হিংস্র ভ্যাম্পায়ার_২,পর্ব-১৪

হিংস্র ভ্যাম্পায়ার_২,পর্ব-১৪
লেখিকাঃফারু ইসলাম

“”নূর মৃদু মৃদু চোখে তাকালো এরিকের দিকে””””
“”””এরিক এক পেশে হেসে নূর কে তার দুহাতে বন্ধি করে দাঁড়িয়ে আছে””””
“”” নূর হতবাক হয়ে তাকিয়ে রইলো এরিকের দিকে”””
“””” এরিক ফিসফিস করে নূরের কানে কানে বললো নীলের কিস খাওয়ার সাহস তুমি কীভাবে করলে মিসেস নূর গ্লোবাল””””!!!!
“””নূরের মুখ এক গাল হা হয়ে গেলো এরিকে মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো”””
“””” নীল ভ্রু কুচকে বুঝার চেষ্টা করছে এটা এরিক কেন করলো””””!!!!!
“””” হেনা ছুটে স্টেজে উঠে গেলো”””
“‘””এরিক এটা….”””””!!!
“””” হেনা আর কিছু বলার আগে এরিক বলে উঠলো””””
“””তোমরা সবাই এতো অবাক হচ্ছো কেন আমি জাস্ট অভিনয় টাকে আরো একটু অন্যরকমন করলাম””””
“””তোমাকে অন্য রকম করতে কে বললো যা করার নীল করবে ওর সাথে হেনা হিসহিসিয়ে মৃদু স্বরে বললো””””
“‘””হেনা নূর তোমার বোন সে অনুযায়ী জাস্ট ফান করলাম আর কিস জিনিস আমাদের এখানে খুবই স্বাভাবিক বেপার'”””
“”” আই নো বাট……””””
“‘”” হেনা আর কিছু বলার আগে এরিক দাঁত কিড়মিড় করে বললো বেপার টাকে বিশ্রী করো না হেনা”””””
“”” আর এমননেতে ইন্ডিয়া তে একটা প্রবাদ আছে শালী আদি ঘরবালি সো এতো কেন সিরিয়াস তোমরা এরিক নূরের দিকে তাকিয়ে বললো””””
“””” সবাই হো হো করে হেসে উঠলো সবাই বলছে এন্ডিং টা এমন হওয়াতে ভালোই লেগেছে তাদের”””
“”””হেনা সবাই এমন প্রশংসায় দমে গেলো”””
“”‘”নূর মৃদু চোখ রাঙালো এরিকের দিকে তাকিয়ে এমন একটা কথায়””””
“”” এরিক অন্য দিকে তাকিয়ে মুচকি হাসলো সবকিছুতে কেন জেনো নূর কে এতো আকর্ষনীয় লাগে তার””””!!!!!
“””এরিক গটগট করে স্টেজ থেকে নেমে গেলো সাথে হেনার সাথে”””
”””নূর ইটস ওকে তুই মাইন্ড করিস না ওরা এমন খোলা মনের হয় নীল বলে উঠলো নূরকে ফিসফিস করে””””
“”””নূর নীলের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো নীল তো জানে না এরিক কেন এমন করলো””””
“””” যত খোলা মনের হক এরিক আমাকে সেই কারও আশেপাশে সহ্য করতে পারে না মনে মনে বিড়বিড় করে বলে উঠলো নূর””””
“”” জেসমিন””””
“””” নীল যখন নূর কে নিয়ে স্টেজ থেকে নেমে যাচ্ছে কেউ একজন হঠাৎ ডেকে উঠলো নূরকে””””
“””” সবাই চট করে সামনে দাঁড়ানো মহিলাটার দিকে তাকালো”””””
“””” নূর মিসেস রিমি কে দেখে পরে যেতে ধরলে নীল এক হাত দিয়ে জড়িয়ে নেই নূরকে”””””
“””” এরিক চোখ ছোট ছোট করে মিসেস রিমি আরেকবার নূরের দিকে তাকাচ্ছে””””
“””মিসেস ফিউ এসে অবাক হয়ে বললো রিমি তুমি এখানে””””!!!!!
“””মিসেস হ্যাপি যেনো হতবাক রিমি কীভাবে জানলো নূর এখানে ওকে তো আরেক কথা বলা হয়েছিল””””!!!!!
“””” কেনো আমি কি এখানে আসা বারন নাকি আমাকে তো কেউ দাওয়াতে দিলো না ভাগ্যিস হেনা দাওয়াত দিয়েছে”””””
“””” সবাই চট করে হেনার দিকে তাকালো হেনা মুচকি হেসে বললো রহিত আংকেল আর হেনা মামি না থাকলে আমার ভাল লাগছিল না””””
“”‘মিসেস ফিউ রাগে কটমট করে তাকালো হেনার দিকে তার ইচ্ছে করছে এই মেয়ে কে থাপ্পড় দিয়ে দাঁত পেলে দিতে”””””
“”””হেনা মিসেস ফিউ দৃষ্টি সম্পুর্ন উপেক্ষা করে হিহি করে হেসে মিসেস রিমি কে জড়িয়ে ধরলো””””
“””” আর আহ্লাদ ভরা গলায় এটা সেটা বলতে লাগলো নীলের যেনো গা জ্বলে যাচ্ছে হেনার এমন বেয়াদবি জন্য””””
“””” নূর এখনো সেই জায়গায় স্থির দাঁড়িয়ে আছে””””
“””দেখ হেনা কত আদর করে আমাকে আর তুই আমার মেয়ে হয়ে আমার একটু খবর ও দিলি না তুই কই মিসেস রিমি বলে উঠলো”””
“””হ্যা কত মিস করছিলাম আমরা তোমাকে আমাদের একমাত্র মেয়ে বলে কথা বলে মি. রহিত আঁড়চোখে নূরের নগ্ন পায়ের দিকে তাকালো””””
“””” নূর ঘৃণা মুখে মৃদুস্বরে ছিঃ বলে অন্য দিকে তাকালো আর তার গায়ে জামা হাত দিয়ে টানতে লাগলো””””
“””এরিক দাঁতে দাঁত চেপে এগিয়ে আসতে গেলে চট করে এভি তার হাত ধরে পেলে””””
“”” এরিক জিজ্ঞেসা দৃষ্টিতে এভি দিকে তাকায় এভি শান্ত মৃদুস্বরে বলে ইটস নট রাইট টাইম””””
“””” এরিক চুপ মেরে যায় এতোখনে মি. রহিতের চোখের দৃষ্টি কোনদিকে সবটা খেয়াল করেছিল এভি জেন আর এরিক””””
‘”””আমাকে নির(নূর) বলছে এটা ওর মায়ের প্রেমিক ছিল ওর বাবা যাওয়ার পরে ওকে বিয়ে করে””””
“””নূর যখন ১৬ বছর তখন সেই হোস্টেল থেকে তাদের বাড়ি চলে যায় সেই থেকে এই লোকটি নানা বাহানায় ওকে নোংরা ভাবে স্পর্শ করার চেষ্টা করতো””””
“””” ও তার মাকে অনেক বার বলেছে কিন্তু তার মা উল্টো নিরের(নূর) সাথে খারাপ ব্যবহার করতো””””
“””একদিন তার মা বাড়ি না থাকার কারনে এই লোকটি নিরের(নূর) গায়ে ঝাপিয়ে পড়ে আর নির(নূর) তাকে আঘাত করে বের হয়ে যায়””””
“””” এতোখন এভির সব কথা খুবই মনোযোগ দিয়ে শুনলো এরিক তার যেনো রাগে শরীর জ্বলে যাচ্ছে”””
“””এরিক নূরের দিকে তাকিয়ে আছে কেমন অস্হিরতা ভাব নূরের চোখ মুখ আর রয়েছে কিছুটা ভয়””””!!!!!
“”””আমি রুমে যাবো নূর চাপা স্বরে বললো নীল কে””””
“””” নীল মাথা দুলালো””””
“””” নূর দ্রুত পায়ে হেঁটে চলে গেলো উপরে””””
“””” মি. রহিত আঁড়চোখে দেখলো কোনদিকে যাচ্ছে নূর উপরের রুমে””””
“””” মিসেস ফিউ ইচ্ছে না থাকার সর্তের চোখ মুখে চাপা বিরক্তি নিয়ে মিসেস রিমি আর রহিত কে এরিকের পুরো পরিবারে সাথে পরিচয় করালো””””
“””” মিসেস রিমি যেনো হতবাক এতো সুন্দর রাজপুত্র মতো ছেলে পেলো হেনা”””
“”” তার কেন যেনো চাপা কষ্ট মনে আসলো হঠাৎ নূরের জন্য ইসস তার মেয়েটা যদি এমন একটা চমৎকার ছেলে পেতো”””!!!!!
“””দূর কি ভাবছে সেই এইগুলো হেনা কত সুন্দরী আর তার মেয়ে হয়েছে বাপের মত চাপা রংয়ের একে কীভাবে আমেরিকা ছেলে পছন্দ করবে””””!!!!
“””” এরিক অনেকবার উপরে তাকালো নূর আর নিচে আসে নি নীল খাওয়ার নিয়ে উপরে যাচ্ছে'”””
“”””অনুষ্ঠান সেখানে শেষ করতে হলো কারন হঠাৎ এরিকে কি যেনো হলো সেই এখনি চলে যাবে””””
“””এভি জেন ও অবাক হলো এরিক এমন কেন করছে””””
“””কিছুখন পর এভি জেন ও রাজি হয়ে গেলো কারন একটা হেনা কথার মধ্যে হুট জানিয়ে দিলো তার কোন নৈকট্য দাদি আসছে ইংল্যান্ড থেকে”””””
“””” আর সবচাইতে বড় কথা ঔ দাদি হলো ভ্যাম্পায়ার শিকারী সেই দু মিনিটে মধ্যে তাদের ধরে ফেলবে””””
“”” তাই তাদের এখনি যেতে হবে আচ্ছা এরিক জানতে নাকি তাই হয়তো যাওয়া জন্য এমন করছিল”””!!!!
“””””না না জানলে অবশ্যই ওদের জানাতো কিন্তু এরিকের হয়েছে টা কি”””!!!!!!!
“””” সবাইকে বিদায় দিয়ে এরিকের পুরো পরিবার তাদের বাসার উদ্দেশ্য রওনা হলো””””
“””” রাত অনেক বাতাসের বেগে নূরের রুমে আসলো এরিক””””
“”””তার গায়ে ধুলা বালি মনে হচ্ছে খুবই বড় রকমের যুদ্ধ করে এসেছে সেই কিছুটা আহত হয়েছে সেই””””
“””” নূর ঘুমাচ্ছে এরিক গিয়ে নূরের কম্বলের নিচে চট করে ডুকে গেলো””””
“””” আজ পুরো একদিন পর সেই নূরকে তার কাছে পাচ্ছে””””
“””” নূরের ঠোঁটে গভীর ভাবে চুমু খেলো এরিক তার পরে নূরের পুরো মুখে চুমু তে ভরে দিলো সেই””””
“”””হুমমমম করে নূর ঘুমের মধ্যে একটু লড়েচড়ে উঠলো কিন্তু তার ঘুম ভাঙলো না””””
“””” এরিক নূরকে তার বুকে সাথে মিশিয়ে নিয়ে বিড়বিড় করে বললো'””””
“””””অনেক বড় ভুল করে ফেলেছি আমি অনেক বড় আমাকে মাফ করে দাও নূর””””
“””এইবার পুরো দুনিয়া আমার বিপক্ষে গেলোও আমি তোমাকে এক মিনিটের জন্যেও নিজে থেকে আলাদা করবো না””””
“”””এরিক তাদের বাড়িতে এসে চিৎকার দিয়ে মি. মারলেন কে ডাকলো কিন্তু তার কোনো হদিস পাওয়া গেলোনা””””
“””পাশের রুমে এভি ছিল সেই ছুটে এসে এরিকে বললো সেই কেন এতো চি…….”””””
“””” এভির কথা বন্ধ হয়ে গেলো এরিকের শার্টের দিকে তাকিয়ে আর তার মুখের অবস্তা দেখে দৃঢ় কন্ঠে বললো”””
“””” এরিক তুমি এইগুলো কি শুরু করলে নূরের সাথে””””!!!!
“””” এরিক কপাল কুচকে এভির দিকে তাকালো”””
“”” এভাবে কেন তাকাচ্ছো তুমি কি ভুলে গেছো তুমি হেনা কে বিয়ে করছো আর নূর নীল কে”””!!!!
“””” তুমি শুধুই প্রতি রাতে নূরের কাছে যাও কোনো সময় নিল(নীল)দেখি ফেললে কি হবে জানো””””???
“”””” তুমি তো হেনা কে বিয়ের করে নিতে পারবে ও পাগল তোমার জন্য বাট নূর ওর বদনাম হয়ে যাবে”””””
“””” আর কেন নিজের অভ্যাস বদলাচ্ছো না নূরের উপর আর তোমার কোন অধিকার নেই এটা নিলের(নীল)”””””
“””” ওকে হালকা স্পর্শ করারও অধিকার তোমার নেই””””
“”””জাস্ট সাট আপ এভি নূর আনলি মাই সিংহের মত গর্জে উঠলো এরিক””””
“””” সেই তার আংগুল উঠিয়ে এভি কে শাশিয়ে হিসহিসিয়ে বললো নূর এরিকের ছিল এরিকের থাকবে””””
“””ওর চুল থেকে পা পর্যন্ত সবকিছু অধিকার আমার শুধু আমার””””
“”” আমার মাথা আলরেডি অনেক খারাপ হয়ে আছে এভি আমার সামনে থেকে দূর হয়ে যাও নাহলে আমি কিছু একটা বা কিছু বলে বসবো”””””
“””এভি সত্যি এরিকের এমন গর্জনে ভয় পেয়ে গেলো সেই কতখন এরিকের দিকে তাকিয়ে ছুটে সেই স্থান ত্যাগ করলো””””
“”””এরিক তার শার্টের বোতাম থেকে টেনে নূরের কানের দুল নিলো””””
“”””সকালবেলা নিরা আহমেদ সবাই সাথে বসে নাস্তা করছে আর বিভিন্ন কথা বলছে”””
“””” মিসেস রিমি জিজ্ঞেস করলো নূর খাওয়ার টেবিলে কেন আসছে না নীল জানালো ওর শরীর ভালো না ওকে সেই উপরে খেতে দেয়””””
“””নীল আমি নূরের সাথে দেখা করতে ইচ্ছুক মিসেস নিরা বললো””””
“”””ঠিক আছে আমি ওকে নাস্তা করিয়ে আপনার রুমে নিয়ে আসবো নীল বলে উঠলো”””
‘””‘মিসেস নিরা মিষ্টি করে হাসলো””””
“”””এভি পুরো দমে প্রস্তুতি নিয়ে নূরের সাথে দেখা করতে এসেছে যাতে করে মিসেস নিরা তাদের চিনতে না পারে”””””
“”””” এভি একটা কারনে নূরের কাছে এসেছে তার জানা দরকার এরিক এমন আহত কীভাবে হলো নূর কিছু জানে নাকি”””!!!!
“”””এভি নিচে মিসেস ফিউ আর মিসেস হ্যাপি সাথে বিভিন্ন কথা বললো””””
“”” জানা গেলো মিসেস রিমি বাসায় নেই উনি আর হেনা শপিং করতে গিয়েছে””””
“”””এভি আস্তে আস্তে নূরের রুমের দিকে এগিয়ে গেলো””””
“””নূরের রুমে যাওয়ার আগে এভি দেখলো নীল একটি রুম থেকে বের হচ্ছে”””
“””” এভি সৌজন্যে মূলক একটি হাসি দিয়ে জিজ্ঞেস করলো নূর কই””””
“””নীল জানালো সেই মিসেস নিরা রুমে আছে আর এইতো মিসেস নিরা রুম এটা বলে সেই নিচে গেলো””””
“”” এভি চিন্তা পরে গেলো সেই ভিতরে যাবে কি না অনেক চিন্তা পাহাড় ভেঙে এভি ভিতরে ডুকতে গিয়েও থেমে গেলো””””
“””” তুমি কি প্রেগন্যান্ট মিসেস নিরা দৃঢ় কন্ঠে বলে উঠলো”””
“”””এভি সাথে সাথে দরজা হালকা ফাঁক করে দেখতে লাগলো মিসেস নিরা কাকে এটা বলছে””””
“””” এভি দেখলো মিসেস নিরা নূরের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে আর নূর অবাক তার দিকে তাকিয়ে আছে””””
“”” আমি তোমাকে আবারও জিজ্ঞেস করছি আর ইউ প্রেগন্যান্ট””””!!!!!
“””” নূর ভয়াতুর মুখে না বোধক মাথা নাড়ালো””””
“”””মিসেস নিরা চোখ মুখ কঠোর করে বললো আমাকে বোকা বানাতে এসো না তুমি প্রেগন্যান্ট আর কোনো মানুষের বাচ্চার মা হতে চলছো না তুমি””””
“”” তুমি একটা ভ্যাম্পায়ার বাচ্চার মা হতে চলছে তোমাকে আমি দেখে বুঝে গেছি তুমি কোনো ভ্যাম্পায়ারের সাথে সর্হবাস করেছো মিসেস নিরা খেঁপে উঠে বললো””””
“””” নূর যেনো বৈদ্যুতিক শক খেলো সর্বনাশ উনি সব ধরে ফেললো কি করবে সেই কই আছে নীল”””””!!!!
“”” এভি যেনো সেখানে জমে গেলো কারন মিসেস নিরা কখন মিথ্যা বলবে না আর তা নূরের চেহেরা দেখে বুঝা যাচ্ছে তাই তো এতো আলাদা লাগছিল নূরকে””””
“””” সেই মা হতে চলছে তাও এরিকের বাচ্চার মা””””
“””” কিন্তু নূর তো মা হতে পারবে না তাহলে এরিক জানে এইগুলো মাই গড এরিক কই আছে সেই তাকে তো সব জানাতে হবে'””””
“”” এভি তড়িঘড়ি করে তুফানের বেগে বের হয়ে গেলো হেনাদের বাসা থেকে”””
“”” মিসেস ফিউ আর মিসেস হ্যাপি অনেক ডাকলো কিন্তু সেই শুনলো না তাকে এরিকে সব জানাতে হবে””””
“””” এভির ভয়ে হাত পা কাপছে নূরের এই বাচ্চা জন্ম নিলে সর্বনাশ হয়ে যাবে আর এটা এরিক জানলে সেই তো কখন এই বাচ্চা কে দুনিয়া দেখতে দিবে না””””!!!!
“””” তুমি আমাকে অনেক বোকা বানিয়েছো আর না আজ মরণ হবে তোমার আমার হাতে সিংহের মত গর্জ করছে এরিক””””
“”” তার সামনে মাটিতে পড়ে ভয়াতুর চোখে হু হু করে কাঁপছে মি. মারলেন””””
“”‘”এরিক তার হিংস্র রুপে কতখন পর পর তাদের বাড়ির পুরো আঙিনা নিয়ে চিৎকার করছে””””
“””মি. মারলেন ভাইবোন সবাই দাঁড়িয়ে আছে কিন্তু ভয়ে কেউ এরিকের দিকে এগিয়ে আসছে না””””
“””” এরিকের রাগ ভয়াবহন রাগ উঠলে ওর মাথা ঠিক থাকে না তাই সবাই ভয়ে চিটিয়ে গিয়েছে””””
“”” কেমিলা কিছুখন পর পর ঢোক খিলছে এরিকের এমন রাগ সে যদি জানতে পারে সেই তার আর নূরের কথা ড্রেক আর হেনা কে বলে দিয়েছে তাকে কি করবে এরিক মাই গড”””””!!!
“””” কেমিলা তার কপালের ঘাম মুছলো””””
“””” এরিক আবারও চিৎকার দিয়ে বললো তুমি চুপ করে কেন আছো বলো সবাইকে সব সত্যি বলো””””
“”” মি. মারলেন কাঁপা কাঁপা মৃদুস্বরে বললো আমি কিছুই করি নি তুমি আমাকে ভুল বুঝছো এরিক””””
“””” ও রিয়লি আমি ভুল বুঝছি এরিক মুখ ভেংগচি কেটে বললো””””!!!!!
“”””অস্বীকার যেতে পারো তুমি যে তুমি ব্রোঞ্জের লোভে গ্যান্ড পা আর মাকে মারো নি,বলে আমাকে””””!!!!!
“””” সবাই হতবাক হয়ে মি. মারলেনের দিকে তাকালো””””
“””” মি. মারলেন হাই হাই করে বললো এটা মিথ্যা এটা মিথ্যা””””
“”” এরিক রাগ আরো বেড়ে গেলো সেই মি. মারলেন শার্টের কলার চেপে মাটি থেকে উঠিয়ে বললো””””
“””” তুমি শুধু গ্যান্ড পা আর মোম কে না তুমি আমার এনা আংটকেও মেরেছো আর তার সাথে নূরের বাবা কে””””
“””” মি. মারলেন বললো এইগুলো তোমাকে কে বলেছে এগুলো মিথ্যা””””
“””আমাকে এইগুলো তোমার প্রান প্রিয় মি. হলফ বলেছে এরিক বলে উঠলো””””
“””” মি. মারলেনের মাথায় যেনো বাজ পড়লো হলফ সব বলে দিয়েছে””””!!!!
“””” মি. মারলেন চট করো এরিকের পা চেপে ধরলো””””
“””” আমাকে মাফ করে দাও লোভ আমাকে শেষ করে দিয়েছে আমাকে মাফ করে দাও আমি এতোদিন তিল তিল করে মরছি নিজের ভুলের জন্য”””””
“””” আমি ব্রোঞ্জ নিজের চাচ্ছি না আমি আমাদের ভ্যাম্পায়ার বংশের জিনিস সুরক্ষিত রাখতে চাই নিজের ভুল ঠিক করতে চাই”””””
“”””আমাকে মাফ করে দাও এরিক প্লীজ””””
,””””এরিকের চট করে মন টা নরম হয়ে গেলো যতই হক তার ড্যাড'””””
“””” তুমি এখন এখান থেকে চলে যাও তোমার জন্য আমি অন্য শাস্তি ঠিক করবো এরিক দৃঢ় কন্ঠ অন্য দিকে তাকিয়ে বললো”””””
“””” সবাই এ এ করা শুরু করলো সবাই চিৎকার করে বলছে এরিক কেন এতো বড় ভুল করছে””””
“””” তার উচিত মি. মারলেনকে জানে মারা””””
“””” মি. মারলেন মুচকি হেসে তাদের বাসার মধ্যে ডুকছিল””””
“”””আর মনে মনে কঠিন ষড়যন্ত্র করলো এই সব কিছু নূরের জন্য হচ্ছে সেই এখন নূরকে গিয়ে সবাই আগে শেষ করবে””””
“”” হঠাৎ মি. মারলেনের অনুভূতি হলো কেউ একজন কট করে তার ঘাড় ভেঙে দিয়েছে তার পর তাকে ছুঁড়ে মাটিতে পেলে দিলো””””
“”””উনি তাকিয়ে দেখলো এরিক বিষাক্ত ভয়ংকর হিংস্র রুপে তার দিকে তাকিয়ে বললো””””
“””” তুমি আমার সবচাইতে প্রিয় মানুষ গুলো কে কেড়ে নিয়েছো আবার তুমি আমার কলিজা হাত দেওয়া ষড়যন্ত্র করছিলে””””!!!!!
“”””তুমি ভুলে গেছো ড্যাড আমি আমার আপন সব মানুষের মনের কথা শুনতে পাই'”””
“””” মি. মারলেন মাটিতে পড়ার সাথে সাথে সবাইকে অবাকের উপরে অবাক করে দিয়ে এরিক এক টান মেরে মি. মারলেনর মাথা আলাদা করে ফেললো শরীর থেকে”””””
“”””তারপর কই থেকে আগুনের হুলকি এনে ছুঁড়ে মেরে দিলো তার গায়ে ধাউ ধাউ করে জ্বলতে লাগলো মি. মারলেনের নিথর দেহ”””””
“”””সবাই এমন একটা কাজে যেনো বোবা হয়ে গেলো এরিক তার বাবা কে সত্যি মেরে ফেললো কিন্তু সেই তো বললো মাফ করে দিয়েছে””””!!!!!
“””” এরিক তুমি এমন কেন করলে কই থেকে ছুটে এসে এভি বলে উঠলো”””
“”” এভি দিকে রক্ত বর্ন চোখে তাকিয়ে এরিক রাগে ফুঁসতে ফুঁসতে বললো”””””
“””””আমার নূরের দিকে যে খারাপ নজর দিবে তার এর থেকে ভালো শিক্ষা আমার কাছে নেই”””””
“””সবাই তাকালো এরিকের দিকে নূর এটা তো হেনা কাজিন মানে কী এইসবের””””!!!!
“””” এরিক গটগট করে ভিতরে চলে গেলো এভি তার পিছনে ছুটে চলে গেলো””””
“””” কেমিলা দ্রুত বেগে অন্যদিকে চলে গেলো এলিনা কে সব জানাতে হবে””””
“”” এরিক তুমি এমন কেন আংকেল মারলেন কে কেন মারলে এভি চোখ বড় বড় করে এরিকের দিকে তাকিয়ে বললো””””
“””” সেই আমার সবচাইতে তিনজন প্রিয়জন কে কেড়ে নিয়েছে আর আরেক জন কে রীতিমতো কেড়ে নেওয়ার চেষ্টা করেছে এরিক দৃঢ় কন্ঠে বলে উঠলো”””
“””মা মানে এভি কাঁপা কাঁপা মৃদুস্বরে বললো””””
“””” মানে খুবই সহজ এভি মাই ড্যাড খুন করেছে গ্যান্ড পা মোম আর এনা আংটকে এরিক বলে উঠলো””””
“””” কিন্তু উনি যে বললো নূরের পরিবার হেনার পরিবার এটা করেছে এভি বলে উঠলো””””
“”””নো এইসব কিছু না উল্টো হেনার পরিবার আর নূরের বাবা আমাদের সাহায্য করেছিল””””
“”””হেনার পরিবার গ্যান্ড পা বন্ধু ছিল তারা ভ্যাম্পায়ার শিকারী হলে কি হয়েছে তারা অন্যরকম সম্মান করতো গ্যান্ড পা কে””””
“”””ড্যাড অনেকবার গ্যান্ড পা থেকে ব্রোঞ্জ চাই সেটা সেই গ্রহন করে শক্তি শালী হতে চাই কিন্তু প্রতি বার গ্যান্ড পা তাকে না করে দিতো এটা আমাদের ভ্যাম্পায়ার দের পূজারী ছিল”””””
“””যখন থেকে ভ্যাম্পায়ার পৃথিবীতে এসেছে এই ব্রোঞ্জ নিয়ে এসেছে এটা আমাদের বংশীয় জিনিস ছিল”””””
“””” যখন গ্যান্ড পা দেখছিল ড্যাড পাগল হয়ে গেছে শক্তির লোভে সেই ভ্যাম্পায়ার শিকারী কে তা জানায়”””””
“””” তখন মা আর এনা আংট ও সব জানতো একদিন তারা জেনে যায় ড্যাড তাদের আক্রমণ করে ব্রোঞ্জ নিয়ে যাবে””””
“””” সেইদিন তারা ভ্যাম্পায়ার শিকারীদের সেই ব্রোঞ্জ আমানত হিসেবে রাখতে দেয় সেইখানে ড্যাড আক্রমণ করে বসে আর গ্যান্ড পা আর মাকে সেই নিজ হাতে মারে””””
“””ভ্যাম্পায়ার শিকারী দের মধ্যে অনেকই মারা যায় এনা আংট বেঁচে যায়”””””
“””” সেই ড্যাড থেকে পালিয়ে থাকা শুরু করে কারন তখন আমরা কেউ এই দেশে ছিলাম না কই ছিলাম এনা আংট জানতো না তাই আমাদের খবর ও দিতে পারে নি”””””
“””””অনেকবছর পর এনা আংট নূরের বাবার খোঁজ পাই”””””
“”””তারা দুজনে মিলে ব্রোঞ্জ হেনাদের পরিবারে কই রেখেছে তার জানার চেষ্টা চালায় যাতে করে ওটা কে আরো সুরক্ষা জায়গায় রাখতে পারে”””””
“”” এটা জন্য অনেকবছর কেটে যাই যার ফলে এনা আংট প্রেমে পড়ে যায় নূরের বাবার””””
”””কিন্তু নূরের বাবা বলে সেই বিবাহিতা তার একটা মেয়ে রয়েছে সেই এই কাজ করতে পারবে না””””
“””” একদিন ড্যাড খবর পেয়ে যাই এনা আংটের সেই ভেবেছে এনা আংট জানে ব্রোঞ্জের বেপারে তাই সেই অনেক চেষ্টা করে জানা জন্য”””””
“”এনা আংট বার বার বলে সেই জানে না শেষ পর্যন্ত সেই রাগের মাথায় মেরে পেলে এনা আংটকে তারপর নূরের বাবা কে দাওয়া করে”””
“”””তখন নিজের প্রান ভয় নয় তার বাচ্চা মেয়ে তার সাথে ছিল এই ভয়ে এনা আংটের মরা দেহে পেলে ছুটে বের হয়ে যায়””””
“””” তখন গাড়ির নিচে ধাক্কা মারে ড্যাড উনাকে কিন্তু সব জানে গাড়ি চাপা পড়ে মারা গেছে সেই'”””””
“”””এতোখনে এইসব কিছু বলে দম নিলো এরিক তার চোখ থেকে টপটপ করে পানি পড়ছে”””””
“””” এভি কাঁপা কাঁপা মৃদুস্বরে কাঁদতে কাঁদতে বললো তুমি এতো কিছু কীভাবে জানলে””””!!!!
“””” আমাকে মি. হলফ বলেছে এইসব সেই খুবই পছন্দ করতো এনা আংটকে তখন নূরের বাবা আর এনা আংটকে সেই অনেক সাহায্য করেছে”””””
“””” কিন্তু যখন বুঝতে পারে এনা আংট নূরের বাবা কে ভালোবাসে তখন তার মধ্যে জিদ চাপে আর সেই সব জানিয়ে দেয় ড্যাড কে এরিক বলে উঠলো””””
“””” মি.হলফ এখন কই এভি জিজ্ঞেস করে উঠলো”””””
“””” এরিক নাক ফুলিয়ে বললো কাল রাতে তার ছিন্ন বিছিন্ন দেহ নেকরে দল খেয়েছে”””””
“””” এভি মাথা নিচু করে এরিকের বেডে বসে গেলো এতো কিছু হয়েছে আর তাদের কোন খবর নেই”””!!!!!!
“””আমি আমি কত কষ্ট দিলাম আমার নূরকে ড্যাডের মিথ্যা কথার জন্য এরিকের চোখ বেয়ে পানি পড়ছে””””
“””” এরিকের মুখে নূরের নাম শুনে চট করে এভির নূরের প্রেগন্যান্সির কথা মনে উঠে গেলো””””
“”””এভি দৃঢ় ভাবে উঠে দাঁড়িয়ে বললো এরিক আমি জানি তুমি এখন খুবই কষ্টে আছো কিন্তু তোমাকে আমার এই কথা জানতে হবে”””””
“””” এরিক এখনো বাইরে তাকিয়ে আছে””””
“”” এরিক এটা নূরের বেপারে কথা এটা তোমাকে তাই আমাকে জানাতে হচ্ছে কারন একটা দিন বাড়বে নূরের মরার দিন এগিয়ে আসবে”””””
“””এরিক চট করে এভির দিকে তাকালো চোখ ছোট ছোট করে”””
“”” এরিক নূর ইজ প্রেগন্যান্ট শান্ত মৃদুস্বরে বললো এভি”””
“””” এরিকে কেউ যেনো বৈদ্যুতিক শক দিলো তার চোখের পানি বন্ধ হয়ে গেলো পড়া””””
“””” কি বলছো কি এভি এটা সম্ভব না তুমি সেটা জানো এরিক মৃদু চিৎকার দিয়ে বললো””””
“””এভি ধীরে ধীরে সব বলতে থাকলো এরিকে”””
“””এরিকের চোখ থেকে আবারও পানি পড়া শুরু করলো কেন এতো কঠিন পরীক্ষা তার সামনে আসছে””””
“”””নো তাকে কান্না করলে হবে না তাকে শক্ত হতে হবে”””””
“””” সেই জানে সেই এখন যে কাজ করবে এটা তে সত্যি নূর তাকে ঘৃণা করা শুরু করবে কিন্তু তাকে এটা করতে হবে”””””
“‘””‘সেই এভি দিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে বললো এভি ইনজেকশন রেডি করো””””
“””” আজই রাতে আমি নিজ হাতে শেষ করবো আমাদের ভালোবাসার চিহ্ন কে””””

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here