প্রতিহিংসার_অনুরক্তি,09 Last part

#প্রতিহিংসার_অনুরক্তি,09 Last part
লেখিকা: সালসাবিল সারা

মেহরাবের কপালে চিন্তার ভাঁজ লক্ষণীয়।সেদিন জোহানের সাথে ঝামেলা হওয়ার পর,তার ভাইয়াকে জোহানের বিরুদ্ধে নালিশ করলে; তার ভাই জোহান থেকে দূরে থাকতে বলেছে মেহরাবকে।জোহানের পূর্বের রেকর্ড সম্পর্কে জেনে জোহানের প্রতি মেহরাবের সকল প্রতিশোধ হাওয়ায় মিলিয়ে গেলো।তারপরও মেহরাবের মধ্যে নূরকে নিয়ে সেই জিদ এখনো অবশিষ্ট রয়ে গিয়েছে।মেহরাব এখন চায়,নূরকে তার দিকে ধাবিত করতে।প্রথমে অ্যাকশন দিয়ে কাজ করতে চাইলেও,জোহানের কথা ভেবে সে নিজের পরিকল্পনা পরিবর্তন করলো,
–“অ্যাকশন এ কাজ না হলে,ইমোশনাল ব্ল্যাকমেইলকে হাতিয়ার বানানো দরকার।”
নিজের মনের কথায় মাথা দুলিয়ে নিলো মেহরাব।তার মনের পরিকল্পনায় সে অটুট।পূর্বের ন্যায় আজও নূরের অপেক্ষায় ভার্সিটির গেইটের দিকে দৃষ্টি গোপন করে আছে সে।তার চক্ষুজোড়া নূরকেই খুঁজে যাচ্ছে।

সেদিনের ঘটনার পর নূর ভার্সিটিতে যায়নি।তার ভার্সিটির উপর থেকে তার যেনো মন উঠে গিয়েছে। এছাড়াও মেহরাবের সেই কান্ড নূরকে ভার্সিটির ভবনে কদম না দেওয়ার ইঙ্গিত দিয়ে যাচ্ছিলো। সাথে জোহানের ব্যাপার আর তার হবু অদৃশ্য বরের ব্যাপারে নূর সর্বদা ভাবনায় মগ্ন থাকে।সেই ভাবনাও নূরকে গৃহবন্ধী করার জন্যে অন্যতম কারণ।নূর শুনেছে আর কিছুদিনের মাঝেই তার বিয়ের দিন ধার্য করা হবে।এই নিয়ে নূরের দুশ্চিন্তার শেষ নেই।জোহান স্বয়ং এই খবর দিয়েছিলো নূরকে।নূরের দিনরাত এখন এক ঘোরে কাটে।নূর থমকে থাকে সর্বক্ষণ।না কারো সাথে কথা বলে ঠিকঠাক, না কারো সাথে কথা বলে।এই যেনো তুফান আসার পূর্বেই নূরের থমথমে পরিস্থিতি।এতদিন না গেলেও তবে আজ সে বাধ্য ভার্সিটিতে যেতে।দুইদিন পরেই সেমিস্টার ফাইনাল শুরু হবে তার।তাই মনের সকল উথাল পাথাল একপাশে রেখে তনয়ার সহিত সে ভার্সিটিতে কদম রাখলো।নূর ভেবে নিয়েছে,এইবার তাকে যে হেনস্তা করবে সে একেবারে তাদের ছেড়ে দিবে না।দরকার পড়লে নূর হাত,পা চালাবে।দুই পা সামনে ফেলতেই হঠাৎ বজ্রপাতের মতো মেহরাব ভেসে এলো নূরের সামনে,
–“সেদিনের জন্যে আমি দুঃখিত,লজ্জিত,অনুতপ্ত।”
–“আমি না তোমার দুঃখিত বলা শুনতে চায়,না তোমাকে দেখতে চায়!আমার সামনে এসো না আর।”
নূর নিজেকে সামলে জবাব দিলো।
–“প্লিজ নূর।আম সরি।রিয়েলি সরি।”
–“নূর বলেছে তো,সে তোমার কথা শুনতে চায় না।বাড়তি ঝামেলা করছো কেনো?”
তনয়া বিরক্ত নিয়ে প্রশ্ন করলো।
নূর বিরক্তি মুখে “চ” শব্দ করে তনয়ার হাত চেপে ধরলো,
–“চল,ভাই।”

–“আমি তোমাকে ভালোবাসি,নূর।”
নূরের পা থমকে গেলো। আশে পাশের সবাই মেহরাবের কণ্ঠস্বর শুনে তাদের তিনজনের দিকেই ফ্যালফ্যাল করে চেয়ে আছে।নূর লজ্জায় কুঁকড়ে উঠলো।সে মেহরাবের কথা প্রত্যাখ্যান করে চলে যেতে নিলে মেহরাব আবারও বললো,
–“ভালোবাসি ভালোবাসি, তোমায়।একবার ফিরে চাও। রাণী করে…”
ক্যাম্পাসে উপস্থিত সবাই কিটকিটিয়ে হাসছে।নূরের কাছে ব্যাপারটা যথার্থ অপমান বলেই মনে হলো।মেহরাবের ভাবভঙ্গি লক্ষ্য করে নূরের মনে হওয়াটা বাস্তবে পরিণত হলো।প্রথমে নূর মেহরাবকে কিছু বলবে না বলে ভেবেছিলো,পরক্ষণে নিজেকে ঠাট্টার পাত্রী হিসেবে দেখতে নূরের মোটেও সুখকর লাগলো না।তাই সে দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে মেহরাবের সম্মুখে দাঁড়িয়ে নিজের মনের ভেতরে থাকা সব অনুভূতির বহিঃপ্রকাশ করলো,
–“এইভাবে জনসম্মুখে জিদের ভাবভঙ্গি নিয়ে অন্যকে ভালোবাসি বলে ঠাট্টা করতে বেশ ভালো লাগছে তাই না?তোমার মতো মানুষের কাছে ভালোবাসা নামক কোনো শব্দই মানায় না।আর বাদ বাকি,আমি অন্য একজনকে ভালোবাসি।তোমাকে না।আর তোমার এই ভালবাসা-বাসি তোমার কাছেই রাখো।অন্যকে মানুষের সামনে ছোট করে,শুধুমাত্র অপমান করে ভালোবাসি বললে ভালোবাসা হয় না সেটা।এসব হলো তামাশা।আজকাল মানুষ ভালোবাসা শব্দটাকে নিজের জিদের বস্তু হিসেবে ব্যবহার করছে।থু দিলাম তোমার এই ভালোবাসায়।”
শেষ কথাগুলো বলতে নিলে নূরের চোখে অশ্রু ভিড় করে।চারিদিকের সবাই চুপ করে গেলো।হয়তো তাদের তামাশা দেখার সমাপ্তি ঘটলো!
মেহরাব স্তব্দ দৃষ্টিতে নূরের যাওয়া দেখছে।নূরের চোখের ছলছল দৃষ্টি মেহরাবের বুকে এক মায়ার তুফান সৃষ্টি করেছে।মেহরাব থমকে গেলো।আজ তার ভেতরকার এক সত্ত্বা যেনো তাকে বারবার বলে যাচ্ছে,
–“আজ তুই নূরের সাথে মোটেও ঠিক করিসনি।”
মেহরাব নিজের হাত মুষ্ঠিবদ্ধ করে নিলো।তার মাথার কার্যক্রম আপাতত বন্ধ।
……………………
নূরের সবকিছুই এলোমেলো লাগছে।ক্লাসে কোনমতে নিজের কান্না সংযত রাখলেও ক্লাস থেকে বেরিয়ে নূর কান্নায় ভেঙে পড়লো।তার প্রত্যেক জিনিস যেনো উলোট পালোট হয়ে আছে।তার কাছে তার জীবনটাকে নরক বলে হচ্ছে।তনয়া নূরকে পাশের এক বেঞ্চে বসিয়ে দিলো।নূর চোখে টিস্যু চেপে অশ্রু ঝরাচ্ছে।তনয়া নূরের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে,তারপরও যেনো নূর শান্ত হতে পারছে না।এক পর্যায়ে নূর তনয়াকে বলে উঠলো,
–“সবাই আমাকে পেয়েছেটা কি?যার যেভাবে ইচ্ছে সেভাবেই আমাকে নিয়ে গেম খেলছে।আমি না তনয়া মেরে দিবো সবাইকে।আর সবার আগে মারবো ঐ জোহানকে।বেয়াদপ আমার বিয়ে ঠিক করার কে?মুখে তো সব তিতা বের হয়,আর এইবার কাজের মাধ্যমে তার তিতার বহিঃপ্রকাশ করছে।বাদ বাকি ঐ মেহরাব!সে যদি আমার সামনে আসে আর,তুই সাক্ষী;আমি তাকে দুই ভাগ করে ফেলবো।”
–“আরে আরে থাম।আমার মনে হয় না,জোহান ভাই তোর বিয়ে অন্য কারো সাথে হতে দিবে।উনি হয়তো তোকে কষ্ট দেওয়ার জন্যে…!”
–“কষ্ট!এইসব যদি সত্যি হয় তনয়া,আমি উনাকে সত্যি খুন করবো।আমি কিভাবে অন্য ছেলের কথা ভাবতে পারি?আমি জোহান ভাইকে ভালোবাসি,সেই অনেক আগে থেকেই।এই মন আর অন্য কাউকে গ্রহণ করবে না।”
–“আমি জানি। কাঁদিস না।চল,কিছু খেয়ে নিই।”
–“নাহ,বাড়ি যাবো।এমনিও আজ দিনটা বাজে।”
নূর নিজেকে সামলে বলে উঠলো।
–“ওকে,চল।”
তনয়ার হাত ধরে নূর বেঞ্চ থেকে উঠে হাঁটতে লাগলো।হঠাৎই হতহম্বল হয়ে নূরদের সামনে এসে থামলো পমেল।সে বর্তমানে সমানে হাঁপিয়ে যাচ্ছে।নূর পমেলের কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলো,
–“আরে হয়েছে কি?এইভাবে হাঁপাচ্ছো কেনো?”
–“মারছে…মার…”
অতিরিক্ত ক্লান্তির জন্যে পমেল নিজের বাক্য শেষ করতে পারছে না।নূরের সরু ভ্রু কুঁচকে এলো।সে পমেলের কথা আমল করতে পারছে না।
–“আরে,হলো কি?”
–“জোহান ভাইয়া মারছে মেহরাবকে।”
পমেল নিজেকে সামলে বলে উঠলো।নূরের চোখ যেনো তার কোটর থেকে বেরিয়ে আসবে।
–“কি? কোথায়?”
–“ঐযে পেছনে, পরিত্যক্ত ভবনের পেছনে।অনেক থামতে বলেছি,থামছে না। ভয় হচ্ছে।”
কথাগুলো নূরের কর্ণপাত হতেই নূর সেদিকে দৌড় লাগালো।তার পিছু পিছু ছুটছে তনয়া আর পমেল।পেছনের দিকটা পরিত্যক্ত হওয়ায় সেখানে একেবারে জনমানবশূন্য।সেখানে যেতেই নূর আঁতকে উঠলো।জোহানের গায়ে যেনো অলৌকিক ক্ষমতা আছে।ইতিমধ্যে মেহরাবের নাকে রক্তের দেখা মিলছে।নূর জোহানের হাত ধরে থামানোর চেষ্টা করছে।কিন্তু ব্যর্থ সে।এইবার পমেল সমেত নূর জোহানকে মেহরাবের দিক থেকে সরিয়ে নিলো।জোহান আবারও তার দিকে এগিয়ে যেতে নিলে নূর খেঁকিয়ে উঠলো পমেল এবং তনয়াকে,
–“পমেল ওকে নিয়ে যাও।তনয়া সাহায্য কর পমেলকে।কেউ জিজ্ঞেস করলে কিছুই বলবি না।চিকিৎসা করা।”
–“এই এই কি বলছিস তুই!এই ছেলেকে আমি আজ মেরে ফেলবো!”
জোহান আবারও তেড়ে যেতে নিলে নূর ঢাল হয়ে দাঁড়িয়ে যায় সামনে,
–“নিয়ে যাও।”
পমেল তনয়া তাকে ধরে নিয়ে যেতে লাগলো।মেহরাব এখনো সজ্ঞানে আছে।তবে জোহানের মাইর তাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে।সে এখন আফসোস করছে,নূরের প্রতি তার এমন বাজে ব্যবহারের বহিঃপ্রকাশ করে।সে এইসবের জন্যে তার ভাইকে নালিশ করলে,তার ভাই উল্টো তাকেই উত্তম মধ্যম দিবে।কারণ তার ভাই আগেই জোহানের ব্যাপারে তাকে সতর্ক করেছিল।আর আজ দোষ একান্তই মেহরাবের।মেহবার ব্যথায় কুঁকড়ে উঠছে বারবার।
.
এইদিকে জোহানের চড়ে যাওয়া মেজাজে আগুনে ঘি ঢালার মতো কাজ করলো নূরের এমন কর্মকাণ্ড।জোহান ফোঁসফোঁস করছে রাগের কারণে। নূর বিরক্তি নিয়ে সরে এলো জোহানের সামনে থেকে।নূর চলে যেতে নিলে জোহান নূরের হাত মুচড়ে ধরে তাকে নিজের কাছাকাছি নিয়ে এলো,
–“যার কারণে চোখের মুখের এমন অবস্থা করেছিস,
তাকে তো বাঁচিয়ে ফেললি।কেনো?”
নূর নিজেকে ছাড়িয়ে সম্মুখে দাঁড়ালো জোহানের,
–“তো?কি করবো?তোমাকে মেরে ফেলার অনুমতি দিবো ছেলেটাকে? পেয়েছো কি তুমি?না আসলে, ভাবো কি নিজেকে তুমি?তোমার দেওয়া কষ্টের মাঝে এই ছেলের কাজকর্মের কষ্ট আমার কাছে কিছুই না।আমি ক্লান্ত অনেক বেশি ক্লান্ত।তুমি যেহুতু আমাকে নিজের জিদ,প্রতিহিংসা ভাবো;তাহলে কেনো ছেলেটাকে মেরেছো।নিশ্চয় আজকের কাহিনী শুনেই তোমার এইসব কর্মের প্রতিফলন হয়েছে!কিন্তু কেনো?তুমি এইসবে কেনো নিজেকে জড়িয়ে ফেলছো?আমার কষ্ট হলে তোমার সুখ লাগে আমি জানি।সেই সুখ উপভোগ করো না জোহান।আমার অনেক কষ্ট হচ্ছে।এই বুকের ভেতরে তীব্র চাপ অনুভব হচ্ছে,মনে হচ্ছে আমার সব শেষ।তুমি খুশি হও,আমি আজ অনেক কষ্টে আছি।”
নূরের আঁখি পুনরায় অশ্রুতে সিক্ত হলো। মুখে ওড়না চেপে হুঁ হুঁ করে শব্দ করছে নূর।জোহানের রক্তচক্ষুর ইতি ঘটছে।নূরের মোহের কাছে জোহানের মনের প্রতিহিংসার যেনো কোনো প্রতিযোগিতা নেই।নূরের মোহ যেনো গ্রাস করে ফেলেছে জোহানকে মুহূর্তেই।জোহান নূরকে নিজের বাহুডোরে নিয়ে নিলো।নূর আবারও বিড়বিড় করা শুরু করেছে।কিন্তু জোহানের কানে কিছুই প্রবেশ করছে না।তার মন বলছে,
–“এইবার সব শেষ কর জোহান।মেয়েটাকে আর কষ্ট দিস না।আপন করে নে তোর অনুরক্তিকে।শেষ করে সে মনের সব প্রতিহিংসা,শুরু কর নতুন এক জীবন।সব পরিকল্পনা বাতিল কর এখনই!”
নূর জোহানের শার্ট আঁকড়ে ধরে অশ্রু বিসর্জন করছে।নূরের মাথায় আলতো হাত রাখলো জোহান। ধীর গলায় বলে উঠলো,
–“সরি।নুড়ি পাথর,কান্না বন্ধ করো। ঐ ছেলে যা করেছে তোমার সাথে,আমার সেটা সহ্য হয়নি।আর কখনো তোমাকে কষ্ট দিবো না আমি।সবকিছুর জন্যে আমি সরি বলছি।”
নূরের হুঁশ এলো।সে নিজেকে সামলে দূরে ছিটকে গেলো জোহানের বাহুডোর থেকে।
–“দরকার নেই কোনো সরি বলার।তুমি অতীত নিয়েই পড়ে থাকো।আর হ্যাঁ,আমার বিয়ের ব্যাপারে যেনো তোমাকে নাক গলাতে না দেখি।আমার সবকিছু আমার ইচ্ছাতেই হবে,তোমার না।আমি কাউকে ভালোবাসি না,আর না কাউকে বিয়ে করবো।”
কথাটা বলে নূর জোহানের চোখের দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করলো।নূরের মুখে কান্নার পানির ছিটেফোঁটা লেগে আছে।কয়েকটা চুল নূরের মুখে লেপ্টে নূরকে করেছে আকর্ষণীয়।নূরের এমন রূপ দেখে জোহানের ঘায়েল হয়ে যাওয়া মন আবারও আহত হলো।জোহান বেঘোরে তাকিয়ে আছে তার নুড়ির দিকে।সে নূরের গালে ভালোবাসাময় ছোঁয়া দেওয়ার জন্যে সামনে অগ্রসর হতেই,নূর এক মিনিটও জোহানের কাজ সম্পন্ন হওয়ার অপেক্ষা করলো না।হনহন করে দৌড়ে নূর চলে যাচ্ছে জোহানের দৃষ্টির অগোচরে।
–“ভালোবাসিস আমাকে তুই। এটা তোর না বললেও চলবে।এইবার সব প্রতিহিংসার ইতি ঘটাবে এই জোহান।”
জোহানের মুখে মলিন হাসি।
——————-
ঘরে এসেই নূর খবর পেলো,আজ নিশি আর তার মা আসবে তাদের বাড়িতে।বাংলাদেশে এসেছে তারা কয়েকদিন পূর্বেই।কিন্তু এতদিন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছে তারা।বাসায় এসে নূর জানলো,
সকালবেলা নিশির মা ফোন করে তাদের আসার খবর দিয়েছে।এই খবর পেয়ে নূর তার মাকে বললো,
–“জোহান ভাই আর তার পরিবারকেও আসতে বলো। নিশি আপু বা ওর পরিবার আসছে এটা বলবে না।আজ কিছু কথা পরিষ্কার হওয়া দরকার।”
–“জোহান রেগে গেলে?”
–“আমার কিছু যায় আসে না।আজ সব ঘটনা পরিষ্কার হওয়া দরকার।আর হ্যাঁ,আমার বাসায় কোনো পর পুরুষ যেনো না আসে।বুঝতেই পারছো আমার কথা।এখন আমি কোনো কথা শুনতে চাই না।”
নূর থমথমে কণ্ঠে জবাব দিলো।নূর নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করলো।তার মনের সব ভাবনা যেনো শূন্যে মিলিয়ে যাচ্ছে।

নির্দিষ্ট সময়ে সবাই উপস্থিত হয়েছে।জোহানের পরিবার প্রথমে নিশি আর তার পরিবারকে দেখে ভড়কে গিয়েছিল। পরে নূরের মা সব বুঝিয়ে বললে আনোয়ারা আর তার জামাই একটু শান্ত হলো।
বরাবরের মতো জোহান এলো সবশেষে।বাড়িতে ঢুকে নিশিকে দেখেই পুরাতন ঘা তাজা হলো জোহানের।মুহূর্তেই সেই অতীতের জিদ তাকে চেপে ধরলো।ক্ষিপ্ত কণ্ঠে সে বলে উঠলো,
–“এই মেয়ের চেহারা দেখানোর জন্যে আনানো হয়েছে এইখানে?”
–“জোহান,আমি দুঃখিত অতীতের জন্যে।”
নিশি চোখ ঘুরিয়ে বললো।
–“এই মেয়ে তোমার কথা শোনার মতো সময়, ইচ্ছা কিছুই নেই আমার।”
জোহান ফুস করে নিঃশ্বাস ফেললো।
–“নিশি আপু তুমি বলে যাও।”
নূর ধীর কণ্ঠে বললো নিশিকে।
–“সেদিন সব আমার দোষ ছিলো জোহান।আমি নূরকে ভুলভাল ছবি দেখিয়েছি তোমার আর আমার,যার সবটাই ছিলো এডিট করা।সেখানে আমার অন্য প্রেমিকের সাথে আমার ছবি এডিট করে তোমার চেহারা লাগানো হয়েছিল। নূর প্রথমে বিশ্বাস করেনি। পরে আমি আরো ঘনিষ্ট ছবি দেখায় তাকে।যার সব ছিলো মিথ্যা।আমার কুমিরে কান্না দেখে নূর সেদিন সবটা বিশ্বাস করেছিলো।সেদিন তোমার বাসায় তোমাকে পেতে চেয়েছিলাম আমি।কিন্তু তুমি আমাকে অপমান করে রুম থেকে বের করে দিলে আমি নূরের সামনে পড়ে যায়।আর আমি নিজের দোষ ঢাকতে গড়গড় করে বলে ফেলি জোহান আমার ইজ্জতে হাত দিয়েছে।নূর ছোট ছিল,সবটা না বুঝে আমার মিথ্যা পরিকল্পনায় শামিল হলো সে।আমি যখন সবার কাছে নিজের সাজানো নাটকের বহিঃপ্রকাশ করবো তখন নূর আমাকে আটকে নেয়।সে বলেছিল,জোহান এইসব করেছে বলে তার মনে হয় না।তবে পুনরায় আমার মায়াজালে আটকে গিয়েছিলো মেয়েটা।সেদিন সব দোষ আমার ছিলো।আমার কারণে নূর মিথ্যা বলেছিলো সেদিন না বুঝে, সাথে নূর আমার পাপের ভার বহন করছে আজ পর্যন্ত।সব কিছুর জন্যে আমি দায়ী।নূর এবং জোহান দোষী না।এইবার তো আমাকে ভালবাসবে তুমি?আমাকে ভালোবাসো তুমি?নূর বলেছে দেশে আসলে তুমি আমায় বিয়ে করবে।”
নিশির কথায় নূর তাচ্ছিল্যের হাসি হাসলো।
নিশির কথা শেষে তার মায়ের হাত থামলো না।নিশির মুখ বন্ধ হয়ে গেলো।
জোহান কিছু না বলেই বেরিয়ে গেলো।নিশিকে তার এখন পিষিয়ে মারতে ইচ্ছে করছে।তাই নিজের রাগকে নিয়ন্ত্রণ করে জোহান বাহিরে এসে হনহন করে সামনে চলতে লাগলো। কোথায় যাচ্ছে নিজেই জানে না জোহান।তার মনে এখন একটাই আফসোস,সে নূরকে ভুল বুঝেছে এতটা বছর!নিজের এমন রাগ আর জিদের কারণে সে নিরপরাধ নূরকে শাসিয়ে এসেছে।সিগারেটের ধোঁয়া আকাশে উড়িয়ে নির্দ্বিধায় কিছু ভেবে নিলো জোহান।নিজের পরিকল্পনায় সুখী সে।নূরকে সবটা দিয়ে ভালোবাসার সময়কে সে কাছে টেনে এনেছে।জ্বলন্ত সিগারেট মাটিতে ফেলে পায়ে পিষ্ট করে নূরের বাড়ির দিকে পুনরায় পা বাড়ালো জোহান।সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক দেখতে পেলো।অর্থাৎ,মেহমানের কোনো হৈ হুল্লোর নেই।একটু যেতেই নূরের দেখা পেলো জোহান।নূর আপাতত মেঝেতে কিছু মুচছে।পাশে থাকা গ্লাস ভাঙ্গা দেখে জোহান বুঝলো নূর মেঝে থেকে পানি পরিষ্কার করছে।
–“সাবধানে।কেটে যাবে।”
নূর মাথা তুলে তাকালো বৈকি।কোনো জবাব দিলো না।জোহান হেলান দিয়ে বসলো সোফায়।
পুনরায় সে বললো,
–“তোদের মেহমান কই?”
নূর চুপ এখনো।সে তার কাজ করেই যাচ্ছে।
–“এই নুড়ি,কথা শুনছো না?”
জোহান বাঁকা চোখে তাকিয়ে বললো নূরকে।
–“নেই।চলে গিয়েছে।যাওয়ার আগে নিশি আপু আমার দিকে গ্লাস ছুঁড়ে মেরেছিল।তাকে মিথ্যা বলে দেশে আনিয়েছি তাই।কি করবো আমি?এইভাবে অতীতের ঘায়ে কষ্ট পেতে আমার দম বন্ধ লাগছিল।তুমিও আমার সাথে কথা বলবে না আর। সব হিসাব মিটমাট করে দিয়েছি আজ।তুমি তোমার রাস্তায় আর আমি রাস্তায়।”
–“এখন যে পথ আমি ঠিক করেছি,সেই পথে শুধু আমাদের দুইজনের সুখের পথচলা হবে,নুড়ি।”
জোহানের কথায় নূর দীর্ঘ নিঃশ্বাস ফেললো।নূর কিছু বুঝতে চেয়েও বুঝছে না।সে নিজের মনের সাথে জোর করে জোহানকে এড়িয়ে চলে গেলো ভেতরে।নূরের মনে অভিমানের জন্ম হয়েছে,এটা বুঝতে একটুও বেগ পেতে হয়নি জোহানের।সে নাক চুলকিয়ে ভেতরের রুমে গেলো যেখানে নূর এবং জোহানের বাবা মা উপস্থিত আছে।জোহানকে দেখে জহুরা হেসে উঠলো,
–“এসেছো বাবা।বসো।”
–“আন্টি,আমি কিছু বলতে চাই।”
–“হ্যাঁ,বলো।”
জোহান কিছুক্ষণ নীরব থেকে ফটাফট জবাব দিলো,
–“আমি নূরকে বিয়ে করবো।কালকেই।আমি কোনো অনুষ্ঠান চাই না।তোমরা চাইলে পরে করতে পারো।কিন্তু, তোমাদের মেয়েকে আমার চাই,আমার বউ হিসেবে।”
–“আগের প্ল্যান? ঐসব কই যাবে?”
জহুরা উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলো।
–“সব প্ল্যান চান্দে গিয়েছে।আমার শুধু নুড়িকে চাই।”
জোহান বুকে হাত ঠেকিয়ে নির্বিঘ্নে বললো।
–“ওহ জোহান!তুই সত্যি বলছিস?”
–“আলবত সত্যি বলছি।তুমি তো চেয়েছিলে তোমার নূরকে বাড়ির বউ করার জন্যে।তোমার মনের ইচ্ছে পূরণ করে দিলাম।বাদ বাকি সব অনুষ্ঠান পরে করবে,তোমার ইচ্ছে হলে।”
জোহানের মুখে হাসির ঝিলিক লক্ষণীয়।এই হাসি নূর দেখলে নিশ্চয় নূর তার সকল মন খারাপের কথা ভুলে যেতো!
–“আমি আজ সবচেয়ে খুশি বাবা।”
নূরের মা এবং জোহানের মা দুইজনই জোহানকে জড়িয়ে ধরলো।এমন সুখ জোহানের কোনো কালে অনুভব হয়নি।আজ তার দুই মায়ের মুখে যেনো সবচেয়ে প্রিয় খুশির সংবাদের জন্যে প্রাপ্য সুখের দেখা মিলছে।কেউ আসলে ঠিকই বলেছে,মায়ের মুখের হাসি দেখলে সবচেয়ে বেশি সুখ অনুভব হয় মনে।তাছাড়া অতিদ্রুত নূরকে আপন করে নেওয়ার কথা ভাবতেই জোহানের শরীর হিম হয়ে উঠে।ভালোবাসার মানুষকে সারাজীবনের জন্যে নিজের করে নেওয়ার অনুভূতিটা হয়তো কেউই মুখে প্রকাশ করতে পারে না,এটা শুধু তাদের মনের অনুভূতিতে গাঁথা থাকে।যেমনটা এখন হচ্ছে জোহানের সাথে।অজানা অনুভূতিতে জোহানের আজ সবকিছু চিরসুখ বলে মনে হচ্ছে।জোহান পূর্ণ আড্ডা শুরু করার পূর্বে আবারও সবার সামনে বলে উঠলো,
–“কাল কিন্তু ছোটখাটো আয়োজন করবে বিয়ের।নূরের বর এসে তাকে সারাজীবনের জন্যে নিজের করে নিবে আগামীকাল। কাল থেকে শুরু হবে এক নতুন জীবন।”
রুমে উপস্থিত সবাই হেসে উঠলো।এটা একান্ত একরাশ খুশির হাসি।

কিন্তু মাথা ঘুরে উঠলো নূরের।রুমের কিনারায় দাঁড়িয়ে শ্রেফ জোহানের বলা শেষ কথাটা শুনতে পেলো সে। এতেই নূরের মাথা চরকির মতো ঘুরছে।নূরের মনে ভুল ধারণার সৃষ্টি হলো।সে এক মুহূর্তের জন্যে ভেবে নিয়েছে জোহান সত্যি নূরকে অন্য ছেলের সাথে বিয়ের ব্যবস্থা করছে।
নূরের দুনিয়ার যেনো এইখানেই সমাপ্তি ঘটলো।নূর হুট করে এইসব শুনে কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছে না।তার মনে একটা কথায় আসছে বারংবার,
–“আমি কিছুতেই অন্য ছেলেকে বিয়ে করবো না।আমার শুধু জোহানকে চাই।পরেরটা পরে ভাবা যাবে।আগে আমার কালকের দিনকে ট্যাকেল দিতে হবে।আর জোহানের কাছে আমার একটাই প্রশ্ন,আমার সাথে পূর্বে ভালোবাসার নাটক কেনো করেছিলো!”
নূর কিছু ভাবলো না আর।মোবাইল বের করে ফোন লাগালো এক নম্বরে। রাগে,ভয়ে,অভিমানে নূর থরথর করে কাঁপতে শুরু করলো।

খানিক্ষণ বাদে জোহান নূরের খোঁজে তার রুমে এলো।রুমে না পেয়ে সারা ঘর, উঠোন সবটাই ছান মেরে খুঁজতে লাগলো সে নূরকে।জোহানের এমন অবস্থা দেখে সবাই ঘটনা জেনে জোহানের দেখাদেখি নূরকে একসাথে এদিক সেদিক খোঁজ করছে।জোহান যেনো নিজের উপর আয়ত্ব হারিয়ে ফেললো।জোহানের মাথায় এটাই আসছে না,নূর গেলো তো গেলো কোথায়! রাগে জোহান নিজের চুল টেনে ধরলো।পুনরায় নূরের রুমে গেলে জোহান,সেখানে টেবিলের উপর একটা ছোট্ট চিরকুট দেখতে পেলো।
–“আমি ফিরে আসবো নির্দিষ্ট সময়ে।কিন্তু আমাকে পাবে না তোমরা আগামীকাল।ছোট বেলা থেকে জোহানকেই আমার মনে ধরেছে।এখন সেই মনে অন্য কাউকে বসানো আমার দ্বারা সম্ভব না।আল্লাহ্ হাফেজ।”
চিরকুট মুঁচড়ে হাতের তালুতে রাখলো সে।অতি জিদে জোহানের চোয়াল শক্ত হয়ে এলো,
–“কাল তোকে বিয়ে করতেই হবে। পাতালে লুকিয়ে থাকলেও তোকে খুঁজে বের করবো আমি। নূরিয়া নূর,আবারও বেশি বুঝে পাকনামি করার ফল বুঝিয়ে দিবো আমি তোকে।”
নূরের মুখমন্ডল জোহানের চোখে ভাসতেই শক্ত করে চোখজোড়া বন্ধ করলো সে।

চলবে…..
কপি করা বারণ।কেমন হয়েছে গল্প অবশ্যই জানাবেন।পেজের রিচ কম তাই হয়তো গল্প সবার কাছে যায় না।সাইলেন্ট রিডার্স আপনারা গল্প পড়ে রিয়েক্ট দিবেন এবং কমেন্ট করবেন।

#প্রতিহিংসার_অনুরক্তি
লেখিকা: সালসাবিল সারা

অন্তিম পর্ব:

রাতভর নূরকে খুঁজে হন্যপ্রায় জোহান।ভোরের আলো ফুটতে চলেছে।জোহানের আঁখি নিদ্রাহীন।তার ভালোবাসার মানুষকে এক নজর দেখা পাওয়ার আশায় প্রতীক্ষিত হয়ে আছে তার অক্ষিযুগল।পুলিশের কাছে রিপোর্ট করা দুই পরিবার বেকার কাজের সাথে সমর্থন করলো।কারণ,নূর নিজেই ঘর ছেড়েছে।তাদের ধারণা নূর জেনে শুনেই এই পদক্ষেপ নিয়েছে।নিকটবর্তী আত্মীয়, আশে পাশের এলাকা,তনয়ার বাসা,নূরের কাছের বান্ধুবি; সবার বাসায় গিয়ে নূরকে নিজ দায়িত্বে খোঁজ করেছে জোহান।কিন্তু ফলাফল শূন্য।নূরের পরিবার অতটা ভাবছে না।তাদের মেয়ের প্রতি অগাধ বিশ্বাস আছে নূরের পরিবারের।তাদের ধারণা,নূর ঠিকই নিজের জন্যে ভালো একটা জায়গা বেছে নিয়েছে।আগামীকাল বা এরপর দিন নির্দিষ্ট সময়ে ফিরে আসবে।নূরের মাকে নূর এই দিন সম্পর্কে আগেই বলে রেখেছিলো,তারা যদি উল্টো পাল্টা কিছু করে তাহলে নূর ঘর ছেড়ে পালাবে আর নিরাপদ জায়গায় চলে যাবে।এই বিষয়ে নূরের পূর্ব পরিকল্পনা আছে,এই নিয়ে তার মা নিশ্চিত।নূরের পরিবারের সবাই শান্ত হলেও,শান্তি নেই জোহানের মনে।তার মনটা নূরের সঙ্গ পেতে আকুপাকু করছেই।চোখজোড়া তীব্র জ্বালাপোড়া করছে জোহানের।নিজের প্রিয়তমার শূন্যতা জোহানকে যেনো গ্রাস করে ফেলছে।জোহানের মস্তিষ্কে এটাই আসছে না,নূর গেলো তো গেলো কোথায়?নূরের খাটে নিঃশব্দে শায়িত আছে জোহান।তার স্মৃতিতে নূরকে খোঁজার মুহূর্তগুলো ভাসছে।জোহান কারো বাসায় প্রবেশ করেনি,দুয়ার থেকেই খোঁজ নিয়েছে নূরের।জোহান এখন ভাবছে, কার কার চাহনী সন্দেহের আওতায় পড়ে।জোহানের ধারণা ,নূর কোনো আত্মীয়ের বাসায় আছে।জোহানের স্মৃতির পাতায় শুধু তনয়ার মুখটায় ফ্যাকাসে লাগছে ,যেনো নূরের লাপাত্তা হওয়ার ব্যাপারটা তার উপর কোনো প্রভাব ফেলছে না।কিন্তু; জোহান ভাবে,সবচেয়ে কাছের বন্ধুর লাপাত্তা খবরে কারো মুখটা এতো ভাবলেশহীন হয় কিভাবে! তনয়াকে জোহান তাড়াহুড়োয় সন্দেহ না করলেও এখন তনয়াকে নিয়েই জোহানের যতো সন্দেহ,সব ভিড় করছে মস্তিষ্কে।তনয়ার বাসা ঢের দূরত্বে অবস্থিত নূরের বাসা থেকে।রাতের বেলা সেখানে একা যাওয়া নূরের পক্ষে অসম্ভব।তনয়া নিজে এসে নূরকে তার বাড়ি নিয়ে যাবে এমনটাও তো সম্ভব নয়।তখনই তার মাথায় চট করে একটা নাম এলো,”পমেল!”
চোয়াল শক্ত করলো জোহান।দুইদিকে ঘাড় নাড়া দিয়ে উঠে বসলো সে।মোবাইল বের করে পমেলের ফোনে ডায়াল করলো।জোহানের সাথে পমেল এহেন কান্ড করবে এটা সে ঘুণাক্ষরেও বুঝেনি।

এইদিকে সারারাত আরামে কাটালেও,বর্তমানে জোহানের নাম্বার থেকে ইনকামিং কল দেখে পমেল চুপসে গেল।এই ভোরবেলা জোহান কেনো তাকে ফোন করেছে; সেটা পমেলের প্রত্যেকটা গেসিং সেন্স জানিয়ে দিচ্ছে তাকে।এইদিকে কল না ধরলেও তার বিপদ বাড়বে।নূর থেকে জোহান বেশি ভয়ংকর তার জন্যে।এই ভেবে সে নূরের দেওয়া ওয়াদা ভঙ্গ করে ফোন রিসিভ করলো,
–“ভাই!”
–“তোর ভাইয়ের গুষ্টি কিলাই।নূরকে তনয়ার বাসায় রেখে এসেছিস?”
জোহান শক্ত মুখে বললো।
–“সরি ভাই,নূর ভাবীপা আমাকে আমার কসম দিয়ে চুপ থাকতে বলেছিলো।”
পমেলের ভয়ার্ত কন্ঠ।
–“ঘটনা খুলে বল।”
–“ভাবীপা আমাকে ফোন দিয়ে বললো,জলদি একটা সিএনজি নিয়ে যেনো হাজির হই উনার বাড়ির সামনে।উনার বাড়ি আমার বাড়ির কাছাকাছি,তাই সেই খবর পাওয়া মাত্র কয়েক মিনিটের মাথায় আমি চলে গেলাম উনার বাড়ির সামনে সিএনজি নিয়ে।বাড়ির পেছনের দিকেই দাঁড়াতে বলেছিলেন উনি।উনাকে বেরুনোর জন্যে কল দিতেই উনি টপকে উঠলেন সিএনজিতে।এরপর উনি বললেন,তনয়া আপুর বাসায় উনাকে দিয়ে আসতে।আমাকে ওয়াদা করিয়েছিলো যেনো আমি এইসব আপনাকে না বলি।”
–“ভালোই তো।আমি যে রাতভর তোর ভাবীপার কষ্টে জর্জরিত হয়েছি,এর ফল তোকে আর তোর ভাবীপাকে ভোগতেই হবে।”
জোহানের ক্ষিপ্ত কণ্ঠ।
–“সরি ভাই।কিন্তু আমি বা তনয়া আপুকে সন্দেহ করলেন কিভাবে?”
–“তনয়াকে সন্দেহ করতেই তোর নাম আমার মাথায় চলে এসেছে।এতদূরে যাওয়ার জন্যে তুই ছাড়া ভরসা করার মতো নূরের কেউ নেই।”
জোহান আবেশে নিজের চুল টানলো।
–“আপনি প্লিজ বলবেন না ভাবীপাকে,আমি এইসব ফাঁস করেছি!”
জোহান মুখ দিয়ে ভালো কিছু বললো না।তুখোড় গালমন্দ করে মোবাইল রেখে দিলো সে।

বাহিরে এখন পরিষ্কার পরিবেশ লক্ষণীয়।ভোরের সকাল,দিনের বেলার সবচেয়ে সুন্দর পর্ব।জোহান কাউকে কিছু না বলে বিনা শব্দে বেরিয়ে গেলো নূরদের বাসা থেকে।ঝিরিঝিরি বাতাস বিদ্যমান বাহিরে।কিছুক্ষণ সেই বাতাসে দাঁড়িয়ে নিজের গায়ের জ্বালা কম করার চেষ্টা করলো সে।বাড়ির ভেতরে যতটা তার গায়ে পোড়াচ্ছিলো এখন এই বাতাসে ততোই স্বস্তিবোধ করছে।জোহান তার গাড়ি নিয়ে রওনা দিলো তনয়ার বাসার উদ্দেশ্যে।আজ নূরের সাথে সে ঠিক কি করবে,
সেটা তার নিজেরই জানা নেই।

সূর্য উদিত হয়ে কিরণ ছড়িয়ে দিচ্ছে চারদিকে।জোহানের গাড়ি থামলো তনয়ার বাড়ির সামনে।গাড়ি বাইরে রেখেই নেমে পড়লো সে।তনয়ার মা উঠোনেই ছিলো।দুইজনের চোখাচোখি হলো।কিন্তু উভয়ই চিনতে পারলো না তাদের।গতরাতে জোহান নূরের খোঁজ করার সময় তনয়ার বাড়িতে তার মা উপস্থিত ছিলো না।তাই চিন্তিত হয়ে তনয়ার মা তাকে জিজ্ঞেস করলো,
–” তুমি কে?”
–“আন্টি,আপনাদের বাসায় নূর আছে? মানে তনয়ার বান্ধবী?”
জোহান ইতস্ততবোধ করলে বললো।
–“হ্যাঁ,আছে।তুমি?”
–“আমি নূরের বাগদত্তা।কিছু জরুরী কাজে নিতে এসেছি তাকে।দুইজনই ফোন তুলছে না,তাই আমি নিজেই নিতে চলে এলাম।”
জোহানের নির্বিকার মিথ্যা।
–“আসো আসো।ভেতরে আসো।”
তনয়ার মা তাকে নিয়ে গেলো ভেতরে।সোফায় বসলেও জোহানের নজর চারদিকে নূরের সাক্ষাতের আশায় ব্যস্ত।
প্রথমে রুম থেকে তনয়া বের হলো হাতে একটা লাঠি নিয়ে।তনয়ার মা নূরের বাগদত্তা এসেছে বললে, জোহানের ঠিক করা নূরের অদৃশ্য বাগদত্তার মাথা ফাটানোর জন্যে লাঠি হাতে উদ্বিগ্ন হয়ে পড়লো সে।কিন্তু,সোফায় জোহানকে বসে থাকতে দেখে তনয়ার মুখে বিস্ময়ের আগমন হলো।সে লাঠি হাত থেকে ছুঁড়ে মারলো দূরে।জোহানের চোখমুখ শক্ত।সারারাত তার নিদ্রাহীন কেটেছে সেটা তনয়া তার চক্ষু দেখেই বুঝতে পেরেছে।সে আতংকে ভাঙ্গা স্বরে জোহানকে বলে উঠলো,
–“ভাইয়া আপনি?”
–“নূর কই?”
–“ঘু…ঘুমাচ্ছে।”
তনয়া থেমে বললো।
অন্যদিকে নূর আঁতকে উঠেছে জোহানের কণ্ঠস্বরে।সে বিছানার চাদর আরো শক্ত করে খামচে ধরলো।বাহির থেকে কথার শব্দ স্পষ্ট তার কার্ণগহ্বরে প্রবেশ করছে।
–“ডেকে তুলো।আজ ওর জন্যে বেশ বড় একটা দিন।”
–“ভাইয়া নূর অন্য ছেলেকে বিয়ে করতে পারবে না।”
–“জানি।”
জোহানের ক্ষিপ্ত কণ্ঠ।
–“তাহলে কেনো ওকে এইভাবে আজনাবির সাথে একটা পবিত্র বন্ধনে আবদ্ধ করতে চাইছেন?”
জোহানের মেজাজ চটে গেলো।সে সশব্দে নূরকে ডেকে উঠলো,
–“আমি ভেতরে আসলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে, নূর। ভালোই ভালোই বেরিয়ে আসো।”
তনয়ার মা হাঁ করে তাকিয়ে থাকলে জোহান উনাকে বলে উঠলো,
–“আমি কি ভেতরে যেতে পারি,আন্টি?আসলে হবু বউ বিয়ের আগে রাগ করেছে,এটা তো একটা ভালো লক্ষণ না।”
–“যাও,বাবা।”
তনয়ার মা জোহানের কড়া চোখের চাহনি দেখে বললো।

জোহান ধীর পায়ে তনয়াকে অতিক্রম করে রুমের ভেতরে গেলো।নূর চাদর দিয়ে নিজেকে মুড়ে নিয়েছে।জোহান দেরী না করে নূরের গায়ের উপর থেকে চাদরটা সরিয়ে দিলো।নূর আঁখি জোড়া বন্ধ করে আছে।জোহানের রাগটা মাথায় চড়তে গিয়েও চড়লো না।নূরকে গতরাত থেকে হন্য করে তালাশ করার পর,
এখন নূরের দেখা পেয়ে জোহানের জীবনে তার হারানো সুখ ফিরে পেয়েছে যেনো।সে নূরকে বসিয়ে তাকে সজোরে জড়িয়ে ধরলো।নূর হতহম্বল।নূর কিছু বলতে চাইলে জোহান আরো শক্ত করে নূরকে নিজের সাথে জড়িয়ে নিলো।
নূর প্রথমে বিরক্তি প্রকাশ করলেও,নূরের কাঁধে জোহানের অধরের স্পর্শ পেয়ে নূর চমকে উঠলো।ধীর গতিতে সে নিজের হাত জোড়া রাখলো জোহানের পিঠে।জোহান নূরের কাঁধ ছেড়ে নূরের গালে ঠোঁট ছোঁয়ালে নূর অপরাধী কণ্ঠে জোহানকে বললো,
–“আমি যাবো না।”
–“যেতে তো তোকে হবেই।”
–“অন্য ছেলেকে আমি কখনো বিয়ে করবো না,
জোহান।”
–“কে বলেছে করতে?”
জোহানের প্রশ্নে নূর অবাক নয়নে তাকালো।জোহানের চোখের ভাষা না বুঝলো না সে।জোহান নূরের হাত চেপে তাকে বিছানা ছাড়িয়ে নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে।

তনয়া আর কিছু বলার সাহস পেলো না।তনয়ার মা সমানে চমকে রইলো।নূর ইশারায় বিদায় জানালো তনয়াকে।

জোহানের প্রাইভেট কার চলতে আরম্ভ করলো।কিছুক্ষণ পূর্বে জোহানের মনে ছিলো হতাশা এবং সংশয়।কিন্তু এখন নূরের আগমনে জোহানের মনটা ছেয়ে গিয়েছে এক রাশ ভালোবাসায়।নূর জোহানের রক্তিম আঁখির দিকে দৃষ্টিপাত করেই তাকে প্রশ্ন করলো,
–“ঘুমাওনি রাতে?”
–“তুই আমাকে ঘুমাতে দিয়েছিলি?ভেগেছিস কেনো?”
জোহান পাল্টা প্রশ্ন করলো নূরকে।
–“কিছু করার ছিল না।তোমাদের পরিকল্পনা অনুযায়ী আমার বিয়ে ছিলো আজ অন্য ছেলের সাথে।তুমি ছাড়া আমি অন্য একজনকে কখনো গ্রহণ করতে পারবো না।”
–“এইসব কথা সরাসরি আমাকে বলা যেতো না?আর তুই ভেবেছিস কিভাবে আমি ছাড়া তোকে কেউ বিয়ে করবে,তাও সেই বিয়ের ঘটক আমি হবো!”
–“তারমানে?তারমানে এইসব মিথ্যে ছিলো?”
জোহান হেসে উঠে মাথা নাড়ালো,
–“শাস্তি দিয়ে স্বস্থিবোধ করছি।তুই চরম ভয় পেয়েছিস।হাহা,আমার না বেশ ভালো লেগেছিলো।”
–“কি পাষাণ তুমি!এমনভাবে প্রতিশোধ নিয়েছো,আমি ঘর ছাড়তেই বাধ্য হলাম!আর আমাদের বাবা-মা তারা কিভাবে তোমার এই ফালতু পরিকল্পনায় শামিল হয়েছেন?”
নূর মাথায় হাত রাখলো।
–“ঘটনার প্রেক্ষাপট ভিন্ন।কিন্তু দেখ আমরা দুইজনই বাড়ি ছেড়েছি।তাই অবশেষে আমার প্রতিশোধের সমাপ্তি হলো।”
জোহান মুচকি হাসলো।
–“আজ তাহলে কারোই বিয়ে না। আহা,শান্তি।”
নূর শান্তির নিঃশ্বাস ফেলে বাইরে তাকালো।
–“কে বলেছে বিয়ে নেই?আজ অবশ্যই বিয়ে আছে।তোর আর আমার বিয়ে।”
জোহানের কথায় নূর যেনো হাতে আকাশের চাঁদ পেলো।তবে সে মুখে তা প্রকাশ করলো না।ভনিতা করে সে বলে উঠলো,
–“বিয়ে আর তোমাকে?যে ছেলে এতো কষ্ট দিয়েছে আমাকে,তাকে বিয়ে করার কথা আমি ভাবতেও পারিনা।আমি কারো প্রতিহিংসার শিকার হতে চাই না আর।”
নূর মুখ গোমড়া করে বললো।
জোহানের যেনো আজ মেজাজ একটুও বিগড়ে যাচ্ছে না।হয়তো,আজ জোহানের জন্যে এক বিশেষ দিন!এই দিনে জোহানের হুটহাট মেজাজ খারাপ করা যেনো একেবারে বেমানান।জোহান ঠোঁট কামড়ে নিজের হাসি আড়াল করছে।নূর আড়চোখে তাকিয়ে রইলো জোহানের পানে। জোহানের এমন ভালো মানুষী নূরের হজম হচ্ছে না।নূর জোহানের মুখের সম্মুখে নিজের মুখখানা নিয়ে জোহানকে পর্যবেক্ষণ করে আবারও নিজের মুখ খুললো,
–“আজ এতো চুপচাপ কেনো? আজ কেনো তোমার মুখে তিতা কথা বের হচ্ছে না!আমি পালিয়েছি তাই?”
নূর মুখ টিপে হাসলো।
–“এতো সহজে হাসতে আমি দিবো না তোকে।শাস্তি তো পাবি পালানোর জন্যে।”
জোহানের গলার স্বর যেনো গম্ভীর শোনালো নূরের কর্ণধারে।
–“কি শাস্তি দিবে?”
জোহান কিছু না বলে এক চোখ টিপে নূরকে ভড়কে দিলো।নূর জোহানকে অনেক জোর করছে জোহানের মনের কথাটা তাকে বলার অনুরোধে।কিন্তু,জোহান নাছোড়বান্দা।সে নিজের মুখটা যেনো তালাবদ্ধ করে রেখেছে।

নূর ঘুমিয়ে পড়েছিলো গাড়িতে।তার নিদ্রা ছুটলো জোহানের ডাকে।নূর চোখ কচঁলিয়ে গাড়ি থেকে নামলো।তার নিদ্রা এখনো আঁখি জুড়ে ঘুরঘুর করছে।জোহান নূরের হাতে টান দিতেই নূর এবার পরিপূর্ণ সজাগ হলো।জোহানের অ্যাপার্টমেন্ট দেখে থমকে দাঁড়ালো সে।কিন্তু,নূর জোহানের হাত টেনে নিয়ে যাওয়াকে আটকাতে পারছে না।লিফটে ঢুকেই নূরের বকবক করার জবাব দিলো জোহান,
–“এতো পকপক কিসের? কাল তুই ভেগেছিস,আজ আমি তোকে অপহরণ করেছি।বাড়ি যাবি রাতে।এর মধ্যে আমাদের মাঝে কি কি হবে,এটার সম্পূর্ণ দায়ভার তোর।আমার না।”
নূর দু’কদম পিছু হটলো,
–“পাগল হলে?কি যা তা বলছো?”
–“পাগল তো হয়েছি সেই কবে।আর এই পাগলের পাগলামি বেড়েছে শুধু তোরই কারণে, তোরই অনুরক্তিতে।”
নূর জোহানের কথার প্রত্যুত্তরে তার গায়ে হাত পা ছুড়ে আঘাত করছে।এতে জোহানের কোনো ক্ষতি হচ্ছে বলে দৃশ্যমান হচ্ছে না।

ফ্ল্যাটের দরজায় লাগানো লক স্ক্যানিং এ,লক কার্ড স্ক্যান করে বিনা চাবির সাহায্যে দরজা খুলে তারা ভেতরে।প্রবেশ করলো।পুনরায় লক করে দরজা,কার্ড রেখে দিলো জোহান নিজের প্যান্টের পকেটে।নূর তাজ্জব হয়ে সবকিছু অক্ষিগোলক দ্বারা নিজের মস্তিষ্কে ঢুকানোর চেষ্টা করছে।
–“আমি ঘুমাবো।সারারাত ঘুমায়নি।তুইও চল।”
–“নাহ।আমি কেনো তোমার রুমে যাবো?আমি এইখানে ঠিক আছি।এমনিও চাবি এবং কার্ড ছাড়া আমি পালাতে পারবো না আবারও।তাই নিশ্চিন্তে যাও তুমি।ঘুমিয়ে পড়ো।”
নূর সংকোচবোধ করে কথাটা বলে জোহানকে পিঠ দেখিয়ে চলে যেতে নিলে জোহান নূরের উদরে হাত পেঁচিয়ে তাকে খুব সহজেই নিজের হাতের বাঁধনে আটকে ফেললো। গন্তব্য তাদের জোহানের রুম।অজানা অনুভূতিতে নূর যেনো প্রতিবাদ করা ভুলে গেলো।

–“আমি ঘুমাবো,আর তুই আমাকে চেয়ে চেয়ে দেখবি।”
কথাটা বলে জোহান নূরের উরুর উপর শায়িত হলো।নূর চুপ।তার সারা শরীর আবেগে আপ্লুত।জোহান সাথে সাথেই নিজের আখিজোড়া বন্ধ করলো বিনা সংকোচে।নূর সত্যিই চেয়ে রইলো জোহানের পানে।ছেলেটার মুখে এখন সে একটা শান্তির আভাস পাচ্ছে,আজ সকালে ঠিক এই আভাসের অভাব ছিলো তার মুখে।জোহান গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে এলে,নূর ধীর গতিতে জোহানের চুলের ভাঁজে আঙ্গুল বুলিয়ে দিচ্ছে।জোহানের প্রতি কোনো অভিযোগ নূরের কাছে বিদ্যমান নেই।এই ছেলের কাছাকাছি যেনো নূর তার চিরসুখ খুঁজে পাচ্ছে।এমন সুখে নূর শত শত বছর অতিক্রম করতে এক পায়ে রাজি।তবে,জোহান এবং তার পরিবারের এমন নাটকের সহিত তার কষ্টের দিনগুলোর কথা মনে আসতেই নূরের মুখ মলিন হলো,
–“যায় করো তুমি জোহান,আমিও তোমার চেয়ে কম না জিদ দেখানোর বেলায়।দেখি আজ কি করো তুমি!”
নূর চোখ বুলিয়ে জোহানের মোবাইলের সন্ধান করলো।জোহানের প্যান্টের পকেটে মোবাইলের ছাপ দৃশ্যমান।নূরের বুঝতে দেরী হলো না,তার আর ফোন করা হবে না।
—————-
সন্ধ্যার বেশ পরে নূর এবং জোহান নূরদের বাড়ি গিয়ে পৌঁছালো।নূরকে দেখে তার মা হট্টগোল না পাকিঁয়ে তাকে তাড়া দিয়ে বললো,
–“তৈরি হয়ে নে।তনয়া আসবে একটু পরে।তোর নানাবাড়ির সবাই এই বুঝি এসে পড়বে।”
–“কিসের জন্যে তৈরি হবো?আর এতো আয়োজন ই বা কিসের?”
–“আমাদের বিয়ের।”
জোহানের কথায় নূরের মা হেসে স্থান ত্যাগ করলো।
–“কিসের বিয়ে?মশকারি লাগে সব?যখন ইচ্ছা কষ্ট দিবে আবার এখন বলছো বিয়ে করবে।বিয়ে কি ছেলেখেলা?”
–“বিয়ে ভালোবাসার খেলা।”
জোহানের সোজা জবাব।
–“আমি বিয়ে টিয়ে এইসবে নেই এখন।”
–“যদি আমাকে সত্যি ভালোবাসো,তাহলে আমাদের সম্পর্কের একটা নাম দিবে আজ তুমি।আর যদি আজ তা না করো,চিরদিনের জন্যে আমাকে হারাবে।এখন বলো,কি চাই তোমার?”
নূর গভীর ভাবনায় পড়লো।ঠিক এই ছেলেকে বিয়ের জন্যেই তো সে গৃহত্যাগ করেছিলো।কিন্তু,জোহান যা করেছে;সেটাও তো ভোলার যোগ্য না।নূর দোটানায় পড়লো।পরক্ষণে নিজের মনের সকল অভিযোগের উপর হার মানলো নূরের ভালোবাসা।তার নিঃশব্দ থাকায় জোহান নূরকে পুনরায় বলে উঠলো,
–“বিয়ে করবি নাকি না?”
–“দোস্ত,কাজী এসেই পড়লো।”
অনির কথায় নূর ভেতরে চলে গেলো।
অদ্ভুত উত্তেজনায় তার শরীর রি রি করছে। জোহানের কথায় মুখে জবাব না দিলেও,নূর তার তিতামুখীর দেওয়া বিয়ের প্রস্তাব কিছুতেই নাকচ করার শক্তি পাচ্ছে না। জোহানের যা জিদ!এই জিদের পাল্লায় পড়লে নূরকে বাকি জীবন ভুগতে হবে গত তিন বছরের প্রতিরূপ হিসেবে।
তনয়া এলে নূর তার সহিত তৈরি হয়ে নিলো।লাল রঙের বেনারসি শাড়ি সাথে সোনার অলংকার।প্রসাধনী হিসেবে নূরের মুখে একেবারে সাধারণ উপকরণ বিদ্যমান।নূরকে সাধারণের মাঝে অসাধারণ এক মোহে ঘেরা প্রেয়সীর মনে হচ্ছে।তার এই রূপে ঘায়েল হলো তারই তিতামুখী।জোহানের নজর যেনো আজ কিছুতেই সরছে না তার প্রেয়সীর দিক থেকে।বউ সাজলে সব মেয়েকে কি অনবদ্য মনে হয়!নজর সরানো দায় হয়ে পড়ে?
নূরকে অপলক নিজের দৃষ্টি দ্বারা গ্রাস করে নিচ্ছে জোহান।ধীরে ধীরে পরিবার পরিজন উপস্থিত হলো ছোট্ট এই বিয়ের আয়োজনে।অনুষ্ঠানে উপস্থিত পমেল ভয়ে ছিলো জোহানের।কিন্তু,আজ জোহানের ক্ষমাশীল রূপ দেখে,তার বুঝতে নাকি নেই;নূর তার জন্যে ঠিক কতোটা আপন!এতদিন সে নূরকে নয়,বরং জোহানের ভালোবাসার মানুষের উপর নজর রেখেছিলো।পমেল এইসব ভেবে নিজের মুখে ভয়ের বদলে খুশির আড়োলনের আগমন ঘটালো।

বেশ শান্ত পরিবেশে সম্পন্ন হয়েছে তাদের বিয়ে।

নূরের বিদায় বেলা শেষ।জোহানের সাথে রওনা দিয়েছে সে।মনটা তার খারাপ করছে পরিবারের জন্যে।পাশে বসা ছেলেটার দিকে তাকিয়ে নূরের মনটা শান্ত হচ্ছে ধীরে ধীরে।সাদা আর সোনালী রঙের মিশ্রণের পাঞ্জাবি পরিহিত জোহানের অবয়ব আঁধারেও শুভ্রের ন্যায় মনে হচ্ছে নূরের।এই ছেলেটার সাথে কতো ঝামেলা হয়েছিল তার।কিন্তু শেষ পর্যন্ত নিয়তি তাদের এক করেই ছাড়লো।তবে নূরের আফসোস লাগছে,এখন অব্দি জোহান তার মনের কথাটা তাকে বললো না।নূর ঘাড় বাঁকিয়ে অন্যদিকে ফিরতেই জোহানের কড়া কণ্ঠ তার কানে ভেসে এলো,
–“এতো দ্রুত পর্যবেক্ষণ শেষ?আমি যখন তোর দিকে দেখে থাকি,তখন আমার সময়ের হিসাব থাকে না।আর এখন তো জগতের হিসাব থাকবে না।নিজের বউয়ের দিকে তাকিয়ে থাকতে যদি কারো সময়ের দিকে খেয়াল হয়,তাহলে সে নির্দ্বিধায় কাপুরুষ।”
–“যে আমাকে ভালোই বাসে না,আমি তার দিকে কিই বা চেয়ে রইবো! শুধু আমার একার ভালোবাসায় কি হবে? তিতা মানুষদের জন্যে আল্লাহ্ মনে ভালোবাসার অনুভূতি দেয়নি।”
–“তুই আমাকে ভালোবাসিস?দেখে তো মনে হয় না।বিয়ে করতে কতো নাটক করেছিস!”
জোহান ক্ষেপিয়ে দিলো নূরকে।নূর চিল্লিয়ে উঠলো জোহানের কথায়,
–“তোমাকে ভালোবাসি এটা কি মাইক দিয়ে পাবলিসিটি করতে হবে!আমার ভালোবাসা অন্তত তোমার মতো প্রহিংসায় ঘেরা না।আমার ভালোবাসা পবিত্র।তুমি যেমন তিতা,তোমার ভালোবাসা তেমন তিতা।তিন বছর যাবত আমাকে পুড়িয়ে মেরেছো তুমি,তোমার প্রতিহিংসায়।”
জোহানের প্রাইভেট কার থেমে গেলো।নূর হচকিয়ে আশে পাশে দৃষ্টি জ্ঞাপন করছে।জোহান হুট করে গাড়ি থেকে নেমে নূরকে নামিয়ে নিলো দরজা খুলে।নূর যারপরনাই অবাক।সমুদ্রের মিহি কলরব শোনা যাচ্ছে।এতো রাতে সমুদ্রে তারা,ব্যাপারটা নূরের কাছে অন্যরকম ঠেকছে।রাতের বেলায় এইদিকে শান্ত পরিবেশ। মানুষজন এখন তেমন নেই।রাত বাড়ছে বলে কথা।দূর দূরান্তে কয়েকজন কপোত কপোতীর দেখা মিলছে।কিন্তু সবাই তাদের মুহূর্ত উপভোগে ব্যস্ত।রাতের বেলা সমুদ্র দেখাটা এক ভাগ্যের ব্যাপার।এমন শান্ত আর নিরিবিলি পরিবেশে ভালোবাসার মানুষের উপস্থিতি মুহূর্তকে আরো যেনো রোমাঞ্চকর করে তুলছে।জোহান নূরের হাতটি নিজের মুঠোয় নিলো।সমুদ্রের কাছাকাছি গিয়ে থামলো তারা।জোহান পেছন থেকে আলিঙ্গন করলো নূরকে।তার হাতজোড়া তার সদ্য বিবাহিত প্রেয়সীর শাড়ি ভেদ করে উদরের উপর অবস্থিত।নূরের এমন অনুভূতি নিজের কাছে সহ্যকর বলে মনে হচ্ছে না।আবেশে সে জোহানের হাতের উপর হাত রাখলো।চারদিকের ল্যাম্পপোস্টের মৃদু আলোতে জোহান নূরের লজ্জামাখা প্রতিচ্ছবিতে বিলীন হয়ে যাচ্ছে।নূরের কানের পাশে ফিসফিসিয়ে সেই বিখ্যাত প্রেম প্রকাশের গানের সুর টেনে নিজের মনের কথা প্রকাশ করলো জোহান,
–“‘তুমি আকাশের বুকে বিশালতার উপমা
তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা
আমি তোমাকে গড়ি ভেঙ্গেচুরে শতবার
রয়েছো তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা—
লাগে না, লাগে না জোড়া
লাগে না, লাগে না জোড়া।’
তুমি আমার প্রথম ও শেষ ভালোবাসা নুড়ি পাথর।আমি কখনো তোমাকে ভালোবাসা বন্ধ করিনি।এই জীবনে সবচেয়ে বেশি আমি চেয়েছি তোমায়।এক মুহূর্তের জন্যেও এই হৃদয় তোমার তোমার কথা ভাবতে ভুলেনি।জোহানের অনুরুক্তিতে বেঁধে গিয়েছো তুমি সারাজীবনের জন্যে।জোহানের বাঁধনে আটকে পড়েছো তুমি,নুড়ি।”
নূর নিস্তব্ধ।তার কাছে আজ সব স্বপ্নের মতো লাগছে।চোখ বন্ধ অবস্থায় নিজের গালে তার প্রিয় মানুষের ভালোবাসার স্পর্শ অনুভব করলো।নূর আর অপেক্ষা করলো না।উল্টো দিকে ফিরে জোহানের চওড়া বুকে নিজের মুখ লুকিয়ে দিলো সে।জোহান নিজের থুতনি ছোঁয়ালো নূরের মাথায়।ঝিরিঝিরি সমুদ্রের বাতাস আর এমন নিরিবিলি পরিবেশে দুইজন ভালোবাসার মানুষ তাদের বাহুডোরে আটকে আছে।এরচেয়ে সুখকর পরিস্থিতি আর আছে বলে মনে হয় না তাদের।বেশকিছুক্ষণ পর নূর তাকালো ল্যাম্পপোস্টের আলোয় চিকচিক করা জোহানের চক্ষুজোড়ার দিকে।নূরের মুখে প্রশান্তির হাসি।সে ভ্রু নাচিয়ে জোহানকে প্রশ্ন করলো,
–“অবশেষে তোমার প্রতিহিংসার অনুরুক্তির ইতি ঘটলো?”
–“উহু,ইতি ঘটেছে শুধু আমার প্রতিহিংসার।অনুরুক্তির নয়।আজ থেকে আমাদের জীবনের নতুন পথচলা শুরু।দিবে তো আমার সাথ সর্বোপরি?”
জোহানের কথায় আবেগপ্লুত হয়ে নূর মাথা নাড়ালো।তার চক্ষু কোণায় সুখের জলরাশি বিদ্যমান।
–“আজ থেকে তোমার সবকিছু সামলানোর দায়িত্ত্ব আমি নিলাম।নির্বিঘ্নে এই বুকে তোমার শান্তির জন্যে চিরসুখকর স্থান তৈরি করলাম।এই জায়গা শুধু একান্ত তোমারই,নুড়ি পাথর।”
নূরের আঁখিতে নিজের অধর ছুঁয়ে বললো জোহান।
–“তুমি আমার সবচেয়ে পছন্দের পীড়া।তুমি নামক এই পীড়ায় আমি মজে থাকবো সর্বক্ষণ,সর্বপ্রহর,
তিতামুখী।”
জোহানের ঠোঁটে ঝুলন্ত মনোমুগ্ধকর হাসিতে প্রাণ জুড়ে গেলো নূরের।সে তার অধরে হাত রাখতেই,জোহান চারদিকে নজর বুলিয়ে চট করে নিজের অধর দ্বারা স্পর্শ করলো নূরের লাল রঙা অধরে।জোহানের এমন কান্ডে লাজে দম বন্ধ হয়ে আসে নূরের।পরক্ষণে নূরকে আষ্টেপিষ্টে আলিঙ্গন করে নিজের বাহুডোরে লুকিয়ে নিলো নূরকে সে।দুইজনের মনেই আজ ভালোবাসার পূর্ণতা সুর তুলছে।
–“আচ্ছা,আমি যদি আবার সেই প্রতিহিংসার খেলা শুরু করি; এতে কি তোর কোনো আপত্তি আছে নূর?”
–“আবার!এইবার আমার সাথে এইসব খেলা আমি মোটেও সহ্য করবো না,জোহান উরফে তিতামুখী!ভুলে যেও না আমি তোমার অর্ধাঙ্গিনী এখন।আমার সাথে এইসব কিছু করলে আমি তোমার ঘাড় মটকে দিবো।”
জোহান হো হো করে হাসছে নূরের মুখের ভঙ্গিমা দেখে।আবারও নিজেকে সামলে সে নূরকে বলে উঠলো,
–“তুই সেই আগের চঞ্চল আর ছিঁছকাদুনে রয়ে গিয়েছিস,নুড়ি পাথর।এখন ভাবছি সেই নিশিকে বিয়ে করে নিলেই বোধয় ভালো হতো।”
কথাটা বলে জোহান দম নেওয়ার পূর্বে নূর একহাতে তার শাড়ি উঁচিয়ে তাকে ধাওয়া করতে লাগলো।জোহানের হাসির প্রতিফলন হচ্ছে চারদিকে।নূরকে এমন হেনস্তা করা তার যেনো প্রিয় কাজ।নূরের দিকে পেছনে বাঁক ফিরে সে আওড়ালো,
–“আরে নুড়ি, তুই ই আমার একমাত্র অনুরক্তি।এতো নির্বোধ হলে কি হয়?”
–“জোহান, দাঁড়াও।আজ তোমার মুখের সব তিতা আমি বের করেই ছাড়বো।”
নূর হাসলো।জোহানের পায়ের গতি ধীর করলে নূর পেছন থেকে জড়িয়ে ধরলো জোহানকে,
–“তুমি শুধু আমার।”
–“হ্যাঁ।আমি একান্তই তোমার,নুড়ি।”
জোহান নূরকে পাঁজাকোলা করে তুলে নিলো।

জোহানের ধীর পা সমুদ্রের ধারে তার প্রাইভেট কারের দিকে এগিয়ে যাচ্ছে।তার আবেগপ্লুত মন তার অনুরুক্তিকে সর্বোপরি নিজের করে নেওয়ার জন্যে আকুপাকু করছে।দুইজনই ভালোবাসাময় দৃষ্টিতে চেয়ে আছে দুইজনের পানে।এই চাহনীর ইতি যেনো কোনো কালেই ঘটবে না।দুইজনেই যেনো মজে থাকবে সারাজীবন তাদের অনুরুক্তির এই অটুট বাঁধনে।

অতঃপর সমুদ্রের রোমাঞ্চকর পরিবেশে বহুদিনের প্রতীক্ষিত সেই ভালোবাসা আজ তার নতুন রূপে সজ্জিত হয়েছে।

সমাপ্ত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here