তোমাকে আমার প্রয়োজন,পর্ব ৩
জয় চৌধুরী
বিকালবেলা অনু আর নিতু মিলে ছাদে বসে ফোন টিপছিলো,অনু বলে উঠলো
বান্ধবী রে আমি মনে হয় কারো প্রেমে পড়ে গেছি
অনুর কথাশুনে তথমতো খেয়ে নিতু বললো
তুই মরবি তোর প্রেমিক ও মরবে,এসব প্রেম ভালবাসার চিন্তা বাদ দে
নিতুর কথাশুনো অবাক
আমি মরবো আবার আমার ভালবাসার মানুষ মরবে মানে কি??কে মারবে আমাকে
নিতুর অনুর প্রশ্ন এড়িয়ে বললো
তুই কার প্রেমে পড়েছিস,কে ছেলেটা??
আছে একজন নাম এখন বলা যাবে না,আগে আমি উনাকে প্রপোজ করবো তারপর নাম বলবো
ওহ আচ্ছা
এই বলে নিতু ছাদ থেকে দৌত নেমে আরিয়ান কে ফোন দিলো
হ্যালো আরিয়ান ভাইয়া সর্বনাশ হয়ে গেছে
নিতুর কথাশুনে আরিয়ান ভয় পেয়ে গেলো
কি হয়েছে অনুর কিছু হয়নি তো, ও ঠিক আছে তো প্লিজ বলো কি হয়েছে
ভাইয়া অনু একটা ছেলের প্রেমে পড়ে গেছে আপনার আর ওরে পাওয়া হলো না
ওয়াট, ও কার প্রেমে পড়েছে??
নাম বলেনি বলেছে দুজনের প্রেম হলে নাম বলবে
আই সি, আচ্ছা ওর পাখনা চাঁটার ব্যবস্থা কররাম ভালো থাকো সন্ধ্যার পর দেখা হচ্ছে
আচ্ছা ভাইয়া
নিতু ফোনে কেটে পিছনে তাকিয়ে দেখে অনু চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছে
ওই তুই আমার পিছনে কি করছিস
তার আগে বল তুই কাকে ফোন করে বলেছিস আমি কারো প্রেমে পড়েছি
এই রে অনু কি সব বুঝে গেলো না না যে করেই হোক কথা গুরাতে হবে। মনে মনে ভেবে নিতু বলে উঠলো
মানে কি কাকে কি জানাবো,এই তো আরিয়ান স্যার আজকে আসার কথা ছিলো,কিন্তু উনার নাকি কি কাজ আছে আসতে পারবে না সেটা ফোন করে জানালো আর তোর কথা জিজ্ঞেস করাতে বললাম আরকি তুই প্রেমে পড়েছিস
ওহ,তা উনাকে তুই জানাতে গেলি কেন?এখন তো উনাকে প্রপোজ করলে ভুল বুঝবে আমাকে খারাপ ভাববে
ওয়াট,উনাকে প্রপোজ করবি মানে??
আরে গাঁধী আমি তো উনাকে আজকে দেখেই প্রেমে পড়ে গেছি, তাই ভাবছিলাম বাসায় এলে প্রপোজ করে দিবো আর এক্সেপট করলে ছুটিয়ে প্রেম করবো
অনুর কথাশুনে নিতু তো অবাক,এই রে আমি আরিয়ান ভাইকে ফোন করে ভুল তথ্য দিলাম ঈশ্বর জানে এখন আরিয়ান ভাইয়া অনুর সাথে কি করে, না উনাকে এখনি কল দিয়ে বলতে হবে সত্যিটা
এই ভেবে অনুর থেকে একটু দৌড়ে গিয়ে আরিয়ান কে কল দিলো,কিন্তু আরিয়ানের নাম্বার বন্ধ দেখাচ্ছে
নিতু তো পুরো টেনশন এ পড়ে গেলো, চট করে অনুর কাছে গিয়ে বললো
বান্ধবী রে আজকে আমি একটা ভুল করে ফেলেছি, আমার ভুলের জন্য কি শাস্তি পাস ঈশ্বর ই জানে
মানে,কি বলছিস এই সব। নিতু আমাকে বুঝিয়ে বলবি একটু কাল থেকে খেয়াল করছি তুই হেয়ালি করে কথা বলছিস
আরে কিসের হেয়ালি কিছু না তো,তুই রুমে যা আমি একটু পাশের বাসায় যাবো
এই বলে নিতু ওখান থেকে চলে যায়
🧡
রাত প্রায় দশটা আরিয়ান গাড়ি চালাচ্ছে আর অনু বাক-প্রতিবন্ধীর মতো তার পাশের সিটে বসে আছে,অনুর মাথার উপর দিয়ে কিসব কান্ড হলো ও কিছুই বুঝতে পারে নি
কোথা থেকে আরিয়ান জোর করে অনুকে তুলে নিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করে ফেলছে,অনুকে কিছু বলার চান্স ই দেয় নি।
আরিয়ানের বাসায় পৌছে গাড়ি পাকিং করে অনু কে নামতে বলে,কিন্তু তার মায়াপরি ঘুমিয়ে পড়েছে যে।।
আরিয়ান গাড়ি থেকে নেমে অনুকে কোলে তুলে বাসার ভিতর প্রবেশ করে
আরিয়ানের মা বরণ ডালা নিয়ে অপেক্ষা করছিলেন, আরিয়ানকে বাসায় আসতে দেখে উনি দ্রুত দরজার সামনে গিয়ে দাঁড়ান
মা অনু তো ঘুমিয়ে পড়েছে, যা নিয়ম করার সকালে করো
তা নাহয় করবো কিন্তু এখন ওরে কোলে নিয়ে একটু দাঁড়া বরণ টা করে নেই
আরিয়ানের মা বরণ ডালা দিয়ে বরণ করে আরিয়ানকে অনুকে নিয়ে ভিতরে প্রবেশ করতে বলে
যা বাবা ওরে তোর রুমে নিয়ে যা
আচ্ছা মা
আরিয়ান অনুকে সিঁড়ি বেয়ে অনুকে নিয়ে ওর রুমে নিয়ে যায়
আস্তে আস্তে অনুকে বিছানায় রেখে,ফ্রেশ হতে চলে যায়……..
.
.
.
.
.
চলবে……………