ভালোবাসা_এমনও_হয় Part_10,11

ভালোবাসা_এমনও_হয়
Part_10,11
Writer_Nusrat_Jahan
Part_10

ইশানঃ কি হলো বল

নেশাঃ ভাইয়া তুমি যদি ভাবো আমি তোমার ওইসব গার্লফ্রেন্ডদের মতো পটে যাবো আর আমার সাথে টাইম পাস করবে তা তুমি কিছু তেই করতে পারবে নাহ।।

ইশানঃ ওহহ তাই বুঝি।আচ্ছা একটা কথা বল তুই কি আমার জন্য কিছুই ফিল করিস না তাই নাহ

নেশাঃ সেই ছোটবেলা থেকে পছন্দ করে আসছি।।এতো অবহেলার পরও পছন্দ করি।।আর তুমি কিনা জিজ্ঞাসা করছো ফিলিংস আছে কিনা(মনে মনে)

নেশাঃ নাহ করি নাহ

ইশানঃ তাহলে চোখ নামিয়ে রাখলি কেন।।আমার দিকে তাকা।তাকিয়ে জবাব দে কথাটার।

নেশাঃ চচোখ উঠিয়ে বলার কি আছে।।

ইশানঃ থাক তোকে আর কিছু বলতে হবে নাহ।আচ্ছা তুই একটা কথা বললি যে আমি তোকে আমার অন্যগার্লফ্রেন্ডদের মতো পটাতে চাই।।আচ্ছা তুই একটা সত্যি করে কথা বলতো তোকে আমি যতোটা কেয়ার করি তা কি অন্য কাউকে কখনো করতে দেখেছিস।তুই আমার কাছে সবার থেকে আলাদা।।।আমি জানি যে তোর সাথে আমি আগে অনেক খারাপ করেছিস।।কিন্তু এখন

নেশাঃ 😔কিন্তু

ইশানঃ আচ্ছা বাদ দে। তূই যা বলিস তাই হবে।।চল এখন যাওয়া যাক।



ইশান নেশাকে নিয়ে বাড়িতে চলে এলো।

রাতে-
নেশা রুমে বসে ভাবছে।।সত্যিই কি ইশানকে বলবে যে সে তার জন্য ফিল করে।।কিন্তু নিজে কেন বলবে।।আর নিজের চাচাতো + খালাতো ভাইকে কিভাবে।।সমাজ কি বলবে।হ্যাঁ হয়ত বাস্তবে সম্পর্ক নেই কিন্তু সমাজে তো আছে।আর ভাইয়া তো নিজে কখনো বলেনি

হঠাৎ খাওয়ার ডাক পড়লো।।


খাবার টেবিলে

ইশানঃ আচ্ছা মামনি চাচাতো বোন কে বিয়ে করলে কি কিছু হবে

মিনাঃ হঠাৎ এই কথা

ইশানঃ আসলে আমার এক ফ্রেন্ড তার চাচাতো বোন কে ভালোবাসে।।এখন তারা তাদের পরিবারকে জানাতে চাইছে বাট ভয় পাচ্ছে।।কারন সমাজ কি বলবে

মিনাঃ যদি তারা একে অপরকে ভালোই বাসে তাহলে সমাজের কথা কেন ভাবতে যায়।আর চাচাতো বোন কে বিয়ে করলে যে মহা পাপ হবে তাতো নয়।।হ্যাঁ আমাদের সমাজে এই বিয়ে টাকে ভালোভাবে নিবে নাহ।কিন্তু তাতে কি এসে যায়।।যদি তারা একে অপরের সাথে সুখে থাকে তাহলে সমাজের কি

ইশানঃ হুম ঠিক বলেছো মামনি।তাহলে তাদের বিয়ে
করে নেয়া উচিত কি বলো। (নেশার দিকে তাকিয়ে)

মিনাঃ একদম।

নেশা ভালোই বুঝতে পারছে ইশান কোন ফ্রেন্ড এর কথা বলছে নাহ নিজের কথাই বলছে।।

নেশাঃ আমি জানি ইশান আপনি কথাগুলো আমাকে মিন করেই বলছেন।কিন্তু আমি তো নিজে আপনাকে প্রোপজ করবো নাহ।।আপনাকেই আগে বলতে হবে মি.(মনে মনে)

পরেরদিন কলেজে
নেশা লাইব্রেরিতে যেতে নিলো তখন তার সামনে এসে দাড়ালো রাফি।।এতো দিন হসপিটালে ছিলো তাই আসতে পারে নি।

নেশা রাফিকে দেখেই গুটিয়ে নিলো নিজেকে

রাফিঃ তোর জন্য আমার এতো বছরের বন্ধু আমায় মেরেছে।।তাও এমন ভাবে যে আমায় এতোদিন ধরে হসপিটালে থাকতে হয়েছে।আজ তো তোকে আমি ছাড়বো নাহ।

নেশাঃ দদেখুন আমি ইইচ্ছা ককরে কিছু ককরিনি

রাফিঃ সে যাই হোক

নেশাঃ দেখুব আমি কিন্তু চিৎকার করবো।।

রাফিঃ তাতে কি হবে।তোকে চিৎকারের সময়ই দিবো নাহ।।এখন তোমাকে এইখান থেকে তুলে নিয়ে যাবো।।কেউ কিছু জানতে ও পারবে নাহ

রাফি আগাতে যাবে হঠাৎ পিছনে কাউকে দেখে ভয়ে থেমে গেল

কারন তার পিছিনে অন্য কেউ নাহ ইশান।নেশা পিছনে ঘুরে ইশান কে দেখে শান্তি পেল।।সাথে রোজাও আছে।।নেশা গিয়ে রোজাকে জড়িয়ে ধরলো।।ইশান গিয়ে রাফির সামনে দাড়ালো।তার কলার ধরে একটু সামনে টেনে আনলো।

ইশানঃ রাফি আশা করি আগের ঘটনা গুলো ভুলে যাসনি।।আমি চাই নাহ তোকে এইবার পার্মানেন্টলি হসপিটালে যেতে হোক।।সো মাই ডিয়ার ফ্রেন্ড আমার নেশা থেকে দুরে থাকো।

রাফি চলে গেল।

ইশানঃ রোজা নেশা কে নিয়ে যাও।

রোজাঃ জি ভাইয়া।

ক্লাসরুম
রোজাঃ উফফ নেশা তুই একটা জিনিস খেয়াল করেছিস

নেশাঃ কি

রোজাঃ ইশান ভাইয়া তোকে কতো ভালোবাসে।।আহ কি থ্রেট টাই নাহ দিলো।।আমার নেশা থেকে দুরে থাকো

নেশাঃ ওইরকম কিছুই নাহ

রোজাঃ আরে ওইরকমই। উনি যে তোকে ভালোবাসে তা বুঝাই যায়।।দেখিস নাহ তোর কতো কেয়ার করে

নেশাঃ হুম😞

রোজাঃ হুম কি বলছিস।।প্রপোজ করেছিস

নেশাঃ আমি কেন করবো😒।উনি করবে

রোজাঃ উফফ তুই ওই আগের যুগের মানুষের কথা বলিস নাহ।।শুধু ছেলেরা কেন মেয়েরা প্রপোজ করলে কি পাপ হবে।।

নেশাঃ কিন্তু
রোজাঃ কোন কিন্তু নাহ।।তুই আজই ইশান ভাইয়া কে প্রপোজ করবি

নেশাঃ আয়াজ😳😳

রোজাঃ হ্যা আজ।।পরে দেখিস কোন পাখি নাহ আবার তোর ইশান কে নিয়ে উড়াল দেয়।।তখন বুঝবি মজা

নেশাঃ আচ্ছা করবো বাট আজ নাহ।।আমাকে কয়েকদিন সময় দে

রোজাঃ হুহ😒

কয়েকদিন পর-
নেশা ঠিক করলো ইশানকে প্রপোজ করবে।।খুব সুন্দর করে রুম টাকে সাজালো।
নেশাঃ আজ তোমাকে আমার মনের কথা বলবো ইশান।।তুমি কি মেনে নিবে আমাকে🙈🙈

রিনাঃ কিরে রুম সাজাচ্ছিস কেন

নেশাঃ এমনি আম্মু।

রিনাঃ 🤨🤨

নেশাঃ আরে বাবা এমনি🙁😒😶

রিনাঃ ওহহ আচ্ছা।। ও হ্যাঁ যা বলতে এসেছি।।মার্কেটে যাবি নাহ।।তোর কি নতুন ড্রেস কিনতে হবে।।নাকি আগের গুলাই পরবি

নেশাঃ মার্কেট এ কেন যাবো?আর নতুন ড্রেস কেন কিনবো

রিনাঃ ওমা কাল সাজবি নাহ।ওইখানে অনুষ্ঠানে যেতে হবে তো সবাইকে

নেশাঃ কেন সাজবো??আর কিসের অনুষ্ঠান

রিনাঃ ওমা তুই জানিস নাহ।।ইশান তো বললো তুই জানিস

নেশাঃ কি জানবো।।উফফ তুমি বাদ দাও বলো আগে কিসের অনুষ্ঠান

রিনাঃ আরে ইশানের তো ২৪ তারিখে বিয়ে।।কাল সবাই গিয়ে মেয়েকে আংটি পড়িয়ে আসবো।।তারপর বিয়ের অনুষ্ঠান হবে

নেশাঃ হোয়াট😟😟😳😳🥺

চলবে

#ভালোবাসা_এমনও_হয়
#Writer_Nusrat_Jahan
#part_11

নেশাঃ ইশান ভাইয়ার বিয়ে ঠিক হয়েছে??🥺🥺

রিনাঃ হ্যা কেন তুই জানিস নাহ।।ইশান তো বললো তুই নাকি চিনিস মেয়েটাকে।

নেশাঃ কিন্তু আমি তো কিছু……

নেশা আর কিছু বলতে যাবে ইশান এসে পিছনে দাড়ালো।

ইশানঃ এনি প্রবলেম গাইস

নেশাঃ 🥺🥺

রিনাঃ আরে তুই নাহ বললি নেশা সব জানে।।এখন ও বলছে যে ও কিছুই জানে নাহ।

ইশান একবার নেশার দিকে তাকালো।নেশা নিচের দিকে তাকিয়ে আছে

ইশানঃ আসলে খালামনি ওকে বলা হয়নি।।তুমি যাও আমি বলছি

রিনাঃ আচ্ছা। (রিনা চলে গেল)


নেশাঃ এটা কি ইশান ভাইয়া।।তুমি বিয়ে করছো

ইশানঃ হ্যাঁ কেন বিয়ে কি মানুষরা করে নাহ

নেশাঃ কিন্তু তুমি তো

ইশানঃ আমি তো?

নেশাঃ তুমি তো আমায় পছন্দ ক….

ইশানঃ আর ইউ মেড।তোকে আমি পছন্দ কেন করবো😡।

নেশাঃ ককিন্তু তুমিই তো ওই দিন আইসক্রিম পার্লারে বললে

ইশানঃ কি বলেছি

নেশাঃ যে তুমি আমার জন্য ফিল করো

ইশানঃ আমি কি বলেছি যে আমি তোর জন্য ফিল করি।।আমি যাস্ট তোর টা জানতে চেয়েছি। আমি তোকে পছন্দ করি কবে বললাম

নেশাঃ তাহলে এতোদিন এতো কেয়ার 🥺🤕এইসব কি ছিলো

ইশানঃ কিসব বলছিস নেশা এইসব

নেশাঃ কিছু নাহ

নেশা রুম থেকে বেরিয়ে গেল।ইশান ও রুমের চারদিকে ভালো করে তাকিয়ে বাঁকা হেসে রুম থেকে বেরিয়ে গেল

পরেরদিন –
সবাই মিলে মেয়ের বাড়িতে গেল।।নেশা ও গিয়েছে।।কারন তার এখনো বিশ্বাস হচ্ছে নাহ কিছু।।কে এই মেয়ে তা নেশাও দেখতে চায়।

আংটি বদল হয়ে গেল তাও নেশার সামনেই।।ইশান নেশার দিকে একবারও তাকালো নাহ।নেশা মনে মনে একবারে ভেঙে পরলো।আর মেয়েটা আর কেউ নাহ নিহা।।ইশান নিহাকে বিয়ে করবে বলে ভেবেছে।

এইদিকে আয়ানও এসেছে আজ।আজ পুরো ঘটনাতেই সে প্রচন্ড পরিমানে রেগে আছে। কারন সে এই ব্যাপারের কিছুই জানতো নাহ।সে ভেবেছিলো ইশান নেশাকে ভালোবাসে।।
সব কিছু শেষ হওয়ার পর ইশানকে আয়ান টেনে ছাদে নিয়ে গেল।

ইশানঃ হোয়াট

আয়ানঃ এইসব কি ইশান।।তুই নিহাকে বিয়ে করছিস কেন

ইশানঃ তো অন্য কাউকে বিয়ে করার কথা ছিলো বুঝি।।আমি তো নিহা কেই ভালোবাসি।।তাহলে তাকে বিয়ে করবো নাহ কেন

আয়ানঃ আর নেশা।।ওর সাথে এতোদিন কি ছিলো

ইশানঃ কিসব বলছিস আয়ান।।ও আমার বোন হয়।।ওকে নিয়ে আমি এইসব কখনো ভাবি নি

আয়ানঃ সবাইকে এইটা বলে বিশ্বাস করাতে পারলেও আমাকে বিশ্বাস করাতে পারবি নাহ।তুই কোন কারন ছাড়া কিছু করিস নাহ।।

ইশান কিছুক্ষণ চুপ থেকে হেসে দিলো।

ইশানঃ ঠিক বলেছিস আয়ান।।আমি কোন কারন ছাড়া কিছু করি নাহ(বাঁকা হেসে)

আয়ানঃ তাহলে কেন তুই এইসব করলি

ইশানঃ নেশাকে কষ্ট দিতে

আয়ানঃ কিসব বলছিস তুই ইশান

ইশানঃ আচ্ছা আয়ান তুই আগে একটা কথা বল পার্টির দিন পর্যন্ত আমি নেশাকে ঘৃণা করতাম তাকে হঠাৎ করে এতো কেয়ার করতে শুরু করলাম কেন সেটা কি তোর মনে একবার ও আসে নি

আয়ানঃ কারন তুই ওকে ক্ষমা করে দিয়েছিলি

ইশানঃ ক্ষমা😂।ওই বস্তির মেয়েকে আমি জীবনে ও ক্ষমা করবো নাহ।এতোসব কিছু সব নাটক ছিলো,অভিনয় ছিলো ওকে কষ্ট দেয়ার জন্য।।বাট দেখ পুরো প্লেন টা ফ্লপ হয়ে গেল।।আর কয়েকদিন নাটক টা করতে পারলে আরো বেশি করে ভালো করে ওই বস্তির মেয়েটার মনটা আরো সুন্দর করে ভাঙতে পারতাম।বাট যাই হোক।।আই এম সাকসেসফুল😎

আয়ান কিছু বলতে যাবে দেখলো নেশা পিছনে দাড়িয়ে সব শুনছে।।

আয়ানঃ আরে নেশা তুমি
নেশা কিছু নাহ বলে বেরিয়ে গেল।

আয়ানঃ ইশান একটা কথা বলি। আজ তুই যা করলি তার থেকে খারাপ হয়তো আর কিছু হতে পারে নাহ।।তুই এতোদিন আমার বন্ধু ছিলি সেটা আমার ভাবতেই লজ্জা লাগছে।

ইশানঃ বন্ধু ছিলাম মানে!

আয়ানঃ মানে আজ থেকে আমাদের বন্ধুত্ব এখানেই শেষ।

ইশানঃ আয়ান তুই..
আয়ান চলে গেল।

রাতে নেশা সোজা ইশানের রুমে ঢুকে তার রুমের দরজা লাগিয়ে দিলো

ইশানঃ হোয়াট?

নেশাঃ কেন করলে এমন ইশান ভাইয়া

ইশানঃ তোর সাহস কতো বেড়ে গেছে নেশা.আমার সাথে চোখ উঠিয়ে কথা বলছিস।।চোখ নামা বলছি

নেশাঃ কিন্তু আজ যে আমার জবাব চাই ইশান ভাইয়া।।তোমাকে তো জবাব দিতে হবে

ইশানঃ কিসের জবাব

নেশাঃ তুমি কেন করলে এমন। কি দোষ ছিলো আমার

ইশানঃ সব দোষ তোর সব দোষ।।আমার লাইফে যত কষ্ট ছিলো সব কিছুর জন্য দ্বায়ী শুধু তুই।। আর তুই ভেবেছিস আমি তোকে এমনি এমনি ছেড়ে দিবো।

নেশাঃ তাই বলে এইভাবে🥺

ইশানঃ ইয়েস মাই সিস।।এই ভাবেই।দেখ তোকে যদি অন্যভাবে কষ্ট দেয়ার প্লেন করি তাহলে তাতে আমার পরিবারেও এফেক্ট করবে।।তাই ভাবলাম তোকে ফিজিক্যালি নয় বরং মেন্টেলি কষ্ট দেই।।উফফ কতো সখ করে আমাকে প্রপোজ করার জন্য রুমটাকে সাজিয়েছিলি।।আর দেখ তোর সুন্দর মনটাকে ভেঙে টুকরো টুকরো করে দিলাম😂।

নেশাঃ এতো অভিনয় কিভাবে করতে পারলে তুমি

ইশানঃ আরে প্লেন করেছি প্রোপারলি।ওইদিন পার্টির দিন রাতে রাফিকে আমি ইচ্ছা করেই মেরেছিলাম।যাতে তোর কাছে ভালো হওয়া যায়।।আর ওই ব্যাপারে যখন আয়ান আমার সাথে কথা বলছিলো তখনও আমি দেখেছিলাম তুই দরজার ওইখানে দাড়িয়ে আছিস তাই তোকে শুনিয়ে ওই নাটক টা করলাম।ওইদিন মোবাইল আমি ইচ্ছা করেই বাড়তে রেখে গেছিলাম।।কারন আমি জানি তুই আমার মোবাইল এর গ্যালারি দেখবি।।তাই আগের দিন রাতেই তোর ঘুমন্ত কয়টা ছবি তুলে রেখেছিলাম।।যাতে তুই ভাবিস আমি তোকে লুকিয়ে লুকিয়ে দেখতে যাই।।তারপর আমি প্লেন করেই তোকে কলেজে ভর্তি করাই।।বাট ওই নিরব আবার এসে সব প্লেন ফেল করে দিতে চায়।।কারন ও তোকে পছন্দ করা শুরু করে দেয়।।তাই যাতে কোন রিস্ক না হয় তাই চুপেচাপে তাকে সরিয়ে দিলাম।তারপর…..

নেশাঃ থাক আর জানতে হবে নাহ।।আমার কাছে সব ক্লিয়ার হয়ে গেছে।।সত্যিই খুব ভালো অভিনয় করো তুমি।তোমাকে থিয়েটারে যাওয়া উচিত

ইশানঃ 😂

নেশাঃ কিন্তু কাজটা নাহ করে যদি আমায় মেরে ফেলতে তাহলেও হয়তো এতোটা কষ্ট হতো নাহ।।তোমার প্রতি তো কোন অভিযোগ ছিলো নাহ।এতো অপমানের পরও কখনো তোমাকে কিছু বলি নি।।তবুও এতো রাগ তোমার আমার প্রতি।।কেন ইশান ভাইয়া।।আমি কি এতোই খারাপ।।এই ভালোবাসার নাটক টা না করলে কি হতো নাহ🥺🥺।।

ইশানঃ নাহ রে।। অন্য কোন ভাবে তোকে শাস্তি দিলে হয়তো এতোটা শান্তি পেতাম নাহ যতোটা আজ পাচ্ছি।তোর ওই চোখের পানি গুলো দেখলেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়।।সত্যিই কাউকে কষ্ট দিয়ে যে এতো আনন্দ পাওয়া যায় আমি তা জানতাম নাহ।।

নেশাঃ দেখে নিন ইশান।।আজ আমায় কাদতে দেখে নিন।।আজ এই কান্নাই আমার শেষ কান্না। হ্যাঁ আপনি সত্যি আজ জিতে গেছেন।আমায় কষ্ট দিতে সফল হয়েছেন।।কিন্তু আপনি হারবেন।নিজের ভাগ্যের কাছে হারবেন।।তখন আমি দেখবো।

ইশানঃ নাইস জোক।।আর কি বললি তুই।। তোর সাহস করে হয় আমায় নাম ধরে ডাকার।

নেশাঃ কারন আজ থেকে আপনি আমার কেউ নাহ।।আজ থেকে আপনি শুধু অপরিচিত। একজন সার্থপর মানুষ।

ইশানঃ তু…

ইশানকে কিছু বলতে নাহ দিয়ে নেশা রুম থেকে বেরিয়ে গেল।

তারপর আর ইশান আর নেশাকে দেখেনি।।অবশ্য দেখার চেষ্টা ও করেনি

২৩ তারিখ-
আজ ইশানের গায়ে হলুদ। নিহা আর ইশানকে এক সাথেই হলুদ দেয়া হবে।।আর আজ নেশা আমেরিকা চলে যাবে।।প্লেন টা নেশারই।যেই স্কলারশিপ এর জন্য নেশা চান্স চেয়েছিলো সেটা পেয়েছিলো।।কিন্তু তখন যাবে ভাবে নি।।কিন্তু এখন যখন ইশান এই কাজটা করেই ফেললো তখন আর তার কলেজে যাওয়া টা ঠিক নাহ।তাই এই ডিসিশন নিয়েছে।বাবা,মাকে অনেক বলে রাজি করিয়েছে।
খুব ট্রাই করেছিলো এট লাস্ট বিয়ে টা দেখে যাওয়ার।। বাট পারলো নাহ।।এমনিতেই অনেক দেরী হয়ে গেছে।।এর পরে গেলে চান্স পাওয়া কষ্টকর হয়ে যাবে।
ইশান এইসবের কিছুই জানে নাহ।।নেশাই তার আম্মু কে জানাতে নাহ করেছে।।একটু আগে গিয়ে দুইজনকে হলুদ লাগিয়ে উইশ ও করে এসেছে।।
রাত ১২ টায় ফ্লাইট। মা,খালামনির থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লো অজানার উদ্দেশ্যে।
ইশান কে বলা হয়নি।।সে বিজি আছে তার নিহাকে নিয়ে।।অবশ্য নেশা জানাতে ও চায়নি।।কি হবে বলে।যে তাকে দেখতেই চায় নাহ, সহ্যই করতে পারে নাহ তাকে বলে কি হবে।।খালামনিকে অবশ্য বলে এসেছে ইশান জানে সব।

নেশার বাবা সাথে এসেছে।।নেশাকে এয়ারপোর্টে পৌছে দিতে।।বাবার থেকে বিদায় নিয়ে প্লেনে উঠে বসলো।১২ টায় প্লেন আকাশে উঠে গেল।
আর নেশা চলে গেল সবাইকে ছেড়ে বহু দুরে।
হয়তো আবার দেখা হবে তাদের সাথে।।কিন্তু তখন কি আর আগের নেশাকে খুজে পাওয়া যাবে।।নাকি হারিয়ে যাবে অজানার ভীড়ে।

চলবে🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here