প্ররাইভেট টিচার যখন বর,Part:১ম
লেখক :আবির হাছান 💕
ছাদের এক পাশে বসে আছি একজন কে দেখার জন্য। কিন্তু তার আসার এখনো নাম নেই। মন চায় সালার মথা ফাটিয়ে দেই। সেই কখন থেকে রৌদ্রের ভিতরে বসে আছি। কিছুখন পর তাকে দেখতে পেলাম আমাদের বাড়ির পাশ দিয়ে হেটে যাচ্চে তাই আমি তাকে ডাক দিলাম 💕
ফারজানা ঃ এই যে স্যার দাড়ান💞
আবির ঃ আমি উপরে তাকিয়ে দেখি আবার সেই মেয়েটি তাই আমি আবার ও নিচের দিকে তাকিয়ে হাটা শুরু করে দিলাম 💕
ফারজানা ঃ এই যে Mester আপনাকে দাড়াতে বলছি না না দাড়ালে আমি কিন্ত এখন থেকে লাফ দিবো 💞
আবির ঃ আমি সোজা হয়ে দাড়িয়ে রয়েছে কিছুখন পর ফারজানা নেমে আসলো 💕
ফারজানা ঃ আপনার এত ভাব কিসের শুনি 💕
আবির ঃতোমার সাথে আমার কথা বলার কোনো ইচ্চেই নেই 💞
ফারজানা ঃ আপনি মার খাবেন💞
আবির ঃ একজনের সাথে কী ভাবে কথা বলতে হয় সেটা কী যানো না 💞
ফারজানা ঃ আপনি আমার একনজ না অন্য কিছু ভুজেছেন 💞
আবির ঃ আবার ও এইসব ভালতু কথা আমি চলি এখন 💕
ফারজানা ঃ আমার কথা শুনবেন তার পরে যাবেন ওকে না হলে আমি আপনাকে যেতে দিবো না 💕
আবির ঃ কী বলবে বলে ফেলো তো
ফারজানা ঃ আমি আপনার কাছে প্রারাইভোট পড়তে চাই 💞
আবির ঃ আমি তোমাকে পড়াবো না। তোমার মতো গুনডি মেয়েকে আমি পড়াবো না 💕
ফারজানা ঃ কে বলছে আমি গুনডি আমি অনেক ভালো মেয়ে আব্বু তো বলে একবাড় পড়িয়ে দেখেন না💕
আবির ঃ বলছিতো আমি তোমাকে পড়াতে চাই না 💞
ফারজানা ঃ কেনো পড়াবেন না শুনী
আবির ঃ কারন টা হলো আমি অনেক বাড়িতে পড়াতে যাই তাই তোমাকে পড়ানোর সময় নেই💕
ফারজানা ঃ তবে ওখান থেকে একটা বাদ দিয়ে দেন 💕
আবির ঃ আমি পাড়বো না ❣️
ফারজানা ঃ এটা বলে সালায় হন হন করে হেটে গেলো। রাগে আমার শারা শরিল ঝলে যাচ্চে। আসকেও আমাকে ফিরিয়ে দিয়েছে। মন চায় দেওয়ালে সাথে ওর মাথাটা ঠাটিয়ে ফেলি💕 আমি মনে মনে ভাবলাম আমি তো তোমার কাছে পড়বোই তার আগে পরিচয় টা দিতে চাই আমি ফারজানা আব্বু আম্মুর dusto মেয়ে এই বাড় inter 1st পড়তেছে। আর এখন যার সাথে কথা বলতে ছিলাম সে হলো আবির আমার crush ওকে দেখে আমি অনেক আগেই crush খেয়েছি ও এই বাড় msters পড়তেছে আমি এক কলেজে পড়ি আর ও অন্য কলেজে খুব ভালো student আর পেরাইভোটও ভালো পড়ায়। আমি অনেক বাড় ওর কাছে পেরাইভোট পড়তে চেয়েছি কিন্তু পড়াতে রাজি হয় নী কারন টা হলো তাকে আমি i love you বলছিলাম তার জন্য। কত বাড় কাগজে i love you লিখে ওর গায়ে ছুড়ে মেরেছি তার কোনো হিসাব নেই কিন্তু ও তার কোনো answer দেয় নী আমি আমার রুমে চলে আসি এসে মন খারাপ করে বসে আছি। আর ভাবতেছি কী ভাবে ওর কাছে প্রাইভোট পড়া যায়। এগুলো আমি ভাবতেছি হঠাৎ আমার রুমে আব্বু আসলো 💕
আব্বু ঃ কী রে আম্মু কলেজ এয় যাবি না
ফারজানা ঃআমি আর কলেজে পড়বো না 💞
আব্বু ঃ কেনো কী হয়েছে বলবি তো
ফারজানা ঃ আমার কলেজে যেতে ভালো লাগে না 💘
আব্বু ঃ তোর আব্বু কে ও বলবি না কী হয়েছে। কলেজের কেউ কী কিছু বলেছে তোকে 💕
ফারজানা ঃ না।
আব্বু ঃ তা হলে কোনো যাবি না কী হয়েছে বল আমাকে💘
ফারজানা ঃ আব্বু আমি প্রাইভোট পড়বো 💕
আব্বু ঃ উহহ তো আমি কী পড়তে বাড়ন করেছি 💝
ফারজানা ঃ আমি যার কাছে পড়তে চাই সেয় আমাকে পড়াবে না 💞
আবির ঃ কার এত বড় সাহস যে আমার মেয়েকে পড়াবে না তুই একবাড় নাম বল তার 💕
ফারজানা ঃনাম হলো আবির খুব ভালো পড়ায় 💞
আব্বু ঃআচ্চা ওর নামবার আছে তোর কাছে ❣️
ফারজানা ঃ হুম এটা আবির এর নামবার……
আব্বু ঃ কালকেই ও তোকে পড়াতে আসবে দেখিস 💕
ফারজানা ঃ যদি না আসে তা হলে আমি কিন্তু আর কলেজেই যাবো না💕
আব্বু ঃ ঠিক আছে।
ফারজানা ঃ কিছুখন পর আব্বু চলে গেলো আমি তো মহা খুশি। একবাড় প্রারাইভোট পড়ে নেই তার পড়ে তোকে যা করবো তা আছে আমার মনে। এত দিন আমাকে অনেক ঘুড়িয়েছো তার প্রতিটা শোদ নিবো তোকে যে ঝালাবো আর dutame তো করবোই এগুলো ভাবতে ভাবতে আমি শুয়ে পড়ি আজ আর কলেজে গেলাম না কারন আমার আজ কিছুই ভালো লাগতেছে না কিছুখন পর আমি ঘুমিয়ে পড়ি❣️
আবির ঃ আমি বাড়িতে এসে শুয়ে পড়ি কারন টা হলো অনেক জায়গায় পড়তে গিয়েছি। হঠাৎ আমার ফোন টা বেজে উঠলো লাকিয়ে দেখি অননোন নামবার মনে মনে ভাবলাম students রা হতে পারে তাই রিসিপ করলাম 💕
ফারজানা বাবা :হ্যালো Assmulikum
আবির ঃ Ollikusalm কে বলতেছেন
ফারজানা বাবা ঃ তুমি কী আবির ❣️
চলবে