#প্রাণেশ্বরী #Writer_Asfiya_Islam_Jannat #পর্ব-১৭

#প্রাণেশ্বরী
#Writer_Asfiya_Islam_Jannat
#পর্ব-১৭

প্রাণ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, “আ’ম ফাইন মি. তুরহান।”

ছন্দ কিছুটা সময় নিয়ে বলে, “আপনি কি জানেন, আ’ম ফাইন ইজ নেভার ফাইন?”

প্রাণ স্মিত হেসে বলে, “কি জানি!”

“তাহলে মানছেন, ইউ আর নট ফাইন?”

“কি শুনতে চাইছেন? হ্যাঁ নাকি না?”

“আপনি যেটা বলবেন সেটাই।”

প্রান প্রত্যুত্তর করল না। নিশ্চুপ দৃষ্টিতে তাকিয়ে থাকলো পর্দায় ভাসতে থাকা চলন্ত ছবির দিকে, নৃ’শং’স এক মৃ’ত্যু’র দৃশ্য চলছে তাতে। ভ’য়ং’ক’র সেই দৃশ্যটি দেখে যে কারোই লোম দাঁড়িয়ে উঠবো অথচ প্রাণের অভিব্যক্তি শিথিল্য। দৃষ্টি দৃঢ়। মনের মাঝে ঘুরঘুর করছে অনাকাঙ্ক্ষিত এক ইচ্ছে। এদিকে প্রাণের কোন উত্তর না পেয়ে ছন্দ ফোঁস করে নিশ্বাস ফেলে। মেয়েটা যে নিজের সম্পর্কে কাউকে অবগত করতে নারাজ তা এ কয়েকদিনে বেশ বুঝেছে সে। দুই পাশে বেমানান নিস্তব্ধতা বিদ্যমান। শব্দ সব নিরুদ্দেশ যেন। কিয়ৎক্ষণ পর প্রাণ নিজ থেকেই জিজ্ঞেস করে, “হঠাৎ আমার কথা মনে পড়লো যে? কোন দরকার ছিল?”

ছন্দ বলে, “না এভাবেই! জানার ইচ্ছে ছিল আপনার শরীর এখন কেমন, তাই ফোন করা। কেন দরকার ব্যতীত কি আপনাকে ফোন দেওয়া নিষেধ?”

“নিষেধ না৷”

ছন্দের কৌতূহলপূর্ণ কন্ঠ, “তাহলে কি?”

প্রাণ নিশ্চুপ থেকে বলে, “দরকার ব্যতীত কেউ কখনো ফোন করেনি আমায়। তাই!”

কথাটার গভীরতা বুঝতে পেরে ছন্দ বাক্যহীন৷ প্রত্যুত্তরে করার মত কোন কিছু পেল না। তবে তার কিছু বলার পূর্বেই প্রাণ পুনরায় বলে, “যাই হোক, আপনি ফোন করে ভালোই করেছেন। এমনেও যোগাযোগ করতাম আমি।”

ছন্দ থমকায়, “কেন?”

প্রাণ কোন ভণিতা না করে সরাসরি প্রশ্ন করে, “জিজ্ঞেস করার ছিল, এর মধ্যে ফ্রি আছেন কি-না?”

ছন্দ ভড়কে যায়। ভ্রু কুঞ্চিত হয়ে আসে ক্ষণেই, “জি?”

“এর মধ্যে কি ফ্রি আছেন?”

ছন্দ ধাতস্থ কন্ঠে বলে, “হ্যাঁ কাল সন্ধ্যায় আছি। কিন্তু কেন?”

“দেখা করতে পারবেন?”

ছন্দ স্তব্ধ হলো। একবার ভাবলো ভুল শুনেছে, প্রাণ তাকে দেখা করতে বলেছে? এ আদৌ সত্য? আকস্মিক এরূপ অপ্রত্যাশিত কিছু ঘটবে তা কস্মিনকালেও ভাবেনি সে। বেশ কিছুক্ষণ লাগলো তার নিজেকে ধাতস্থ করতে। অতঃপর বলল, “হ্যাঁ! পারবো না কেন?”

“ওকে দ্যান! আমি পরে জায়গার নাম, সময় আপনাকে টেক্সটে জানিয়ে দিব।”

ছন্দের ইচ্ছে করলো জানতে প্রাণ হঠাৎ দেখা করতে চাইছে কেন? তবে নিজেকে সামলে বলে, “আচ্ছা।”

__________

সর্বদা সাজানো-গোছানো কক্ষটার আজ বেহাল দশা। সুবিন্যস্তভাবে ভাঁজে ভাঁজে রাখা কাপড়-চোপড় সব উলোটপালোট, বিছানার উপর হুমড়ি খেয়ে পড়ে আছে কিছু। কিনারে রাখা বিন ব্যাগ চেয়ারে জিহান বসে, বিরক্তিকর চাহনি তার ছন্দের উপর নিবদ্ধ। ছন্দ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরোক্ষ করতে ব্যস্ত। জিহান ভেবে কূল পাচ্ছে না ছেলেটার আজ হলো কি? হঠাৎ নিজেকে নিয়ে এত পড়েছে কেন? সবসময় পরিপাটি থাকা ছেলেটা আজ অগোছালো, বিষয়টা কোনভাবেই হজম হচ্ছে না তার। ছন্দ এবার জিহানের দিকে তাকিয়ে বলে, “এটা কি মানাচ্ছে আমায়? বেশি কালো লাগছে না? চেঞ্জ করব?”

জিহান মুখ খিঁচে বলে, “মেয়েদের মত ন্যাকামি করা বন্ধ করবি? এই নিয়ে সাতটা শার্ট চেঞ্জ করলি আর কত? মানে ভাই! এতবার চেঞ্জ তো আমি শুট চলাকালীনও করি না।”

ছন্দ শ্লথ কন্ঠে বলে, “বেশি কথা বলিস না নাহলে মিশার সামনে যদি আমি একবার মুখ খুলি না, তখন কিন্তু কেঁদেও নিস্তার পাবি না।”

জিহান নিজের কপাল চাপড়ে বলে, “তোর মত বন্ধু থাকার চেয়ে শক্র থাকাও ভালো। শা* বা’ট’পা’র একটা। অন্যের সংসারে আ’গু’ন লাগাতে চাস।”

ছন্দ জিহানের কথা সম্পূর্ণ অনাগ্রহ করে পুনরায় আরেকটা শার্ট নিয়ে চেঞ্জ করলো। শ্যামবর্ণ চেহেরার সাথে এবার ওশান ব্লু শার্টটা মানিয়েছে বেশ। ছন্দ নিজেকে এক পলক দেখে পিছন দিকে ঘুরতেই জিহান বলে উঠে, “এটায় ভাই আসলে তোকে মানাচ্ছে। আর চেঞ্জ করিস না, দোহাই লাগে।”

জিহানের কথায় ছন্দ অপ্রসন্ন হলো বলে মনে হলো না। তারও লাগছে শার্টটায় তাকে ভালো দেখাচ্ছে। জিহান এবার জিজ্ঞেস করে উঠে, “তবে এত ফিটফাট হয়ে যাচ্ছিস কোথায়?”

ছন্দ এক মুহূর্ত থমকে বলে, “মিটিং আছে একটা।”

জিহান সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলে, “কিন্তু ভাব-সাব দেখে লাগছে কার সাথে না জানি ডেটে যাচ্ছিস। তা ক্যাপ্টেন সাহেব সত্যি যাচ্ছেন না-কি?”

ছন্দ গা ছাড়াভাব নিয়ে বলে, “বাজে না বকে নিজের কাজ কর যা।”

জিহান ভাবুক ভঙ্গিতে বলে, “কুচ তো গারবার হ্যায় দেয়া। কুচ তো গারবার…”

ছন্দ ডেসিং টেবিলের উপর রাখা চিরুনিটা জিহানের দিকে ছুঁ’ড়ে দিয়ে বলে, “শা* তোর মধ্যে গারবার আছে, আমার মধ্যে না।”

“খুব জানোস তুই তাই না? রাতে ছিলি নাকি আমার সাথে?”

ছন্দ আড়চোখে তাকিয়ে বলে, “আমি থাকতে যাব কেন? মিশাকে জিজ্ঞেস করলেই সব স্বচ্ছ পানির মত পরিষ্কার হয়ে যাবে।”

ছন্দের কথায় জিহান ফুঁসে উঠে। ছন্দের সাথে কিছুক্ষণ গ’লা’বা’জি করে বেড়িয়ে যায় রুম থেকে। জিহান রুম থেকে বেরুতেই ছন্দ লম্বা নিঃশ্বাস ফেলে। জিহানকে রুম থেকে বের করার প্ল্যান তার সফল হয়েছে। আনমনে একবার জিহানের কথাগুলো আওড়ে ভাবে আসলেই সে এত তোড়জোড় লাগিয়েছে কেন? সে তো ডেটে যাচ্ছে না, তাহলে? এরকম হাজার প্রশ্নের সমোরোহ তার মনে তবে উত্তর নেই কোন।

__________

তিন তারকা এক রেস্টুরেন্টের মুখোমুখি হয়ে বসে আছে প্রাণ ও ছন্দ। মোলায়েম আলোয় তাদের টেবিল একদম কিনারে হওয়ায় তাদের সনাক্ত করা দুরূহ। কিছুক্ষণ আগেই ওয়েটার এসে অর্ডার নিয়ে গিয়েছে। এরপর থেকেই চলছে নিস্তব্ধতার এক অদৃশ্য প্রতিযোগিতা। নীরবতা ভাঙতে ছন্দ জিজ্ঞেস করে উঠে, “যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি?”

“জি বলুন।”

“আপনি কি আগেই জানতেন নয়ন আপনার ফ্রেন্ডের সাথে মিলে আপনাকে ঠ’কা’চ্ছে?”

প্রাণ দৃষ্টি তুলে বলল, “জানতাম।”

ছন্দ গোলগোল দৃষ্টিতে তাকিয়ে বলে, “তার মানে…”

ছন্দকের সম্পূর্ণ বাক্য শেষ করতে না দিয়ে প্রাণ ভাবলেশহীন কন্ঠে বলল, “যা ভাবছেন তাই।”

ছন্দ থমকায়, সে সাথে কিছুটা প্রসন্নও হয় প্রাণের দৃঢ়তা দেখে। ছন্দ জিজ্ঞেস করে, “ইম্প্রেসিভ! তবে একা এসব কিভাবে?”

প্রাণ মৌন থাকলো। প্রাণ উত্তর দিতে চাইছেন না বুঝে ছন্দ আরেক প্রশ্ন তার দিকে ছুঁ’ড়ে দেয়, “আচ্ছা, একটা জিনিস বুঝতে পারছি না। সেদিন রাতে তারা আপনার সাথে করতে চাইছিলটা কি? আন্টি আর আপনার এসিস্ট্যান্টের কথা শুনে যা বুঝেছি সবকিছুর পিছনে তারাই ছিল। আর সে-টা আপনারা ভালো করেই জানতেন।”

প্রাণ তখনও নীরব। ছন্দ তা দেখে বলে “সমস্যা হলে বলার প্রয়োজন নেই। তাদের কথা শুনে কৌতূহল ছিল বিধায় জিজ্ঞেস করা, অন্য কোন অর্থে না।”

প্রাণ এবার সম্পূর্ণ বিষয়টা বিস্তারিত জানায়। কেন না, এই বিষয় সম্পর্কে কিছু লুকিয়ে লাভ নেই, ছন্দ সেদিন তাকে বাঁচিয়েছে। পুরো ঘটনা জানার অধিকার রাখে সে। সব শুনে ছন্দ বিস্ময়ের সহিত বলে, “মানুষ এতটাও নিচ হতে পারে? মানে ভাষা নেই আমার। আ’ম টোটালি স্পিচলেস।”

প্রাণ স্মিত হেসে বলে, “এই পৃথিবীর চরম সত্য কি জানেন? যে আপনার নিকট প্রিয়তম প্রিয়জন, তার নিকট আপনি কেবল অপ্রয়োজন।”

ছন্দ কিছু বলার আগেই ওয়েটার এসে খাবার পরিবেশন করে দিয়ে যায়। কথাটা সেখানেই চাপা দিয়ে প্রাণ ছন্দকে খেতে বলে নিজেও খাওয়া শুরু করলো। খাওয়ার ফাঁকে প্রাণ বলে উঠলো, “আপনার ব্যাংক একাউন্টের ডিটেইলসটা আমার একটু দরকার ছিল।”

প্রাণের কথা শুনে ছন্দের বুঝতে দেরি নেই প্রাণ আজ তাকে কেন দেখা করতে ডাক দিয়েছে। সে রাতের সকল হিসাবের নিষ্পত্তি করতে চাইছে সে। ছন্দ তাই নিশ্চিত হওয়ার জন্য সংশয়িত কন্ঠে বলে, “এই জন্যই কি আমাকে আজ ডেকেছেন আপনি? সকল হিসাব চুকিয়ে ফেলতে?”

প্রাণ বলে, “ঋণী থাকাটা আমার পছন্দ নয় মি.তুরহান।”

ছন্দ হেসে বলে, “এখন আমি যদি ডিটেইলস দিতে রাজি না হই? কি করবেন আপনি?”

প্রাণ দৃষ্টি সরু করে জিজ্ঞেস করে, “না দেওয়ার কারণ?”

ছন্দ ভাবান্তরহীন কন্ঠে বলে, “আপনাকে আজীবন ঋণী রাখার পরিকল্পনা আমার।”

প্রাণ ভ্রু কুঁচকে তাকাতেই ছন্দ হেসে বলে, “জাস্ট জোকিং! তবে এটা সত্য আমি আপনাকে কোন ডিটেইলস দিচ্ছি না।”

প্রাণ এবার বিরক্ত হয়ে বলে, “মানে কি?”

“ইন শর্ট, আমার কম্পেন্সেট হিসাবে টাকা না অন্যকিছু চাই৷”

“আর সে-টা কি?”

ছন্দ খাওয়ায় অভিনিবেশ স্থাপন করে বলে, “সময় হোক, সুদ-আসলসহ সে-টা চেয়ে নিব আমি। তখন কিন্তু আপনি না করতে পারবেন না মিস. ল্যাভেন্ডার।”

প্রাণ অপ্রসন্ন দৃষ্টিতে তাকালো। ছন্দ এবার পকেট থেকে কিছু একটা বের করে প্রাণের দিকে এগিয়ে দিয়ে বলে, “দেখেন তো, এটা আপনার কি-না?”

প্রাণ ছন্দের হাতের দিকে নজর বুলাতেই স্তম্ভিত হয়ে গেল। কথার খেই হারিয়ে নিশ্চল, নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো শুধু।

#চলবে

[ছোট পর্বের জন্য দুঃখিত৷ মাঝে বিরতি পড়ায় এখন হাত চলছে না। একটু সময় দিন আগের ধারায় আসার চেষ্টা করছি।]

[কপি করা সম্পূর্ণ নিষেধ।]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here