মিঃ নিরামিষ😒😂,Part_3,4

মিঃ নিরামিষ😒😂,Part_3,4
Writer-Afnan Lara
Part_3

তুলি-উফ,যে করেই হোক এই বিয়ে ভাঙতে হবে
তুলি-হ্যালো ভিকি,শুন তুই আমার সাথে কালকে একটা restaurant এ মিট কর,,
ভিকি-কিন্তু কেন?
তুলি-যেটা বলসি করবি,নইলে তোর আর রিপার রিলেশন এর কথা তোর আম্মুরে কইয়া দিমু
ভিকি ভয়ে ওকে বলে দিলো
পরেরদিন তুলি নিবিড়কে কল দিয়ে বললো দেখা করতে চায়
নিবিড়-আমি তো ভার্সিটিতে,আচ্ছা ঠিক আছে,১০মিনিট পর আসতেছি
নিবিড় এসে দেখলো তুলি একটা ছেলে মানে ভিকিকে নিয়ে বসে কফি খাচ্ছে
তুলি-হাই নিবিড় স্যার
নিবিড় ভিকিকে দেখে মুচকি হাসলো
ভিকি নিবিড়কে দেখে এক লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গেলো
ভিকি-নিবিড় স্যার,কেমন আছেন
তুলি-😒বসো তো,শুনুন নিবিড় স্যার,ও আমার বিএফ
ভিকি-কিহ?এই তুই পাগল হইছস,চুপ কর
তুলি-আমাদের ৩বছরের রিলেশন চলতেছে
নিবিড়-তাই নাকি ভিকি?
ভিকি-না স্যার
তুলি পা দিয়ে ভিকিকে খোঁচা দিলো
তুলি-না নয় হ্যাঁ
ভিকি-আরে না, বুঝস না কেন,চুপ থাক
নিবিড়-তা ভিকি তোমার ভাই জানে?তোমার রিলেশনের কথা
ভিকি-না,এটা রিলেশন না,তুলিকে আমি চিনিও না
ভিকি এক দৌড়ে পালালো
তুলি হা করে তাকিয়ে আছে,কোথায় ভাবসে সব কিছুতে পানি ঢেলে দিবে এখন দেখি ভিকি পালালো
নিবিড়-এই যে ম্যাডাম জানতে চাইবেন না ভিকি কেন পালালো?
তুলি-😒কেন
নিবিড়-ওর ভাইকে আমি private পরিয়েছি অনেক,,ওদের বাসা আমাদের বাসার পাশে, ওরেও আমি চিনি,
তুলি মুখে হাত দিয়ে তাকিয়ে আছে
নিবিড়-আর ভিকির girlfriend রে আমি চিনি,,তুমি যে সে না সেটাও জানি,তো কি খাবা বলো?
তুলি-আপনার মাথা খাব
তুলি রেগে উঠে হাঁটতে গিয়ে দুম করে নিচে পড়ে গেলো
পায়ে হাত দিয়ে বসে আছে
নিবিড়-আমার ভার্সিটিতে যেতে হবে বাই,
নিবিড় চলে গেলো
তুলি-আরে কি irresponsible!!! নিরামিষ, অসভ্য!!!আমি পড়ে গেছি আমাকে না তুলে,বাসায় না পৌঁছে দিয়ে চলে গেলো!!
তুলি রাগে গজগজ করতে করতে বাসায় আসলো
তুলি-আমাকে,??তুলি রহমানকে হারাচ্ছে??ছাড়ব না আমি,,মাথায় কোনো বুদ্ধিও আসতেছে না,উফ,,ভাব তুলি ভাব,ভালো করে ভাব,,
তুলি-আইডিয়া!!!!😁
নিবিড় রাতে নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করতেছে,
তুলি নিবিড়দের বাসার সামনে এসে হাজির,তাও কাকে নিয়ে?ভিকিকে নিয়ে,ওর কান টেনে এনেছে
তুলি-শুন তোরে নিবিড় দেখবে না,,তুই শুধু আমাকে দোতলাতে উঠতে help করবি ব্যস
ভিকি-ওকে😒
তুলি উপরে উঠলো,এবার বুঝবে
নিবিড়ের গরম লাগতেছে দেখে শার্টটা খুলে রাখলো,,
বারান্দার গ্লাস খুলতে গেলো বাতাসের জন্য,এসি অন করলে আবার ঠাণ্ডা লাগবে তাই
তুলি জামার হাতা একটা নামিয়ে ওড়না ফেলে রেডি হয়ে আছে,যখনই ডোর খুলবে ভয় দেখিয়ে দিমু,এসব দেখলে অন্তত বিয়ে করবে না
নিবিড় খালি গায়ে দরজা খুলতেই দেখলো তুলি মডেলদের মতন দাঁড়িয়ে আছে,গায়ে ওড়না নাই,যে জামা আছে সেটাও মনে হয় পড়ে যাবে
তুলি-ট্যাটট্যারায়ায়া😎💃
তুলি চোখ খুললো,চোখ খুলে নিবিড়কে খালি গায়ে দেখে ৪২০ভোল্টের শক খেয়ে দুনিয়া দারি নিয়ে এক চিৎকার দিলো
সবাই শুনে ফেলবে দেখে নিবিড় তুলির মুখটা চেপে ধরলো,ধরে ভিতরে নিয়ে আনলো
তুলি-ছাড়ুন,stupid!
নিবিড় খাট থেকে শার্টটা নিয়ে পরে নিলো
তুলি নিজের ওড়না খুঁজতেছে
নিবিড় তুলির হাত টেনে ধরে সামনে আনলো
নিবিড়-কি?তুমি এত রাতে এখানে কেন?
তুলি -শুনুন,আমি অনেক খারাপ মেয়ে,রুম ডেট করতে আসছি,চলুন
নিবিড়-এতই খারাপ হলে আমাকে খালি গায়ে দেখলে চিৎকার দিতা না
তুলি-যাই হোক,চলুন রুম ডেট করবো
নিবিড়-বিয়ের পরে,, এত তাড়া কিসের
তুলি নিবিড়কে ধাক্কা দিয়ে খাটে ফেললো,হেঁটে যাওয়ার সময় জামার হাতা একটু নেমে যেতেই তুলি টেনে ঠিক করে নিলো
নিবিড় খাটে শোয়া অবস্থা হো হো করে হেসে দিল
মা-কি রে নিবিড়?কি হইসে
তুলি দাঁত কেলিয়ে সেদিকে তাকালো
তুলি-এখন নিশ্চয় আমি চিৎকার করলে উনার মা জেনে যাবে আমি এখানে আছি,আর ভাববে আমি খারাপ মেয়ে😁বিয়ে তাইলে cancel
তুলি-আমিইই তুলিইই আন্টিইইইইই
নিবিড় পেছন থেকে তুলির মুখ চেপে ধরলো
তুলি নিবিড়কে হাতের নখ দিয়ে খাঁমচাচ্ছে
নিবিড়-চুপ করো,
নিবিড় তুলির হাত ধরে বারান্দায় নিয়ে গেলো
নিবিড়-যাও বাসায় যাও
তুলি-কিভাবে যাব,আমাকে দিয়ে আসুন না😁
নিবিড়-আমি জানি তুমি কারোর না কারোর সাথে আসছো,তার সাথেই যাও,আর সে যদি ভিকি হয় তাইলে তো সেফলি তোমাকে বাসায় দিয়ে আসবে
তুলি-I hate you
তুলি -(নাহ,এখন যাব না,ডোজ শেষ হয়নি)
তুলি নিবিড়কে দেওয়ালের সাথে ঠেলে চেপে ধরলো শক্ত করে
তুলি-now আমি তোমায় কিস করবো
নিবিড় ব্রু কুৃচকে তাকালো তুলির দিকে
তুলি-কি?বিশ্বাস হচ্ছে না??
নিবিড়-হলেও কি নাহলেও কি
তুলি-হলে হচ্ছে আমি খারাপ মেয়ে,বিয়ের আগে কিস মানে বুঝো তো আমি কত খারাপ
নিবিড়-হুমমম খারাপ তে বটেই
তুলি-তাইলে বিয়ে cancel করো
নিবিড়-নাহ
নিবিড় তুলিকে উঁচু করে দোতলা থেকে ফেলে দিলো
নিচে একটা ট্রাক দাঁড়িয়ে ছিল, যেটার মধ্যে সব গাঁদা ফুল ছিল,নিবিড় সেটা দেখতে পেয়েছিল
তুলি ঠাস করে ট্রাকের উপর পড়ে আম্মাগো করে উঠলো
নিবিড় হাসতে হাসতে রুমে চলে গেলো
ভিকি-কিরে হাড্ডি ভাঙছে,??
তুলি-চুপ থাক!বেদ্দপ
তুলি গা ঝাড়তে ঝাড়তে নিচে নামলো
তুলি-একি আমার ওড়না কই
ভিকি-এই তুই স্যারের সাথে কি করছস?
তুলি-এই স্যার,কুত্তা স্যার, আমার ওড়না দে কইতাছি😡
নিবিড় ওড়না গলায় পেঁচিয়ে বারান্দায় দাঁড়ালো
নিবিড়-এই ওড়না আমি দিব না,টয়লেট পেপার শেষ হয়ে গেছে এটা দিয়ে ২দিন চলবে,নিবিড় চলে গেলো
তুলি-u stupid, বেয়াদব, অসভ্য,,নিরামিষ কোথাকার
ভিকি-এরে শুন,নিরামিষ কি গালি নাকি?
তুলি-তুই বুঝবি না চল,
তুলি ব্যাগ থেকে জ্যাকেট নিয়ে পরে নিলো যেহেতু ওড়না নেই
বাসায় এসে আবার ভাবতে লাগলো কি করা যায়
তুলি-এত dangerous এই ছেলেটা,আমি তো খালি নিরামিষ ভাবছিলাম,এখন দেখি নিরামিষ আর আমিষ এর যোগফল,যাই হোক অনেক বড় বেয়াদব একটা ছেলে,,স্যাররা এত বেয়াদব হয় জানতাম না,যাই করি তাই হেসে উড়াই দেয়,,অসয্য

চলবে❤

মিঃ নিরামিষ😒😂
Writer-Afnan Lara
#Part_4
পরেরদিন তুলি রেডি হয়ে কলেজের জন্য গেলো,
মিতু-কিরে?তোর নাকি বিয়া ঠিক
তুলি-😒
মিতু-ছেলে নাকি handsome
তুলি-কচু,পুরা নিরামিষ
মিতু-ওওও,এটারে নিয়ে সংসার করবি কি করে😰
তুলি-বিয়ে হতে দিব না
মিতু-তুই তোর বাবারে যে ভয় পাস😂বিয়ের থেকে তো পালাতে পারবি না
তুলি-😭
মিতু-আরে মেয়েরা এমন ভিড় করে কি দেখতেছে
একটা মেয়ে দৌড়ে যাচ্ছিল,
তুলি ওর হাত ধরে ওরে আটকালো
তুলি-কি হইসে?
মেয়েটা-আরে নিবিড় স্যার এসেছে আমাদের কলেজে,জাতির ক্রাশ
মেয়েটা চলে গেলো
তুলি-😂😂এইটা নাকি জাতির ক্রাশ
মিতু-সত্যি রে ছেলেটা অনেক কিউট,আমার যদি ওর সাথে বিয়ে হতো
তুলি-করে নে,আর আমারে রক্ষা কর
মিতু-মানে?
তুলি-এটা সেই ছেলে যাকে আমি নিরামিষ বলসি
মিতু-😱😱😱😱তুই কত লাকি😲
তুলি-সর তো,এখানে কেন এসেছে দেখতে দে,,গিয়ে জিজ্ঞেস করবো এখন,সব মেয়েদের চেহারা দেখার মতন হবে😁
তুলি নিবিড়ের সামনে গিয়ে দাঁড়ালো
তুলি-কি?এখানে কেন?
নিবিড় তুলিকে না চেনার ভান করে ওকে না দেখার ভান করে সাইড করে কলেজে ঢুকে গেলো
মিতু-কিরে তুই না বললি এটার সাথে তোর বিয়ে ঠিক তাইলে এখন তোকে চেনে না কেন
তুলি-stupid বেয়াদব, এরে আমি ছাড়ব না😡
সব মেয়েরা হাসতেছে এটা বলে যে নিবিড় তুলিকে পাত্তা দেয়নি
নিবিড় তুলিদের কলেজে এসেছে একটা মিটিংয়ে
তুলি ব্যাগ নিয়ে কলেজে থেকে বেরিয়ে যেতে লাগলো দারোয়ান আটকালো,, হেডস্যারের কড়া নিষেধ মিটিং পর্যন্ত কেউ যেতে পারবে না
তুলি গিয়ে ক্লাসে বসলো,,
নিবিড় মিটিং শেষে তুলিদের ক্লাস রুমে আসলো
সব মেয়েরা ব্যাগ নিয়ে গিয়ে সামনে বসলো,নিবিড়কে ভালো করে দেখার জন্য,তুলি একা পেছনে বসে আছে
নিবিড় রুমে ঢুকায় সবাই সালাম দিল,তুলি দিলো না,মুখ গোমড়া করে বসে আছে
নিবিড় সবার সাথে কথা বলতে থাকলো
তুলি রাগে ফেটে যাচ্ছে,,
নিবিড় -এই যে মেয়ে তুমি পিছনে বসে আছো কেন??সামনে আসো
তুলি না শুনার ভান করে বসে আছে
নিবিড় হ্যাডস্যারের দিকে তাকালো
হেডস্যার তুলির কাছে গিয়ে এক ধমক দিলো,
তুলি ব্যাগটা হাতে নিয়ে সোজা রুম থেকে বেরিয়ে চলে গেলো,যাক গে,এখন যা খুশি হোক,,কত বড় সাহস সবার সামনে আমাকে insult করে
নিবিড়-ঠিক আছে,আবার দেখা হবে সবার সাথে আমি আসি
হেডস্যার -কিন্তু কেন,,আরেকটু থাকেন
নিবিড়-আমার হবু স্ত্রীকে বাসায় পৌঁছে দিতে হবে
হেডস্যার-আচ্ছা তাই,congratulations,, তা উনি কিসে পড়ে,,আর বিয়ে কবে
নিবিড়-কিছুক্ষন আগে যে মেয়েটা রুম থেকে ব্যাগ নিয়ে চলে গেলো,আর আপনি যাকে ধমক দিসেন সে আমার হবু স্ত্রী
হেডস্যার রোবটের মতন তাকিয়ে আছে,পুরো ক্লাস স্তব্ধ হয়ে গেছে
নিবিড়-আসি কেমন??বিয়েতে অবশ্যই আসবেন
নিবিড় বেরিয়ে গেলো রুম থেকে,গিয়ে দেখলো তুলি দারোয়ানের সাথে ঝগড়া করতেছে,
নিবিড় গিয়ে তুলির পাশে দাঁড়ালো
তুলি পারছে না গিলে খাচ্ছে নিবিড়কে
ক্লাসরের সবাই জানালা দিয়া উঁকি মেরে তাকিয়ে আছে
তুলি দারেয়ানের দিকে চোখ বড়বড় করে তাকিয়ে বেরিয়ে গেলো
নিবিড় ও গেলো
তুলি-এই রিকসা যাবেন??
নিবিড়-যাবেন?
তুলি ব্রু কুঁচকে তাকিয়ে সরে গেলো
নিবিড় ও সরে গেলো
তুলি-আমি আজকে এই বিয়ে ভেঙেই ছাড়বো
তুলি রিকসাতে উঠলো,নিবিড় ও উঠে গেলো,,তুলি রেগে নামতে গিয়ে দুম করে পড়ে গেলো নিচে,এবার তুলি ব্যাথা পেলো,এমন ব্যাথা পেলো যে হাত থেকে রক্ত বের হচ্ছে
তাও তুলি একটু ও শব্দ করলো না,হাত লুকিয়ে উঠতে গেলো,নিবিড় তুলির আরেক হাত ধরে টেনে তুললো
তুলি-ছাড়ুন,আমি বাসায় যাব
নিবিড় কোনো কথা বলছে না টানতে টানতে তুলিকে নিয়ে ওর গাড়ীতে বসালো
সোজা ওকে নিয়ে হসপিটালে আসলো,
তুলি-এত ঢং করেন কেন,আপনি,লাগবে না এত কেয়ার দেখানোর আপনাকে আমি বিয়ে করবো না
নিবিড় ওকে বসিয়ে নার্সকে ডেকে আনলো,নার্স তুলির হাতে ব্যান্ডেজ করে দিলো,তুলি অনবরত বকেই যাচ্ছে
নিবিড় একটা কথাও বলছে না
ওকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেলো
তুলি বাসায় এসে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে বসলো,
কি করতে মন চাচ্ছে এখন,,আমাকে কেউ সাহায্য করার মতন নাই যে এর থেকে বাঁচাবে😭
বাবা-তুলি,দরজা খুলো
তুলি গিয়ে দরজা খুললো
বাবা-রেডি হয়ে নাও,আজকে সন্ধ্যায় নিবিড়দের ফ্যামিলি আর আমরা সবাই যাব engagement এর শপিং করতে,আগে ওদের বাসায় যাব,নিবিড়ের দাদি তোকে দেখবে
তুলি-engagement হতে দেওয়া যাবে না
তুলি বাবার ভয়ে গেলো নিবিড়দের বাসায়,
একটা লাল থ্রি পিস পরে নিলো,মন খারাপ অনেক তুলির,আজকে রাগ সামলিয়ে নিবিড়কে বুঝাতে হবে
বাসায় এসে তুলি নিবিড়কে চারিদিক খুঁজতেছে
নিবিড়ের ছোট ভাই নিরব,সে বললো নিবিড় তার রুমে
সবাই হো হো করে হেসে দিলো
তুলি লজ্জায় শেষ
ভাবী-যা,নিবিড়দের রুম দেখে আয়
তুলি হাঁটতে হাঁটতে গেলো,দেখলো নিবিড় আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছে
তুলি-আসবো?
নিবিড়-আরে তুলি যে,আসো আসো
তুলি ভিতরে ঢুকে গিয়ে নিবিড়ের পা ধরে নিচে বসে গেলো
নিবিড়-এটা কি করছো?উঠো
তুলি-প্লিস বিয়েটা cancel করেন এখনও তো engagement হয়নি,প্লিস না করে দিন,প্লিস,
কান্না করার নাটক করলো তুলি,emotional blackmail শুরু করসে তুলি
নিবিড় তুলির হাত ধরে উঠালো
নিবিড়-যাও
তুলি খুশি হয়ে চলে গেলো
নিবিড় রেডি হয়ে বের হলো
দাদি-মেয়ে তো মাশাল্লাহ😍😍😍☺
তুলি-(হাহা,লাভ নাই,তোমার নাতির বউ হমু না)
নিবিড়-মা শুনো
তুলি তো খুশিতো শেষ
নিবিড়-তাড়াতাড়ি করো,engagement এর শপিং করে বাসায় এসে আমাকে খাতা দেখতে হবে অনেক
তুলি আমক হয়ে তাকিয়ে আছে,এটা কি বললো নিবিড়,পায়ে ধরলাম তাও বিয়ে cancel করবে না?এত বেয়াদব??
তুলি রেগে উঠে দাঁড়িয়ে গেলো
বাবা-হুম চলো তাহলে
তুলি-😭😡😡😡😡😡😡
শপিং মলে এসে নিবিড়ের মা তুলিকে যাই দেখাচ্ছে তুলি না বলে দিচ্ছে

চলবে♥

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here