হিংস্র ভ্যাম্পায়ার,পর্ব-১১,১২

হিংস্র ভ্যাম্পায়ার,পর্ব-১১,১২
লেখিকাঃফারু ইসলাম

“””””ও সিট প্রিয়াঙ্কা দিলে তো আমার ওয়াচ টা নষ্ট করে দাঁতে দাঁত চেপে বলে উঠলো এরিক”””””
“””””তো কি হয়েছে একটা ওয়াচে তো প্রিয়াঙ্কা এরিকের গায়ে ডোলে পরতে পরতে বলে উঠলো””””
“”””এরিক প্রিয়াঙ্কা কে মৃদু ধাক্কা দিয়ে বললো খেয়েছো রক্ত করছো মাতলামি বেপার টা কি তোমার”””””!!!
“”””ওওওওও এরিক একদিনের জন্য হলেও কাছে টেনে নাও আমাকে এরিকের গলা জুলে বললো প্রিয়াঙ্কা””””
“””” প্রিয়াঙ্কার হাত চেপে ধরে এরিক বললো একটা কথা তোমাকে বার বার কেন বলতে হয়”””””!!!
“”””””আমার যখন ইচ্ছে হবে তখন আমি মেয়েদের বিছানায় ডাকি এর আগে না মুখ বিকৃত করে এরিক বলে উঠলো””””
“””আবার আমাকে ওয়াচ বদল করতে হবে এটা বলে গটগট করে সিঁড়ি দিকে এগিয়ে যায়”””””
“”””এরিক কই যাচ্ছো তুমি হুমমমমম মানতে হবে তোমাকে কিন্তু আজ খুবই চমৎকার লাগছে অর্ধনগ্ন একটি গাউন পড়ে ভিয়ানা এসে বললো এরিককে”””””
‘”””””কে কে ঔখানে দরজা কে আটকালো ডানা আপু এটা কি তুমি”””””!!!
“””” প্লীজ লাইট দাও আমার খুবই ভয় করছে”””””
“””” ফিন আস্তে আস্তে জেসমিনের দিকে এগিয়ে যাচ্ছে তার মুখে পৈশাচিক হাসি”””””
“”””আজ সেই এই মেয়েকে বিছানায় নিয়ে ফূর্তি করে তারপর তার রক্ত খেয়ে ওকে শেষ করবে””””
“”””জেসমিন বেডের পাশে গুটিশুটি মেরে বসে আছে হঠাৎ তার মনে হলো কেউ তাকে শূন্য তুলে বিছানায় নিয়ে ফেলেছে”””””
“”””তারপর ফিন জানোয়ারে মতো ঝাঁপিয়ে পড়ে জেসমিনের উপর””””””
“””””হুমমমমমমমমম ফিন জেসমিনের পুরা শরীর শুকে বলে উঠলো””””””
“”””কে তুমি ছাড়ো আমাকে লিজা ডানা আপু ডেভিড জোসুয়া কই তোমরা প্লীজ হেল্প মি”””””
“”””জেসমিন চিৎকার করে যাচ্ছে কিন্তু তার গলার আওয়াজ দরজার বাইরে পর্যন্ত পৌঁছাচ্ছে না”””””
“”””প্লীজ লিভ মি কে তুমি জেসমিন কান্না করে যাচ্ছে””””!!!
“””ফিন কোনো কথা না বলে জেসমিনের মুখ চেপে ধরে””””
“”””জেসমিন মুখের মধ্যে হুম হুম শব্দ করে””””
“”””মনে মনে বিড়বিড় করে বলে প্লীজ কে কই আছো,প্লীজ হেল্প মি,তার চোখ থেকে গড়গড় করে পানি পরছে””””””
“””” ভিয়ানা সাথে মহা বিরক্তি নিয়ে কথা বলছে এরিক খুবই গায়ে পরে এই মেয়ে তার””””””
“””হঠাৎ ভিয়ানার কথার মাঝ খানে ছুটে উপরে চলে গেল এরিক ভিয়ানা বোকার মত ভোতা মুখ করে দাঁড়িয়ে রয়লো”””””
“”””ফিন জানোয়ারে মত টেনে জেসমিনের উপরে কুটির অংশ ছিঁড়ে ফেলে দে”””””
“””” যখনি গাউনের ফিতা ধরে টান দেয় কে এসে এক ঝটকা মেরে ওকে দেয়ালে উপর নিয়ে ফেলে”””””
“”””” তার চেহেরা এরিক দেখার আগে সেই ছুটে জানালা দিয়ে বের হয়ে যায়”””””
“”””এরিক তার পিছু ছুটতে নিলে জেসমিনের গোঙানির আওয়াজ শুনে ছুটে গিয়ে লাইট দে”””””
“”””এরিক দেখে জেসমিন বেডে পড়ে আছে অর্ধ নগ্ন অবস্থায় তার গায়ে কুটি টা ছিঁড়ে নিচে পরে আছে””””
“”””তার বুকের কাপড় অনেক টায় নিচে নিমে গেছে গাউন পায়ের অনেক উপরে উঠে আছে””””
“”””জেসমিন আস্তে আস্তে উঠে বসার চেষ্টা করে””””””
“”””এ এরিক তু তুমি এসেছে কাঁপা কাঁপা কন্ঠে জেসমিন বলে উঠলো””””
“”””তার খেয়ালি নি যে সেই উঠে বসলে তার বুকের কাপড় খুলে পড়ে যাবে”””””
“””” টানাটানির কারনে জেসমিনের গাউনের ফিতার পিন খুলে গেছে যা এরিকে চোখে এড়ালো না”””””
“”””জেসমিন উঠে বসার আগে এরিক ছুটে গিয়ে জেসমিন কে বুকে সাথে মিশিয়ে নেয়”””””
“”””জেসমিন এরিক বুকে চিৎকার করে কান্না শুরু করে দেই”””””
“”””আমি আমি বুঝতে পারছি না কে এমন করার চেষ্টা করলো আমার সাথে আমি কত করে ওর কাছে হাত জোর করলাম ও শুনলো না এরিক””””””
“”””এরিক তার চোখ মুখ শক্ত করে জেসমিন কে বুকে নিয়ে বেডে হাটু ভেঙে দাঁড়িয়ে আছে”””””
“””””কি দোষ করলাম কার ক্ষতি করলাম আমি কেন একি জিনিস বার বার আমার সাথে বা কেন হয়”””””!!!
“”””এরিক কিছু বলার জন্য মুখ খুলার আগে জেসমিনের শেষের কথা শুনে তার মুখ বন্ধ হয়ে যায় বার বার মানে কি”””””!!
“”””জেসমিন এরিকের বুকে হু হু করে কান্না করতে আছে অনেক বছর পর তার মনে হচ্ছে কোনো শান্তির ভরশার জায়গা পেয়েছে সেই”””””
“”””এরিক আস্তে আস্তে জেসমিনকে বুকে নিয়ে খাটে গিয়ে বসে””””
””””জেসমিন বিড়াল ছানার মতো এরিকের বুকে গুটিশুটি মেরে লেপ্টে আছে””””
“”””এরিক কিছু না বলে হাত দিয়ে বেড সাইডের পর্দা টেনে ছিঁড়ে ফেলে জেসমিন কে তা দিয়ে জড়িয়ে দে”””””
“”””জেসমিন মুখ তুলে এরিকের দিকে তাকায় এরিক মুগ্ধ হয়ে তাকিয়ে আছে জেসমিনের দিকে কেন এতো মুগ্ধ করে এই মেয়ে তাকে”””””!!!
“”””আমি মমের একটা ড্রেস দি তোমাকে এটা পরে বের হতো পারবে না”””””
“”””এরিক একটা পেকেট এনে জেসমিন কে দিয়ে বললো এটা পরে নাও হবে তোমার আমি শিউর”””””
“”””জেসমিন ড্রেস টা দেখে অবাক চোখে এরিকের দিকে তাকায়”””””
“”””এটা মমের জন্য কিনেছিলাম আমি বাট মম একটু হেলথি হয়ে গেছে তাই আর গায়ে লাগে নি ফিরত দিতোও ভুলে গেছি””””
“”””জেসমিন চুপ করে বেড থেকে নামতে গেলে উু করে উঠে এরিক ছুটে এসে বলে আর ইউ ওকে “”””!!!!!
“”””নো আমার পা জেসমিন আহত স্বরে বলে উঠলো””””
“”””এরিক হাল্কা একটু গাউন উঠিয়ে দেখে পা অনেক খানি লাল হয়ে গেছে””””
“””এরিক বুঝতে পেরেছে হয়তো ঔ লোকটা সাথে ছুটাছুটি করতে গেয়ে পা মচকে গেছে”””””
“”””জেসমিন কিছু বলার আগে এরিক তাকে কোলে নিয়ে ওয়াশরুমে দিয়ে এসে বলে””””
“”””আস্তে করে জামা বদলায় নাও আমি বাইরে আছি জেসমিন কতখন অবাক হয়ে তাকিয়ে থেকে হ্যা বোধক মাথা নাড়ালো””””
“”””এরিক দাঁড়িয়ে হিসাব মিলাচ্ছে”””
“”””তাদের বাসা সমুদ্রের পাশে তার রুমের এই জানালা টা সমুদ্রের দিকে”””””
“””” আর সেই লোকটা ছুটে জানালা দিয়ে বের হয়েছে সামান্য মানুষ হলে এতোখনে মারা যাওয়ার খবর চলে আসতো তার মানে”””””””!!!!
“””””এরিকের চোখ মুখ শক্ত হয়ে গেছে সেই তার উত্তর পেয়ে গেছে এখন শুধু ওকে খুঁজে বের করার পালা”””””
“””””জেসমিন বের হয়ে এসেছে””””
“””””এরিকের যেন চোখের পাতা পরছে না একটা এশিয়ান মেয়েকে তাও কোনো ব্যাঙালী মেয়েকে একটা ওয়েস্টার্ন ড্রেসে এতো সুন্দর লাগবে সেই কখনো ভাবতে পারে নি”””””””
“”””জেসমিনের পরানো বুক থেকে হাটুর নিচ পর্যন্ত সাদা একটি ওয়েস্টার্ন কোকটেল ড্রেস”””””
“”””জেসমিন বার বার হাত দিয়ে জামার ফিতা করার চেষ্টা চালাচ্ছে আর জামা টেনে টেনে বড় করার চেষ্টা করছে””””
“”””এরিক ছোখা চোখে তাকিয়ে বললো এটা ছিঁড়লে কিন্তু আমি আর ড্রেস দিতে পারবো না আর এটা রাবার না যে টানলে লম্বা হতে থাকবে”””””
“””জেসমিন কাঁপা কাঁপা কন্ঠে বললো আমি কখনো এইরম ড্রেস…..”””””!!!!
“”””এরিক মুচকি হেসে জেসমিনের খোঁপা করা চুল ছেড়ে দিয়ে সামনে নিয়ে আসলো যাতে করে ওর একটু নার্ভাস নেস টা যেন কমে””””””
“””জেসমিন এরিকের দিকে একবার তাকিয়ে আবার নিচের দিকে তাকিয়ে বললো”””””
“”””””আমি এই ড্রেস পরে নিচে যেতে পারবো না আর আমার পায়েও…..”””””!!!
“”””তাহলে কি আমার সাথে থাকবে নাকি এরিক দুষ্ট হেসে বলে উঠলো””””
“””জেসমিন চোখ ছানাবড়া করে বলে উঠলো”””””
“””””ছিঃ আমি কখন বললাম এটা আমি শুধু বলছি আমি বাসায় যাবো এই ড্রেসে জোসুয়াদের সামনে যাবো না”””””
“”””এরিক চট করে জেসমিন কে কোলে নিয়ে বললো আগে বলতে আমার কোলে উঠে বাড়ি যেতে চাও”””””
“”””””জেসমিন ছুটাছুটি করতে করতে বললো আমি যেতে পারবো ছাড়ো আমাকে””””””
“””” হুসসস বেশি লাফালাফি করলে পা এটাও যাবে চুপ আমি অন্য দরজা দিয়ে তোমাকে বাসায় ড্রপ করে আসবো””””””
“”””জেসমিন আবারও গুটিশুটি মেরে চোখ বন্ধ করে এরিকের বুকে লেপ্টে গেল”””””
“””” হঠাৎ জেসমিন চট করে চোখ খুলে অবাক দৃষ্টিতে এরিকের দিকে তাকালো””””
“””””এরিক সামনে দিকে তাকিয়ে হাটঁতে হাটঁতে বললো তুমি কিন্তু রীতিমতো আমাকে চোখ দিয়ে রেপ করছো”””””
“”””জেসমিন চোখ নামিয়ে ফেললো কি সব কথা বাতা ছিঃ”””””
“”””তার কিছু একটা সন্দেহ হচ্ছে যেটা দূর করতে হলে যার জন্য এরিক কে আবারও জড়িয়ে ধরতে হবে যেটা এখন সম্ভব না”””””
‘”””এরিক হাসছে জেসমিনের মনে বিড়বিড় শুনে কি বলছে এই মেয়ে কি এই মেয়ে”””””!!!
“”””এরিক নিচে নেমে জেসমিন কে গাড়ী তে বসিয়ে গাড়ী চালানো শুরু করলো সারা রাস্তা কেউ কোনো কথা বলে নি”””””
“”””জেসমিনের বাসার সামনে এসে এরিক গাড়ী থামিয়ে জেসমিন গাড়ীতে বসে থাকতে বলে নিজে জেসমিনের দরজা খুলে জেসমিনের পা টেনে নিলো”””””
“””হেই হেই এরিক কি করছো টা কি তুমি জেসমিন মৃদু চিৎকার দিয়ে বলে উঠলো””””
“”” হুসস কোনো কথা না তোমাকে চলার উপযোগী করে দিচ্ছি এরিক বলে উঠলো”””””
“””””এরিক আস্তে আস্তে জেসমিনের পা মুছে ডান বাম ঘুরিয়ে এক টান মারে জেসমিন মা বলে চিৎকার দিয়ে উঠে””””””
“””””এবার তুমি নিজে নিজে চলতে পারবা জেসমিন আস্তে আস্তে গাড়ি থেকে বের হয়ে দাঁড়ায় এরিক জেসমিনের মুখের দিকে তাকিয়ে বললো””””
“””” তুমি কি আমাকে কিছু বলবে”””””!!!
“”””জেসমিন চুপ করে থেকে বলে ধন্যবাদ সবকিছুর জন্য”””””
“”””এরিক নাক মুখ কুঁচকে বললো হুহ তোমাদের মানুষের এই একটা জিনিস আমার সব চাইতে বেশি বিশ্রী লাগে'””””
“”””জেসমিন অবাক হয়ে এরিকের দিকে তাকালো”””””
“”””এই যে কথায় কথায় ধন্যবাদ দেওয়া খুবই বাজে লাগে””””
“”””জেসমিন খিলখিল করে হেসে উঠে এরিক মুগ্ধ দৃষ্টিতে তা দেখছে”””””
“”””জেসমিন তার হাসি থামিয়ে বললো মানুষের””””!!!
“”””কেন তুমি কি মানুষ না যে এইভাবে বলছে এটা বলে আবারও খিলখিল করে হেসে উঠে”””””
“”””না আমি মানুষ না এরিক গম্ভীর কন্ঠে বলে উঠলো””””
“”””জেসমিন চুপ মেরে গেল আবার হেসে উঠলো হো হো করে”””””
“”””হুম বুঝলাম তুমি ভ্যাম্পায়ার হলো তো এটা বলে আবারও হেসে উঠলো জেসমিন আজ যেনো তার হাসি থামছে না”””””
“”””এরিক জোরে একটা শ্বাস নিয়ে বললো সি ইউ টুমোরো”””””
“””জেসমিম হাসি হাসি মুখে মাথা নাড়িয়ে সামনে এগিয়ে গেলো””””
“”””এরিক গাড়ীতে উঠতে গেলে পিছনে থেকে জেসমিন মিষ্টি কন্ঠে ডেকে উঠলো”””””
“””””এরিক””””!!
“”””এরিক পিছনে ফিরার সাথে সাথে ঝড়ের বেগে জেসমিন তার বুকে ঝাঁপিয়ে পরে”””””
“””””এরিক পিছনে পরতে নিলে গাড়ী ধরে নিজেকে সামলায়””””””
“””” কিছুখন চুপ করে এরিকের বুকে থেকে জেসমিন আবারও চট করে নিজেকে সরিয়ে এক গাল হেসে বলে উঠলো”””
“”””আমি বুঝি গেছি”””””
“”””এরিক হত বিষ্ময় হয়ে জেসমিনের দিকে তাকালো””””
“””””জেসমিন কিছু না বলে ছুটে বাসার ভিতরে ডুকে গেল’””””
“”””এরিক হা হয়ে কতখন তাকিয়ে থেকে গাড়ীতে উঠে শাঁ করে চলে গেলো”””””
“”””সেই বাসায় এসে দেখে এখনো পার্টি চলছে””””
“”””জোসুয়া ডেভিড লিজা হন্য হয়ে জেসমিন কে খুঁজছে””””
“””””খুঁজুক কিছুখন একটুপর জেসমিন ঠিকিই বলে দিবে সেই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল”””””
“””” মি. নিক চিন্তিত মুখে ছেলের দিকে তাকিয়ে আছে””””””
“””””এবার বুঝি তার ছেলে প্রেমে পরলো তাও মানুষ””””!!!!
“”””জেসমিন মুখ ধুয়ে এসে দেখে তার টেলিফোন লাইনে কে অনবরত কল দিয়ে যাচ্ছে”””””
“”””হ্যালো””””!!
“””হেই জেস কই তুমি আমাদের না বলে বাসায় কেন চলে গেলে তুমি জানো আমরা পাগলের মত খুজছিলাম তোমাকে জোসুয়া হরগরিয়ে বলে উঠলো”””!!!
“”””হেই জোসুয়া আমার কথা শুনো আগে জেসমিন বলে উঠলো”””””
“”””হুমম বলো জোসুয়া শীতল স্বরে বললো”””
“””””প্লীজ জোসুয়া তুমি রাগ করো না আমার গাউনটা নষ্ট হয়ে গিয়েছিল তাই আমি কেউ কে না বলে বাসায় চলে আসি আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম”””””
“””””প্লীজ জোসুয়া তুমি রাগ করো না জেসমিন বলে উঠলো”””””
“”””ও ও জেস তুমি তো দেখছি দুঃখ পেলে আমি রাগ করি নি শুধু চিন্তা হচ্ছিল তুমি ঠিক আছো তো জোসুয়া বলে উঠলো”””””
“””””হুম আমি ঠিক আছি জোসুয়া জেসমিন কোমল স্বরে বললো”””””
“””””তোমার ফোনে অনেক বার ফোন দিয়েছিলাম কেন ধরলে না আমরা সবাই একশত উপরে ফোন দিয়েছিলাম জোসুয়া বলে উঠলো”””””
“”””জেসমিনের মনে উঠে গেল তখন ডানা তাকে টানে হিঁচড়ে যে রুমে নিয়ে গিয়েছিল সেখানে রয়ে গেছে””””
“”””তার মনে উঠে গেল সেই ভয়ংকর বেপার টা তখন এরিক না এলে কি হতো”””””!!!!
“”””হেই জেস চুপ করে আছো কেন জোসুয়া বলে উঠলো””””
“”””আমার শরীর ভালো লাগছে না জোসুয়া আমি কাল ভার্সিটিতে তোমার সাথে কথা বলি জোসুয়া আরো কিছু এটা সেটা কথা বলে ফোন রেখে দেয়””””””
“””””জেসমিন শুনছে বাবা মা এসেছে মা আবারও বাবার সাথে ঝগড়া করছে কারন একটাই ডানা আপু এখনোও আসিনি কেন”””””
“”””জেসমিন চোখ বন্ধ করে বালিশ জড়িয়ে ধরে শুয়ে পরলো””””
“”””তার কিছু ভালো লাগছে না বার বার এরিকের সাথে কাটানো কথা মনে উঠছে”””””
“”””হ্যা সেই ধরে ফেলেছে তাকে ঔ রাতে সাপের হাত থেকে এরিক বাঁচিয়েছে””””
“”””জেসমিন তার বুকে হাত দিয়ে নিজে নিজে বিড়বিড় করে বলে উঠলো”””””
“””””ইসসস কি হচ্ছে টা কি যে মানুষটার হার্টবিট করে না তার জন্য তার হার্ট এতে জোরে বিট করছে”””””!!!
“””””চোখ বন্ধ করে মুখে দু হাত দিয়ে বসে আছে এরিক”””””
“”””তখন যদি জেসমিন মনে মনে কথা না বলতো সেই যদি কাছে না থাকতো আজ কত খারাপ কিছু হয়ে যেত”””””!!!!
“”””নো নো কিছুই মাথা ধরছে না এরিকের কে ছিল ঔ ভ্যাম্পায়ার যে তার রুমে এসে এতো বড় সাহস করলো””””
“””””তার সামনের টেবিলে জেসমিনের ফোন যেটা অনেক আগে থেকে বেজে চলছে”””””
“””” উপপপ বলে উঠে দাঁড়িয়ে মহা বিরক্তি নিয়ে ফোন টা ধরে এরিক হ্যালো বলার আগে জেসমিন হুরমুর করে বলে উঠলো”””””
“””””দেখো তুমি যে হোও না কেন আমার ফোন দিয়ে দিবে অনেক দামি ফোন ওটা আমি যখন বাংলাদেশে ছিলাম টিউশনির টাকা দিয়ে এই ফোন কিনেছি আচ্ছা রাখি””””””
“”””ও হ্যা হ্যা আরেকটা কথা ফোন তুমি আমাকে আমার ভার্সিটি দিয়ে যাবে ওকে বাই এটা বলে জেসমিন ফোন রেখে দিল”””””
“””” উপপপ কত টাকা না উঠে গেল মা ধরতে পারলে খুবই বকবে””””
“”””এরিক হা করে আছে এই কেমন মেয়ে কই আছে না আছে ফোন কার কাছে আছে তার কোনে খবর নেয় গটগট করে সব বলে নিজে ফোন কেটে দিল”””””!!!
“””””এরিক নিজের মনে হেঁসে দিল”””””
“””” ও মাই গড এটা আমি কি দেখলাম মি. নিক এরিকের দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে আছে”””””
“”””এরিক মি. নিকে দেখে হাসি বন্ধ করে হাতের ফোন পাশে রেখে নিজের বেডে বসে পরে””””””
“”””এরিক আমি কি ভুল দেখছিলাম তুমি হাসছিলে রিয়েলি মি. নিক অবাক হওয়ার ভান করে বলে উঠলো”””””!!!!!
“””””ও পাপা কেন এতো অভার করছো কি বলার বলো এরিক নাক মুখ কুঁচকে বলে উঠলো””””””
“””””মি. নিক জেসমিনের ফোন হাতে নিয়ে বললো এটা ঔ মেয়ের ফোন যাকে কোলে নিয়ে বাসা থেকে বের হয়ে ছিলে”””””!!!
“””””এরিক অবাক হয়ে বললো মানে তুমি কীভাবে দেখলে”””!!!
“””মি. নিক মুচকি হেসে বলে উঠলো আমার ছেলে প্রেমে পরবে আর আমার চোখে পরবে না”””””!!!!
“”””ও পাপা কি যা তা বলছো আমি ও মেয়ে কে ভালোবাসি না ও বেথা পেয়েছিল আমি শুধু সাহায্য করছিলাম এরিক বলে উঠলো””””””
“”””এরিক তুমি তো মানুষ কে ঘৃনা করো তাহলে আজ একটা মানুষ কে আবার একটা এশিয়ান মেয়েকে সাহায্যে করলে মি. নিক অবাক হয়ে বললো”””””!!!!!
“”””প্লীজ পাপা আমি এখন একটু একা থাকতে চাই তুমি কি আমাকে একটু একা থাকতে দিবে এরিক বলে উঠলো”””””
“””””কেনো না,ওকে বাই মাই সান মি নিক বলে উঠলো””””
“””””মি. নিক এই কথা বলে দরজা সামনে গিয়ে শান্ত স্বরে বললো”””””
“”””এরিক””””
“”””এরিক পিছনে ফিরে বললো কি পাপা”””!!!
“”””” তুমি ওকে ভালো বেসে ফেলেছো এরিক”””””
“””এরিক কিছু বলার আগে মি. নিক দ্রুত বেগে চলে গেলো”””””
“””””এরিক নিচের দিকে তাকিয়ে আবার উপরে তাকালে দেখে মি. নিক একটা বই হাতে দাড়িয়ে আছে””””
“””””এটা পড়ো তখন তুমি বুঝবে সব মি. নিক এরিকে বই টা দিয়ে বলে উঠলো””””
“”””পাপা,এরিক ডেকে উঠলো””””
“”””হুম বলো মি. নিক বলে উঠলো”””
“”””আমি ওকে ভালোবাসি না””””
“””””আমি ওকে আমার কাজের জন্য ব্যবহার করবো ওকে নিয়ে ঔ ফুল আমি আনবো”””””
“””””তারপর ও শেষ হবে আমার হাতে আমার কাছে মানুষের জন্য কোনো দয়া মায়া নেই এরিক শীতল স্বরে বলে উঠলো”””””
“””””আমার শুধু একটাই মিশন বড় পাপা কে তার শক্তি এনে দেওয়া আর কিছু না এরিক হিসহিসিয়ে বলে উঠলো”””””
“”””তুমি মারবে ওকে মি. নিক হেসে উঠে জিজ্ঞেস করলো এরিকে””””!!!
“”””এরিক তার চোয়াল শক্ত করে বললো হুম আমি মারবো যেই ভাবে অন্য মানুষদের মারতাম রক্ত খেয়ে”””””
“”””হুম দেখা যাবে মি. নিক এক পেশে হেঁসে বলে উঠলো””””
“”””তোমার মারা তো দূরের কথা দেখা যাবে অন্য কেউ ওর দিকে নজর দিলে তখন তুমি ওকে শেষ করে দিবে মি. নিক বলে উঠলো””””
“”””ওকে খারাপ সব কিছু থেকে বাঁচানো তোমার নিজের কাছে একটা দায়িত্ব মনে হবে”””
“””””মি. নিক এটা বলে আর এক সেকেন্ড ও না দাঁড়িয়ে হুরমুর করে বের হয়ে গেলো””””
“””” তার খুবই চিন্তা হচ্ছে এরিকের জন্য””””
“””ছেলেকে তো সেই বলে দিয়েছে এইসব কিন্তু””””!!
“”””তার ভয় করছে এরিক কি সত্যি সত্যি মানুষের প্রেমে পরলো”””””!!
“”””তাহলে তো সব শেষ হয়ে যাবে এটা যে কখনো সম্ভব না তার মনে মনে শুধু একটাই দোয়া যাতে এরিক যেটা বলেছে সেটাই সত্যি হয়”””””
“””একটা নীরহ মেয়েকে মরতে হবে কিন্তু তার কিছু করার নেই তার ফাদারকে তার হারানো শক্তি উনি ফিরত দিতে চাই”””””
“”””কিন্তু আজ পর্যন্ত একটা কথা তার রহস্য রয়ে গেছে তার কাছে তার ফাদার শক্তি হারিয়েছে কেমনে””””””!!!!!
“””এইসব চিন্তা করতে করতে উনি নিজের রুমে দিকে রওনা হলেন”””””
“”””এরিক বই টা দিকে তাকিয়ে ধাক্কা মেরে বই টা ফেলে দিয়ে গটগট করে বের হয়ে যায়”””””
“””””তার এখনি কোনো প্রিয়সী দরকার মেজাজ ভালোর জন্য যেন এই জেসমিন নামক মেয়েটা তার মাথা থেকে যায়”””””!!!

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here