ভালো তুমি বাসবেই,পার্ট-৩
Written By Ayat Mushtarih Ayan
.
.
.আমার বাড়িতে এসে আমার বউকেই কিস করা হচ্ছে??
আবে হারামি..দ্বারা তোকে মজা দেখাচ্ছি.
.
আমার রাগ আর কন্ট্রোল হচ্ছে নাহ..
ইসসশহহ৷ কি করি…।
.
এমন সময় হাতের কাছে ফুলের টব দেখতে পাই..
আজ এইটা দিয়েই বেটার মাথা ফাটাবো..
.
আমি ফুলের টব হাতে নিয়ে এগুচ্ছি..
.
.
কিন্তু দরজার কাছে যেতেই দেখি সাবা আয়ানকে বলতেছে..
.
আয়ান..এগুলা এখন নাহ..
>তো কখন??
>আয়ান..আমার বিয়ে হয়ে গিয়েছে অথচ এখন অ আমি আমার স্বামীকে ছুতে পর্যন্ত দেই নি..
.
আর তুমি কি না চাইতেছো আমি তোমায় বিয়ের আগে কিস করি??
>তো করতেই তো পারি…কারণ আমরা একে অপরকে ভালোবাসি..
>ভালোবাসি তাই ছুতে দিছি..অন্য কেউ এমন করলে হাত ভেংগে দিতাম..
>সাবা??
>তুমি প্রমাণ চাইছিলা যে বিয়ের পরেও আমি ঠিক আছি কি না..প্রমাণ পাইছো?
>হে পাইছি..
>এখন যতো দ্রুত সম্ভব বিয়ের প্রস্তুতি নাও
>আচ্ছা..
.
.
আয়ান চলে গেলো বাসা থেকে.।আয়ানের প্রতি সাবার ভালোবাসা দেখে যেনো মুবাশ্বির এর হিংসা হতে শুরু করলো..
তার ও মনে হতে লাগলো ইস যদি এমন করে আমায় কেউ ভালোবাসতো..
.
আমি ঘুমিয়ে যাই..পরের দিন সকালে সকালে উঠে অফিসে যায় মুবাশ্বির..
.
সে বসে আছে আর সাবার কথা ভাবছে..জীবনে প্রেম করে নি.কিন্তু এখন কেনো যেনো মনে হচ্ছে সে প্রেমে পড়ে গেছে..
এমন সময় তার এক বন্ধু ফোন দেয়৷
।
হেলো মুবাশ্বির??
>হে বল
>শোন আজ একটু দেখা করতে পারবি??
>কখন??
>বিকাল দিকে
>আচ্ছা..
.
কাজ মনোযোগ দিলাম..
বিকাল দিকে বের হলাম বাহিরে..
বন্ধুর সাথে দেখা করতে হবে..
.
সে গাড়ি নিয়ে অপেক্ষা করতেছে৷
.
আমি কাছে যেতে সে দরজা খুলে দিলো..
.
আমি চুপচাপ বসে আছি.
>কিরে তোর মন এতো খারাপ কেনো??
>দোস্ত প্রেমে পরে গেছি..
>কি??? সত্যি??
>হু..
>সালা তোরে সারাজীবন বলে প্রেম করাতে পারলাম.. এখন বলতেছিশ প্রেমে পরছিশ??
>হুম.।
>তো কি করতে হবে??
>মেয়েটাকে পটায়া দে.
>এই ব্যাপার??
>হুম.
>আচ্ছা নাম ঠিকানা দে.
>নাম সাবা…ঠিকানা আমার বাসা..
>কি?তোর বাসা মানে??
>আরে আমি আমার বউ এর প্রেম এ পরছি..
>ওই বেটা মজা লস??
>ভাই সত্যি..
..
.
>ভাই বউ এর প্রেমে সবাই পরে.
>তাই??
>হুম..
>কিন্তু আমার বউ আরেক জন কে ভালোবাসে.
>কি??
>হুম..
.
.
আচ্ছা ভাই আমি কিছু একটা করবো.
.
.
এমন সময় গাড়ির দরজায় একটা ফকির এলো..
দেখতে স্বাভাবিক আমাদের বয়সের ই..
.
ভাই তিন দিন ধরে কিছু খাই নাহ..
১০০টা টাকা দেন কিছু খাবো..
>আরে দিতেছি..বেচারা খায় নি..
আমার দরদ লেগে যায়..
>আরে মুবাশ্বির আমি দিতেছি..
>ভাই কয়টাকা লাগবো??.
>১০০
>দারাও আমি দিতেছি.(আমার বন্ধু)
.
>এহ বাবা.আমার কাছে ৫০০টাকার নোট..
>দেন ভাই আমি ভাংতি দিতেছি..(ফকির)
>দেন..
.
যখন ই ফকির টাকা বের করলো.
>ওই বেটা তুই তিন দিন ধরে খাশ না তো যা ওইগুলা দিয়ে খা..
.
এই ড্রাইভার চলো..
.
আমি হাসতে হাসতে শেষ আর ওই বেটা হা হয়ে আছে..
.
.
বাসায় যাওয়ার আগে আমায় কোথায় যেনো নিয়ে আসলো আমার বন্ধু.
.
দোস্ত চল কফি খাবো..
>আচ্ছা চল..
.
.
আমরা কফি শপে বসে আছি..হঠাৎ দেখি আয়ান ও বসে আছে..
.
দোস্ত দেখ.আমার বউ ওকেই ভালোবাসে..
..
.
আচ্ছা চল তো..
.
আমরা গিয়ে আয়ানের সামনে বসি..
.
কিরে অন্যের বউ দেখলে সহ্য হয় নাহ??(বন্ধু)
>ওই মিয়া..আমি ও কে ভালোবাসি ও আমাকে..আপনাদের কি সমস্যা??
>সমস্যা হলোও আমার বন্ধুর বউ…আর আমি এখানের চেয়ারম্যানের ছেলে..যদি আর কখনও ওই মেয়ের সাথে কথা বলতে দেখি নাহ..
>তাহলে কি করবেন??
>মারবো ব্রেনে.. পরবি ড্রেনে…
>কিন্তু দোস্ত ব্রেনে মারলে ড্রেনে কিভাবে পড়বে??
>ওই তুই চুপ থাক মুবাশ্বির..
>আচ্ছা..
>আর তোরে যা বলছি তা যেনো মাথায় থাকে..
.
.
আয়ান একটু ভয় পেয়েছে মনে হয়..
.
.
আমি বাসায় গেলাম..
.
গিয়ে দেখি বউ আমার রান্না করতেছে..
.
আমি রুমে যেতেই তার ফোন এ একটা মেসেজ আসে..
.
.
তাতে লিখা ছিলো..
.
সাবা আমরা পালিয়ে যাবো..মুবাশ্বির আমার ধমকানো শুরু করছে..কাল সকাল ১০টায় চলে এসো তুমি..
.
আমার যেনো এবার রক্ত মাথায় উঠে গেলো..
.
.
.
আমি বাহিরের দিকে যাচ্ছিলাম..
>এই এতো রাতে আবার কই যান??
>কাজ আছে..
>আমি কিন্তু দরজা খুলতে পারবো নাহ..
>আচ্ছা..
.
.
.
আমি বাহির থেকে একটু কাজ সেরে বাসায় চলে আসি..
.
এসে দেখি বউ ঘুমাচ্ছে.
.
আমি আজ সোফায় বসে ঘুমাচ্ছি..
.
আর ভাবতেছি যদি সাবা আমায় ভালোবাসতো..
.
হঠাৎ আমার চোখ খুলে যায়..খারাপ একটা স্বপ্ন দেখতছিলাম..
.
কিন্তু চোখ খুলতেই দেখি সাবা বিছানায় নেই..
.
আমি সারা বাড়ি খুজতে থাকি..
.
কিন্তু কোথাও তাকে পাই নাহ..
.
.
আমি কোথাও তাকে খুজে পাইতেছি নাহ.
.
আমি সোজা বাসা থেকে বেরিয়ে যাই..আমার আড্ডা খানায়..যেখানে কাল রাতে আয়ানকে নিয়ে এসেছিলাম.।
.
আমি সেখানে গিয়েই একটা রড হাতে নিয়ে এলো পাতারি আয়ানকে মারা শুরু করি..
.
এই?? এই??সাবা কই আমার??আমার বেবি কই..
>আমি কিভাবে জানবো??আমি জানি নাহ??
>তুই অকে পালয়ে নিয়ে যেতে চাইছিলি..বল সাবা কই??
>আমি সত্যি জানি নাহ..আমাদের পালানোর কিথা ছিলো আজ ১০টায়.
কিন্তু তার আগেই তো আপনি আমায় তুলে এনেছেন..
.
.
হুম ও ঠিক বলছে..
.
কিন্তু তাহলে সাবা কই গেলো..
.
আমি সারা শহর ওকে খুজলাম..থানায় কমপ্লেন ও করলাম..
.
.
কিন্তু একে কোথাও অয়াওয়া যাচ্ছে নাহ..
..
২দিন হয়ে গেলো..সাবাকে পাই নাহ..
.
হঠাৎ পুলিশ একদিন আমাদের বাসায় এলো..
.
আমাকে সাথে করে কোথায় যেনো নিয়ে যাচ্ছে..
.
একটু পরে বুঝতে পারলাম তারা আমায় মর্গে নিয়ে এসেছে.।
.
আমার আত্মা যেনো কেপে উঠছে..তার মানে কি আমি যা ভাবছি তাই সত্য??
.
.
আমার বেবি কি আর আমার মাঝে নাই??
.
.
এই ভাবতে ভাবতে আমি মর্গের ভিতরে গেলাম..
.
সেখানে গিয়ে তারা একটি লাশের থেকে কাপড় সরালো..
.
আমি দুই তিন কদম পিছিয়ে গেলাম..
.
না এ হতে পারে নাহ..
.
এতো নিষ্ঠুর ভাবে এটা কেউ করতে পারে নাহ.
.
আমি দেখলাম…
.
.
.
চলবে..