প্রাইভেট টিচার যখন বর,part:৩ শেষ পর্ব
Writer:আবির হাছান
ফারজানা ঃ আবির এমন করবা না তা হলে আমি সত্যিই সত্যিই কিন্তু মরে যাবো 💕
আবির ঃ আমি আর ওর কোনো কথাই শুনলাম না আমি বাড়িতে চলে আসি…… এসে ভাবতেছি যে ওকে আর পড়াতে যাবো না🧡আমি ঘুমিয়ে পড়লাম রাত তখন ১১.৩০ মিনিট হঠাৎ ফারজানা বাবার কল ভাবছি রিসিপ করবো না। রিসিপ করলে কী যে বলবে তা আমার যানা আছে… বাড় বাড় দেবার পড়ে আমি কল টার রিসিপ করলান 💕
ফারজানা বাবা ঃ আবির তুমি কোথায় আর ফারজানা সাথে তোমার কী হয়েছে 💕
আবির ঃ তা কালকে এসে আপনাদের বাড়িতে বলে যাবো 💕
ফারজানা বাবা ঃ তুমি কী ওকে কিছু বলেছো 💚 ও তো ঘুমের ওষুধ খেয়েছে 🌿 এখন ওর জ্ঞান ফিরিয়েছে এখন শুদু ও তোমার নামই নিতে আছে 💞
আবির ঃ এসব ঘটনা কোন সময় হয়েছে 💕
ফারজানা বাবা ঃ তুমি পড়িয়ে যাবার পড়ই এই ঘটনা ঘটেছে পিলিছ বাবা আমাদের বাড়িতে তুমি চলে আসো💕 ও আমাদের কারো কোনো কথা শুনতেছে না জ্ঞান ফিরে তোমাকে কথা বলতেছে যে তোমাকে ও দেখবে💕
আবির ঃ আপনারা কী এখন বাড়িতে এসেছেন 💞
ফারজানা : হুম ওকে দিয়ে এখন বাড়িতে এসেছি 😥😥
আবির ঃ আচ্চা আমি আসতেছি আমি আম্মুর কাছে বলে ফারজানা বাড়িতে চলে আসি এসে দেখি সবাই ওর পাশে বসে আছে আমাকে দেখার পড়ে ফারজানা বলে উঠলো💕
ফারজানা ঃ আবির তুমি এসেছো তুমি আমার পাশে এসে একটু বসো না
আবির ঃ আমি ওর পাশে গিয়ে বসে পড়ি ওর আমার দিয়ে তাকিয়ে আছে কিছুখন পর ফারজানা বাবা বললো💕
ফারজানা বাবা ঃ আবির ফারজানা সাথে তোমার কী হয়েছে এখন বলোতো 💕
আবির ঃ তার পড়ে আমি ঘটে যাওয়া সব ঘটনা ফারজানা বাবাকে বলা শুরু করলাম। …………আসলে আমি ওকে ছাএীই ভেবে এসেছি আর কিছু না এখন আপনি আপনার মেয়েকে বুঝান
ফারজানা ঃ (কান্না কান্না) আব্বু আমি ওকে ছাড়া বাছবো না …… ওকে যদি আমি বিয়ে করতে না পারি তা হলে আমি আবার ও ঘুমের ওষুধ খাবো
আবির ঃ ফারজানা সবসময় কিন্তু পাগলামো করা যান। আর তুমি আর চেয়ে ভালো ছেলেকে বিয়ে করতে পারবা 💕
ফারজানা ঃনা না আমি শুদু তোমাকেই চাই 💞 কিছুখন পর আব্বু বললো 🧡
আব্বু ঃ আবির আমি একটা কথা বলি আমার কথাটা তুমি রাখবে💞
আবির ঃ কী কথা বলেন 💕
আব্বু ঃ আমি চাই আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিতে এতে কী তোমার কোনো অপত্তি আছে💕
আবির ঃ আমি তো ওকে ছাএীই ভেবে এসেছি তো আমি ওকে বিয়ে করবো কী ভাবে 💕
আব্বু ঃ দেখো ভালোবাসায় কিছু দেখে না তোমার যদি আপত্তি থাকে তা হলে বলতে পারো 💕
আবির ঃ আমার কোনো আপত্তি নেই আমার আব্বু আম্মু যদি না রাজি হয় তা হলে আমি বিয়ে করতে পারবো না💕
আব্বু ঃ তোমার আব্বুর নামবার দাও তো 💕
আবির ঃ আমি তার কাছে আব্বু নামবার দিয়ে দিলাম সে আব্বু কে কল দিলো কিছুখন পর বললো 💕
ফারজানারআব্বু ঃ হুম তোমার আব্বু রাজি হয়েছে 💕
আবির ঃ আমার ও একটা সর্ত আছে
ফারজানার আব্বু ঃকী সর্ত বলো 💕
আবির ঃ আমি এখনি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না আনি msters complete করবো তার পরে
ফারজানা ঃ ঠিক আছে তাতেই হবে। কিন্তু আমাকে আগের মতোই তোমাকে পড়াতে আসতে হবে💕
আবির ঃ ঠিক আছে পড়াতে আসবো কিছুখন পর আমাদের রেখে সবাই চলে গেলো ফারজানা এসেই আমাকে ঝড়িয়ে দড়লো 💕
ফারজানা ঃ আমাকে তুমি এতদিন অনেক kosto দিয়েছো বিয়ের পর সব সোদ তুলবো……… আর যখন তুমি পড়াতে আসবা তখন আমি তোমাকে আরো ঝালাবো💕
আবির ঃ তুমিও তো আমাকে এতদিন অনেক ঝালিয়েছো…… সেটার কী হবে
ফারজানা ঃ আমার সামীকেই তো ঝালিয়েছি তাই না …………💕
আবির ঃ আমিওতো আমার বউকে kosto দিয়েছি 💓
ফারজানা ঃ তাই ওই আবির আমিই শুদু ঝরিয়ে দড়ে আছি তুমি একটু ঝরিয়ে দড়ো না💚
আবির ঃ আমিও ফারজানা কে ঝড়িয়ে দড়লাম💕
ফারজানা ঃ এভাবে আমাদের ভালোবাসা চলতে ছিলো। আবির msters complete করার পড়ে আমার বিয়ে করে নী …… এখন আমার অনেক সুখে আছি💕
…………💕The End💕………