গল্প : রোমান্টিক জিন বউ,পর্ব : ২
লেখক : অচেনা কিউট ছেলে
তখন হঠাট আমার পুরো ঘরটা আলো হতে লাগলো আর কিছু একটা জিনিস ভেসে উঠছে তারপর দেখলাম মানুষ এর মতো কিছু হচ্ছে কিছুখন পর একটা মেয়ের রূপে আসলো আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি তখন মেয়েটা দৌড়ে আমার কাছে আসলো আর বললো।।
> আমায় ক্ষমা করে দাও প্লিজ অনেক কষ্ট দিয়েছি। তুমি মরে গেলে আমি কি নিয়ে থাকবো কাকে এমন পাগলের মতো কিস করবো ( মেয়েটি বললো )
তখন আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। অন্ধকারে মেয়েটার মুখ দেখা যাচ্ছিলো না আমি বিছানা থেকে উঠে দৌড় দিয়ে চলে যেতে চাইলাম কিন্তু দরজাটা বন্ধ খুলতে পারছি না হঠাত আমি আপনা আপনি পিছনে যেতে লাগলাম বিছানার কাছে গিয়ে থামলো তখন মেয়েটি আমার হাতে দরে বললো৷ ।
> তুমি ভয় পাচ্ছ কেন আমি তোমায় কিছু করবো না ভয় পেওনা বসো এখানে ( মেয়েটি বললো )
তখন আমি চুপ করে বসে পড়লাম কিছুখন দুজনেই চুপচাপ হয়ে বসে থাকলাম কিছুখন পর মেয়েটা বললো ।
> যানো তোমার উপর অত্যাচার করতে করতে কখন যে তোমায় ভালবেসে ফেলেছি নিজেও যানি না তুমি যখন মৃত্যুর কথা বললে তখন নিজেকে আর সামলাতে পারলাম না তুমি চলে গেলে আমি কাকে এমন পাগলের মতো ভালবাসবো বলো ( জিন মেয়েটি বললো )
তখন আমি মেয়েটিকে বললাম ।।
> আচ্ছা একটা কথা বলো আমায় এমন অত্যাচার করছিলে কেন কিসের জন্য ( আমি বললাম )
তখন মেয়েটি বললো।।
> তোমার মনে আছে একদিন সন্ধায় তোমার বন্ধুদের সাথে নিয়ে তোমাদের বাসার পিছনে বাগানে চারটি মুরগী গুড়িয়ে গুড়িয়ে পুড়ছিলে ( মেয়েটি বললো)
( ওহ আপনাদের তো বলা হয়নি আমাদের বাসার পিছনে বড় একটা বাগান আছে বাকিটা গল্পে যানবেন)
> হুম কেন কি হইছিলো ( আমি বললাম )
> আমি তোমাদের থেকে কিছুটা দূরে ছিলাম আর দেখছিলাম তখন তুমি কি করেছিলে একটা লাঠিতে আগুন জ্বালিয়ে ছুড়ে মেরেছিলে সেটা আমার পায়ে পড়ছে তখন তুমি আবার এসে আমার ছায়ায় লাথি মারলে আগুন ছুড়ে মেরেছিলে কিছু বলিনি কিন্তু আমাদের জিন এর ছায়ার যদি কেউ লাথি দেয় তাহলে তাকে আমরা ছাড়ি না মেরে ফেলি তারপর থেকে রাগের মাথায় তোমার উপরে অত্যাচার করেছি আর এই অত্যাচার করতে করতে তোমায় ভালবেসে ফেলেছি ( জিন মেয়েটি বললো )
> আচ্ছা তাহলে আমার সরিলে কামড় এর দাগ কেন আর ঠোঁট কাটা ছিলো কেন ( আমি বললাম )
> যখন একটু একটু তোমার মায়ায় পড়েছি তখন কামড় দিয়েছি মারতে পারিনি আর এখন তোমায় ভালবেসে ফেলেছি তাই গতকাল রাতে কিস করেছি কিস করতে করতে তোমার নেশায় এতটাই পড়ে গিয়েছিলাম যে প্রায় পাগল হয়ে গিয়েছিলাম নিজেকে আর সামলাতে পারলাম না তাই কামড় দিয়েছি ( জিন মেয়েটি বললো )
> কিহহ তুমি এই শিশু ছেলের সব ইজ্জত কেরে নিছো তাহলে। আম্মা আমি আর এই জিবন রাখমু না এখন এই মুখ আমি কাকে দেখাবো সব দেখে ফেলছে, ( আমি নেকা কান্না করে বললাম )
> হি 😁 হি 😁 হি😁 আরে তাতে কি হইছে আমিই তো দেখেছি আর তো কেউ দেখেনাই ( জিন মেয়েটি বললো )
> এ্যাহ 😭 এ্যাহ 😭 এ্যাহ 😭 কেন দেখছেন এখন আমি এই মুখ কেমনে দেখামু সবাইকে ( আমি এমনি এমনি কান্না করে বললাম)
> হি 😁 হি 😁হি😁 হয়েছে কান্না করতে হবে না সমস্যা নাই আমি কিছু করিনি কারন তুমি অনেক অসুস্থ তাই তুমি সুস্থ হও তারপর । ( জিন মেয়েটি বললো৷)
> যাক বাঁচা গেলো ইজ্জত কাকু এখনো যায়নি আমার ( আমি বললাম )
> আচ্ছা তুমি আমায় ক্ষমা করে দিয়েছো তো ( জিন মেয়েটি বললো)
> হুম ক্ষমা করে দিছি আচ্ছা তুমি যে বললে আমায় ভালবাসো এটা কি সত্যি ( আমি বললাম )
> হুম খুব ভালবাসি তোমায় আর খুব যলদি তোমার বউ হবো ( জিন মেয়েটি বললো )
> কিন্তু আমি তো তোমাকে বিয়ে করবো না ভালবাসবো না……. তখন আমার কথা থামিয়ে জিন মেয়েটি বললো
> তোমাকে আমায় ভালবাসতেই হবে নয়তো আবার অত্যাচার করবো মেরে ফেলবো তোমায় ( জিন মেয়েটি বললো )
> চাচাতো বললো আগামীকাল রাতে আমায় নিয়ে কবিরাজি করবে তাহলে আর চিন্তা কিসের এটাকে তখন আমার পিছু ছুটাবো ( মনে মনে বললাম )
> তুমি মনে হয় জিন কি সেটা যানো না আমি আগামী দুই দিন এর বিরত তোমায় বিয়ে করবো ( জিন মেয়েটি মনে মনে বললো)
তখন আমি বললাম জিন মেয়েটিকে।
> আচ্ছা আমায় সময় দাও দুদিন এর ভেবে বলবো তোমায় ( আমি বললাম )
> আচ্ছা ঠিক আছে দিলাম সময় তোমায় ( জিন মেয়েটি বললো )
> একে আগামীকাল আমার পিছু ছুটাবো চাচাকে বলে ( মনে মনে বললাম )
> তুমি দুইদিন ভাবো আর আমি দুইদিন পর বিয়ে করবো তোমায় যাই এখন গিয়ে আব্বু আম্মু কে রাজি করাতে হবে ( মনে মনে বললো জিন মেয়েটি)
তখন জিন মেয়েটি বললো ।
> আচ্ছা আমি আজ চলে যাই আগামীকাল রাতে আসবো আজ একটা কাজ আছে আর আগামীকাল কিন্তু আমার ভালবাসা হ্যা বলতে হবে ( জিন মেয়েটি বললো )
> আচ্ছা আমি ভাবছি ( আমি বললাম )
> আচ্ছা তুমি ভাবো আমি যাই তার আগে একটু কিস করে যাই খুব মিষ্টি তোমার ঠোঁট ( জিন মেয়েটি বললো)
> আ…………আর কিছু বলতে পারলাম না তার আগেই আমার ঠোঁট দখল করে নিলো পাঁচ মিনিট কিস করে চলে গেলো তারপর আমি ঘুমিয়ে গেলাম ছয়টি মাস পর আজ একটু ঠিক মতো ঘুমাতে পারবো কিছুখন বিছানায় এপাস ওপাশ করে ঘুমিয়ে গেলাম তারপর সকালে আম্মু এসে ঘুম ভাঙ্গিয়ে দিয়ে গেলো উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে খেয়ে৷ আসলাম সারাদিন ঘরে বসে কাটিয়ে দিলাম চাচা সন্ধায় আসলো একটা বেগে অনেক কিছু নিয়ে । তারপর আমার রুমে এসে খাটে বসে আমায় বললো।।
> ভাতিজা তারপর কি কিছু জিজ্ঞেস করেছিস ( চাচা বললো)
> হুম চাচা জিজ্ঞেস করছি ( আমি বললাম )
> কি বললো জিন ( চাচা বললো৷)
> তারপর প্রথম থেকে সব খুলে বললাম চাচাকে তখন চাচা বললো।
> এটাতো সাংঘাতিক বেপার কোনো জিন যদি কাউকে ভালবাসে তাহলে সেটা সে আদায় করে ছাড়ে যদি কেউ তখন তাকে তার ভালবাসার মানুষ থেকে আলাদা করতে যায় বাধা দেয় তাহলে দুজনের পরিবার এর ক্ষতি হবে আর এটা কোনো ভাবে সম্ভব না তকে গতকাল বলেছে ভালবাসে দেখ এতখনে তার পরিবার সব জেনে গেছে এখন দেখার বিসয় তকে কি তারা সাথে করে নিয়ে যাবে নাকি এখানেই থাকবে ( চাচা বললো )
চাচার কথা শুনে অনেক ভয় পেয়ে গেলাম আর মনটাও খারাপ হয়েগেলো। তাহলে কি করবো এখন আমি আমায় কি নিয়ে যাবে নাকি এখানেই রাখবে তখন চাচা কে বললাম
> চাচা এখন কি কিছুই করার নেই এই জিনটাকে আমার পিছু থেকে ছুটাও প্লিজ ( আমি বললাম মন খারাপ করে )
> আমি কিছুই করতে পারবো না কিন্তু আমার গুরু মনে হয় করতে পারবে দাড়া কল দিচ্ছি এখন ( চাচা বললো )
> হুম চাচা দেখো একটু ( আমি বললাম .)
চাচা কল দিচ্ছে কিন্তু তার কল রিসিভ করছে না তখন চাচা বললো ।
> আচ্ছা ভাতিজা আমি আগামীকাল আবার তাহলে গুরু কে নিয়ে আসবো এখন যাই ( চাচা বললো৷)
> ঠিক আছে চাচা যাও ( আমি বললাম )
তারপর চাচা চলে গেলো আমিও ঘর থেকে বের হয়ে চলে আসলাম বাগানে অনেক দিন দরে যাই না সেখানে গিয়ে কিছুখন বসে চলে আসলাম এসে খেয়ে রুমে চলে আসলাম এসে শুয়ে পড়লাম রাত ১২ টার দিকে মনে হচ্ছে কেউ আমার উপর বসে আর আমার শাট খুলছে মনে করলাম এটা আমার ভুল মন হয় কিন্তু কিছুখন পর কেউ আমার ঠোঁটের মাজে হাত দিয়ে টানছে আর মাথার চুলে গুলো দরে টানছে আর না চেয়ে থাকতে পারলাম না আজ লাইট ওফ করিনি তাকিয়ে দেখি একটা মেয়ে এটা মেয়ে বললেও ভুল হবে মনে হয় কোনো পরি নেমে আসছে আসমান থেকে কিছু বালার আগেই পাগলের মতো কিস করতে লাগলো…………
বানান গুলো ভুল হলে ক্ষমা করে দিবেন।
কেমন হয়েছে গল্পটা কমেন্ট করে জানিয়ে দিন।
চলবে……..