়ে আর পারি না।সরিইই….
বলেছি এবার খা।
নুর:ওকে😍। এবার হিজাবের পিনটা খুলে দাও।আমি খুলতে পারছি না।
সিথি:চুপ করে বস দিচ্ছি।
সিথি পিন খোলার পর নুর মুখের থেকে হিজাব টা সরাল।আর জোরে জোরে নিশ্বাস নিল।
নুর:আপু তুমি কিভাবে হিজাব দিয়ে মুখ ডেকে রাখ!!আমার তো খবর হয়ে গেছে এতটুকু সময়ে।
সিথি:আস্তে আস্তে তোর ও অভ্যাস হয়ে যাবে।এবার খাবার শেষ কর।
নুর খাবার খাচ্ছে আর মান এর সাথে কথা বলছে।সিথি চুপ করে বসে আছে।আর তালাভ তার ফোনে ডুবে আছে।সমনে কি হচ্ছে সেদিকে তার খেয়াল নেই।
মান:আপ্পি তোমার আপুকে বল কফিটা শেষ করতে।ওর তো আবার মাথা গরম আছে কোল্ড কফি খেয়ে মাথা ঠান্ডা করতে বল।
সিথি সেই আগের মতই বসে আছে।
নুর:একদম আমার আপুর সাথে লাগবেননা।
আর আপনার থেকে আনেক কিছু জানান আছে আমার।।এখন পযর্ন্ত আপনাদের লাভ স্টোরিই জানা হলো না।(মন খারাপ করে)
সিথি:তবেরে…
তুই আজ বাড়িতে চল তোর খবর আছে।(চোখ গরম করে)
মান:একদম ওকে ভয় দেখাবে না।নুর ও যদি কিছু বলে আমাকে বলবে আমি ওকে বকে দিব।
তালাভ:তুই নিজেই তো ভাবিকে ভয় পাস।তুই আবার কি ব….
এতটুকু বলে সামনে তাকিয়ে তালাভে মুখ হা হয়ে গেল।
তালাভ:আমি যা দেখছি তা কি সঠিক!!! নাকি আমার চোখে কোন সমস্যা হচ্ছে!!!!আমি চোখে ভুল দেখছি না তো!!!!(মনে মনে)
নুর: মি: তালা ভাইয়া মুখটা বন্ধ করুন।তা না হলে মশা ডুকবে।
নুরের কথা তালাভের কান পযর্ন্ত গেল না।ও এখনো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না।
চলবে,