ভালোবাসার টান
part:47,48
writer:Tanzidaa Jannat
47
ইফতিঃ কি হলো কিছু বলবে না,,,
মিসকাঃ চোখ খুলে কি বলবো??
ইফতিঃ কিছু বলার নেই,,,,??
মিসকাঃ মাথা নাড়িয়ে বললো না,,,
ইফতিঃ মিসকা আমি কিছু বলতে চাই তোমাকে,,,,,
মিসকাঃ ইফতির দিকে ফিরে বলে আমি জানি আপনার বলার দরকার নাই,,,😊
ইফতিঃ কিন্তু মিসকা আমি
মিসকাঃ উসসস,,,,, কিছু বলতে হবে না,,,,,, (ঠোটেঁর উপর হাত রেখে,,,,)আমাকে আপনার ভালোবাসতে হবে না শুধু এই হাতটা ধরার অধিকারটুকু চাই,,,,ইফতির হাতের আঙ্গুলের ভাজে আঙ্গুল দিয়ে,,,,আমি আপনার স্ত্রীর অধিকার চাই না আমাকে আপনার বন্ধু ভেবে আপনার সাথে চলার অধিকারটুকু চাই,,,,আমি চাই আপনার এমন একজন বন্ধু হতে চাই যেখানে থাকবে একেওপরের প্রতি বিশ্বাস,থাকবে ভরসা,থাকবে অনুভুতি,,,সুখ দুঃখ গুলো ভাগাভাগি করার সমান অধিকার,,, কি এই টুকু তো আমাকে দিতে পারবেন,,( ভ্রু নাচিয়ে)
ইফতিঃ মিসকার দিকে তাকিয়ে শুধু চোখের পানি ফেলছে,,,,,,মিসকাকে জড়িয়ে ধরে দুহাত দিয়ে শক্ত করে বলছে তুমি আমাকে ছেড়ে কখনও চলে যেওনা মিসকা,,,,
মিসকা ইফতিকে ওর দিকে ফিরিয়ে দুহাত দিয়ে চোখের পানি মুছে দিয়ে,,, যাবো না কখনও যাবো না,,,,,যদি কোনো দিন আপনি আমাকে তাড়িয়ে ও দেন তাহলেও যাবো না,,,,,কেনো যাবো এটা আমার শ্বশুরবাড়ি😂
দুজনেই হেসে দিল,,,,,
ইফতিঃ তুমি পারোও😂
মিসকাঃ চলুন আমরা একটু দোলনায় বসি,,,,,
ইফতিঃ ওকে বলেই মিসকাকে কোলে তুলে নিল,,,,,
মিসকাঃ আরে আরে কি করছেন!! নামান বলছি,,,,
ইফতিঃ আরে এমন কৈ মাছের মতো লাফাচ্ছ কেন পরে গেলে কোমড় ভাঙবে,,,,,
মিসকাঃ কি আমি কৈ মাছের মতো লাফাই??😡
ইফতিঃ তা নয় তো কি,,,,
দোলনার কাছে নিয়ে মিসকাকে বসিয়ে দিলো,,,,,
ইফতি মিসকার কোলে মাথা রেখে সুয়ে পরলো,,,,
ইফতিঃ আমার মাথায় একটু হাত বুলেয়ে দাও তো,,,,
মিসকাঃ পারবো না,,,😒
ইফতিঃ আরে বাবা এতো রাগ কেনো তোমার বলতো?? কথায় কথায় মুখ ভাড় করে বসে থাকো
মিসকাঃ😏😏😒
ইফতিঃ দাড়াও তুমি তো দিবানা আমিই দিচ্ছি,,,, বলেই মিসকার চুলগুলো নেরে পুরো এলোমেলো করে দিল,,,,
মিসকাঃ 😯এটা কি করলেন😡
ইফতিঃ😂😂😂 বেস করেছি তুমি তো দিলানা,,,, তাই আমিই দিলাম,😂
মিসকাঃ তবে রে,,,,বলেই ইফতিকে ধরার জন্য হাত বাড়াতেই ইফতি দৌড় দেওয়া শুরু করে,,,,,মিসকাও পিছন পিছন দৌড়াচ্ছে,,,,, পুরো ছাদটা নাহলেও ৫,৬ রাউন্ড দেওয়া হয়েগেছে,,,,,
মিসকা হয়রান হয়ে দাড়িয়ে পেট ধরে হাঁপাচ্ছে,,,,
ইফতি ঃ এতো সহজ আমাকে ধরার 😎 কি হলো পারলে না তো,,,,,,,,,,,,😂
মিসকাঃ বয়ে গেছে আপনাকে ধরতে😒 আমার ঘুম পাচ্ছে আমি গেলাম,,,,বলেই মিসকা চলে যাচ্ছিল,,,
ইফতিঃ মিসকার হাত টান দিয়ে ধরে কাছে এনেই কোলে তুলে নিলো,,,,
মিসকাঃ কথায় কথায় কোলে তুলে নেন কেনো,,,,ছাড়ুন বলছি,,,,,নামান আমাকে,,,,
ইফতিঃ না নামাবো না,,,,,,
মিসকাঃ নামান বলছি😠
ইফতিঃ রাগলে না তোমাকে লাল টমেটোর মতো লাগে,,,,ইচ্ছে করে খেয়ে ফেলি,,,,😂😂😂
মিসকাঃ খেয়ে ফেলি মানে?? কিসব ধরনের কথা বাত্রি,,,,,
ইফতিঃ মিসকাকে দোলনায় বসিয়ে ওর পাশে বসে মাথা মিসকার ঘাড়ে রেখে বলে,,,, থ্যাংস আমার জন্য এতো কিছু করার জন্য,,,,
মিসকাঃ এগুলা আপনার জন্য কে করেছে,,,,এগুলো আমার জন্য করেছি😋
ইফতিঃ ও রিয়েলি,,,
মিসকাঃ কোনো ডাউট আছে??
ইফতিঃ কি জানি,,,,
মিসকাঃ আচ্ছা আমি আপনার জন্য এতোকিছু করলাম আপনি আমাকে কিছু দিবেন না,,,
ইফতিঃ আমার জন্য কোথায় করলে,, তুমি তো বললা তোমার জন্য করছো,,,,
মিসকাঃ হ্যা আমার খুশির জন্য কিন্তু করেছি তো আপনার জন্য,,,,
ইফতিঃ মানে?? আমার জন্য করছো আবার তোমার খুশি সব তো মাথার উপর দিয়ে গেলো,,,,,😨
মিসকাঃ আপনার খুশিই তো আমার খুশি,,,,বলেই দৌড় দিতে নেয়,,,,
ইফতি হাত ধরে টান দেয় মিসকা ওর উপরে গিয়ে পরে,,,,,,
ইফতিঃ মিসকার মুখের চুলগুলো কানে গুজে দেয়,,,,,মিসকা লজ্জায় মাথা নিচু করে রাখে,,,,
ইফতি থুতনি ধরে মুখ তুলে ধরে,,,,
ইফতিঃ হুম বুঝলাম তোমাকে গিফট দিবো ২ টা একটা কাল ঐটা স্পেশাল আর এখন একটা দিবো,,,,😉
মিসকাঃ আমার কোনো গিফট লাগবে না ছাড়ুন আমাকে,,,,
ইফতি আরো শক্ত করে ধরে আছে,,,,,
মিসকা ছোটার জন্য বার বার চেষ্টা করছে কিন্তু পারছে না,,,
ইফতিঃ তুমি সারাদিন এমন করেও তো ছুটতে পারবা না😂😂
মিসকাঃ রাক্ষস একটা,,,,,,
ইফতিঃ হুম রাক্ষস এখন তোমাকে খাবো,,,,,,
মিসকাঃ খাবেন মানে??
ইফতিঃ বুঝ নাই,,,, দাড়াও বুঝাচ্ছি,,,, একটা হাসি দিয়ে মিসকার গালে হাত রেখে ওর দিকে বুঝে পরছে,,,,
মিসকা এই সুযোগে ইফতিকে ঠেলে দিয়ে,,,,, দৌড় দিয়ে রেলিং ধরে দাড়ায়,,,,
ইফতি মিসকার দিকে গিয়ে পিছন থেকে দুহাত দিয়ে মিসকার পেট স্লাইড করে জড়িয়ে ধরে,,,,,মিসকা চেখ বন্ধ করে ফেলে,,,,,মনে হচ্ছে সময়টা থমকে গেছে,,,,,ইফতি মিসকার চুলে মুখ গুজে দেয়,,,,,,মিসকা রেলিং শক্ত করে ধরে,,,,
ইফতি মিসকার পিছনের চুল সড়িয়ে ঘাড়ে, পিঠে চুমু দিতে থাকে,,,,,,
মিসকা প্রতিটা ঠোঁটে স্পর্শে কেঁপে উঠছে,,,,,,,,ইফতি মিসকাকে ওর দিকে ফিরায়,,,
মিসকা চোখ বন্ধ করে আছে,,,,,,,
ইফতি দুই চোখে চুমু একে দেয়,,,,,
মিসকা ইফতির চোখে চোখ রেখে ইফতিকে জড়িয়ে ধরে,,,,,
ইফতিঃ কি হলো এখন লজ্জা লাগছে না লজ্জাবতী,,,,,
ইফতির কথায় মিসকা ইফতিকে ছেড়ে দিয়ে আবার পিছন ঘুরে গেলো,,,,
ইফতি মিসকাকে নিজের দিকে ফিরিয়ে কপাল থেকে আঙ্গুল দিয়ে স্লাইড করছে,,,,,,
মিসকা এক অনুভুতি কাজ করছে ইফতি মিসকার গলায় চুমু দিতেই মিসকা ইফতির পাঞ্জাবি খামচে ধরে,,,,,,ইফতি মিসকার গলায় এলোপাথাড়ি চুমু দিতে থাকে,,,,,মিসকা ও আজ বারন করছে না,,,,,দিচ্ছে না কোনো বাধা,,,,,,
ইফতি মিসকার দিকে তাকালে মিসকা লজ্জা পেয়ে ইফতির বুকে নিজের মুখ লুকায়,,,,,
ইফতিঃ মিসকার মুখ দুহাত ধরে উচুকরে ধরতেই মিসকা ইফতির কপালে একটা চুমু দেয়,,,,ইফতি মিসকাকে আরো চেপে ধরে মিসকার ঠোঁটের কাছে নিজের ঠোঁট নিয়ে আছে,,,,,,
মিসকাঃ প্লিজ,,,,,
ইফতিঃ মিসকাকে ছেড়ে দেয়,,,,,
মিসকাঃ আমি চাই আপনার বন্ধু হয়ে থাকতে,,,,,🙁যেদিন আপনি আমায় আপনার মোন থেকে মেনে নিতে পারবেন ভালোবাসতে পারবেন,,,, যেদিন আপনার মনে আমাকে স্পর্শ করার কোনো সংশয় থাকবে না সেদিন আমি আপনাকে বাঁধা দিবো না,,,,,,,কিন্তু যেটা আপনাকে পরিস্থিতিতে পরে করতে হচ্ছে সেটা আমি মেনে নিবো না,,,,,,
ইফতিঃ ছড়ি,,,,বলেই রেলিং ধরে দাড়িয়ে গেলো,,,,
মিসকাঃ মিসকা পিছন থেকে জড়িয়ে ধরে প্লিজ আমায় ভুল বুঝবেন না,,,,
ইফতি ঃ মিসকার দিক ফিরে,,, হুম ভুল বুঝবো না তবে একটা শর্ত আছে,,,,,
মিসকাঃ শর্ত??
ইফতিঃ হুম,,,,
মিসকাঃ কি শর্ত??
ইফতিঃ আমাকে আর আপনি আপনি বলবে না,,,,
মিসকাঃ তাহলে কি বলবো??😟
ইফতিঃ তুমি!!
মিসকাঃ তুমি?? না আমি পারবো না,,,,,,
ইফতিঃ ওকে তোমার ইচ্ছা বলেই দোলনায় গিয়ে বসলো,,
মিসকাঃ রাগ কেনো করছেন??
(ইফতির পাশে গিয়ে বসলো)
ইফতিঃ তুমি মুখেই আমার বন্ধু হবে হবে করো,,,,বাস্তবে কিছুই না,,, 😒
মিসকাঃ কি বললেন
ইফতিঃ তা নয়তো কি না হলে কি আপনি আপনি করতে,,,, কেমন পরপর লাগে,,,
মিসকাঃ ও,,,,😞 তাহলে এখন থেকে আপনাকে তুমি বলবো,,,
ইফতিঃ সত্যি তাহলে বলো,,,
মিসকাঃ আপ না মানে তুমি,,,,
ইফতি হেসেই মিসকার কোলে মাথা রাখে,,,
আজকে আকাশে কতো তারা তাই না,,
মিসকাঃ আমার না আকাশ দেখতে খুব ভালো লাগে,,,,আপনার কেমন লাগে,,,
ইফতিঃ আবারও আপনি??😡
মিসকাঃ দেখুন এভাবে ধমকাবেন না আস্তে আস্তে ঠিক হবে,,,,একদিন ই কি সব ঠিক হয় নাকি,,,,,
ইফতিঃ 😒😒😒
মিসকাঃ আচ্ছা বাবা এখন থেকে আপনা না মানে তেমাকে তুমি বলবো,,,, তুমি তুমি তুমি,,,,
ইফতিঃ তুমি তুমি করছো কেন??
মিসকাঃ মুখস্থ করছি,,,
ইফতিঃ কি??😂😂😂তুমি একদম একটা পাগলি😂😂
মিসকাঃআমার ঘুম পাচ্ছে আমি যাচ্ছি 😒সবকিছুতেই হাসি😏😏
ইফতিঃ দাঁড়াও //
মিসকাঃ আবার কি??
ইফতিঃ পকেট থেকে কাগজ বের করে এই নাও এটা তোমার কাছে রাখ,,,,,
মিসকাঃ হুম,,,,আপনি ঘুমাবেন না??
ইফতিঃ তুমি যাও আমি আসছি,,,,
মিসকাঃ ওকে,,,,,,,বলে দু কদম ফেলে আবার পিছনে এসে,,,,, একদম স্মোক করবেন না,,,,,,তা না হলে আমাদের রুমে আপনার যায়গা হবে না,,,,
ইফতিঃ একটু হেসে মাথা নারালো,,,,,
#চলবে,,,,,,,,,,,
#ভালোবাসার__টান,,,,,,,😍👸😍
#part::::::::::(48)
#writer::::::::::Tanzidaa Jannat
মিসকা রুমে এসে হাতের খামটা আলমিরায় রাখতে গিয়ে থেমে গেলো,,,,,
মিসকাঃ কি আছে এতে? দেখবো? না থাক ওনার কোনো দরকারী কাগজ হবে হয়তো,,,,,,
আবার রাখতে গিয়ে থেমে গেলো,,,,
মিসকাঃ হলে হবে তাতে কি?? আমি তো আর খেয়ে ফেলবো না একটু দেখেই রেখে দিবো,,,,,
মিসকা খামটা খুলে দেখতেই চোখ আটকে গেলো,,,,,,হিয়ার জন্ম নিবন্ধন,,,,,, নিবন্ধনে মায়ের স্থানে নিজের নাম দেখে মিসকা কাগজটা বুকে নিয়ে কাঁদছে,,,,,
ইফতি তাকে সবচেয়ে বড় একটা গিফ্ট দিয়েছে,,,,,,হিয়াকে দিয়েছে হিয়ার মায়ের মর্যাদা দিয়েছে,,,,আর কেউ পারবে না দাবী করতে,,,,হিয়া শুধু মিসকার মে,,,,,,মিসকা কাগজটা খামে ভরে আলমিরাতে রেখে দিলো,,,,,
হিয়ার পাশে গিয়ে হিয়াকে চুমু দিয়ে ওর পাশেই ওকে জড়িয়ে ধরে সুয়ে পরলো,,,,,কখন যে ঘুমিয়ে গেলো বুঝতেই পারলো না,,,,,,
সকালের আলো চোখে পরতেই মিসকার ঘুম ভেঙে গেলো,,,,হিয়া এখনও ঘুমুচ্ছে কিন্তু ইফতি নেই,,,
মিসকা ফ্রেস হয়ে নিচে নামে,,,
মিসেস নিলুফা ঃ কিরে মা কেমন ঘুম হলো??
মিসকা ঃ এই তো ভালো মা,,,,
মিসেস নিলুফা ঃ নে নাস্তা করে নে,,,,হিয়া এখনও ওঠে নি??
মিসকা ঃ না ও ঘুমাচ্ছে তাই আর ডাকি নি,,,,আপনার ছেলে কোথায় গেছে এতো সকালে জানেন কিছু??
মিসেস নিলুফা ঃ না তো,,,,,,,, তবে দেখলাম খএব ভোরে গাড়ি নিয়ে বেরিয়ে গেলো,,,,,কিছু তো বলে যায় নি,,,
মিসকা ঃ ও,,,,,,( এত সকালে বের হলো কোনো বিপদ হলো না তো?? মনে মনে ভাবছে)
মিসেস নিলুফা নিজের রুমে চলে গেলেন,,,
মিসকা নাস্তা শেষ করে ইফতিকে ফোন দিলো,,,কিন্ত বার বার বন্ধ পাচ্ছে,,,,,, রাগে গজ গজ করতে করতে রুমে ঢুকলো,,,,
মিসকাঃ গন্ডার, বজ্জাত একটা ভাবছিলাম ভালো হয়ে গেছে,,,,মানুষের স্বভাব কোনো দিন কি পাল্টায়,,,,,,ভুল ভেবেছি আমি,,,,,একটু বলে গেলে কি হতো,,,,,আচ্ছা তখন ঘুমিয়ে ছিলাম এজন্য বলতে পারে নি একটা মেসেজ তো দিতে পারতো,,,,,আমার তো আর টেনশন হয় না 😠,,,,কে আমি টেনশন করার,,,
হিয়াঃ মাম্মাম কি হয়েছে তোমার??
মিসকাঃ না তো তেমন কিছু না,,,,( স্বাভাবিক হয়ে,,,,,,,)
হিয়াঃ আজ আমরা স্কুলে যাবো মনে আছে??
মিসকা ঃ এইরে ভুলেই গেছিলাম 😬
হিয়াঃ হুম তাতো ভুলবেই,,,,,, এখন তো তোমার বরকে নিয়া চিন্তা আমার কথা কেমনে মনে থাকবে,,,
মিসকা ঃ চোখ বড় বড় করে অবাক হয়ে তাকিয়ে আছে,,,,,, তবেরে পাকনি দাড়া,,,,,
দুজনে সারা রুম দৌড়াচ্ছে,,,,, মিসকা হিয়াকে ধরে ঘুরতে থাকে,,,, একসময় ক্লান্ত হয়ে দুজন খাটের উপর পরে যায়,,,,,দুজনেই হাসছে আর হাঁপাচ্ছে,,,,,
মিসকাঃ হিয়ার দিকে তাকিয়ে,,,,,,,আচ্ছা হিয়া কেউ যদি তোমাকে আমার কাছ থেকে নিয়ে যায় কি করবে তখন??
হিয়াঃ কে নিবে,,,,,, আমি তো তোমার কাছেই আছি,,,,( মিসকাকে জড়িয়ে ধরে)
মিসকা ঃ ধরো কেউ যদি এসে বলে হিয়া আমি তোমার আসল মা,,,,,,, তুমি আমার সাথে চলো তখন তুমি কি করবে??.
হিয়াঃ কতক্ষণ চুপ থেকে,,,,,, মা কি আবার আসল নকল হয় নাকি,,,,,,আমার তো একটাই মা,সে হচ্ছে মিসকা মা,,,,,,,,আর আমি আমার মাম্মামকে ছেড়ে কোথাও যাবো না,,,,,,,
মিসকা ঃ হিয়ার কপালে চুমু খেয়ে জড়িয়ে ধরে,,,,
হিয়াঃ মাম্মাম কতো বাজে খেয়াল আছে??
মিসকাঃ তাড়াতাড়ি করে হিয়াকে নিয়ে ওয়াশরুমে গেলো,,,,,,,
মিসকা হিয়াকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে,,,,
রুমাঃ বৌমনি এই নেন হিয়ার খাবারটা,,,,
মিসকা ঃ হুম ওখানে রাখো,,,,
রুমা খাবার টা টেবিলের উপর রেখে চলে গেলো,,,,মিসকা হিয়াকে খাবারটা খাইয়ে দিচ্ছে,,,,,
হিয়াঃ মাম্মাম তুমি আজ স্কুলে গিয়ে আচ্ছা করে বকে দিবে,,,,
মিসকাঃ হুম,,,,
হিয়াঃ তুমি বলবে তুমিই আমার মাম্মাম,,,,
মিসকাঃ আচ্ছা বাবা বলবো,,, এখন তাড়াতাড়ি খেয়ে নাও তো,,,,,
মিসকা হিয়াকে কোলে নিয়ে নামছে,,,, আর সিফাতকে ( ড্রাইভার) ফোন দিচ্ছে,,,,,
মিসকা ঃ হিয়া তুমি যাও আমি মাকে বলে আসি,,,,
মিসকা মিসেস নিলুফা এর সামনে এসে দরজা নক করে,,,
মিসেস নিলুফা ঃ কে ভেতরে এসো,,,
মিসকাঃ মা আমি,,,,,,,,
আজ একটু হিয়ার স্কুলে যাচ্ছি,,
মিসেস নিলুফা ঃ ও আচ্ছা ঠিকাছে সাবধানে যাস,,,,
মিসকাঃ হুম আসছি,,,,
মিসকা ওখান থেকে বিদায় নিয়ে নিচে আসলো,,,
সিফাতঃ বৌমনি ওঠো নামিয়ে দিয়ে আসি,,,,
মিসকা হিয়াকে নিয়ে গাড়িতে উঠলো,,,,
মিসকাঃ সিফাত ভাই আপনার ছোটসাহেব কোথায় গেছে জানেন কিছু??
সিফাতঃ না কিছু তো বলে নাই,,,,সে তো আজ নিজেই গাড়ি নিয়ে সকালবেলা বের হয়ে গেলো,,,
মিসকাঃ ও,,
সিফাতঃ তোমাকে কিছু বলে নি??
মিসকাঃ না,, এজন্য ই তো জিগ্যেস করলাম,,,
সিফাতঃ তুমি চিন্তা করো না,,,,,, এটা ছোট সাহেবের পুরান অভ্যাস,,,,😂
মিসকাঃ মানে,,, ঠিক বুঝলাম না,,,,,
সিফাতঃ কিছু না,,,,,,, যখন দেখবে তখনই বুঝতে পারবে,,
মিসকাঃ+ কি এমন,,,,🤔মনে মনে)
হিয়াঃ মাম্মাম😔
মিসকা ঃ হুম বলো
হিয়াঃ তুমি ওদের বেশি রাগ করো না 😌
মিসকাঃ ওরা কারা??
হিয়াঃ আরে বাবা আমার ফ্রেন্ডস😞
মিসকাঃ আচ্ছা ঠিকাছে🙂
কিছুক্ষণের মধ্যেই স্কলের সামনে গাড়ী ভীড়ল,,,,
মিসকা হিয়াকে নিয়ে স্কুলের ভিতরে প্রবেশ করতেই,,,
হিয়াঃ মাম্মাম ঐ যে দেখছো ওর নাম সিয়াম ওআমাকে বলেছে,,,,,
মিসকা হিয়ার হাত ধরে ওদের দিকে এগুচ্ছে ওরা তখন খেলছিলো,,,,,,,
মিসকা গিয়ে সিয়ামের ঘারে হাত দিতেই ফিরে তাকালো,,,
সিয়াম ওদের দেখে ভয়ে চুপসে আছে,,,,
মিসকাঃ তোমার নাম সিয়াম,,,( মাথাটা একটু ঝুঁকে)
সিয়ামঃ মাথা নেরে সায় দিল,,,
মিসকাঃ সিয়ামকে কোলে নিয়ে একটা জায়গায় বসলো,,,
হিয়া হা করে তাকিয়ে আছে,,,,,,,সিয়ামও বেশ অবাক হয়েছে,,,
মিসকাঃ তুমি হিয়াকে কেনো পঁচা কথা বলেছো,,,,,??
সিয়াম ঃ কোনো কথা বলছে না,,,
মিসকাঃ আচ্ছা ধরো কেউ যদি তোমাকে বলে তোমার মাম্মাম তোমার মাম্মাম নয়,,,,,তাহলে তুমি কষ্ট পাবে না??
সিয়ামঃ হুম( মাথা নিচু করে)
মিসকাঃ শোনো মা বাবা কখনও পর, সৎ এসব হয় না,,,, তারা শুধু মা বাবাই হয়,,তোমাদের ভালোবাসেন আদর করেন আবার শাসন ও করেন,,,,,তুমি যে কথাটা শুনলে কষ্ট পাবে অন্য একজনকে বললে তো সে তোমার মতই কষ্ট পাবে বলো,,,,
সিয়ামঃ হুম,,,,😑
মিসকাঃ তাহলে তোমার এখন কি করা উচিত??
সিয়ামঃ ছড়ি বলা উচিত,,,
মিসকাঃ এই তো লক্ষী ছেলে আর কখনও কাউকে এমন কথা বলবে না যাতে সে কষ্ট পায় কেমন,,,,
সিয়ামঃ মাথা নারিয়ে সায় দেয়,,,,,দৌড়ে গিয়ে হিয়ার হাত ধরে ছড়ি বলে,,,,,
মিসকা দাড়িয়ে দেখছে আর হাসছে😊
হিয়া দৌড়ে এসে মিসকার গলা জড়িয়ে ধরে ওকে একটা চুমু দেয়,,,,
হিয়াঃ মাম্মাম জানো সিয়াম আমাকে ছড়ি ও বলেছে আর বলেছে তোর মা অনেক ভালো,,,
মিসকাঃ তাই,,,,,
হিয়াঃ ইয়েস মাম্মাম তুমি হচ্ছে এই ওয়ার্ল্ডের বেস্ট মাম্মাম,,,
মিসকা ঃ এবার তুমি হেপি তো??
হিয়াঃ এত্তগুলা হেপি😆
দুজনেই হাসছে,
সিয়ামঃ হিয়া আয় তোকে আমার বন্ধু দের সাথে মিট করিয়ে দেই,,,
হিয়া মিসকার দিকে তাকালে মিসকা চোখ দিয়ে সায় দেয়,,,,হিয়া মিসকাকে বায় দিয়ে চলে যায়,,,,,
মিসকা মুখে একটু হাসি নিয়ে গাড়িতে উঠে যায়,,,,কিছুক্ষণ এর মধ্যে বাসায় পৌছে যায়,,,
মিসকা কলিংবেল টিপতেই রুমা দরজা খুলে দেয়,,,,,মিসকা ভিতরে এসে পুরাই থ হয়ে আছে,,,,এক পা ও নারাতে পারছে না সারা শরীর কাপছে কোনো কথা বলতে পারছে না,,, মনে হচ্ছে আসামীর মতো ধরা পরে দাড়িয়ে আছে আর সামনে পুলিশ,,,,,,
হ্যা মিসকার মা দাড়িয়ে আছে সামনে,,,,,,সাথে ওর বোন, দুলাভাই আর ভাগ্নিরা,,,,,,
ভাগ্নিরা এসে খালামুনি বলে ওকে জড়িয়ে ধরলো,,,,
মিসকাঃ কি করবে বুঝতে পারছে না,,,,
মিসকার মা আস্তে আস্তে ওর সামনে এসে দাড়ালো,,,,,,,
মিাকার চোখের পানি টলটল করছে,,,,,
মিসকার মা ওর সামনে এসে ওকে জড়িয়ে ধরলো,,,,,মিসকা পুরাই অবাক ও ভেবেছে ওর মা ওর গালে একটা চড় বসিয়ে দিবে ,,,,,,,,,,, সবাই হাতে তালি দিচ্ছে
মিসকাঃ আম্মু,,,,, ছড়ি আম্মু আসলে,,,,
মিসকার মাঃ ছড়ি বলতে হবে না আমি সব জানি,,,,আর বিয়ের দিন আমার সম্মতিতেই বিয়ে হয়েছিল,,,,আমি তখন সিচুয়েশানে পরে হ্যা বললেও মনের মধ্যে ভয় কাজ করছিলো,,,, যে আমার মেয়েটা কাকে বিয়ে করলো,,,,,
কিন্তু আজ ইফতিকে দেখে মনে হচ্ছে না আমি সেদিন একদম ঠিক সিদ্ধান্ত ই নিয়েছিলাম,,,,আমার মেয়ের যোগ্য ছেলের সাথেই বিয়ে হয়েছে,,,
মিসকা সামনে তাকাতেই দেখে ইফতি দাড়িয়ে আছে,,,,,
মিসেস নিলুফা ঃ আরে বিয়ান এতো দূর থেকে এসেছেন এখন গিয়ে একটু রেস্ট নিন তারপর না হয় জমিয়ে আড্ডা দেওয়া যাবে,,,
মিসকাঃ হ্যা মা ঠিক বলেছেন,,,,,,চলো আম্মু এখন একটু রেস্ট নিবে,,,
মিসকা সবাই কে নিয়ে গেস্ট রুমে গেলো,,,,,
মিসকার বোনঃ তুই ভালো আছিস তো??
মিসকা ওর বোনকে জড়িয়ে ধরে বললো অনেক ভালো আছি,,,😋
অনেক্ষন গল্প করে মিসকা রুমে আসলো,,,,
ইফতিঃ ওদের ঠিকমতো সবকিছু গুছিয়ে দিয়েছ তো?
মিসকাঃ হুম,,,,, একটা কথা জিগ্যেস করবো??
ইফতিঃ হুম বলো,,,
মিসকাঃ তুমি এতো কিছু করলে আমাকে তো কিছু জানাও নি,,,,, কেন??
ইফতিঃ যদি জানিয়ে দিতাম তাহলে সারপ্রাইজ টা দিতাম কিভাবে,,,,মিসকার ঘাড়ে এক হাত দিয়ে,,,,যদিন তোমায় বিয়ে করবো বলেছিলাম সেদিন বাবাকে বলেছি মায়ের সাথে কথা বলতে,,,, কারন তার মেয়েকে তার অনুমতি ছাড়া তো আর নিয়ে নিতে পারি না,,,,তারপর যখন বিয়েটা সম্পন্ন হলো তোমাকে মম উপরে নিয়ে আসলে আমি মা কে ফোন দিয়ে কথা বলি তখনই বলেছিলাম তোমাকে যেনো কিছু না জানায়,,,,
মিসকাঃ এজন্য ই তো,,,,,, আমি তো আম্মুর সাথে কতো কথা বলেছি কিন্তু আম্মু কখনও তেমন কিছু জিগ্যেস করে নি,,,,
ইফতিঃ তো কেমন লাগলো মেডাম আমার দেওয়া গিফট,,,,
মিসকা ইফতিকে জরিয়ে ধরে বললো বেষ্ট সবচেয়ে দামী,,,,,,,
ইফতিও মিসকাকে জড়িয়ে ধরলো,,,,,মিসকা ইফতির দিকে তাকাতেই ইফতি মিসকার কপালে চুমু দিলো,,,,,
মিসকার ভাগ্নিরা ভিতরে আসতেই ইফতি মিসকাকে ছেড়ে দিলো,,,,,৷
রিয়া- রিতু( ভাগ্নি)ঃ খালামুনি চলো আমরা একটু ছাদে যাই
মিসকাঃ চলো,,😊
ইফতিঃ মিসকা তোমরা যাও আমি একটু অফিস যাবো,,,,,,,আবিদ ফোন করেছিলো,,,,,,
মিসকাঃ আচ্ছা ঠিকাছে,,,,আর শোনো হিয়াকে নিয়ে এসো,,,,
ইফতিঃ হুম😊
মিসকা ওদের নিয়ে ছাদে যায়,,,,,,
চলবে,,,,,,,,,