হিংস্র ভ্যাম্পায়ার_২,পর্ব-১৫,১৬

হিংস্র ভ্যাম্পায়ার_২,পর্ব-১৫,১৬
লেখিকাঃফারু ইসলাম

“””মিসেস নিরা কে নূর সব খুলে বললো শুধু ভ্যাম্পায়ার টা যে এরিক সেটা জানালো না””””
“””মিসেস নিরা অনেকবার জানার চেষ্টা করলো কিন্তু নূর বললো না””””

“””তোমার তো ওকে শাস্তি দেওয়া উচিত তুমি বললে আমি মেরে ফেলতে পারি নূর আংতকে উঠে না বলে উঠলো”””
“””” ওকে মারা মানি আমি নিজে মরে যাওয়া নূর বলে উঠলো””””
“””” মিসেস নিরা আর কিছু বলার আগে নীল চলে আসলো রুমে”””
“””” তাদের কথা আর বাড়তে পারলো না””””
“””” পরে সেই নূরের খোঁজ করে কিন্তু পাই না তাকে”””
“””” নূর তাকে প্রমিজ করেছে যাতে এটা তার মধ্যে তাকে মিসেস নিরা সম্মতি দিলো”””
“””ইনজেকশন হাতে দাঁড়িয়ে আছে এরিক””””
“””” এভি অনেক চেষ্টা করেও এরিকের মনের ভাব ধরতে পারলো না কারন সেই কখন থেকে চুপ মেরে আছে””””
“”””এরিক তোমার কি মনে হয় না তোমার নূর কে এটা জানানোর দরকার ওর অধিকার আছে জানার এভি শান্ত স্বরে বললো”””
“”””আর তোমার কি মনে হয় ওকে বললে ঔ আমাকে বলবে এসো এরিক মেরে পেলো আমাদের বাচ্চা কে এভির থেকেও আরো শান্ত স্বরে বললো এরিক”””””
“”””এভি থতমতো খেয়ে এরিকের দিকে তাকিয়ে রইলো সত্যি তো এরিক তো ঠিকই বলছে””””
“””” এভি হতবাক এরিকে দেখছে এরিক কাঁদছে তার চোখ বেয়ে পানি পড়ছে””””
“”” এরিক তুম……..””””!!!!!!
“””এভি আমি কতখন একা থাকতে চাই প্লীজ লিভ মী এলন এভির কথা শেষ না হতে বলে উঠলো এরিক””””
“””” এরিকের আওয়াজে কি যেনো ছিল এভির আর কিছু বলতে পারলো না সেই আস্তে করে এরিকের রুম ত্যাগ করলো””””
“”””এরিক জানে এরিকের ভিতর টা খন্ড বিখন্ড হয়ে যাচ্ছে যা ওর চেহেরা দেখে এভি বুঝে গেছে””””
“”””আচ্ছা এরিক এই কাজ টা লুকিয়ে করলে নূর জানলে মাফ করবে তো এরিকে”””!!!!
“””” কীভাবে সামলাবে এরিক এতো গুলো ধাক্কা একসাথে এক তো আংকেল মারলেন ধোঁকা দিয়েছে নিজের ভালোবাসার চিহ্ন নিজ হাতে শেষ করতে হবে”””””
“””” এতো ধাক্কা কষ্ট পাওয়ার পর যদি নূর কে ঘৃণা করে এরিকে তো আর খুঁজে পাওয়া যাবে না শেষ হয়ে যাবে সেই”””””
“””সকাল বেলা এরিকে ফোনের উপর ফোন দিয়ে পাগল করে ফেললো হেনা””””
“””” এরিক রাগে কটমট করে ফোন ধরলো হেনা জানালো সেই বিয়ের ড্রেস কিনতে এসেছে এরিক আর এভি জেন যেনো আসে””””
“””” এরিক না বলতে গিয়েও চুপ মেরে গেলো নূরের কথার আওয়াজ শুনা যাচ্ছে”””
“””সেই বলছে হেনা তুমি এই ড্রেস টা ট্রাই করো এটা খুবই সুন্দর”””
‘”””এরিক কিছুখন চুপ থেকে বললো আমি আসছি হেনা””””
“”””” নূর তুই হেনার হলুদের জন্য এটা দেখতে পারিস নীল একটা ড্রেস এনে বললো””””
“””” তখনি এভি জেন আর এরিক আসলো”””
“”” এভি জেন সৌজন্যে মূলক কথা বললো সবাই সাথে””””
“”” জেন আলাদা ভাবে কোমল স্বরে নূর কে বললো তুমি ভালো আছো নূর”””!!!!
“”” নূর চট করে জেনের দিকে তাকিয়ে চোখে টলমল পানি নিয়ে হাসার চেষ্টা করলো””””
“””” সত্যি কি সেই ভালো আছে'””!!!!!
“‘” ওরা যে যার মত ড্রেস দেখতে লাগলো”””
“””” নূর আড়ঁচোখে একবার তাকালো এরিকের দিকে””””
“””” এরিক নূর কে দেখছে চোখাচোখি হতে নূর হচকিয়ে জিভে কামড় দিয়ে ডানে বামে তাকানো শুরু করলো””””
“”” এরিক এক পেশে হাসলো””””
“””এভি অবাক হয়ে নূর কে দেখছে আগের থেকেও অতিরিক্ত ফর্সা হয়ে গেছে সেই””””
“””হেনা এটা সেটা দেখানো শুরু করলো এরিকে””””
“”‘”নূর নীলের দেওয়া ড্রেস নিয়ে দাঁড়িয়ে রইলো কারন ওরনা টা খুবই জঘন্য রকমের পাতলা””””
“””কি হলো নূর যা ট্রাই কর নীল বললো””””
“”””নূর কাচুমাচু করে বললো ওরনা বলে নিচের দিকে তাকালো”””
“”””ওরে আমি খেয়াল করি নি আই এ্যাম স্যরি রে তুই অন্যটা দেখ””””
“””” নূর দেখতে লাগলো সেই সামনের আয়না দেখলো নূর যেটা নিচ্ছে এরিক না মাথা নাড়াচ্ছে””””
“””” নূরও সেটা রেখে দিচ্ছে””””
“”” অনেকখন পর নূর একটি চমৎকার সবুজ হলুদ কম্বিনেশন লেহেঙ্গা নিলো””””
“””” আর এরিক চমৎকার করে হেসে মাথা দুলালো”””
“””নূর ট্রায়াল রুমে দিকে এগিয়ে গেলো””””
“”””হেনা এখনো কিছুই পছন্দ করতে পারলো না সেই ঠোঁট উলটিয়ে এরিকের দিকে তাকালো””””
“””” এরিক কাঁদ ঝাঁকিয়ে অন্য দিকে তাকালো সাথে সাথে তার যেনো সবকিছু থমকে গেলো””””
“””” নূর তার পরানো লেহেঙ্গা ধরে ধরে সামনে এগিয়ে আসছে””””
“”””লেহেঙ্গা ওরনা কে পুরো শরীরে মেলে নিলো তাও যেনো চোখ ফিরানো দায়””””
“””সবাই হ্যা হয়ে গেলো যেনো””””
“”””কি সুন্দর একটা লেহেঙ্গা পছন্দ করি ফেললি তুই আর আমাকে দেখ হেনা বলে উঠলো”””
“””নূর মুচকি হাসলো হঠাৎ কিছু একটা হলো এরিকের মেজাজ সপ্তম আকাশে পৌঁছে গেলো””””
“””হেনার মন খারাপ হয়ে গেলো সেই হালকা করে হাসার চেষ্টা করলো””””
“””নূর চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে এটা কি করলো নীল চট করে নূরের কপালে চুমু দিয়ে বসলো””””
‘””এরিকের মেজাজ আরো খারাপ হয়ে গেলো কারন নূর নীল কে কিছু বলে নি””””
“””এরিক দাঁত কিড়মিড় বললো হেনা এমন ইন্ডিয়ান ড্রেসে তোমাকে কখনো ভালো লাগবে না তুমি নিবে হলিউড ড্রেস যেটা তোমাকে ডল লাগবে””””
“””হেনা খুশিতে গদগদ হয়ে চট করে এরিকের ঠোঁটে চুমু বসালো””””
“””” এরিকের মেজাজ খারাপ হলো কিন্তু সেই বুঝতে দিলো না””””
“””” নূর কাঁদো কাঁদো চোখে এরিকের দিকে তাকালো””””
“””” এরিক একবার নূরের দিকে শান্ত দৃষ্টিতে তাকালো””””
“”” কিছু খন পর হেনা এক গাদা শপিং করলো”””””
“””” গাড়িতে উঠার আগে এভি বললো সেই আর জেন আলাদা যাবে””””
“””‘এরিক প্রশ্ন বোধক দৃষ্টিতে তাকালে এভি বললো তোমার ভাই একটা ছিঁচ কাদুনি স্বভাবের ছেলে”””””
“”””আমি জীবনেও দেখি নও ছেলেরা এমন হয় সেই সারাদিন নাক কাঁদে কেন আমি তাকে একা সময় দি না তাই”””
“””””ভাগ্যিস জেন গাড়ি আনতে গেছে নাহলে কেঁদে দিতো হেনা হো হো করে হেসপ বললো”””””
“””নূর মুচকি হাসলো সাথে এরিকও””””
“””” তারপর নূর আর নীল পিছনে বসলো এরিক ড্রাইভ করলো আর হেনা তার পাশে বসলো””””
‘”””এরিক আঁড়চোখে নূরকে দেখছে রাতের রাস্তা ড্রিম লাইটের আলোতে এরিকের বুঝতে কষ্ট হলো না নূর কাঁদছে””””
“”””চট করে এরিক গাড়ি থামিয়ে ফেললো সবাই অবাক হয়ে তাকালো””””
“””” এরিকে সবাই জিজ্ঞেস করতে লাগলো কেন থামালো গাড়ি এরিক বাইরে তাকিয়ে বললো এই জায়গা টা আমার খুবই প্রিয় একটি জায়গা”””””
“”” হেনা নাকমুখ কুচকে বললো এটা তো রাস্তা এটা পছন্দের কি হলো”””””
“””” নূরের কান্নার বেগ আরো বেরে গেলো কারন এটা সেই রাস্তা যেখান প্রথম এরিক নূর কে বাঁচিয়ে ছিল””””
“””” এরিক আরো একবার নূরের দিকে তাকালো সাথে নূরও চোখাচোখি হতে নূর দৃষ্টি সরিয়ে ফেললো””””
“””” এই নূর কাঁদছিস কেন তোর কি কষ্ট হচ্ছে নীল উত্তেজিত কন্ঠে বললো””””
“”””না আসলে বাবার কথা মনে উঠলো নূর নিচের দিকে তাকিয়ে বললো””””
“”””ইটস ওকে মাই জান প্লীজ কান্না করিস না বলে নীল জড়িয়ে ধরলো নূরকে””””
“””” এরিক আবারও গম্ভীর মুখে গাড়ি চালানো শুরু করলো””””
“””” হেনা বলতে লাগলো তার এই জায়গা পছন্দ ঔ জায়গা পছন্দ”””
”””কিছুখন পর তারা বাসায় চলে আসলো””””
“””‘সবাই সোফার রুমে গোল হয়ে জিনিস দেখতে লাগলো'””””
“””” নূর উপরে উঠে গেলো সেই তার লেহেঙ্গা টা আবারও পরে দেখবে কারন মিসেস হ্যাপি তাকে দেখতে চাই”””””
“”””নূর দরজা না লাগিয়ে ওরনা বেডে রেখে বাথরুমে গিয়ে লেহেঙ্গা পরলো””””
“”””বাইরে এসে দেখলো বেডে তার ওরনা নেই””””
“””” সেই অবাক হয়ে চারিদিকে খুঁজা শুরু করলো হঠাৎ কেউ একজন নূরের নগ্ন পেটে হাত রাখলো””””
“””” নূর হচকিয়ে পিছনে তাকিয়ে দেখলো মি. রহিত তার নোংরা হাত দিয়ে নূরের পেট চেপে ধরে আছে””””
“””” সেই দাঁত বের করে বিশ্রি করে হেঁসে বললো একদম জ্বালা ধরিয়ে দিলি আমার ভিতরে আজ তোকে আমার চাই চাই”””””
“””” নূর এবার আর রাগ ধরে রাখতে পারলো না সেই তার সমস্ত শক্তি দিয়ে থাপ্পড় দিলো মি. রহিতের গালে”””””
“”” সেই ঠাস করে বন্ধ দরজার সাথে বারি খেলো””””
“”” মি. রহিত হঠাৎ উঠে দাঁড়িয়ে জন্তুর মত করে গোঁ গোঁ করে উঠে নূরের দুহাত একসাথে চেপে ধরে বলল””””
“””””তোর মা কোন দিন আমাকে ধমক দিয়ে কথা বলার সাহস পাই নেই আর তুই…………
….”””””
“””” মি. রহিত কথা শেষ করতে পারল না তার আগেই তার গলা থেকে শুধু ফ্যাসফ্যাসে শব্দ বের হতে লাগল”””””
“”””এরিক শান্তচোখে মি. রহিতের দিকে তাকিয়ে আছে””””
“”” এরিক এমনভাবে মি. রহিতের কন্ঠ নালী এমন ভাবে চাপ দিয়েছে যাতে করে তার মস্তিষ্কে রক্তসঞ্চালন চলাচল বন্ধ হয়ে যায়””””
“””” মি. রহিত ঘড়ঘড় আওয়াজ করতে লাগল সে নূরের হাত ছেড়ে দিয়ে শুন্যে হাত ছুড়তে লাগল””””
“”””এরিক তার হাতটা সরিয়ে নিলো মি. রহিত ধপ করে মাটিতে পড়ল””””
“”””সে হা করে শ্বাস নিতে লাগল আর কাশতে কাশতে বললো পানি খাবো পানি খাবো”””
“””” নূর অবাক হয়ে তাকিয়ে আছে এরিকের দিকে””””
“””” এরিক তাকে এনে দিলো পানি খেয়ে আবারো মি. রহিত কেশে বমি করে ফেলল””””
“””” এরিক মি. রহিতের কলার ধরে বললো চল নিচে তোর আসল চেহেরা আমি তোর স্ত্রী আর সবাইকে দেখাবো””””
“”””তুই ওর মাকে বিয়ে করেছিস সম্পর্কে তুই ওর বাবা””””
“”” আর বাবা হয়ে দিনের পর দিন তুই ওকে সবাই নাকের নিচে শারীরিক ভাবে নির্যাতন করতে চেয়েছিলি”””””
“”””আমি চাইলে আজ তোকে এখনি শেষ করে দিতে পারি বাট নো তোকে আমি এমন শাস্তি দিবো তুই বেঁচে থাকবি কিন্তু তোর কাছে এই বাঁচার থেকে মরে যাওয়া বেশি ভালো মনে হবে””””
“””””নূর চট করে এরিকের দিকে তাকালো””””
“””””এরিক ঠোঁটের কোনে একটা আশ্বাসের হাসি এনে বলল মাই স্লিপিং কুইন আই নো এভরিথিং””””
“””” নূর অবাক বিস্ময়ে চেয়ে রইল স্বামীর দিকে””””
“””সবাই নিচে বসে গল্প করছে এমন সময় মিসেস রিমি মৃদুস্বরে চিৎকার দিয়ে বললো এটা কি করছো কি তুমি””””!!!!!
“””” সবাই সিঁড়ি দিকে তাকিয়ে সাথে সাথে দাঁড়িয়ে গেলো””””
“””” এরিক মি. রহিতের চুল টানতে টানতে নিচে নামাচ্ছে তার যেনো চোখ দিয়ে আগুন বের হচ্ছে””””!!!!!
“””””সবাই ছুটে এরিকের দিকে গেলো সবাই হৈ হুল্লোড় শুরু করলো এরিক এমন কেন করছে””””
“””” হেনা অবাক হয়ে গেছে এরিক কখন উপরে গেলো ও তো বলছে ও বের হয়ে গিয়েছিল যাওয়ার জন্য””””””!!!!!
“”””সবাই তাকিয়ে দেখলো এরিকের পিছনে নূর এসে দাঁড়িয়েছে তার গায়ের জামা ছিঁড়া””””
“””” মিসেস দৌড়ে গিয়ে নূরকে বুকে নিয়ে নিলো””””
“””সেখানে উপস্থিতি আর কারও বুঝতে বাকী রইলো না মি. রহিত আবারও নূরের গায়ে হাত দিয়েছে””””
“”” মিসেস রিমি স্বামী কে বাঁচানোর জন্য এরিকের কাছে আকুতি বিনীত করতে লাগলো””””
“”””এরিক রাগে ফুঁসতে ফুঁসতে বললো”””
“””””প্রথম যেদিন আমি তোমাকে দেখি সেদিনই লক্ষ করি নূরের প্রতি তোমার চোখের দৃষ্টি একটা হিংস্র ক্ষুধা সে দৃষ্টিতে””””
“””””সেটা যেন কোন শিকারের প্রতি একটা শিকারির দৃষ্টি কোনভাবেই যা স্বাভাবিক না””””
“””””এরিক একটা ঘুঁষি বসালো মি. রহিতের চোয়ালে সে মাটিতে কঁকিয়ে পড়ে আআআআ করতে লাগল”””””
“””” মিসেস রিমি ছুটে এরিকের হাত থেকে মি. রহিত কে বাঁচাতে গেলে””””
“””” মিসেস ফিউ চট করে মিসেস রিমির হাত ধরে পেলে আর দৃঢ় কন্ঠে বলে””””
“”””না তুমি এরিকে বাধা দিবে না রিমি””””
“”””” আজকে এই নরপিশাচ কে ওর শাস্তি পেতে দাও””””
“””” মিসেস রিমি কান্না করতে করতে হিচকি তুলে ফেললো তাও মিসেস ফিউ হাত ছারলো না রিমির”””
“”””আবারও এরিক আরো একটি ঘুসি মারলো মি. রহিতের চোয়াল পটপট করে অনেক গুলো দাঁত পরে গেলো তার””””
“”””মিসেস রিমি মিসেস ফিউ হাত ঝারি মারি পেলে নূরের চুলের মুঠো ধরে চিৎকার দিয়ে বললো””””
“””‘সব তর দোষ তুই আমার জীবনটা শেষ করে দিলি সব তোর মিথ্যা বানানো রামকথা আমি বুঝি””””
“””” মি. রহিত স্ত্রী এমন আচরণের জন্য আরো সাহস পেয়ে গেলো”””
“””” সেই তর রক্তত্ব মুখে খোঁ খোঁ করে বলতে লাগলো””””
“””” ও আমাকে রুমে ডেকেছে আমি নিজ ইচ্ছে যেতে চাই নি””””
“”””নূর যেনো বাকরূদ্ধ হয়ে গেলো সেই আর ছুটাছুটি না করে রিমির হাতের নিচে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলো””””
“””” নূরের এমন অবস্থা দেখে এরিক হঠাৎ এমন একটি কাজ করে বসলো উপস্থিতি সবাই হতবিহ্বল হয়ে গেলো”””””
“””” সেই তার পাথরের মত শক্ত এক হাত দিয়ে মি. রহিতের চোয়াল এমন জোরে চাপ দিলো”””
“””” তার আছে দাঁতের সাথে লেগে তার জিব্বা বিষাক্ত ভাবে কাটা গেলো তারপর অন্য দাঁত গুলো চট চট করে পরে গেলো””””
“””অতঃপর সেই তার সর্ব শক্তি দিয়ে মি. রহিতের দু পায়ের মাঝখানে পুরুষাঙ্গ মধ্যে লাথি মারলো””””
“””মি. রহিত আহঃ আহঃ করে বেথায় ঘর কাঁপানো চিৎকার দিয়ে মাটিতে লুটে পড়ে জ্ঞান হারলো””””
“””” পুরো ঘরে নির্রবতা সবাই যে যার জায়গায় যেনো জমে গেলো এরিকের এমন একটি কাজে”””
“””” সবাই নিস্তব্ধতা কেটে গেলো হঠাৎ ঠাস করে একটি থাপ্পড়ের আওয়াজে”””
“””‘চমকে সবাই মিসেস রিমি দিকে তাকলো””””
“”””কেউ একজনের বুকে গিয়ে পড়লো নূর নূর কাঁপছে কাঁপতে কাঁপতে সেই ঔ লোকটি দিকে তাকালো””””
“””” সারা মুখ কান্না জন্য লাল হয়ে আছে গালে থাপ্পড়ের দাগ চোখ থেকে অনবরত পানি পড়ছে””””
“””” সেই অস্পষ্ট মৃদুস্বরে বললো এর এরিক”””!!!!
“””” এরিক নাক ফুলিয়ে দাঁতে দাঁত চেপে বললো””””
“”””তুমি কোন দিন মা হতে পারো না তুমি একটা পিশাচ শ্রেণির মহিলা””””
“”””””তোমাকে বার বার তোমার আপন মেয়ে বলছে ওকে তোমার স্বামী খারাপ ভাবে স্পর্শ করে কিন্তু তুমি তাকে উল্টো মারতে”””””
“””” তুমি কখনো মায়ের জাত না তোমাকে মা বললে মার জাত কে লজ্জা দেওয়া হবে””””
“””” মিসেস রিমি রাগী মুখে তাকিয়ে আছে এরিকের দিকে””””
“”” সবাই মুখে তৃপ্তির হাসি আজ অনেক বছর পর কেউ একজন মিসেস রিমি মুখ বন্ধ করতে পেরেছে””””
“”””হেনাও হাসছে তার কাছেও খুবই ভালো লাগছে সেই সত্যি জানতো না মি. রহিত এমন জঘন্য লোক””””
“”””এরিক তাকিয়ে দেখলো তার বুকে নূর জ্ঞান হারিয়েছে সেই চট করে নূর কে কোলে নিয়ে সবাই উদ্দেশ্য বললো””””
“”” বেশি কান্নার ফলে ও জ্ঞান হারিয়েছে চিন্তা করতে হবে না একটু রেষ্ট নিলে হবে””””
“””” কেউ কে আর কোন কথা বলতে না দিয়ে এরিক নূরকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো””””
“””” হেনার চট করে মুখের হাসি উদাও হয়ে গেলো আর অন্য সবাই এরিকের পিছনে ছুটে গেলো”””””
“””” মি. রহিত কে মিসেস রিমি লোক এনে হসপিটালে নিলো তাকে সাহায্য করতে কেউ এগিয়ে আসলো না””””
“”””নূরকে বেডে রেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে এরিক এতো কষ্ট পেয়েছিল তার নূর এতোটা বছর””””!!!!
“”””সবাই পুরো রুম ভরে গেলো মিসেস হ্যাপি ছুটে গেলো ডাক্তার ডাকতে””””
“””এরিক ভয় পেয়ে গেলো সর্বনাশ হয়ে যাবে এখন ডাক্তার ডাকলে””””
“””ডাক্তার প্রয়োজন নেই আংটি ওকে একটু রেষ্ট করতে দিলে হবে””””
“””এরিকের কথা শুনে মিসেস হ্যাপি আর গেলো না কারন তারা আজ এরিকের এমন ভয়ংকর রুপ হজম করতে এখনো পারে নি”””””
“””এরিক তুমি কি এখানে বসে থাকবে হেনা এরিকে ঘাড়ে হাত রেখে বললো'”””
“”” উত্তরে এরিক কিছু বললো না চুপচাপ নূরের নিন্দা মুখের দিকে তাকিয়ে রইলো””””
“””” হঠাৎ হুরমুর করে নীল এসে ডুকলো আর তার সাথে মিসেস নিরা””””
‘”””কি হলো কি নূরের এই মাই জান কি হলো তর নীল ছুটে বেডের পাশের হাটু গেড়ে বসে নূর গালে হাত রেখে বললো””””
“””” এরিকের চোয়াল শক্ত হয়ে গেলো কেন নীল তার নূর কে স্পর্শ করবে”””!!!!!
“”””হয়েছে টা কি আমি নিচে দেখলাম কাজের লোকেরা রক্ত পরিষ্কার করছে কোন আজে বাজে কিছু হয়েছে কি না মিসেস নিরা বলে উঠলো””””‘
“”” মিসেস ফিউ ধীরে ধীরে সব বলতে লাগলো মিসেস নিরা আর নীল কে””””
“”””নীল দাঁত কিড়মিড় করে বললো এই হারিমী আবারও আমার জানের গায়ে হাত দিয়েছে এটাকে তো আমি হসপিটালের গিয়ে”””””
“””” নীল ছুটে বের হয়ে যাওয়ার সময় হেনা মিসেস ফিউ আর মিসেস হ্যাপি চেপে ধরে””””
“””” এমনেতে উনি আধমরা হয়ে গেছে এরিকের মারে তোকে আর যেতে হবে না হেনা বলে উঠলো””””
‘”””সবাই অনেক বুঝানোর পর নীল গিয়ে নূরের মাথার পাশে বসলো””””
“”””সবাই নূরকে বিশ্রাম করুক বলে যে যার রুমে চলে গেলো””””
“”””হেনা ঠাই দাঁড়িয়ে রইলো নূরের বেডে দিকে তাকিয়ে তার বুক টা খাঁ খাঁ করে উঠলো””””
“””” নূরের মাথার ডান পাশে এরিক বসে আছে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আর নীল চোখ বন্ধ করে নূরের হাত ধরে বাম পাশে বসে আছে”””””
“””” আর ড্রেক নূরের পায়ের নিচে বসে আছে””””
“”””সেই একটু আগে নূর ফোন না ধরাতে নীলকে ফোন দেওয়ার পর সব জেনে পাগলের মত ছুটে এসেছে নূর কে দেখতে””””
“””” আশ্চর্য লাগে হেনার কাছে কত কথা না শুনতে হতো নূরকে এই চাপা গায়ের রংয়ের জন্য বাংলাদেশে””””!!!!
“”” তাদের বংশের মধ্যে সবচাইতে সুন্দরী হওয়াতে মাটিতে পা পড়তো না হেনার সবাই তাকে তোষামোদ করতো শুধু নীল ছাড়া”””””
“””” আর আজ দেখো এই শ্যার্ম বর্ন মেয়েটির জন্য নীল তো পাগল পাগল ভার্সিটি সবচাইতে সুন্দর দুটো ছেলেও পাগল””””!!!!!!!
“””” আচ্ছা আমাদের দেশে মানুষেরা এই রংয়ের মধ্যে কি দেখে না যা এই অন্য দেশের মানুষ গুলো চোখে চমৎকার ভাবে পরে””””,!!!!!!
“””””এই শ্যার্মবর্ন কে এতো বাজে কথা শুনতে হয় আর সেই শ্যার্মবর্ন মানুষ গুলো দিন শেষে বাইরে দেশে এসে সবাই নজর কাড়া সুন্দরী হয়ে যায়””””!!!!!!
“””” সত্যি উন্নত দেশ আর উন্নত চিন্তা ভাবনা হেনা একটা ছোট্ট নিঃশ্বাস নিলো””””!!!!!
“””” হেনা অনেক চেষ্টা করে এরিকে সেখান থেকে উঠালো যার জন্য তার ড্রেকেও উঠাতে হয়েছে””””
“”””যুক্তি সেই এটা দিয়েছে যেহেতু নীল আর নূর বিয়ে করছে নীল কে নূরের সাথে একটু একা থাকতে দেওয়া উচিত””””
“”””” হেনা তখন খেয়াল করেছে এমন কথা এরিকের চেহেরায় যেনো মূহুর্তে অন্য রকম হয়ে গেলো””””!!!!
“””” হেনা আমার তোমাকে কিছু বলার আছে এরিক দৃঢ় কন্ঠ বললো””””
“”” হেনা এরিকের গলা ঝুলে বললো বলো কি বলবে তোমার কথা শুনার জন্য তো পাগল হয়ে আছি আমি””””
“””” এরিক চট করে তার গলা থেকে হেনার হাত সরিয়ে বললো আমি তোমাকে বিয়……….””””””
“”””” এরিক আর কিছু বলার আগে তার ফোন রিংটোন হওয়া শুরু হলো””””
“””” এরিক ফোন ধরে কানে লাগানোর সাথে সাথে এভি উত্তেজিত কন্ঠে বললো””””
“””” এরিক কই আছো তুমি জলদি বাসায় এসো””””
“””” কেন কি হয়েছে এরিক বলে উঠলো””””
“””এলিনা আংকেল মারলেনের কথা শুনে চিৎকার চেচামেচি করে কেউ কে বাসায় থাকতে দিচ্ছে না প্লীজ জলদি এসো এভি বলে উঠলো””””
“””” ওকে বলে এরিক ঝড়ের বেগে ছুটে বের হয়ে গেলো হেনা বোতা মুখ করে দাঁড়িয়ে রইলো”””
“””” এরিক এলিনাকে অনেক বুঝানোর চেষ্টা করলো কিন্তু সেই নাছোরবান্দা সেই কোন মত বুঝ নিতে রাজি না””””
“””” কারন এলিনা সবসময় জিদ বেশি ছিল সেই এমনেতে নূরের উপর খেপে আছে তার উপর আবার এইসব””””!!!!
“””এলিনা কতখন পর চুপ মেরে গেলো”””
“””” এরিক এলিনার মনের কথা বুঝার চেষ্টা করলো কিন্তু বিশেষ লাভ হলো না””””
“””মাত্র নূরকে ঘুমের ইনজেকশন দিলো তার ডা. যাকে নীল নিয়ে আনলো ফলস্বরূপ কেউ জানলো না তার প্রেগন্যান্সির খবর””””
“”””ডা. সাথে নার্চ নূরের লেহেঙ্গা পালটিয়ে একটা টপস আর টাউজার পরিয়ে দিলো””””
“””” ডা. জানালো নীলকে ঔ সকালে ঠিকই হয়ে যাবে এই অবস্থা এমন হয়”””””
“”” রাত দুটো”””””
“”””কেউ নেই নূরের রুমে তার রুমের দরজা লাগনো মুচকি হাসলো এলিনা””””
“””” আজ তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না নির (নূর) রহম্যান দাঁতে দাঁত চেপে বললো””””
“”””সেই হাত দিয়ে কিসের কালো ধোঁয়া ছারলো যাতে করে নূর ঘুমের মধ্যে জ্ঞান হারায়”””””
“””” তোমার জন্য আমি আমার ড্যাড কে হারিয়েছি আবার নিল(নীল) কে যার ফলস্বরূপ তেমাকে আমি দিবো মৃত্যু এক পেশে হেঁসে বলে উঠলো এলিনা”””
“””” সেই নূর কে নিয়ে বারান্দায় দিয়ে বের হয়ে গেলো””””
“””” ভয়ংকর জঙ্গলে নূর কে শরীরের সর্বশক্তি দিয়ে ছুঁড়ে মারে এলিনা””””
“”” কিন্তু মাটিতে পড়ার আগে কেউ একজন বুকে জড়িয়ে নেই তাকে””””
“””” নূর এখানো অজ্ঞান””””
“””এলিনা নাক ফুলিয়ে বললো বাহ চলে আসলে তোমার বউকে বাঁচাতে”””!!!!!
“””এরিক রক্ত চক্ষু চোখে এলিনার দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বললো হাউ ডেয়ার ইউ এলিনা”””!!!!!
“””” এলিনা এক পেশে হেসে বললো আমার সাহস তুমি এখন দেখবে যখন তোমার সামনে তোমার বাচ্চা সহ তোমার বউয়ের রক্ত খাবো”””
“‘”” এরিক একটু চমকালো এলিনার মুখে বাচ্চার কথা শুনে কিন্তু স্বভাব শূলভ সেই আবারও কেঁপে গিয়ে বললো””””
“””‘আসো তাহলে হাত দিয়ে দেখো ওর গায়ে””””
“””এরিকের গায়ের ঝাপিয়ে পড়লো এলিনা””””
“”””এরিক ছুঁড়ে ফেললো এলিনা কে””””
“””তারপর আদুরে নূর কে একটি গাছের সাথে হেলান দিয়ে রাখলো””””
“””” এলিনা আহঃ করে চিৎকার দিয়ে আবার ছুটে এলো এরিকের দিকে””””
“””” অনেকখন যুদ্ধ পরে এলিনা রক্তত হয়ে পরে আছে মাটিতে””””
“”””তুমি আমার বোন তাই এই যাত্রায় তোমাকে ছেড়ে দিচ্ছি আমি কিন্তু আর একবার আমার নূরের দিকে তাকালো তোমার মৃত্যু নিশ্চিত””””
“””” এরিক রাগে ফুঁসতে ফুঁসতে বললো””””
“””” সেই আলতো করে নূরকে কোলে উঠাতে গেলে এলিনা পিছন থেকে তার সর্বশক্তি দিয়ে এরিকে আঘাত করলো””””
“””” যার ফলে অন্যদিকে ছুঁড়ে পরল এরিক আর নূর মাটিতে পরে রইলো””””
“””” এলিনা উম্মতের মত নূর কে টান দিয়ে বসিয়ে ওর ঘাড়ে কামড় বসাতে গেলে””””
“””” সেই নূরকে কামড় বসানোর আগে তার অনুভব হলো তার শরীর থেকে মাথা আলাদা হয়ে গেছে””””
‘”””এরিক ছুঁড়ে মারলো এলিনার মাথা””””
“”” তার মাথা বিহীন শরীর কাটা মুর মত কতখন চটপট করে নিস্তব্ধ হয়ে গেলো””””
“””” নূর আমার জন্য কি সেটা তোমরা কেউ জানো না জানলে এতো বড় সাহস করতে না””””
“””” আমি জানি এভি যখন আমাকে বলছিল বাচ্চার কথা আমি কারও ছায়া দেখেছিলাম দরজায় আই এ্যাম শিউর এটা কেমিলা””””
‘”””তোমাকে শিক্ষা আমি পরে দিবো কেমিলা এরিক দাঁত কিড়মিড় করে বললো””””
“””” সেই নূরকে উঠিয়ে রওনা হলো নূরের বাসার উদ্দেশ্য”””
“””অনেকরাত নূরের জ্ঞান ফিরলো সেই অনুভব করলো কারও হাতের উপর শুয়ে আছে সেই””””
“””” নূর আজকের বেপারে যথেষ্ট ভয় পেয়ে গেছে সেই হচকিয়ে চিৎকার করতে গেলে এরিক চট করে তার মুখ চেপে ধরে””””
“”” ডোন্ট শাউট নূর ইটস মী এরিক বলে উঠলো””””
“””বাইরে চমৎকার চাঁদের আলো যার ফলে নূরের পুরো রুমময় আলোতে ভরে গেছে””””
“”””নূর এরিকের মুখের দিকে তাকাতে এরিকের চমৎকার চোখ দুটো দিকে চোখ চলে গেলো এটাতে যেনো সেই সব ভুলে গেলো””””
“”” তার মনে রইলো না হেনা এরিকের বেপার তার আর নীলের বেপারটা””””
“””” এরিক খেয়াল করলো নূর কাঁদছে এরিক চট করে মুখ ছেড়ে নূরকে বুকে নিয়ে নেই””””
“””” এরিকের বুকে নূর হু হু করে কেঁদে দেয় এরিক বিড়বিড় করে বললো কাঁদো কাঁদলে মন হালকা হবে””””
“””এরিকের বুক থেকে নূর মুখ তুলে বাচ্চাদের মত হিচকি তুলে কাঁদতে কাঁদতে বললো””””
“”””বিশ্বাস করো এরিক ও লোকটাকে আমি ডাকি নি ও আমাকে অনেক আগে থেকে খারাপ ভাবে স্পর্শ করতো আমি মা কে অনেক বার বলছে কিন্তু সেই উল্টো আমাকে মারতো””””
‘””””তুমি আমাকে পেলে চলে যেও না এরিক উনি আমার সাথে কিছু করতে পারে নি উনি আমাকে ছোঁয়ার আগে আমি ছুটে পালিয়ে যেতাম”””””
“”””আবারও এরিকে জড়িয়ে ধরে কাঁদার বেগ বারিয়ে কাঁপা কাঁপা মৃদুস্বরে বলতে কাগলো আমাকে বিশ্বাস করো এরিক আমি উনাকে ডাকি নি””””
“”” এরিক নূরের মুখ তুলে গাঢ় স্বরে বললো আই নো সব ভুলে যাও নূর সব ভুলে যাও””””
“””” এরিকের মুখের দিকে তাকিয়ে নূর শান্ত মৃদুস্বরে এরিকে জিজ্ঞেস করলো কীভাবে ভুলবো”””!!!!!
“””” এরিক নূরের কপালে আলতো করে চুমু দিয়ে আগের মত গাঢ় স্বরে বললো আমি ভুলিয়ে দিবো””””
“””” শুধু তোমাকে আমার কথা মনে রাখতে হবে আর কারও না”””””
“””নূরের ঠোঁট গভীর চুমু খেলো এরিক””””
“””” আস্তে আস্তে নূরের গলায় চুমু তে ভরে দিলো এরিক তারপর নূরের পেটে চুমু দেওয়ার সাথে সাথে””””
“””” চট করে নূরের সব কিছু মনে উঠে গেলো ভয়ে সেই ঢোক খিললো এরিক বুঝে গেছে নাকি বাচ্চার কথা”””!!!!!!
“””” নূর তার চোখ মুখ শক্ত করে বললো হেনা কী ব্যস্ত নাকি যে আগের বউয়ের কাছে আসলে বেড ইনজয় নিতে””””!!!!!!
“””” নূরের এমন গায়ে লাগানো কথায় এরিকের কানে ডুকার সাথে সাথে এরিক চট করে নূরের দিকে তাকালো””””
“”” নূর এক দৃষ্টিতে এরিকের দিকে তাকিয়ে আছে””””
“”””কি হলো উত্তর দাও নূর দৃঢ় কন্ঠে বললো””””
“””” এরিক পরম আদুরে নূরের নগ্ন পেটে আরো একটি চুমু খেয়ে আস্তে করে জামা নামিয়ে দিলো”””
“””” ধীরে ধীরে বেড থেকে উঠে নিচে গিয়ে দাঁড়ালো এরিক”””
“”” নূরও খুবই সাবধানে নিচে নেমে লাইট দিলো'””””
“”” এরিক দাঁড়িয়ে আছে নূরের দিকে অসহায় চোখে””””
“””” কেন এলে এখানে তুমি নূর শান্ত মৃদুস্বরে বলে উঠলো””””
“””” নূর আমি…..”””””
“”””এরিকে কথা শেষ করতে না দিয়ে নূর বলে উঠলো””””
“”””কাল তোমার আর হেনার হলুদ আর পরের দিন বিয়ে তাহলে কোন কারনে তুমি তুমি এখানে আসলে তুমি কী ভুলে গেছ আমি কারও স্ত্রী হতে চলছি””””
“”নূর আমার কথা শুনো আগে এরিক তড়িঘড়ি করে বলে উঠলো””””
“””” নূর তার এক হাত উঠিয়ে বললো আমি আর তোমার কোন কথা শুনতে যাচ্ছি না চলে যাও এখান থেকে নাহলে আমি নীল কে ডাকতে বাধ্য হবো””””
“”” এরিকের মেজাজ চট করে খারাপ হয়ে গেলো সেই ঝড়ের বেগে নূর দুহাত বাহু চেপে ধরলো””””
“”””তোমার এইসব ধমকি তে আমার কিছু যাই আসে না তুমি কি ভুলে গেছো আমি কে”””!!!!
“””তুমি একটা সামান্য মানুষের আসার ভ দেখাচ্ছো আমাকে””””!!!!!
“””” তোমার ঔ সো কল্ড উডভি হ্যাজবেন্ডের সামনে আমি তোমাকে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখি এরিক তার দাঁতে দাঁত চেপে কথা গুলো বললো””””
‘”””নূর ভয়ে ছোট খাটো ঢোক খিললো সত্যি সেই সিংহ কে হরিণের ভয় দেখাচ্ছে””””
“””‘নূরের চোখ মুখে একরাশ ভয় সেই এরিকে বুকের সাথে লেগে আছে নিচের দিকে তাকিয়ে””””
“”” এরিকের হঠাৎ রাগ পড়ে গেলো নূরের এমন কাচুমাচু কিউট চেহেরা দেখে””””
“”” সেই এক পেশে হেঁসে ঝুঁকে নূরের ঠোঁটপ ঠোঁট রাখতে গেলে নূর তাকে মৃদু ধাক্কা দেয়””””
‘””””এরিক হতবাক হয়ে তাকিয়ে তাকে নূরের মুখের দিকে””””
“””” নূর কঠিন গলায় বললো তুমি এই মূহুর্তে এখান থেকে চলে যাবে এখনি চলে যাবে””””
“””এরিক আর এক মিনিটেও দাঁড়ালো না ছুটে বারান্দায় দিয়ে বের হয়ে গেলো”””
“”””” নূর দপ করে নিচে বসে মুখে হাত দিয়ে হু হু করে কেঁদে দিলো তার ভিতর টা ছিঁড়ে যাচ্ছে এরিকে বের করে দিয়ে””””
“”””এরিক নিজের রুমে এসে দুহাত দিয়ে মুখ ডেকে বসে আছে””””
“”” এভি এসে আলতো করে এরিকের ঘাড়ে হাত রাখে”””””
“””” এরিক মুখ থেকে হাত সরিয়ে ধীরে স্বরে বললো আমি পারিনি নূরকে সব কিছু বলতে সেই শুনতে রাজি না””””
“””” ইটস ওকে এরিক কালকে সময় আছে কাল মাত্র হলুদ ডোন্ট ওয়ারি এভি বললো””””
“””” ভয় তো হচ্ছে আমার অন্য জায়গায় এভি বলে উঠলো””””
“””” এরিক চুপ করে রইলো”””
“”””এরিক তুমি এতো চুপ কেনো তুমি দেখলে না নূর আগের থেকে অতি মাত্রা ফর্সা হয়ে গেছে তা কত ভয়ংকর তোমার জানা আছে এভি বলে উঠলো””””
“”””হ্যা জানি আমার বাচ্চা ওর শরীরের সব রক্ত শুষে নিচ্ছে যার ফলস্বরূপ ও আমার বাচ্চা জন্ম দিবে আর এই দুনিয়া ছেড়ে দিবে””””
“””” হ্যা এরিক অলরেডি অনেক রক্ত খেয়ে ফেলেছে নূর কারন বাচ্চাটা যত রক্ত খাবে নূর তত ফর্সা হয়ে যাবে এভি বলে উঠলো””””
“””” এরিক নিঃশব্দে মাথা দুলালো””””
“”” এরিক আমি আবারও বলছি নূরকে জানানো উচিত এভি বলে উঠলো””””
“””” এভি তুমি ভালো করে জানো নূর তার বাচ্চাকে বাঁচাতে বলবে আর এই বাচ্চার বদলে আমি নূরকে হারালে এই বাচ্চার দিকে আমি কখনো তাকাতে পারবো না এভি ও অবহেলায় বড় হবে”””””
“””” আর এমনেতে আমি আমার নূরের মৃত্যুর বদলে কোনো বাচ্চা চাই না আমার ওকে চাই সারাজীবনের জন্য চাই এরিক দৃঢ় কন্ঠে বললো””””
“””” পরের দিন সকালে হেনা এসে জানালো মি. রহিতের অবস্থা ভয়াবহন””””
“””” তার পুরুষাঙ্গ ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে যার ফলে তা কেটে পেলে দিয়েছে”””
“””””ডা. জানিয়েছে ও হয়তো কয়েকবছর কথা বলতে পারবে না বা হয়তো সারাজীবন আর সবচাইতে ভয়ংকর কথা ও কখন হাটতে পারবে না”””””
“””” সবাই যেনো হতবাক নূর এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে””””
“””” আমি মন থেকে এরিকে ধন্যবাদ দিবো এতো ভালো কাজ করা জন্য যতটুকু জানা গেছে এমন অবস্থা থেকে মানুষ মরে যাওয়া ঠিক মনে করবে নীল নূরের পাশে দাঁড়িয়ে বললো””””
“”” নূর শুধু একবার নীলের দিকে তাকিয়ে আবারও সামনে তাকিয়ে গেলো””””
“”””হেনার আর এরিকের হলুদের ফাংশন শুরু হয়ে গেছে””””
“”” নূর দরজা আটকিয়ে রুমে বসে আছে তার যেনো পা চলছে না আজ হলুদ শেষ হয়ে গেলে কালকের পরের দিন এরিক অন্য কারও হয়ে যাবে”””!!!!!!
“””তারই চোখের সামনে তার স্বামী তার বোনের হয়ে যাবে এইগুলো চিন্তা করতে যেনো নূরের শ্বাস নেওয়া বন্ধ হয়ে যাচ্ছে”””””
“””” ঠকঠক নূরের রুমের দরজা কেউ একজন টোকা দিলো”””
‘”””নূর কোমল স্বরে বললো কে””????
“”””আবারও টোকা নূর আবারও একি স্বরে বললো কে””””
“””” আমি এভি বলে উঠলো””””
“”””নূর দরজা খুলে দেখলো এভি হাসি মুখে দাঁড়িয়ে আছে'”””
“””” নূরও মিষ্টি করে হেঁসে ভিতরে আসতে বললো”””
“””তুমি এখনো রেডি হলে না যে এভি জিজ্ঞেস করে উঠলো””””
“”” নূর চুপ মেরে রইলো””””
“”” তুমি কেমন আছো নূর আমি শুনলাম সবকিছু খুবই খারাপ লাগলো আমার তোমার জন্য”””””
“””””আর এক দিক দিয়ে খুবই খুশি লাগছে ও জানোয়ার টা নিজের শাস্তি পেয়েছে এভি বলে উঠলো””””
“”””নূর শুধু হাসলো উত্তরে কিছুই বললো না সেই খুবই শান্ত মৃদুস্বরে বললো এরিক এসেছে”””!!!!!!
“”” হ্যা এসেছে এভির পিছন থেকে কেউং একজন বলে উঠলো””””
“””” নূর হচকিয়ে নিচের দিকে তাকিয়ে গেলো ইসসসস কি ভুলটা না সেই করে ফেললো””””
“”””কেনো মিস করছিলে এরিক দুষ্ট হেঁসে এভির পাশে দাঁড়িয়ে বললো””””
“”” নূর চমকে ডানে বামে না বোধক মাথাং দুলালো””””
“”””এভি তুমি একটু নিচে গিয়ে খেয়াল রাখো যাতে করে উপরে কেউ না আসে এরিক এক দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে বললো””””
“””” নূর মুখ খুলার আগের এভি মুখ কালো করে রুম থেকে বের হয়ে গেলো সেই বুঝে গেছে এরিক কি করবে এখন””””
“”” নূর মৃদুস্বরে চিৎকার দিয়ে এভিকে ডাকতে গেলে এরিক ঠাস করে দরজা আটকিয়ে দেয়””””
“”” নূর ভয়ে ঠকঠক করে কাঁপতে থাকলো কারন সেই ভেবেছে এরিকের সাথে কালকের ধমকির রেশ এরিক এখন উঠাবে””””
“‘” আমি নিচে যাবো বলে নূর দরজা খুলতে গেলে এরিক আচমকা নূরকে দেয়ালের সাথে চেপে ধরে তার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়”””””
“””” নূর ঝিম কেটে এরিকের ব্লেজার খামচি ধরে””””
“”””এরিক অনেক খন পর নূরকে ছেড়ে দে নূর চোখ বন্ধ করে কাঁপছে””””
“””” এরিক নূরের কানে কানে আলতো ভাবে চুমু দিয়ে বলে আই এ্যাম স্যরি মাই স্লিপিং কুইন আমাকে ক্ষমা করে দিও”””””
‘”””নূর চট করে চোখ খুলে কিছু বলার আগে তার কোমরে কিছু ডুকার অনুভূতি পেলো”””””
“”””সেই চোখ বড় করে এরিকের দিকে তাকালো এরিক এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে তার গাল বেড়ে পানি পড়ছে”””””
“””” আস্তে করে নূরের চোখ ঝপসা হতে লাগলো সেই ডোলে এরিকের গায়ে পরে গেলো””””
“”””এরিক মূর্তির মত নূরকে বুকে নিয়ে দাঁড়িয়ে রইলো সেই জানে কাল থেকে হয়তো নূর তাকে ঘৃনা করবে””””
“”‘” তোমার জীবন থেকে আমার কাছে আর কোন কিছু গুরুত্বপূর্ণ না আমি নিজেও না বিড়বিড় করে বলে উঠলো এরিক”‘”””

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here