তোমাকে আমার প্রয়োজন,পর্ব ৫ শেষ
জয় চৌধুরী
আচমকা অনু কে কেউ জড়িয়ে ধরায় ভয়ে হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছে
ক কে আপনি, ছা ছাড়ুন বলছি আমার বর পুলিশ কিন্তু আপনাকে জেলে ঢুকিয়ে দিবে।
তোমার মনের জেলে কবেই আটকে রয়েছি
আরিয়ানের কন্ঠস্বর শুনে অনু স্বতির নিশ্বাস ফেলে
ওহ আপনি আমি কি ভয়টাই না পেয়েছিলাম
ভয় পাওয়ার কি আছে,আমি থাকতে আমার বউ এর কিছু হবে নাহ।
অনুর গাঢ়ে নাক গষতে গষতে আরিয়ান বলে
শুভ জন্মদিন বউ তোমার জীবনের প্রত্যেক টা দিন আমাকে গিরেই কাটুক এই আশীর্বাদ করি
কথাটা বলতেই চারদিকে আবার আলো জ্বলে উঠে
Happy birthday to you Happy birthday Dear anu
নিতু,নিতুর বাবা-মা,অনুর শাশুড়ী ওইশ করতে করতে কেক নিয়ে এগিয়ে আসেন
অনু তাদের দেখে সারপ্রাইজড আর লজ্জা পেয়ে যায় কারণ আরিয়ান ওরে এখনো জড়িয়ে ধরে আছে
ছাড়েন বলছি,মা তারা সবাই আছে তো লজ্জা পাচ্ছি তো(আস্তে আস্তে বললো)
ওরে আমার পিচ্চি বউ লজ্জা ও পায়,আচ্ছা এখন ছেড়ে দিচ্ছি পড়ে কিন্তু ছাড়াছাড়ি নাই
আরিয়ানের কথায় আরো লজ্জা পেয়ে যায় অনু
অনুকে ছেড়ে দিয়ে আরিয়ান একপাশে গিয়ে দাঁড়ায়
নাও মা এভার কেক টা কেটে নাও
(আরিয়ানের মা বলেন)
অনু কেকটা কেটে একে একে সবাই কে খাইয়ে দেয়
❤️
আরিয়ান অনু কে কোলে তুলে নিয়ে ছাদে যায়।
অনুর কোলে মাথা দিয়ে শুয়ে আছে আরিয়ান
আকাশে জ্বলজ্বল করছে তারায় চারদিকে তারার মেলা।।
আচ্ছা আপনি আমাকে ভালোবাসেন,তাহলে কষ্ট দিলেন কেনও আমার মতামতের প্রয়োজন বোধ করেন নি বিয়েতে
দেখো বউ নিতু ওদিন এমন ভাবে বলছিল যে মনে করেছি তোমাকে পেয়েও হারিয়ে ফেলবো, তখন একটাই কথা মনে হয়েছিল #তোমাকে_আমার_প্রয়োজন আমার মন খারাপে,আমার সুখে দুঃখে সবকিছু তে তোমাকে আমার লাগবে তাই রিস্ক নিতে পারলাম তাই তোমার মতামত না জেনেই বিয়ে করে নিয়েছি
এতো ভালোবাসেন আমাকে?? আপনি কি জানেন আমি কার প্রেমে পড়েছিলাম,আর নিতু কে কার কথা বলেছিলাম
নাতো,আর জানতেও চাই না আমি আমার পিচ্চি বউকে আগলে রাখবো,আর কারো প্রেমে পড়তে দিবো না
আপনার প্রেমেও পড়তে দিবেন না?
আমাকে ভালোবাসো
হ্যা আমি আপনাকে ভালবাসি,ঔদিন আপনারই প্রেমে পড়েছিলাম 😍🥰
কিন্তু নিতু কুটনি উল্টাপাল্টা বলে আপনাকে বুল বুঝিয়েছ অবশ্য ওর ও দূষ নেই ঔদিন আমি নামটা বলি নি তাই ও ভুল ভেবেছে
অনুর কথাটা শুনে আরিয়ান খুশিতে আত্মহারা হয়ে যায় অনুকে ঝাপটে জড়িয়ে ধরে❤️
.
.
সমাপ্ত
পূর্ণতা পাক সকল ভালোবাসা 😍