হিংস্র ভ্যাম্পায়ার_২,পর্ব-১২
লেখিকাঃফারু ইসলাম
“”””রিপোর্ট হাতে হতবাক হয়ে বসে আছে নূর তার যেনো পুরো দুনিয়া ঘুরছে””””
“””এক দিক দিয়ে এতো খুশি লাগছে যে চিৎকার করে সবাইকে বলতে ইচ্ছে করছে সেই অক্ষম না””””
“””” কিন্তু সবাই যখন জানতে চাইবে সবকিছু তখন কি উত্তর দিবে সেই””””!!!!
“”””মিসেস নির(নূর) আপনার উচিত ছিল আপনার হ্যাজবেন্ড কে নিয়ে আসা আপনার কিন্তু অনেক সমস্যা রয়েছে ডা. সেমরিন বলে উঠলো”””””
“””” নূর মাথা নিচু করে বললো আমি জানি না সেই এটা শুনলে খুশি হবে কি না”””””
“”” ও আই এ্যাম স্যরি মিসেস নির রেহমান(নূর রহমান) কিন্তু আপনাকে আনতে হবে””””
“””””কারন যার বেবী তাকে সাথে আনা উচিত আপনার প্রেগন্যান্সির কিন্তু অনেক জটিলতা আছে””””
“””হোয়াট প্রেগন্যান্সির মানে কী কেউ একজন উত্তেজিত কন্ঠে নূরের পিছনে দাঁড়িয়ে বলে উঠলো”””””
“”””নূর তড়িঘড়ি করে পিছনে তাকালো সেই অস্পষ্ট মৃদুস্বরে বলে উঠলো ড্রেক”””””!!!!
“”” ড্রেক হত বিষ্ময় হয়ে ডা. সেমরিনের মুখের দিকে তাকিয়ে আছে””””
“”” ড্রেক তুমি এখানে নূর অবাক হয়ে বললো”””!!!!
“”””নীর(নূর) তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি এখানে”””!!!!
“”””কিন্তু জিজ্ঞেস আমার করা উচিত তুমি এখানে কি করছো আর এইসব কি শুনছি আমি ড্রেক বলে উঠলো””””!!!!!!
‘”‘””হেই মি. ড্রেক আপনি কি ওনাকে চিনেন ডা. সেমরিন বলে উঠলো””””!!!!
“”””ড্রেক কোনো রকম মাথা দুলালো””””
“”””ওওও আপনারা মার রিপোর্ট তৈরি আপনি নিয়ে যেতেন পারেন ডা. সেমরিন বললো””””
“”””ওকে ডা. নীর(নূর) বাইরে চলো তোমার সাথে আমার কথা আছে ড্রেক বলে উঠলো””””
“””নূর নিঃশব্দে মাথা দুলিয়ে বের হলো ড্রেকের সাথে””””
“””” ডা. সেমরিন জানালো আবার আসতে আর তার হ্যাজবেন্ড কে নিয়ে আসতে উত্তর নূর কিছুই বললো না””””
“”” ড্রেক নূর কে একটা চেয়ারে বসালো তারপর ওর সামনে হাঁটু গেড়ে বসে বললো”””””
‘””” নীর(নূর) ইটস এরিক রাইট””!!!!!
“””” নূর মুখে হাত দিয়ে হু হু করে কেঁদে দিলো””””
“”” ড্রেক চট করে নূর জড়িয়ে ধরলো নীর(নূর) প্লীজ কেঁদে না এটা তো খুবই খুশির সংবাদ””””
“””” ড্রেক আমি অক্ষম না ড্রেক সবাই কথা মিথ্যা ছিল আল্লাহ আমার ডাক শুনেছে””””
“””ড্রেক নূরের মাথা তুলে বললো বাট নীর(নূর) সবাই যে বললো ডা. বলছে তুমি কখন”””!!!!!!
“””” হ্যা বলেছিল এটাও বলেছিল আমার মা হওয়ার চান্স ১০% কিন্তু দেখো আল্লা চাইলে কি না করতে পারে কিন্তু আমি আমি সবাইকে কি বলবো””””!!!!!
“””কি বলবে তুমি এরিকে সরাসরি বলবে তুমি ওর বাচ্চার মা হচ্ছো তোমাকে তোমার অধিকার দিতে ড্রেক বলে উঠলো””””
“””” নূরের হুট করে ভোররাতের এরিকের কথা মনে উঠে গেলো না”””””
“””””সেই এরিকে কিছু বলতে পারবে না যদি এরিক তার শত্রুতা জন্য তার বাচ্চাকে না না সেই বলবে না”””””
“”” কি হলো নীর(নূর)চলো আমরা এরিকের বাসায় যায় ড্রেক বলে উঠলো””””
“””” নো ড্রেক আমি এরিক আমার বাচ্চার কথা কিছু বলবো না”””””
“””””” কারন সেই আমাকে বলে দিয়েছে আমি তাকে যাতে বিরক্তি না করি নূর দৃঢ় কন্ঠে বলে উঠলো”””””
“””” নীর(নূর) কি বলছো কি তুমি এটা লুকামোর মত বিষয় না কয়েকদিন পর সবাই যেনে যাবে তখন কী উত্তর দিবে ড্রেক বলে উঠলো”””””!!!!!!!
“””” ততদিনে এরিক আর হেনার বিয়ে হয়ে যাবে আর আমি আমার বাচ্চা নিয়ে দূরে সরে যাবো নূর বলে উঠলো””””
‘”””নীর(নূর)প্লীজ পাগলামো করো না আমি…….””””””!!
“”””ড্রেক আমি বাসায় যাবো আর তোমার কাছে আমার অনুরোধ রইলো এই কথা তোমার আর আমার মধ্যে থাকুক ড্রেকের কথা শেষ না হতে বলে উঠলো নূর'””””
“””ড্রেক একটা ছোট্ট নিঃশ্বাস নিয়ে নিঃশব্দে মাথা দুলালো””””
“””” এরিক নূর কে ঔ ভাবে পেলে আসার পর তার কিছুই ভালো লাগছে না তার মনে হচ্ছে তার নিঃশ্বাস নেওয়া যেনো বন্ধ হয়ে যাচ্ছে”””
“””” কীভাবে পারলো সেই এতো নোংরা কথা বলতে তার নূর কে যে মেয়েটি তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছে”””””
“””এরিক তোমার কি মনে হয় না একটা নীরহ মেয়েকে তুমি তার পাওয়া থেকেও বেশি কষ্ট দিচ্ছো এভি এরিকের পাশে বসে শান্ত মৃদুস্বরে বললো””””
“””” এরিক তার সামনে থাইগাল্স দেয়াল দিয়ে বাইরে তাকিয়ে রইলো”””””
“””” ওকে কষ্ট দিয়ে প্রতি বার যে তোমার ভিতরটা খন্ড বিখন্ড হয়ে যায় তা আমার চোখে পড়ছে এরিক””””
“””এরিক এখনো চুপ”””””
“”””তুমি কেন একবার সত্যি টা জানতে চেষ্টা করছো না”””””???
“””””আমি জানি তুমি আংকেল মারলেন কে খুবই বিশ্বাস করো তাই বলে একবার চেষ্টাও করবে না””””!!!!
“””” তুমি ভালো করে জানো নির(নূর) একটু অসুস্থ তোমার এমন বড় বড় আঘাতে ওর যদি বড় কিছু হয়ে যায়””””!!!
“”””এভি জাস্ট সাট আপ এরিক সিংহ মত গর্জে উঠলো রাগে তার পুরো গাল লাল হয়ে গেছে”””””
“””””সেই দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে এভির দিকে তাকিয়ে'””””
“”””এভি চুপ করে এরিকের মুখের দিকে তাকিয়ে রইলো মনে হচ্ছে এরিকের এমন একটা বাজকাই ধমকির অপেক্ষা সেই করছিল””””
“”””এরিক ছুটে দেয়ালে সাথে সজোরো তার হাত বারি দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলো””””
“””” এভি এসে এরিকের ঘাড়ে হাত রাখলো এরিকের যেনো কি হলো সেই চট করে এভি কে জড়িয়ে ধরলো””””
“””” এভি খেয়াল করলো তার ঘাড়ে এরিকের চোখের পানি পড়ছে””””
“”””এরিক প্লীজ শান্ত হাও এইদিকে এসে বসো এভি এরিকে আবারও বেডে এনে বসালো”””
“”””এরিকে গাল বেড়ে পানি পড়ছে””””
“””” এরিক এতো যখন ভালোবাসে কেন পুরানো শত্রুতা রেশ ধরে বসে আছো এভি বলে উঠলো””””
“””” এভি আমি আমি ওকে আজ অনেক কষ্ট দিয়ে ফেলছি অনেক আমার বুক টা ছিঁড়ে যাচ্ছে”””””
“””””আমি পারছি না এভি ওর থেকে দূরে থাকতে পারছি না এরিক বলে উঠলো”””””
“”””এভি অবাক হয়ে এরিকে দেখছে এতো ভালোবাসে এরিক নির(নূর) কে এরিকের মত ভ্যাম্পায়ার কে নেড়ে দিলো এই ভালোবাসা””””!!!!!
“”””তাহলে রেখো না দূরে নিয়ে এসো ওকে তোমার কাছে এভি শান্ত মৃদুস্বরে বলে উঠলো”””””
“””” এরিক তার চোয়াল শক্ত করে বললো না আমি তা পারবো না কখনো না”””””
””””কেনো পারবে না এরিক তুমি নিজে ওকে কষ্ট দাও ঘৃনার করার দাবি করো””””
“””””কিন্তু অন্য কেউ ওকে কটু কথা শুনালে তুমি ওদেরও ছাড় দাও না এইসব কি এরিক'”””!!!!!!
‘””এরিক চট করে উঠে দাঁড়িয়ে কটমট করে বললো আমি আবার কাকে কি করলাম ওর জন্য যে তুমি এইসব বলছো””””!!!!
“””” এরিক তুমি আমাকে বোকা পেয়েছো রিন রেন দ্বারা তুমি যে কাজ করিয়েছো সেটা রিন রেন না বুঝলোও আমি বুঝেছি””””””
“”””এরিক ততমতো খেয়ে বললো কি আবোল তাবোল বকছো এভি””””!!!
“””” ও রিয়েলি আমি আবোল তাবোল বকছি তুমি কাল রিন রেন কে বলে হেনা কে মিথ্যা বলে কাল ওই বৃষ্টির মধ্যে ওকে এক ঘন্টা ছাদে দাঁড়া করিয়ে রাখো নি””””!!!!!
“””” আমি এটা মঠোও করি নি এরিক শান্ত স্বরে বললো”””””
“”” এরিক তুমি যে রিন রেন কে বোকা বানিয়ে হেনা তোমার ছাদে ফাটিয়ে ছিলে আমি সব দেখেছি”””””
“””” ভাগিস্য হেনার আমেরিকান বৃষ্টি সহ্য করার ক্ষমতা ছিল না হলে পাক্কা ওর নিউমোনিয়া হতো'”””
“”””ও তার মানে ছাদের দরজা তুমি খুলে দিয়েছিলে ওকে এরিক চোখ ছোট ছোট করে বললো”””””
“”” হ্যা তোমার মত আমি হিংস্র নাকি দরজা না খুললে ঔ মরে যেতো বৃষ্টিতে ভিজে এভি বলে উঠলো””””
“””” আমার নূর কে যে একটু কষ্ট দিবে সেই আমার আরো বিশ্রী হিংস্র রুপ দেখবে এরিক তার চোয়াল শক্ত করে বললো””””
“””” তাহলে তুমি যে দাও এতো কষ্ট তার শাস্তি এভি এক পেশে হেসে বলে উঠলো””””!!!!!!
“””” সি ইজ মাই আনলি মাই ওকে হাজারও কষ্ট দেওয়ার অধিকার শুধু আমার আাছে আর কারও না”””””
“”””””এটা বলে এরিক আর দাঁড়ালো না গটগট করে চলে গেলো”””””
“”””এভি হা করে তাকিয়ে রইলো এই কেমন ভালোবাসার ধরন এরিকের””””!!!!
“”””নীল অনেকবার নূর কে জিজ্ঞেস করলো কাল রাত নূর কই ছিল নূর বললো সেই বাসায় চলে এসেছে আর তার রুমে ছিল”””””
“”””তাহলে দরজা তালা কেন ছিল আর সকাল সকাল তোকে রুমে দেখলাম না কেনো নূর বড় সড় ঢোক খিললো কি বলবে সেই””””
“””” আমাকে ভি ভিন দরজা খুলে দিয়েছিল নূর বলে উঠলো””””
“””ভিন বাট ওকে তো কাল রাতে তোকে নিতে এসে দেখি নি তাইতো দরজা লক করে দিয়ে গিয়েছিলাম নীল বলে উঠলো”””””
“”””আম আমার মনে হয় ওর কাছে চাবি ছিল ঔ আমাকে দরজা খুলে দিয়েছিল””””
“”””” রাতে মনে হয় আবার লক করে কই গিয়েছিল আমার জানা নেই নূর কাঁপা কাঁপা মৃদুস্বরে বললো””””
“”””হুম হয়তো বা সেই জন্য তো কাল রাত থেকে কেউ ভিনের খবর পাচ্ছে না কই গেলো কেউ জানে না পুলিশ কে ইনফর্ম করা হয়েছে নীল বললো”””””
“””” নূরের কপাল বেড়ে ঘাম পড়ছে ভাগিস্য বৃষ্টি সাথে ভিনের ছাই গুলো ধুয়ে পাশের ডোবাতে চলে গিয়েছে নাহলে সর্বনাশ হতো”””””
“””” নূর তোর শরীর খারাপ এতো ঘাম দিচ্ছে যে নীল নূরের কপাল হাত দিয়ে বললো””””
“””” না মনে হয় জ্বর ছাড়ছে নূর মৃদুস্বরে বললো””””
“”””তাহলে তো ভালোই তুই রেডি হয়ে নে কিছুখন পর তো মেহেদী অনুষ্ঠান শুরু হবে হেনার আর এরিকের নীল বলে উঠলো””””
“”” নীল চলে গেলো নূর মূর্তির মতো বসে রইলো তার গাল বেড়ে চোখের পানি পড়ছে সেই আদুরে তার পেটে হাত রাখলো””””
“””” বাইরে হৈ চৈ শুনা যাচ্ছে হয়তো এরিক রা এসে গেছে””””
“””” নূর ধীরে তার পোশাক নিয়ে বাথরুমে ডুকে গেলো””””
“””” এরিক তার দম ধরে দুহাত কে ফিঙ্গার লকের মত করে বসে আছে তার আজ কেন যেনো সবকিছু অসহ্য লাগছে””””
“”” হেনা এরিকের সাথে রাগ করে কথা বলছে না কারন কাল রিন রেন জানালো এরিক তার সাথে ট্যারিসে মিট করতে চাই সে গেলো কিন্তু এরিক এলো না”””””
“””” কি যে অবস্থা তার হয়েছিল ভাগ্যিস এভি এসে লক খুলে দিয়েছিল নাহলে মরে থাকতে ভিজে””””
“””হেনা ভেবে রেখেছিল এরিক তাকে স্যরি বলবে এখন তো দেখছে উল্টো হেনাকে নিজ থেকে এরিকের সাথে কথা বলতে হবে কেমন বোম হয়ে আছে”””””!!!!!
“”””হেনা এসে ধপ করে এরিকের পাশে বসলো এরিক কোনো রকম আওয়াজ করলো না সেই আগের মত ঠাই বসে রইলো”””””
“””” এরিক আমি কিন্তু তোমার উপর রেগে আছি তুমি কেন কাল আমাকে কথা দিয়ে কথা রাখলে না হেনা মৃদু রাগ দেখালো”””””
“””এরিক একবার শান্ত দৃষ্টিতে হেনার দিকে তাকালো””””
“”””হেনা আজ কমলা কালারে চমৎকার একটি লেহেঙ্গা পড়েছে ওরনা গলা সাথে পেছিয়ে নিয়েছে যার ফলস্বরূপ তার পুরো পেট নগ্ন”””””
“”””” মুখে হাই লেভেলের মেকআপ দিয়েছে চুল গুলো মাঝখানে সিঁতি করে ছেড়ে দিয়েছে””””
“”””কি হলো এরিক চুপ করে আছো যে হেনা বলে উঠলো””””
“””” এরিক চট করে দাঁড়িয়ে দৃঢ় কন্ঠে বললো যে আমার অস্তিত্ব জুড়ে আছে তাকে কথা দিয়ে আমি রাখিনি আর তু……””””””!!!!!!
“””” এরিক আর কথা বলতে পারলো না নূর তার লেহেঙ্গা ধরে নিচে নামছে তার ফ্রেন্ড প্রিয়া সাথে””””
“”””এরিক মুগ্ধ চোখে নূর কে দেখছে কমলা লাল হলুদ কম্বিনেশনে একটা লেহেঙ্গা পড়েছে””””
“”””চমৎকার ভাবে ওরনা নিয়েছে যাতে করে শরীরের কোনো অংশ দেখা যাচ্ছে না”””””
“”””লম্বা চুল গুলো কার্ল করে ছেড়ে দিয়েছে মাথা চমৎকার টিকলি পড়েছে কানে গলায় তেমনি মালা দুল মুখে চমৎকার সাজ”””””
“”””কি যে সুন্দর লাগছে তার নূরকে আচ্ছা আজ কাল এতো কেনো সুন্দর হচ্ছে নূর””””!!!!!
“”””এরিকের পিছনে নীল তার একটু পাশে দূরে দাঁড়িয়ে ড্রেক নূরকে মুগ্ধ ভাবে দেখছে””””
“””” ড্রেকের পাশে আছে তারই বাগদত্তা যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে”””””
“””নীর(নূর) আমি এদিকে ড্রেক তার এক হাত উপর করে নূর কে ডাকলো””””
“”””নূর গুটি গুটি পায়ে ড্রেকের কাছে গেলো এরিক চুপ মেরে দাঁড়িয়ে রইলো””””
“””” নীর(নূর) আজ কিন্তু অনুষ্ঠানের সবাই হেনা কে বাদ দিয়ে তোমাকে দেখবে ড্রেক বলে উঠলো””””
“”””উত্তরে নূর শুধু মুচকি হাসলো””””
“””নীর(নূর) মীট মাই বাগদত্তা মোনালিচা এবং মোনালিচা মীট মাই বেস্ট ফ্রেন্ড নীর(নূর) ড্রেক বলে উঠলো”””
“”””হাই””””
“””””নূর দেখলো খুবই সুন্দরী একটি মেয়ে তার দিকে তাকিয়ে মিষ্টি করে হেঁসে আছে হাত বাড়িয়ে””””
“”””হ্যালো বলে নূর চমৎকার করে হেঁসে হাত মিলালো”””
“”””তোমাকে আজ খুবই সুন্দর লাগছে মোনালিচা বলে উঠলো নূর কে উদ্দেশ্য করে””””
“”””ধন্যবাদ আর তোমাকেও নূর মুচকি হেসে বললো””””
“””নীল এসে নূরের পাশে দাঁড়ালো নূর আঁড়চোখে নীলের দিকে তাকালো””””
“””হেনা একবার একেক জনের কাছে গিয়ে হিহি করছে””””
“””এরিক অবাক হয়ে দেখছে নূরকে”””
“””নূর একবারে জন্য এরিকের দিকে লক্ষ্য করছে না”””””
“””নূর ইচ্ছে করে এরিকের থেকে নিজের চোখ লুকিয়ে রাখছে”””””
“””””কারন এরিকের দিকে তাকালে তার ইচ্ছে করবে ছুটে গিয়ে এরিকের বুকে পড়ে বলতে এরিক তুমি বাবা হবে এরিক”””””
“””এভি হত বিষ্ময় হয়ে নূরকে দেখছে তার থেকে নূরকে খুবই আলাদা লাগছে””””
“”” কেন যেনো মনে হচ্ছে নূর তাদের মত একজন এমন কেন লাগছে তার”””””!!!!!!!
“””নীল মোনালিচা ড্রেক বিভিন্ন গল্প করতে থাকলো নূর চুপ মেরে দাঁড়িয়ে রইলো””””
“””কিছুখন পরে হেনার মেহেদী অনুষ্ঠান শুরু হলো মিসেস ফিউ জোর করে নূরকে সেখানে নিয়ে বসালো””””
“””কিছুখন পরে নূর মুখে হাত দিয়ে ছুটে উপরে চলে গেলো যা এরিক আর ড্রেকের চোখে এড়ালো না”””””
“”””নূর বাথরুম থেকে বের হয়ে তার রুমের সোফায় বসা লোকটিকে দেখে হচকিয়ে গেলো””””
“””” এরিক তার পায়ের উপরে পা উঠিয়ে বসে আছে নূর এই রুম তাড়াতাড়ি ত্যাগ করার সিদ্ধান্ত নিলো””””
“””নূর তড়িঘড়ি করে বের হতে গেলে এরিক একটান মেরে নূর কে তার বুকে সাথে মিশিয়ে নিলো”””””
“””এরিকের বুকে লেপ্টে আছে নূর””””
“””এরিক খেয়াল করলো নূর কাঁপছে এরিক আরো চেপে নিলো তার দিকে নূরকে””””
“””এরিকের মনে হচ্ছে সারাদিনের অস্থিরতা মনে হয় নিমেষে উধাও হয়ে গেলো””””
“””নূর মৃদুস্বরে ডেকে উঠলো এরিক”””
“””নূর কোন কথা বলছে না সেই চুপ মেরে এরিকের বুকের সাথে লেপ্টে আছে””””
“””নূর আর ইউ ওকে তুমি কি অসুস্থ এরিক বলে উঠলো””””
“”” নূর আস্তে করে মাথা তুলে এরিকের দিকে তাকালো””””
“”নূর এক দৃষ্টিতে এরিকের সেই চমৎকার ব্রাউন চোখের দিকে তাকিয়ে আছে”””
“”””এরিকের এই চোখের দিকে তাকালে যেনো এরিকের তাকে দেওয়া সব কষ্ট সেই এক নিমেষে ভুলে যায়”””””
“””নূর কাঁপা কাঁপা মৃদুস্বরে বলে উঠলো এর এরিক তু তুমি বা নূর আর কিছু বলতে পারলো না””””
“””নিচ থেকে এনাউন্সমেন্ট আওয়াজ আসছে নীলের বাবা এনাউন্সমেন্ট করে নূর কে ডাকছে””””
“””নূরের যেনো এইবার হুস আসলো সর্বনাশ ঔ এরিকে কেন বলতে যাচ্ছিল যে মানুষটি তাকে গ্রহন করছে না সেখানে তার বাচ্চা””””!!!!
“”” কি হলো নূর বলো এরিক অবাক হয়ে বললো”””
“””নূর এরিকে মৃদু ধাক্কা দিয়ে ছুটে চলে গেলো””””
“””এরিক কপাল কুচকে নূরের শেষের কথা মানে বুঝার চেষ্টা করলো বা মানে কি বলতে চাচ্ছিল নূর”””!!!!
“”””নূর নিচে আসি দেখলো নীলের বাবা মা মাইক হাতে দাঁড়িয়ে আছে””””
“””নূর কে দেখে তারা হাত বাড়িয়ে নীল আর নূর কে তাদের দিকে যাওয়ার ইশারায় করলো””
“””নূর আর নীল তাদের পাশে গিয়ে দাঁড়ালো”””
“””আমি জানি আপনারা সবাই হেনার বিয়ের খুশিতে আমাদের সাথে আছেন””””
“””””কিন্তু খুবই জলদি এমনি আরো একটা বিয়ের অনুষ্ঠান আপনাদের দাওয়াত রইলো””””
“””” সবাই উৎসুক হয়ে নীলের বাবা দিকে তাকালো””””
“””আর সেটা হলো আমার ছেলে নীল আর আমার মেয়ের মত চমৎকার এই মেয়েটির বিয়ের অনুষ্ঠান”””
“”” নূর কে যেনো কেউ বৈদ্যুতিক শক দিলো সেই হত বিষ্ময় হয়ে নীলের বাবা দিকে তাকালো””””
“”” সবাই হাত তালি দিচ্ছে নূর নীলের দিকে তাকালো সেই মুচকি হেসে পকেটে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে””””
“””এভি অবাক হয়ে ডানে বামে এরিকে খুজা শুরু করলো””””
“””” এরিক এভির পাশে দাঁড়িয়ে ছিল সেই তার হাত মুঠো করে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে তার চোখ থেকে যেনো আগুন বের হচ্ছে””””
“””এভি মুচকি হেসে উঠলো সেই জানে এইবার এরিক চুপ থাকবে না””””
“””” ড্রেক নূরের মুখের দিকে তাকিয়ে রইলো এইবার কি করবে নূর””””!!!!
“””হেনা কে ধরে দাঁড়িয়ে আছে মিসেস ফিউ কারন হেনার নীলের প্রতি আবেগ কথা তার আজানা না””””
“”””হেনা চুপ মেরে দাঁড়িয়ে আছে তার মুখ দেখে তার ভাব ভঙ্গি বুঝা যাচ্ছে না””””
“””এরিক দাঁত কিড়মিড় করে নীলের বাবা দিকে এগিয়ে গেলে কেউ একজন চট করে ওর পিছন থেকে হাত ধরে পেলে””””
“”” এভি এরিকের হাত ধরার মানুষটিকে দেখে হচকিয়ে গেলো””””
“””” এরিক কি করছো তুমি এতো বড় ভুল কেন করতে যাচ্ছো তুমি ভালো করে জানো নির(নূর) আমাদের শত্রু ও তোমার ভালোবাসা হতে পারে না মি. মারলেন বলে উঠলো””””
“”””এরিক পিছনে দিকে তাকিয়ে মি. মারলেন কথা শুনে চুপ হয়ে গেলো কিন্তু সেই এখনো রক্ত লাল চোখে নূরের দিকে তাকিয়ে আছে””””
“””মি. মারলেনের কথা শুনে এভি অবাক হয়ে গেলো আংকেল মারলেন কেমনে বুঝলো এরিক কি করতে যাচ্ছে”””””!!!
“”””এরিক এখন খেয়াল নূরের দিকে তাই সেই লক্ষ্য করে নি মি. মারলেনের কথা””””
“””””কিন্তু এভি বুঝে গেছে তার মানে মি. মারলেন এরিক নূরের কথা সব জানে””””!!!!!
“”””মিসেস হ্যাপি এসে নূরের কপালে চুমু দিলো আর বললো আমার ঘরের মেয়ে আমার ঘরে থেকে গেলো এই নাহলে ভাগ্য”””””
“””নূর হাসার চেষ্টা করে কোনো রকম বললো আমি একটু আসি বলে ছুটে উপরে চলে গেলো”””””
“”””নূর তার রুমে ডুকার আগে কেউ একজন চট করে নূরের হাত ধরে পেলে””””
“”””নূর পিছনে তাকিয়ে দেখলো ড্রেক তার হাত ধরে আছে””””
“””নীর(নূর) এইভাবে কেন ছুটে এলে এইসময় তুমি বেশি দৌড়া দৌড়ি করো না এটা ভালো না ড্রেক বলে উঠলো”””
“””এমন কেন হচ্ছে ড্রেক এইগুলো কেন হচ্ছে আমি এখন কি করবো নূর হু হু করে কেঁদে দিলো””””
“””” কি করবে মানে কি নিল(নীল) কে বিয়ে করবে আর কি ড্রেক বলে উঠলো””””
“”” নূর চট করে ড্রেকের দিকে তাকালো আর বলে উঠলো ড্রেক কি বলছো কি তুমি পাগল হয়ে গেছো”””””!!!!
“””” আমি একদম ঠিক আছি নীর(নূর) এরিক যদি বিয়ে করতে পারে তুমি কেন নয়””””!!!!!
“””” না ড্রেক এটা হয় না আমি এটা করতে পারবো না আর আমি প্রেগন্যান্ট ড্রেক সেটা কি ভুলে গেছো তুমি নূর বলে উঠলো””””
“””” আর সবচাইতে বড় কথা আমি বিবাহিতা””””
“””” হুম এমন একজনের যে তোমাকে গ্রহন করতে রাজি না তাইনা””””
“””” সেইজন্য বলছি নীর,(নূর) নিল(নীল) কে তুমি সব সত্যি বলে দাও দেখবে নিল(নীল) তোমাকে মেনে নিবে ড্রেক বলে উঠলো”””””
“”” নো ড্রেক এটা হয় না আমি নীল কে ধোঁকা দিতে পারবো না হেনার বিয়ে হলে আমি এখান থেকে চলে যাবো নূর বলে উঠলো””””
“”” আর তুই কি ভাবলি আমি তোকে যেতে দিবো পিছন থেকে কেউ একজন বলে উঠলো””””
“”” নূর আর ড্রেক হচকিয়ে পিছনে তাকালো নীল দাঁড়িয়ে আছে””””
‘”””নিল(নীল) তুমি ড্রেক বলে উঠলো””””
“””হুম আমি নীল বলে উঠলো'”””
“””নীল নূরের গালে এক হাত দিয়ে বললো আমি সব জানি মাইজান তুই আমাকে ধোঁকা দিবি না কারন আমি আগ থেকে সব জানি”””””
“””নূর যেনো নিজের জায়গায় জমে গেলো সেই যেনো বোবা বনে গেলো””””
“””ড্রেক কোনো রকম বললো তুমি কি…”””!!!
“””” আমি সকালে নূর কে তার গায়ের এই ড্রেস দিতে গিয়ে আলমারি তে রিপোর্ট দেখেছি নীল শান্ত মৃদুস্বরে বলে উঠলো””””
“””নীল আবার নূরের দিকে তাকিয়ে বললো আমি জানি না এটা কার বাচ্চা আমি জানতেও চাই না”””””
“””””আমি শুধু এটা জানি এখন থেকে এটা আমার আর তোর বাচ্চা””””
“””এটা হয় না নীল আম…….””””
“””” হুসসস আর কোন কথা না নূরের ঠোঁটে আগুল দিয়ে বলে উঠলো নীল””””
“””তারপর হঠাৎ করে নূর কে বুকে নিয়ে নিলো নূর হত বিষ্ময়”””””
“””ড্রেক সরে দাঁড়ালো কারন তার প্রথম ভালোবাসাও নূর ছিল তার কেন ভালো লাগছে না”””””
“”””ড্রেক সরে আসতে ধরলে তার সামনে দাঁড়ানো চমৎকার একটি লোক যার চেহেরায় অবস্থা দেখে অবাক হয়ে গেলো সেই”””””
“”””কালো শার্ট কালো প্যান্ট কালো ব্লেজার পরে এরিক দাঁড়িয়ে আছে তার রক্ত লাল চোখ গুলো কেমন ভেজা ভেজা লাগছে ড্রেকের কাছে”””””
“””” ড্রেকের অবাক লাগলো আচ্ছা এরিক যখন এতোই ভালোবাসে নীর(নূর)কে তাহলে কেন মেনে নিচ্ছে না সেই নীর(নূর)কে”””””
“””” ড্রেক অনেকবার খেয়াল করছে সেই যত বারি এরিকে দেখে নূরের দিকে তাকিয়ে থাকতে”””””
“””””তখন সেই এরিকের চোখে অন্যরকমের ভালোবাসা দেখেছে নূরের জন্য””””
“””” যেটা সেই তার জীবনে দেখা সব প্রেমিক যুগলের মধ্যে কখনো দেখে নি”””
“””ড্রেক এরিকের হাতের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলো””””
“”””এরিক তার পাশের কাঁচের মুম দানিতে তার হাত চেপে এক দৃষ্টিতে নূর আর নীলের দিকে তাকিয়ে আছে আর তার হাত থেকে গলগল করে রক্ত পড়ছে”””””
“”””ড্রেক কিছু বলার জন্য মুখ খুলার আগে এরিক ছুটে চলে গেলো””””
“””” নীলের বুক থেকে বহুকষ্টে নূর সরে আসলো””””
“””” চল নূর আমরা নিচে যায় নূর মাথা দুলিয়ে সামনে যেতে ধরলে রক্ত বলে মৃদুস্বরে চিৎকার দিলো””””
“””নীল অবাক হয়ে গেলো এতো রক্ত””””!!!!
“””” নূর চট করে ড্রেকের দিকে তাকালো কারন ড্রেক এতোখন সেইদিকে তাকিয়ে ছিল”””””
“””ইটস এরিক নীর(নূর) নীল না শুনার মত করে ড্রেক বলে উঠলো নূরকে””””
“””নূর যেনো মাথা ঘুরিয়ে উঠলো সেই লেহেঙ্গা ধরে ছুটে নিচে চলে গেলো””””
“””” ড্রেক আর নীল নূর কে অনুসরণ করে সেইদিকে ছুটে গেলো””””
“”””নূর নিচে এসে দেখলো এরিক কোথাও নেই এভি জেনের সাথে দাঁড়িয়ে কথা বলছে””””
“””নূর ছুটে এভির কাছে গেলো””””
“””” এভি নূর কে দেখে চোখ বড় বড় করে বললো নির(নূর) কি হচ্ছে কি তুমি অসুস্থ তুমি এইভাবে দৌড়াচ্ছো কেনো”””!!!!
“””নূর হাঁপাচ্ছে সেই কোন রকম নিঃশ্বাস নিয়ে বললো এভ এভি এর এরিক কই””””!!!
“””এভি কিছুখন চুপ করে থেকে বললো ঔ তো একটু আগে গাড়ী নিয়ে বের হয়ে গেলো কেনো কিছু হয়েছে””””!!!!!
“”””তু তুমি জানো ঔ এখন কই আছে নূর বলে উঠলো””””
“”” না আমি জানি না এভি বলে উঠলো””””
“”””সারা অনুষ্ঠান নূর চুপ মেরে রইলো কই আছে এরিক ড্রেক তাকে অনেক বুঝালো উত্তরে নূর কিছু বললো না””””
“””জঙ্গলে এসে চিৎকার করছে এরিক তার চিৎকারে পুরো জঙ্গল যেনো কেঁপে উঠছে””””
“”””ভয়ে জঙ্গলের অন্য পশু সব পালিয়ে গেলো””””
“””এরিকের চোখের সামনে শুধু নীলের বুকে মাথা রাখা নূরের দৃশ্য টা মনে উঠছে””””
“””” সেই আবার চিৎকার দিয়ে নিচে বসে গেলো কারন তার আর বুঝতে বাকী নেই নূর বিয়েতে রাজি হয়ে গেছে””””
“””” এরিকের চোখ বেড়ে গড়িয়ে পানি পড়ছে সেই বিড়বিড় করে বলে উঠলো”””
“”””প্লীজ ডোন্ট গো নূর প্লীজ ডোন্ট গো আমি থাকতে পারবো না”””””
“””কম্বল মুড়ে গুটিশুটি মেরে শুয়ে আছে নূর তার চোখে বেড়ে বন্যার মত পানি পড়ছে”””””
“”””অনেকরাত এরিকের রুমে পায়চারি করছে এভি হঠাৎ এরিক এসে ডুকলো রুমে””””
“””” এভি তৈরি হয়েছিল এরিকে কিছু কঠিন কথা শুনানোর জন্য কিন্তু সেই এরিকের এমন বিধ্বস্ত অবস্থা দেখে কিছু বলতে পারলো না”””””
“””এভি খেয়াল করলো এরিকের হাত থেকে এখনো রক্ত পড়ছে সেই ছুটে এরিকের হাত ধরে বিছানায় বসালো””””
“””” নূর সন্দেহ সত্যি হয়েছে খুবই বড় আঘাত হাতে পেয়েছে এরিক সেই আস্তে করে এরিকের হাত ব্যান্ডিস করে দিলো””””
“”” সারাটা সময় এরিক চুপ করে বসে ছিল””””
“””” সকাল না হতে নূর ছুটে ভার্সিটি চলে গেলো হেনার সঙ্গীত অনুষ্ঠান আরো দুদিন পর তাই আজ এরিক ভার্সিটি যাবে এভি জানালো”””””
“””” সেই ফাঁকা রুমে দাঁড়িয়ে চোখ বন্ধ করে এরিকে ডাকছে নূর””””
“”””অনেকখন হয়ে গেলো এরিকের আসার কোনো আওয়াজ পাচ্ছে না নূর””””
“””” সেই চোখ খুলার সাথে সাথে এরিকে তার সামনে দেখে পিছনে পড়ে যেতে ধরলে এরিক নূরের কোমর চেপে এক টান মেরে নূর কে তার বুকের সাথে মিশিয়ে নেই””””
“””” নূর চুপ করে এরিকের বুকের সাথে মিশে আছে””””
“””” কিছুখন পর এরিক নূর কে ছেড়ে দিয়ে শান্ত মৃদুস্বরে বললো আমাকে কেন ডাকলে””””!!!!!
“”””তোমার হাত নূর বলে উঠলো সেই খেয়াল করলো এরিকের হাতে অনেখানি ব্যান্ডিস করা””””
“””এরিক আঁড়চোখে তার হাতের দিকে তাকিয়ে দৃঢ় কন্ঠে বলে উঠলো সেটা তোমার জানা দরকার নেই””””
“””নূর কে কিছু বলতে না দিয়ে এরিক চলে যেতে ধরলে নূর চট করে এরিকে বুকে জড়িয়ে নেই””””
“””” এরিক নূরের এমন কাজে হতবিহ্বল হয়ে গেলো কারন নূর কখন তার লজ্জা ভেঙে এরিকে জড়িয়ে ধরে নি””””
“””” নূর তার পায়ের তালু উঠিয়ে এরিকের কানে কানে ফিসফিস করে বললো””””
“””” জানালা দিয়ে রৌদ আসছে তোমার গায়ে লাগলে তোমার কষ্ট হবে”””””
“””” এরিক যেনো বোবা হয়ে গেলো কারন সেই কখন নূর কে বলে নি তার রৌদে কষ্ট হয়”””””
“””” নূর আস্তে আস্তে তার মুখে আনলো এরিকের দিকে””””
“””” এরিক মুগ্ধ হয়ে দেখছে নূর এই কয়েকদিনে আশ্চর্য রকমের সুন্দর হয়ে যাচ্ছে নূর কিন্তু কেনো””””!!!!!
“””এরিকে যেনো হঠাৎ মাদকতা আসলো সেই নূরের কোমর আরো চেপে তার মিশিয়ে নিলো””””
“”” আস্তে আস্তে নূরকে দেয়ালে সাথে চেপে ধরলো এরিক নূর এক দৃষ্টিতে এরিকের দিকে তাকিয়ে আছে””””
“”” এরিক আলতো করে নূরের ঠোঁট ছোট্ট চুমু খেলো””””
“””সেই নূরের মুখের দিকে তাকালো নূরের কোন আওয়াজ নেই সেই চোখ বন্ধ করে এরিকের শার্ট খামছে ধরে আছে””””
“”””এরিকের এইভাবে গভীর ভাবে নূরের ঠোঁট যুগল তার দখলে নিয়ে নিলো””””
“””” নূরের যেনো এটার আশায় ছিল কারন মেয়েরা যখন গর্ভবতী হয় তখন তাদের স্বামীর ভালোবাসা বেশি বেশি চায় তাই হয়তো কিছুই বলতে পারলো না নূর”””””
“””‘”এভি চিন্তিত মুখে বসে আছে কারন সেই দেখেছিল আংকেল মারলেন সকালে এরিকের রুমে গিয়ে কি কি বলছে কিন্তু সেই শুনে নি”””””
“””” এভি তো ভেবে নিয়েছে এইবার বুঝি এরিক আর নূর একসাথে হয়ে যাবে কিন্তু কি জানে আবার কি হবে”””””
চলবে