জামাই ৪২০ (পর্ব ০২)

জামাই ৪২০ (পর্ব ০২)
Tisha Islam Nabila

সম্রাট কল্পনা করতে লাগলো….তিশা ওকে উল্টো ঝুলিয়ে পেটাচ্ছে….এরপরই চেচিয়ে উঠে বললো..!!

—-আফা আমারে ছাইড়া দেন…..🐸

তিশা রেগে মেগে বললো..!!

—-হোয়াট??সোম হোয়াট আর ইউ সেয়িং??😡

সম্রাটঃ মানে??এরমানে কি??তুমি জানোনা আমি ইংরেজী জানিনা……🙄

তিশাঃ ইয়াহ আমারই ভুল….আমি আসলে ভুলে যাই তুমি কে??

সম্রাট লজ্জা মাখা মুখ নিয়ে বললো..!!

—-আমি তোমার স্বামী……🙈

তিশাঃ হোয়াটএভার ইডিয়ট..!!

তিশা হনহন করে বেরিয়ে গেলো….সম্রাট হাফ ছেড়ে বাঁচলো….সম্রাট বসে বসে গান শুনছে……

সম্রাটঃ হুহু আমার উপর রাগ করে….ভিআইপি সম্রাট খাঁনে’র উপর….এইরে আমার তো আবার ক্ষিদে পেয়ে গেলো..!!😵

বলে দৌড়ে নিচে চলে এলো….আরসাল চৌধুরী খবরের কাগজ পড়ছিলো….সম্রাট কে আসতে দেখে বললো……

—-কি হলো জামাই??

সম্রাটঃ বা আসলে আমার ক্ষিদে পেয়েছে..!!😋

সবাইঃ 😱

সম্রাট দাত কেলিয়ে বললো……

—-আমার খাবার নিয়ে রুমে দিয়ে আয়….আর মি মানে তিশা কোথায়??

আবিরঃ তিশা ফ্রেন্ডের বাড়ি গিয়েছে..!!

সম্রাটঃ ফ্যানের আবার বাড়ি হয়??🐸

আবিরঃ হোয়াট??

সম্রাটঃ ওইযে তুমি বললে….তিশা ফ্যানের বাড়ি গিয়েছে….কিন্তুু এই বাড়িতে তো কত ফ্যান….😒

আবিরঃ আরে ফ্যান না ফ্রেন্ড….তুমি যে মাঝে মাঝে ইংরেজী বলো….ওগুলো কি করে বলো তুমি??

সম্রাটঃ তোমাদের থেকে শিখে বলি..!!😆

আরসাল চৌধুরী ছোট শ্বাস ছেড়ে বললো…..

—-জামাই তোমার খাবার দিয়ে এসেছে….তুমি গিয়ে খেয়ে নাও যাও..!!😫

সম্রাটঃ হ্যা হ্যা এক্ষুণি যাচ্ছি…..☺

সম্রাট এক দৌড়ে উপরে গেলো..!!

আবিরঃ বাপি হোয়াট ইস দিস??

আরসাল চৌধুরীঃ কি হলো??

আবিরঃ বাপি সম্রাট কে তুমি কেন এলাও করো??

আরসাল চৌধুরীঃ মানে কি আবির??

আবিরঃ বাপি হি ইজ জাস্ট টু মাচ….ওর বিহেভ একদম সহ্য হয়না আমার….কেন ছেলের কি অভাব ছিলো??ওর সাথেই কেন তিশা’র বিয়ে দিলে??আমার জাস্ট ইরিটেড লাগে……

আরসাল চৌধুরীঃ জাস্তি সাট আপ আবির….ভুলে যেওনা ও এই বাড়ির জামাই..!!😡

আবির ও রেগে উঠে গেলো….আরসাল চৌধুরী ভ্রু কুঁচকে তাকিয়ে রইলো….একটুপর সম্রাট ঢেক ছাড়তে ছাড়তে নেমে এলো….সার্ভেন্টরা হা করে তাকিয়ে আছে…..

আরসাল চৌধুরীঃ খাওয়া হলো জামাই??

সম্রাটঃ সব খেয়ে ফেলেছি..!!😇

আরসাল চৌধুরীঃ যাও সবাই রুম থেকে সব নিয়ে এসো…..

সবাই ওগুলো আনতে গেলো….সম্রাট আরসাল চৌধুরী কে বলে….বাড়ি থেকে বেরিয়ে গেলো….একটুপরই তিশা এসে বললো..!!

—-বাপি সোম কোথায়??

আরসাল চৌধুরীঃ বাইরে গিয়েছে??

তিশাঃ কেন??

আরসাল চৌধুরীঃ আমি কি জানি??

তিশাঃ তোমার জামাই তুমি জানোনা??

তিশা রুমে চলে গেলো….সন্ধ্যার দিকে সম্রাট বাড়ি এলো….সম্রাট কে দেখে সবার চোখ কপালে…..

তিশাঃ এসব কি হ্যা??

সম্রাটঃ খেলতে গিয়েছিলাম..!!😒

সম্রাটে’র সারা শরীরে কাদা দিয়ে মাখামাখি…..

আবিরঃ খেলতে গিয়েছিলে মানে??

সম্রাটঃ বাচ্চাদের সাথে ফুটবল খেলেছি..!!

তিশাঃ কেন তুমি কি বাচ্চা??

আরসাল চৌধুরীঃ আহা জামাই ২দিন পর….তুমি নিজে বাচ্চার বাবা হবে……

সম্রাটঃ শ্বশুর ফাদার ওভাবে বলবেন না….হিহি আমার খুব লজ্জা করে..!!🙊🙈

আবিরঃ তিশা ওকে ক্লিন কর……

সম্রাটঃ আরে আমার দাড়ি, মোচ নেই….আমার ক্লিন করতে হবে না..!!😏

তিশাঃ ইউ তোমার গায়ের কাদার কথা বলেছে…..

সম্রাটঃ ওপস সল্লি..!!😹

সম্রাট ফ্রেশ হয়ে এসে….এরপর রুমে গেলো গিয়ে দেখলো….তিশা একটা গেন্জী আর প্লাজু পড়ে বসে আছে…..

সম্রাটঃ এগুলো কি পড়েছো??😱

তিশা ভ্রু কুঁচকে বললো..!!

—-কেন কি পড়েছি??

সম্রাটঃ আরে এগুলো পড়তে নেই….মুভি নাকি ছবিতে দেখি….এগুলো নায়িকারা পড়ে তারপর…..

তিশাঃ তারপর কি??

সম্রাটঃ তা তারপর নায়ক কি কিস করে..!!🙈

তিশাঃ হ্যা তো??

সম্রাটঃ আমার ডর করে…..😰

তিশাঃ হোয়াট ইজ দিস ডর??

সম্রাটঃ আমি চকলেট খাবো..!!😒

তিশাঃ তুমি কি বাচ্চা নাকি??যে তুমি চকলেট খাবে??

সম্রাটঃ খাবো তোমার কি??

সম্রাট নিচে গিয়ে চকলেট নিয়ে এলো….এরপর বিছানায় বসে খেতে শুরু করলো….তিশা এক দৃষ্টিতে তাকিয়ে আছে….সম্রাট একটার পর একটা খেয়েই যাচ্ছে….তিশা বিছানায় গিয়ে বসে পড়লো…..

সম্রাটঃ কি দেখছো??

তিশাঃ তুমি আগেও চকলেট খেয়েছো??

সম্রাটঃ হ্যা খেয়েছি..!!

সম্রাট উঠে বেলকনিতে চলে গেলো….তিশা বিছানায় শুয়ে পড়লো….এভাবে রাত ১০টা বেজে গেলো….সম্রাট এসে দেখলো তিশা ঘুমিয়ে পড়েছে….লাইট নিভিয়ে সম্রাট ও শুয়ে পড়লো….সকালে সব সার্ভেন্টদের তাড়া করছে সম্রাট….চেঁচামেচি শুনে সবাই ছুটে এলো….এদিকে বেচারারা দৌড়েই যাচ্ছে……

আরসাল চৌধুরীঃ আরে কি হচ্ছে এসব??

আবিরঃ কি আবার হবে??জোকারগীরি হচ্ছে..!!

সম্রাট দাড়িয়ে গেলো….কতক্ষণ ওভাবে থেকে এরপর ফিরে বললো…..

—-কি বললি তুই??👿

আবির হচকচিয়ে গেলো..!!

সম্রাটঃ আমি জোকার??তুই জোকার তোর বাপ জোগার….তোর চিকুচি গুষ্টি যে যেখানে আছে সবাই জোকার……😼

আরসাল চৌধুরী অসহায় ফেস করে বললো..!!

—-তুমি আমাকে জোকার বললে জামাই??

সম্রাটঃ শ্বশুর ফাদার আপনাকে বলিনি….আমিতো ওই ইংরেজের বাচ্চার বাবা কে বলেছি…..☺

তিশাঃ সোম কি বলছো তুমি??ভাইয়ার বাবা কি অন্য কেউ??

সম্রাটঃ এত ইংরেজী বলে ভাইয়া….আমি তো ভাবি চায়না থেকে কিনে এনেছে..!!😹

আবিরঃ বাপি ও কি বলছে এসব??

আরসাল চৌধুরীঃ ওর কথায় আমি নিজেই কনফিউসড….আসলেই কি তোকে চায়না থেকে কিনে এনেছি??

আবিরঃ বাপি…..😡

আরসাল চৌধুরীঃ আব তুই ভার্সিটিতে যা..!!😫

তিশাঃ আমার ও যেতে হবে…..

তিশা আর আবির উপরে গেলো….তিশা এবার এলএলবি সেকেন্ড ইয়ারে….আর আবির মেডিকেল ফাইনাল ইয়ারে….ওরা দুজন যেতেই সম্রাট কে আরসাল চৌধুরী বললো..!!

—-জামাই তুমি ওদের তাড়া করছিলে কেন??

সম্রাটঃ ওরা আমার কথা শোনেনি তাই…..

আরসাল চৌধুরীঃ কি কথা শোনেনি??

সম্রাটঃ আমাকে আইসক্রিম দেয়নি..!!😒

আরসাল চৌধুরী আবারও ছোট শ্বাস ছাড়লো….তিশা রেডি হয়ে নিচে এসে….গাড়ি নিয়ে বেরিয়ে গেলো….একটুপর আবির ও গাড়ি নিয়ে বেরিয়ে গেলো….সম্রাট দু হাত দুলিয়ে বললো…..

—-যাক ডাইনি আর রাক্ষস গেলো..!!😁

আরসাল চৌধুরী ভ্রু কুঁচকে বললো…..

—-কি চলছে তোমার মনে??🤨

সম্রাটঃ কমু নট..!!😎

সম্রাট হেলে দুলে রুমে গেলো…..

সম্রাটঃ কাল মেকআপ গুলেছি….আজকে কি গোলানো যায়??🤔

সম্রাট ড্রেসিংটেবিলের সামনে গিয়ে বসলো….একটা লোশন পেলো ওটা নিয়ে….ঘুড়িয়ে ঘুড়িয়ে দেখে হাসি দিলো….নিজের কাজ শেষ করে শুয়ে পড়লো..!!

ও লোশন ও লোশন রে…..
তুই অপরাধী রে..!!
আমার বউয়ের সুন্দর ফেস…..
দে ফিরাইয়া দে..!!😗

আমার বউয়ের সুন্দর ফেস…..
নষ্ট করার অধিকার দিলো কে??
আমার বউয়ের সুন্দর ফেস…..
দে ফিরাইয়া দে..!!🐸

গান গাইতে লাগলো সম্রাট….গান গেয়ে লাফ দিয়ে উঠে বসলো….উঠে বসে নিজেই বললো…..

—-লোশন কে অধিকার তো আমি দিলাম..!!😆

দরজায় দাড়িয়ে তিশা’র ফুপ্পি….সম্রাটে’র গান শুনছিলো….সম্রাটে’র গান শুনে ওনার মাথা ঘুরছে….ফুপ্পি তাড়াতাড়ি স্থান ত্যাগ করলো….সম্রাটে’র ফোন আসায় ও বেলকনিতে গেলো….কথা বলা শেষ করে নিচে গেলো….বেচারার কাজই ড্রয়িংরুম আর রুমে যাওয়া….নিচে এসে এদিক ওদিক দেখছে…..

সার্ভেন্টঃ কিছু খুজছেন স্যার??

সম্রাটঃ স্যার বলিস কেন??

সার্ভেন্টঃ তাহলে কি জামাই ৪২০ বলবো??

সম্রাটঃ প্রধানমন্ত্রী বলবি..!!😎🐸

সার্ভেন্ট মানে মানে কেটে পড়লো….কারন জানে এখানে থাকলেই….সম্রাট এখন ওর মাথা খাবে বকবক করে….সম্রাট মুখ ভেংচি কেটে….সোফায় বসে কার্টুন দেখতে লাগলো….তিশা ভার্সিটি থেকে এসে দেখলো….তার গুনধর স্বামী কার্টুন দেখছে….শুধু দেখছে না হেসে বাড়ি কাঁপিয়ে তুলছে….তিশা একরাশ বিরক্তি নিয়ে রুমে গেলো….রুমে গিয়ে শাওয়ার নিয়ে লোশন নিলো….লোশন মুখে নিয়েই আহ শব্দ করে চিৎকার করলো…..

সম্রাটঃ হিহি কাজ হয়ে গিয়েছে..!!😂

তিশা রেগে রুম থেকে বেরিয়ে এলো….তিশা কে দেখে সবাই হাসছে…..

তিশাঃ সোম এটা তুমি করেছো তাইনা??😡

সম্রাটঃ আমিতো ঘুমিয়ে ছিলাম..!!😴

তিশাঃ আজ তোর ১দিন কি….আমার যে কয়দিন লাগে…..😡

সম্রাটঃ জোশ লাগছে..!!🐸😽💋👀

চলবে….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here