সিনিয়র_মামাতো_বোনের_পেরা,পর্ব_০৩

#সিনিয়র_মামাতো_বোনের_পেরা,পর্ব_০৩
#লেখক_কাজী_সাদ_ইসলাম_যারিফ

তখনি সূর্য বললো

– না আমি আমার বেস্ট ফ্রেন্ডের কষ্ট দেখতে পর্ব না। ওর কষ্ট আমি বুঝতে পারি।

– মানে? তোমার বেস্ট ফ্রেন্ড কে? শোয়েব নাকি?

– হুম, সঠিক ধরেছো?

– কি বলতে চাচ্ছো?

– তুমি ওর সাথেই ভালোবাসা কন্টিনিউ করো?

– কিভাবে? ও আমার ছোট ভাই, তোমারও।

– নাহ। ওর আর আমার বয়স সমান। ওর বয়স ২০ আমার বয়সও ২০।

– আর আমার বয়স তো ২২।

– তুমি আমার সাথে প্রেম করছো! ওর সাথে পারবে না?

– বুঝলাম, তুমি ছোট তোমার সাথে প্রেম করি, কিন্তু ও আমার ছোট ভাই মানে মামাতো ভাই হয়। আমি কিভাবে ওকে জামাই ডাকবো? আমার বাবাই বা যাকে শালা বলতো তাকে বিয়াই কিভাবে??

– আরে চিন্তা করো না। সব কিছু আমি দেখে নিবো।
I will just say Break Up!

– 🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂

– কি হইছে?

– কিছুনা, যাও।

বাসায় এসে আফসানা আমার গলা ধরে উপরে উঠিয়ে বললো

– তোর কি কোনো ক্ষতি করেছিলাম আমি? তুই আমার প্রেমে পড়েছি কেনো? আমার বয়ফ্রেন্ডটাকে ভাগাইসস। কি বলে? ও তোর বেস্ট ফ্রেন্ড? কল দে ওকে! কল দে!!!

আমি একটা বাচ্চা ইদুরের মতো কল দিলাম।

– হেলো শোয়েব? কি করিস? ভালো তো সব? আজকে আমাদের প্রায় ৪ বছর পর দেখা হলো। S.S.C দেবার পর আমরা আলাদা কলেজে চলে যাই। তখন থেকেই আমাদের কথাবার্তা বন্ধ। মনে আছে? তোর কিডনির সমস্যা ছিল? ডাক্তার বলেছিল আর ১০ বছর বাচবি? বন্ধু জীবনের আর ৬ বছর আছে। আমার অনেক কান্না আসে।যদি আমি আমার কিডনি তোকে দিতে পারতাম!!! আমাকে মাফ করে দিস!

– সব কথা এখানেই বলবি নাকি? বিকালে পার্কে দেখা করে কথা বলবো।

– আচ্ছা বন্ধু।

ফোন রেখে দেখলাম আফসানার চোখ থেকে পানি পড়ছে।

– তুই কাউকে এ কথা বলিস নি কেনো? কেনো বলিস নি যে তুই আর ৬ বছর বাচবি? আর তাছাড়া তুই মারা গেলে আব্বা আমার কি কষ্ট হবে জানিস?

– আমি টাকা জোগাড় করেছি তো! কিছু টাকা জোগাড় করে আমার যে একটা কিডনি ডেমেজ হয়েছে সেটা ঠিক করে নেব!

– কত টাকা লাগবে?

– মিনিমাম ৫ লক্ষ?

– কত হয়েছে ৪ বছরে?

– ১ লক্ষ। আর তাছাড়া তুমি কিভাবে জানলে আমি ৪ বছর ধরে এগুলো জমাচ্ছি?

– সবই জানি। আমি তোকে কালকেই টাকা দিবো। তুই নিজের চিকিৎসা করিয়ে নিবি। আর কোনোদিন আমার সাথে প্রেমের কথা মুখে আনবি না।

– আচ্ছা।

আপু নিজের রুমে আসার পর………….

#চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here