জামাই ৪২০ (পর্ব ১৩)

জামাই ৪২০ (পর্ব ১৩)
Tisha Khan Nabila

তিশাঃ কাজী অফিসে কি করে??

সম্রাটঃ কাজী অফিসে..!!

তিশাঃ চকলেট, আইসক্রিম দেয়??☺😋

সম্রাটঃ হোয়াট??🙄😵

তিশাঃ তো??

সম্রাটঃ মিষ্টি তুমি জানোনা??

তিশাঃ না তো..!!

সম্রাটঃ ওকে ওকে এখন জেনে যাবে..!!

তিশাঃ সত্যি??☺☺

সম্রাটঃ হামমমম..!!

বলে তিশা কে নিয়ে গাড়ি থেকে নামলো….নেমে কাউকে ফোন করে বললো..!!

—–হ্যালো হ্যা সব রেডি??

ওপাশঃ হামমম সব রেডি..!!

সম্রাটঃ ওকে তাড়াতাড়ি নিয়ে এসো..!!

বলে ফোন কেটে দিলো….কিছুক্ষণ পর কালো কোট পড়া একটা লোক এলো….লোকটা গাড়ি থেকে নেমে কিছু একটা দিলো সম্রাট কে….সম্রাট ও লোকটা কে একটা লাগেজ দিলো….লোকটা হাত দিয়ে অল দ্যা বেস্ট বলে চলে গেলো….সম্রাট তিশা কে নিয়ে ভেতরে গেলো….ভেতরে যেতেই একজন বললো..!!

—–মিস্টার খাঁন চলে এসেছেন??

সম্রাটঃ ইয়েস..!!

তিশাঃ উনি কে বজ্জাত??🤔

সম্রাটঃ মিষ্টি উনি হচ্ছে এডভোকেট….উনি আমাদের বিয়ে দেবে..!!

তিশাঃ আপনি বিয়ে করবেন??😱😱

সম্রাটঃ হামমমম বিয়ে করবো..!!

তিশাঃ বিয়ে করে কি করবেন??🤔

সম্রাটঃ তোমাকে পরে বুঝিয়ে বলবো….নাউ আপনি সবকিছু রেডি করেছেন তো??

এডভোকেটঃ জ্বি সব রেডি..!!

বলে একটা পেপারস এগিয়ে দিয়ে বললো..!!

—–এখানে আপনারা সাইন করুন….আর স্বাক্ষী হবে কারা??

—–আমরা হবো..!!

সম্রাট মুচকি হেসে পিছনে তাকালো….সম্রাটে’র ফ্রেন্ড আদিত্য আর সৌরভ এগিয়ে এলো..!!

এডভোকেটঃ ওকে তাহলে সাইন করুন..!!

সম্রাট সাথে সাথে সাইন করে দিলো….কিন্তুু তিশা সাইন করবে না….সাইন করতে হলে কলম ধরতে হবে…. আর তিশা মোটেও কলম ধরবে না..!!

সম্রাটঃ এক্সকিউজ মি..!!

বলে তিশা কে বাইরে নিয়ে এলো..!!

সম্রাটঃ মিষ্টি একটা জিনিষ দেখবে??

তিশাঃ কি??

সম্রাট গিয়ে আদিত্য’রা যেই গাড়ি নিয়ে এসেছে….ওই গাড়ির দরজা খুলে দিলো..!!

তিশাঃ 😱😱😲😲😋😋

সম্রাটঃ এগুলো তোমার চাই??

তিশাঃ হামমম, হামমম..!!☺☺

সম্রাটঃ তাহলে ওই পেপারটাতে সাইন করো..!!

গাড়ি ভর্তি চকলেট, আইসক্রিম..!!

তিশাঃ 😒😒😒😒

সম্রাটঃ সাইন করলে তুমি যা চাইবে তাই দেবো..!!

তিশাঃ সত্যি??😎😎

সম্রাটঃ হামম সত্যি..!!

তিশাঃ তাহলে আমাকে বাবু দেবেন..!!🤗🤗

সম্রাটঃ হামমমম, হোয়াট??😳😳

তিশাঃ না দিলে সাইন করবো না..!!😏😏

সম্রাটঃ মিষ্টি এসব কে শেখালো তোমাকে??😠😠

তিশাঃ ওমা কে শেখাবে??

সম্রাটঃ মিষ্টি তোমাকে কি করে যে বোঝাই….আচ্ছা বাবু কি করে হয় জানো??

তিশাঃ হামমমম..!!😎😎

সম্রাটঃ হোয়াট দ্যা?? কি করে হয় বলো??

তিশাঃ কপালে চুমু দিলে..!!😎😎

সম্রাট হাফ ছেড়ে বাঁচলো..!!

তিশাঃ দেবেন না??😔

সম্রাটঃ দেবো এখন চলো..!!

এরপর তিশা গিয়ে সাইন করলো….আর স্বাক্ষী হলো আদিত্য আর সৌরভ….তিশা’র বয়স নিয়ে প্রবলেম হওয়ার আগেই….সম্রাট সবটা হ্যান্ডেল করে নিয়েছে..!!

তিশাঃ এটাতে সাইন করে কি হলো??

সম্রাটঃ আমাদের বিয়ে হয়ে গেলো..!!😎😎

তিশাঃ 😒😒😒

আদিত্যঃ কংগ্রাচুলেশনস সম্রাট..!!

সম্রাটঃ মিষ্টি কোথায় গেলো??

সৌরভঃ এখানেই তো ছিলো..!!

এডভোকেটঃ আপনার ওয়াইফ তো বেরিয়ে গেলো..!!

সম্রাট এডভোকেট কে টাকা দিয়ে….বেরিয়ে চলে এলো এসে চোখ কপালে….তিশা মনের সুখে চকলেট, আইসক্রিম খাচ্ছে….শুধু নিজে খাচ্ছে না টি শার্ট আর প্যান্ট কে ও খাওয়াচ্ছে….মুখ মেখে একাকার একেবারে….গাড়ির ভেতরে গিয়ে বসে বসে খাচ্ছে..!!

আদিত্যঃ এটা আমাদের ভাবী..!!

সৌরভঃ পিচ্চি ভাবী..!!😅

সম্রাটঃ ওকে তোরা আমার গাড়ি নিয়ে চলে যা….মিষ্টি তো ওখানে গিয়ে বসেছে..!!

সৌরভঃ ওকে বাই..!!

এরপর ওরা সম্রাটে’র গাড়ি নিয়ে গেলো..!!

সম্রাটঃ মিষ্টি বেরিয়ে এসো..!!

তিশাঃ ওমা এগুলো খাবোনা??

সম্রাটঃ ওগুলো খাওয়ার অনেক টাইম আছে..!!

তিশাঃ নো এখনি খাবো..!!☺☺

সম্রাটঃ মিষ্টি বেরিয়ে এসো রাইট নাউ..!!🤬

তিশাঃ কিন্তুু আপনি তো বললেন….এগুলো সব নাকি আমার..!!😞😞

সম্রাটঃ হামমম ওগুলো সব তোমার….বাট এখন আর খাওয়া যাবেনা..!!

তিশা ভেংচি কেটে বেরিয়ে এলো….সম্রাট রুমাল দিয়ে তিশা’র নাক, মুখ….আর টি শার্ট, প্যান্ট মুছে দিয়ে….সামনের সিটে নিয়ে বসালো….দ্যান গাড়ি স্টার্ট দিয়ে বাড়ি গেলো….তিশা কে পেয়ে সবাই মহা খুশি..!!

সম্রাটঃ মামনি সবাই তো আছে….আমার একটা কথা বলার ছিলো..!!

রাইমাঃ কি কথা??

সম্রাটঃ মামনি মিষ্টি কে আমি..!!

রাইমাঃ ভালবাসিস ঠিক??😎

তিশাঃ 🙄🙄🙄🙄

সম্রাট অবাক হয়ে বললো..!!

—–তুমি জানো??😳

সবাইঃ আমরা সবাই জানি..!!😎

সম্রাটঃ বাট হাউ??

রাইমাঃ আমি বলেছি মনপাখি বড় হোক….তারপর তোদের বিয়েটা দিয়ে দেবো..!!😍

তিশাঃ বাট মাম্মি আমাদের বিয়ে হয়ে গিয়েছে..!!☺

সবাইঃ 😱😱😱😱

তিশাঃ হামমম তাইনা বজ্জাত??☺☺

রাইমাঃ মনপাখি তুমি জানো বিয়ে কি করে হয়??

তিশাঃ সাইন করে..!!😎

রাইমাঃ ওমা গো..!!🤯

সম্রাটঃ হামম মামনি এটাই বলতে চেয়েছি….আমি মিষ্টি কে বিয়ে করে নিয়েছি..!!

বাড়িতে থমথম পরিবেশ চলছে..!!

তিশাঃ আরে কি হয়ে গেলো সবার??বজ্জাত কি এমন করেছে??বিয়েই তো করেছে বাই দ্যা রাস্তা….বিয়ে করলে কি হয়??🐸

সম্রাটঃ মামনি কিছু বলো..!!

রাইমাঃ এটা তুই কি করলি সম্রাট??😢

সম্রাটঃ মামনি আমি একচুয়েলি..!!

রাইমাঃ আর কাউকে না নিতি….বাট আমাকে এটলিস্ট তোর সাথে নিয়ে যেতি..!!😭

রাহেলাঃ আমাকেও নিয়ে যেতি..!!😰

অনেক মেলোড্রামা হলো….বাট তিশা কে সবাই মেনে নিলো..!!

রাইমাঃ মনপাখি এখন থেকে এখানেই থাকবে..!!😍

রাহেলাঃ হামমম ভাবী..!!😍

খলিলঃ আমার বউ কে তুমি বিয়ে করলে??😞

সম্রাটঃ দাদু তোমার বউ তোমার পাশে..!!😕

তিশাঃ ক্ষিদে পেয়েছে..!!

রাইমাঃ আগে বলবে তো সোনা বাচ্চা চলো..!!🤒

রাইমা তিশা কে নিয়ে খাইয়ে দিলো….সম্রাট ভাবতে লাগলো স্কুলের কথা….সম্রাট স্কুলে গিয়ে লাইব্রেরীতে যায়..!!

সম্রাটঃ হ্যালো স্যার..!!

জলিল স্যারঃ তুমি সম্রাট খাঁন আয়াশ না??

সম্রাটঃ জ্বি..!!

জলিল স্যারঃ এখানে স্কুলে??

সম্রাটঃ একচুয়েলি আমার কিছু জানার আছে..!!

জলিল স্যারঃ কি জানতে চাও??

সম্রাটঃ তিশা চৌধুরী নাবিলা’র ব্যাপারে..!!

জলিল স্যারঃ আরসাল চৌধুরী’র মেয়ে….খুব বেশী দুষ্ট তিশা..!!

সম্রাটঃ মানে??🤨

জলিল স্যারঃ অনেক ফাজলামি করে….ঠিকমত ক্লাস করেনা কখনো….ক্লাসে কাউকে ঠিকমত ক্লাস করতেও দেয়না….আর ছেলেদের সাথেও আড্ডা দেয়..!!

সম্রাটঃ হোয়াট??কি বলছেন আপনি??মিষ্টি যত দুষ্টমি করুক এমন কিছু করবে না..!!😠

জলিল স্যারঃ আমি স্যার হয়ে কেন মিথ্যে বলবো??

সম্রাট রেগে বেরিয়ে যায়….কি মনে করে আবার ফিরে আসে….আর এসে দেখে রীতা কথা বলছে..!!

রীতাঃ থ্যাংক ইউ স্যার..!!

জলিল স্যারঃ এসব কেন বলতে বললে??তিশা যথেষ্ট ভাল একটা মেয়ে..!!

রীতাঃ সরি স্যার বাট সম্রাট কে….আমি খুব ভালবাসি স্যার….ওই তিশা বাচ্চা মেয়ে হয়ে….সম্রাট কে ভুলভাল বুঝিয়ে….আমার থেকে দুরে করে দিয়েছে..!!😞

সম্রাট রেগে আগুন হয়ে গিয়েছে..!!

রীতা বেরিয়ে এলো সম্রাট লুকিয়ে গেলো..!!

রীতাঃ শ্যাম শুধু আমার হবে..!!😎😎

বলে মুচকি হেসে চলে গেলো….সম্রাট রেগে ফোস ফোস করে বললো..!!

—–এতটা নিচে নেমে গিয়েছে এই মেয়ে??ওকে এবার আমিও দেখি….আমাকে তুমি কি করে পাও..!!

বলে সম্রাট চলে আসে….আর ওই কথাটা বলে তিশা কে ভয় দেখাতে..!!

সম্রাট রেগে বিরবির করে বললো..!!

—–রীতা তোমাকে তো আমি দেখে নেবো….আমার মিষ্টি কে আজেবাজে কথা বলা….তোমাকে আমি উচিত শিক্ষা দেবো স্টুপিড..!!

তিশাঃ রুমে যাবো..!!

সম্রাটঃ হামম চলো পড়তে বসবে তো..!!

তিশাঃ আমার বই তো এখানে নেই..!!🧐

সম্রাট তিশা কে নিয়ে উপরে গেলো….তিশা নিজের রুমে যেতে গেলেই সম্রাট বললো..!!

—–এখন থেকে তুমি আমার রুমে থাকবে..!!

তিশাঃ আমার কিতনি সুন্দার….গুলুমুলু মাসুম রুম থাকতে….আপনার রুমে কেন যাবো??🙄

সম্রাটঃ সাট আপ আমি বলেছি তাই..!!

বলে তিশা কে নিয়ে এলো….রাত ১টা কান ধরে এক পায়ে দাড়িয়ে আছে তিশা….তিশা কাঁদো কাঁদো হয়ে বললো..!!

—–বজ্জাত ছেড়ে দিন না….আমার পা ব্যথা করছে..!!

সম্রাটঃ এখন ছাড়তে বলছো কেন??আমি তোমাকে ১০টা অংক দিয়েছি মাএ মিষ্টি….তুমি ১টা অংক করে মনের সুখে কার্টুন দেখছিলে কোন সাহসে??😠😤

তিশাঃ আর করবো না এমন ছেড়ে দিন..!!😣

সম্রাটঃ এখন তোমার শাস্তি….তুমি সারারাত বসে সবগুলো অংক করবে..!!🤬🤬

তিশাঃ নো..!!😭😭😭

সম্রাটঃ ইয়েস নাহলে ওরকম দাড়িয়ে থাকো..!!😠

তিশাঃ 😰😭😞

সম্রাট গিয়ে ল্যাপটপ নিয়ে বসলো….তিশা এদিকে মনে মনে….সম্রাটে’র গুষ্টি উদ্ধার করছে..!!🐸🐸

চলবে…….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here