সে_প্রেমিক_নয় #Mehek_Enayya(লেখিকা) #পর্ব ১৪

#সে_প্রেমিক_নয়
#Mehek_Enayya(লেখিকা)

#পর্ব ১৪

রাত ১২ টা। বাহিরে বৃষ্টি হচ্ছে। ছন্দময় বর্ষণের শব্দ বেশ উপভোগ করছে ভিনদেশিরা।
ইভানা আর লিলিকে যে রুমে থাকতে দেওয়া হয়েছে সেই রুমে এসে বসে আছে আনাবিয়া। বেলকনিতে বসে বর্ষণ মুখর পরিবেশ দেখছে। ইভানা নীরবতা কাটিয়ে বলে,

-ইরান ব্রো ইন লাভ উইথ ইউ। (ইভানা)

-আই নো। (আনাবিয়া)

লিলি চমকিত কণ্ঠে বলে,

-জানিস তাহলে তাকে এক্সসেপ্ট করে নে। দুইজন হ্যাপিলি সংসার কর। (লিলি)

-আমার তাকে পছন্দ না লিলি। সে অনেক বাড়াবাড়ি করে যেটা আমার ভালো লাগে না। (আনাবিয়া)

-ওয়েট, তোরা কী রাতে একসাথে থাকিস? (লিলি)

-হুম। (আনাবিয়া)

-এখন পর্যন্ত তোদের মধ্যে কিছু হয়নি? (লিলি)

-নোপ্। (আনাবিয়া)

ইভানা জানো আকাশ থেকে পরে আনাবিয়ার কথা শুনে। আশ্চর্য হয়ে বলে,

-লাইক সিরিয়াসলি! আমি যদি এইরকম একটি ছেলের সাথে রাতে থাকি তার অনুমতি না নিয়ে আমিই আগে তার ওপর ঝাঁপিয়ে পরব।

-আমিও। তুই নাহয় নিরামিষ। বাট ইরান ব্রো? সেও কী তোকে জোর করে না? হাও ক্যান ইট পসিবল?(লিলি)

আনাবিয়া পরিহিত স্ক্যাফে আঙুলে পেঁচাতে পেঁচাতে মিনমিনে কণ্ঠে বলে,

-না সেও আমাকে জোর করে না। এমন কী এখন পর্যন্ত অকারণে সে আমাকে টাচও করেনি।

-ইম্পসিবল! (ইভানা)

-গার্ল’স গার্ল’স লিসেন্ট, ইটস্ নট রাশিয়া ওকে। এখানে ঐসব সম্পর্ককে সবাই অনেক সিরিয়াসলি নেয়। বিয়ের আগে ছেলে মেয়েদের সে*ক্স করা মানে রে*প হিসেবে ধরা হয়। তাঁদের জন্য শাস্তি বরাদ্ধকৃত। বিয়ের পরও স্বামীরা স্ত্রীর অনুমতি না নিয়ে আগে বাড়তে পারে না। তাঁদের অনেক কন্ট্রোল স্লিক আছে। বুঝলে?(আনাবিয়া)

-ওওও! তুই দেখি বাংলাদেশে এসে এখানকার অনেক কিছুই জেনে গিয়েছিস!(ইভানা)

-ইয়েস। তোদের জন্য এই দেশ ভয়ংকর।(আনাবিয়া)

-ট্রু। (ইভানা)

আনাবিয়া বসা থেকে উঠে দাঁড়ায়। পরিহিত লেডিস টি-শার্ট টেনে নিচে নামিয়ে নেয়। যাওয়ার জন্য উদ্যত হয়ে বলে,

-আমি তাহলে যাই। তোরা শুয়ে পর। পাশেই আমার রুম কিছু দরকার পরলে জাস্ট একবার মেসেজ করবি। ওকে?

-ঠিক আছে। গুড নাইট। (লিলি)

-হ্যাভ এ সুইট ড্রিম। (ইভানা)

গেস্ট রুম থেকে বেরিয়ে ধীর পায়ে হাঁটতে হাঁটতে নিজেদের রুমে আসে আনাবিয়া। পুরো রুমে চোখ বুলিয়ে দেখে কারো অস্তিত্ব নেই রুমে। আনাবিয়া কপাল কুঁচকায়। দরজা খুলে রুমের সাথে এটাচ ছাদে আসে। ইরানের এই বাড়িতে দুইটা ছাদ বলা যায়। রুমের সাথে বেলকনি একটু বেশিই জায়গা নিয়ে খোলামেলা ছাদের মতোই। কয়েকটা জেসমিন ফুলের গাছ আর কিছু ক্যাকটার্স এর সমহান। ছোটোখাটো একটি সুমিংপুল। অনেকটা বিদেশী বাড়ির স্টাইলে বানানো রুমটা। আনাবিয়া সেখানেও উঁকি দেয়। তুলুম বেগে বর্ষণ হচ্ছে। ভিজে সেঁতসেঁতে ছাদ। জেসমিন ফুলের একটা মিষ্টি সুবাস আসছে। পানিতে বৃষ্টির ফোটা গুলো কত সুন্দর দেখাচ্ছে! আনাবিয়া বিরক্তিতে মুখ ফুলায়। দু হাত কচলাতে কচলাতে রুমের বাহিরে আসে। আবছা আলোয় ভুতের মতো হাঁটতে হাঁটতে ড্রইংরুমে আসে। এখানেও কাউকে না দেখে মনে সাহস জোগাড় করে সদর দরজা খুলতে উদ্যত হয়।

-হোয়ার আর ইউ গো ডিয়ার?

পিছন থেকে অতি পরিচিত মানুষটির কণ্ঠস্বর শুনে থেমে যায় আনাবিয়া। সহসা পিছনে ফিরে ইরানের হাসি হাসি মুখমন্ডল দেখতে পায়। চমকে বলে,

-আপনি কোথায় ছিলেন?

-খুঁজছিলে আমায়?

ইরান দু পা আগে বাড়ায়। আনাবিয়ার একদম নিকটে এসে থেমে যায়। আনাবিয়া ড্রিমলাইটের মৃদু আলোয় ইরানকে এতো স্মুখীন দেখে সরে যেতে নেয়। কিন্তু ইরান তার আগেই নিজের একহাতের সাহায্যে আনাবিয়ার বাঁকা কোমর চেপে ধরে। আনাবিয়া ভড়কে গিয়ে বলে,

-আমি ভাবলাম বাতাস আবার আপনাকে উড়িয়ে নিয়ে গেলো না তো! তাই আপনাকে খুঁজছিলাম। এর বাদে অন্য কোনো কারণ নেই।

ইরান ঠোঁট বাঁকিয়ে হাসে। দৃষ্টি স্থির করে আনাবিয়ার অগোছালো চাহনিতে। স্মিত হেসে বলে,

-বাতাসেরও এতো শক্তি নেই তোমার হাসব্যান্ডকে উড়িয়ে নিয়ে যাবে।

-ভালো। ছাড়ুন।

-আমি ধরলেই শুধু ছাড়ুন ছাড়ুন বলো কেনো? হোয়ায়?

-আমার ঘুম আসছে আমি ঘুমাবো।

-ডিয়ার বাই এনি চান্স তুমি কী আমার প্রেমে পরে গিয়েছো? না মানেই এতো চিন্তিত হয়ে আমাকে খোঁজার তাগিদায় লেগেছ?

-ননসেন্স কথাবার্তা! আমায় পাগলে ধরেছে আপনার প্রেমে পরব?

-আমিও সেটাই বলি হঠাৎ আমার ডিয়ার ওয়াইফকে এইরকম পাগল পাগল কেনো দেখাচ্ছে!

আনাবিয়া ইরান থেকে নিজেকে ছাড়ানোর প্রয়াস করে চলছে। ইরান আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরে আনাবিয়াকে। ঘোর লাগা কণ্ঠে বলে,

-এই এলোমেলো কেশ, লাজে রাঙা মুখশ্রী, বার বার ঝুঁকে পরা মায়াবী আঁখিজোড়া, মৃদু কেঁপে কেঁপে উঠা কোমল কায়া, সব কিছুই আমাকে গভীর ভাবে আকর্ষিত করে। তারপর আবার যদি হয় আইনগত বিবাহিত সহধর্মিনী তাহলে বেপারটা আরো ভয়ংকর হয়ে যায়!

আনাবিয়া স্বাভাবিক ভাবেই ইরানের চোখের দিকে তাকিয়ে আছে। সে জানো আজ ইরানের কথায় নিজের অস্তিত্বের কথা ভুলেই গেলো। আপনা আপনিই তার এক হাত ইরানের কাঁধের ওপর চলে যায়। ইরান মুগ্ধ হয়ে আনাবিয়ার চোখের সামনে থেকে চুলগুলো সরিয়ে দেয়। আনাবিয়ার নরম তুলতুলে গালে হাত বুলাতে বুলাতে ইরান বলে,

-ঠান্ডা রোমাঞ্চকর আবহাওয়া, বর্ষণের এই রিমঝিম সুর, তার ওপর তোমার এই বিমোহিত চাহনি আমাকে বড্ড বেসামাল করে তুলছে।

-আপনি ইচ্ছেকৃত জোবানের হাতে কফি ফেলেছেন ইরান?

-হুম, যে তোমার দিকে হাত বাড়াবে তার সাথে ঠিক এইরকমই হবে। হোক সে ছেলে বা মেয়ে। তোমাকে গভীর থেকে গভীর ভাবে ছোঁয়ার অধিকার শুধুই আমার।

আনাবিয়া আশ্চর্য হয়ে বলে,

-মেয়ে টাচ করলে প্রবলেম কোথায়?

-জানি না। আমার জাস্ট অসহ্য লাগে যখন তোমাকে কেউ টাচ করে। গ্রান্ডমা দেন তোমার ফ্রেন্ডরা তোমাকে টাচ করে তখনও আমার ভিতরের সত্ত্বা ভয়ংকর হয়ে যায়। অগ্নিগোলার মতো টগবগ করে।

ইরানের উক্তি পছন্দ হলো না আনাবিয়ার। কোমর থেকে ইরানের হাত সরিয়ে সিঁড়ি বেয়ে ওপরে চলে যায়। ইরানও আর দাঁড়ালো না। আনাবিয়ার পিছু পিছু চলতে লাগলো।

দু’তালার বারান্দায় দাঁড়িয়ে এতক্ষন সবটা পরোক্ষ করছিল জোবান। তাঁদের মধ্যে হওয়া সংলাপ শুনতে পারেনি তবে তাঁদের সনিকট আসতে দেখেছে। কিভাবে দুইজন দুইজনের সাথে লেপ্টে ছিল! জোবান রাগে দুঃখে নিজের চুল নিজেই চেপে ধরে। বিড়বিড় করে বলে,

-আই এম নট লিভিং ইউ আনা। ইউ আর মাই। অনলি মাই।

____________________🌸

ঘুম ভাঙতেই আরমোড়া দিয়ে উঠে বসে আনাবিয়া। পাশে তাকাতেই দেখে ইরান আয়নার স্মুখীন দাঁড়িয়ে তৈরি হচ্ছে। আনাবিয়া কিছু বললো না। বিছানা থেকে নিচে নামতে যাবে এমন সময় ইরান বলে,

-আমি আজ দুপুরে আসব না।

-কেনো?

-একটু দূরে যাওয়া লাগবে তাই। রাতে আসবো বাসায়।

-ঠিক আছে।

-নিজের খেয়াল রাখবে। পায়ে স্প্রে দিও আর হ্যাঁ জোবান থেকে দূরে থেকো।

আনাবিয়া মুখ বাঁকায়। খাপছাড়া হয়ে বলে,

-না জোবানের কোলে যেয়ে বসে থাকবো।

ইরানের মুখে ভাবভঙ্গি কঠিন হয়। দৃঢ় কণ্ঠে বলে,

-শয়তানি করেও এইরকম কথা দ্বিতীয়বার আর মুখে এনো না। সর্বনাশ হয়ে যাবে।

🌸

আজ সকালে হালকা বৃষ্টি থাকলেও বিকেলে বৃষ্টি কমেছে। অত্যাধিক সুন্দর আবহাওয়া দেখে আনাবিয়া সবাইকে নিয়ে ঘুরতে বের হয়। তিনদিন পর চলে যাবে সবাই। আনাবিয়ার ফ্রেন্ডদের সামনে এক্সাম। তাই আর চাইলেও বেশিদিন থাকতে পারবে না। আনাবিয়া তার দাদা দাদির সাথে এটা সেটা নিয়ে কথা বলছে আর হাঁটছে। জোবান আড়চোখে আনাবিয়ার দিকে তাকিয়ে ওর পাশে আসে। অনুনয়ী কণ্ঠে বলে,

-আই এম এক্সট্রিমলি সরি আনা। কালকে একটু বেশিই বলে ফেলেছি তোকে।

-ইট’স্ ওকে। তুই নিজের ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক।

-ধন্যবাদ। একটা কথা জিজ্ঞেস করি?

-হ্যাঁ অবশ্যই?

-তুই আর ইরান একসাথে থাকিস? আই মিন রাতে এক রুমে ঘুমাস?

আনাবিয়া থমথমে গলায় বলে,

-হ্যাঁ।

-ওহহ!

-ইরান লোকটাকে আমি যতটা খারাপ ভাবি সে ততটাও খারাপ নয়। কয়দিন তার সাথে থাকতে থাকতে ভালোই চিনেছি তাকে।

-আবার ভালো টালো বেসে ফেললি না কি?

-না। এটা সম্ভব নয়।

আনাবিয়া সবাইকে তার খালামুনির বাসায় নিয়ে যায়। আপ্যায়নে ব্যস্ত হয়ে পরে জয়তি। কিছুক্ষন সেখানে থেকে সন্ধ্যার দিকে বাসায় আসে তারা।

অন্যদিকে চিন্তিত হয়ে অফিসে নিজের ক্যাবিনে বসে আছে তনুসফা। মন্ত্রী সাহেব ইরানের বিয়ের জন্য তাড়া দিচ্ছে। কিন্তু বিয়ে কিভাবে হবে! ইরান তো অলরেডি বিবাহিত! আর যদি বিয়ে না হয় তাহলে সে খারাপ হয়ে যাবে মন্ত্রীর চোখে। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে তার। এমন সময় তাড়াহুড়ো করে ক্যাবিনে প্রবেশ করে ইরান। চোখ মুখে তার রাগের আভাস। তনুসফা হঠাৎ ইরানকে তার অফিসে দেখে বসা থেকে দাঁড়িয়ে যায়। ইরান রেগে কিছু ফাইল ছুঁড়ে মারে টেবিলের ওপর। চিৎকার করে বলে,

-আমার অনুমতি ছাড়া আপনি কিভাবে একজনের সাথে আমার বিয়ের ওয়াদা দেন তনুসফা শেখ?

তনুসফা ভীত হয়ে যায়। এই প্রথম ইরান তার সাথে রাগ দেখিয়ে চিৎকার করে কথা বলছে। মৃদু স্বরে বলে,

-আমি আমাদের ভালোর জন্যই এমনটা করেছিলাম ইরান ভাই আমার।

-এখানে আমি কোনোরকম ভালো দেখছি না। আপনি কি জানেন না আমি বিবাহিত? জানার পরও কিভাবে আপনি মন্ত্রীর মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেন? জ্ঞান বুদ্ধি বলতেও কিছু আছে আপনার?

-মন্ত্রীর মেয়েকে বিয়ে করলে তোমারও অনেক লাভ ইরান। রইলো ঐ অকর্মা মেয়ে! ওকে ডিভোর্স দিয়ে দেবে তাহলেই তো হয়।

-আর ইউ ম্যাড আপা? আমি ওকে ডিভোর্স দিতে পারব না। আপনি নিজ দায়িত্বে মন্ত্রীকে বলে দিবেন আমি বিবাহিত।

-কেনো তোমার ঐ মেয়েকে ডিভোর্স দিতে সমস্যা কোথায়? এমনেও ঐ মেয়ে ইসরাফ কে ভালোবাসে। ইসরাফ সুস্থ হয়ে গেলে ও তো তোমাকে খারাপ ভাববে! বলবে তুমি ইচ্ছে করে ওর ভালোবাসাকে ছিনিয়ে নিয়েছো। দন্ড ছাড়া কিছুই হবে না ইরান।

ইরান তনুসফার কথা শুনে আরো রেগে যায়। টেবিলের ওপরে বারি দিয়ে চিৎকার করে বলে,

-আমি পারব না ওকে ডিভোর্স দিতে। যদি এটা নিয়ে ইসরাফের সাথে আমার দন্ড হয় তাহলে হবে।

-কেনো পারবে না? বলো ইরান কেনো পারবে না?

-আমি আনাবিয়াকে ভালোবাসি। সবাইকে ছাড়তে পারব কিন্তু ওকে পারব না।

-তুমি ভালোবাসার মানুষ পেলে না?

-কাকে ভালোবাসব আর কাকে ঘৃণা করব ইটস্ মাই চয়েস। আশা করি দ্বিতীয়বার আমার লাইফে ইন্টারফেয়ার করবেন না আপনি।

গটগট করে বেরিয়ে যায় ইরান। বাহিরে দাঁড়িয়ে ছিল তাজীব। ইরানকে এভাবে রেগে যেতে দেখে একটু ভীত হয় সে। দ্রুত করে ইরানের পিছু পিছু যেতে থাকে। গাড়ির ভিতরে বসে বড় করে নিঃশাস নেয়। তাজীব নিজেই গাড়ি ড্রাইভ করছে। ইরান অশান্ত কণ্ঠে বলে,

-আমি বুঝি না সবাই কেনো আমার আনাবিয়ার পিছনে পরে আছে? সমস্যা কী সবার?

তাজীব চুপচাপ ড্রাইভ করছে। ইরান নিজেই পুনরায় বলে,

-আই স্যয়ার তাজীব এবার যে আমাদের মধ্যে আসবে সে নিজের মৃত্যুর মুখোমুখি হবে।

-কিন্তু স্যার ইসরাফ স্যার যদি সুস্থ হয়ে ম্যামকে নিয়ে যেতে চায়?

-হাসালে তাজীব।

-জি স্যার?

-যেহেতু আনাবিয়াকে নিজের করতে আমিই ইসরাফের এক্সিডেন্ট করিয়েছি। সেহেতু ওকে নিজের কাছে রাখতে হলে ইসরাফকে মারতেও আমি দু’বার ভাববো না। বুঝলে?

-ম্যাম যদি এটা জেনে যায়?

-একদিন না একদিন জানবেই।

_______________

নিজের জামাকাপড় ভাঁজ করছে আনাবিয়া। ঘুরেফিরে এসে এখন সবাই যার যার রুমে রেস্ট করছে। আনাবিয়া এই সুযোগে আলমিরার এলোমেলো জামাগুলো ভাঁজ করছে। হঠাৎ আনাবিয়ার চোখ যায় আলমিরার ছোট সিন্দুকে। ভ্রু কুঁচকে সেটা খুলে আনাবিয়া। কিছু ফাইল আর কাগজপত্র রাখা। হয়তো ইরানের কাজের। মাথা নিচু করে আনাবিয়া দেখতে পায় সিন্দুকের ভিতরে আরো ছোট একটি ডয়ার। সেটা খুলতেই আনাবিয়া আরো কিছু ফাইল দেখতে পায়। কৌতূহল বসত ফাইল গুলো বের করে। একটার পর একটা মনোযোগ দিয়ে চেক করতে থাকে। একদম শেষ ফাইলের নিচে কয়েকটা ছবি উল্টো করে রাখা। অতি আগ্রহ নিয়ে ছবিগুলো হাতে নেয়। ছবিগুলো সামনের দিকে ঘুরাতেই আনাবিয়ার চোখ কপালে উঠে যায়। জ্ঞানশূন্য হয়ে ভালো করে দেখতে থাকে ছবি গুলো। দুইটা তার মায়ের ছবি। অনেক আগের। তখন হয়তো তার বয়স ১৬ কী ১৫ ছিল। আর তিনটা ছবি ইসরাফের। বিয়ের দু’দিন আগে তার ফোনে কেউ একজন ইসরাফ আর একটা মেয়ের আপত্তিকর কিছু ছবি পাঠিয়েছিল। এই সেই ছবি গুলো। আনাবিয়া কিছুই বুঝতে পারল না। মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো।

ঠিক সেই সময়ই রুমে প্রবেশ করে ইরান। কোট খুলে ডিভাইনের ওপরে ফেলে দেয়। শার্টয়ের বোতাম খুলতে খুলতে আনাবিয়ার দিকে অগ্রসর হয়।

-ডিয়ার কী করছো এখানে দাঁড়িয়ে? খালামুনির বাসায় গিয়েছিলে শুনলাম?

-,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,।

-কিছু হয়েছে? আমার বাঘিনী চুপ কেনো?

আনাবিয়া প্রতিউত্তরে কিছু বললো না। ছবিগুলো সোজা করে ইরানের মুখের সামনে তুলে ধরলো। কিঞ্চিৎ বিরক্তি নিয়ে ইরান ছবিগুলোর দিকে চোখ রাখে। আনাবিয়া দাঁতে দাঁত চেপে বলে,

-এইসব কী ইরান? আমার মমের পিকচার আপনার আলমিরায় কেনো?

-অনেক আগের ছবি এইগুলো।

-আমি জানি সেটা। এখন বলুন আপনার কাছে কেনো?

ইরান ডিভাইনে বসে। পায়ের জুতো, মোজা খুলতে খুলতে বলে,

-আমি যখন কানাডায় ছিলাম তখন এই ছবিগুলো এরফান শেখ আমাকে পাঠায়। বলেছিল এই সি আই ডি অফিসার তাঁদের অনেক জ্বালাচ্ছে এর একটা ব্যবস্থা করতে হবে। আমাকে দেশে আসতে বলেছিল। আমি সাফ মানা করে দিয়েছিলাম। কারণ তখন আমার এক্সাম চলছিল। আর খুন-খারাবির মধ্যে আমি নেই।

-আর ইসরাফের ছবি গুলো?

-আমাকে একজন দিয়েছিল। আমি যাতে আমার ভাইকে অমানুষের থেকে মানুষ বানাই তাই হয়তো কেউ দিয়েছিল।

-সব কী সত্যি বলছেন?

-মিথ্যে বলার কোনো প্রয়োজন তো দেখছি না। আর এইসব বিষয় আমি মিথ্যে বলতে চাইও না।

-সত্যি হলে তো হলোই। আর যদি মিথ্যে হয় তাহলে সেইদিন সি আই ডি অফিসার তন্নী ফারুকের মেয়ে আনাবিয়া সাবরিনের সাথে পরিচিত হবেন ইরান।

>>>>চলবে।
(আসসালামু ওলাইকুম। বাসায় মেহমান থাকায় কাল গল্প দিতে পারিনি। ভীষণ দুঃখিত আমি। আজও ব্যস্ত থাকায় রি-চেক করতে পারিনি। ভুল ক্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। ❤️🙂)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here