জামাই ৪২০ (অন্তিম পর্ব ১৯)
Tisha Khan Nabila
সম্রাট মুচকি হেসে তিশা কে….ঠিকমত শুইয়ে দিয়ে নিচে গেলো….রাইমা কে বলে হসপিটালের জন্য বেরিয়ে গেলো….এদিকে ততক্ষণে তিশা’র ও ঘুম ভেঙে গিয়েছে….ঘুম থেকে উঠে রুমটাতে একবার চোখ বুলিয়ে নিচে গেলো….গিয়ে দেখলো সবাই এক জায়গায় আছে….তিশা কে দেখে রাইমা বললো..!!
—–মনপাখি ঘুম হলো??
তিশাঃ হামমমম..!!
রাহেলাঃ আমাদের চিনতে পারছো না??
তিশা মাথা নাড়লো মানে না..!!
রাইমাঃ 😢
তিশাঃ সোম কোথায়??
রাইমাঃ তুমি তো ওকে বজ্জাত বলতে..!!
তিশাঃ মনে পড়ছে না আন্টি..!!
কাজলঃ ও তো হসপিটালে গিয়েছে..!!
তিশাঃ ওহ আমি উপরে যাচ্ছি..!!
তিশা উপরে চলে এলো….সম্রাট রাতে বাড়িতে এলো….এসে দেখলো তিশা রুমে নেই..!!
সম্রাটঃ মিষ্টি কোথায় গেলো??এখন তো ও কাউকে চেনেও না….যে তার রুমে যাবে মিষ্টি কোথায় তুমি??
সম্রাট বেলকনিতে গেলো….গিয়ে দেখলো তিশা বসে আছে….সম্রাট সস্তির নিঃশ্বাস ছাড়লো..!!
সম্রাটঃ তুমি এখানে??
তিশাঃ হামমম কেন??
সম্রাটঃ ডাকছিলাম তোমাকে আমি..!!
তিশাঃ ওহ কখন??
সম্রাট কিছু না বলে তিশা’র পাশে বসলো..!!
তিশা আকাশের দিকে তাকিয়ে আছে..!!
সম্রাটঃ কি দেখছো??
তিশাঃ কিছুনা..!!
বলে উঠে চলে যেতে গেলে….সম্রাট হাত টেনে নিজের কোলে বসিয়ে দিলো..!!
তিশাঃ আরে কি করছো??
সম্রাটঃ চুপ আমার কথা শোনো….মিষ্টি আই নো তুমি আমাকে চিনতে পারছো না….আর তার জন্য রেসপন্সিবল ও আমি….১বছর আগে যদি আমি তোমাকে চর না মারতাম….তাহলে এমন কিছুই হতো না….তোমার তো মনে নেই বাট সেদিন….তুমি যদি রীতা কে বিয়ে করতে না বলতে….তাহলে আমি রেগে গিয়ে চর মারতাম না….আর তুমিও সুইসাইড করার ট্রাই করতে না….বাট মিষ্টি একটা কথা জেনে রেখো….#ভাল_আমি_তোমাকেই_বাসি….আজীবন বাসবো মরন না হওয়া অবদি….আমি তোমাকেই ভালবাসবো মিষ্টি..!!
তিশা একদৃষ্টিতে তাকিয়ে আছে….কেটে গিয়েছে আরো ১মাস তিশা এখানেই আছে….সবার সাথে মিশে গিয়েছে তবে….আগের মতো আর মাতিয়ে রাখেনা সবাই কে….সবাই আগের দুষ্টু তিশা কে মিস করে..!!
সম্রাট হসপিটালে গিয়েছে….তিশা দৌড়ে নিচে গেলো….গিয়ে দেখলো রাইমা বসে আছে..!!
তিশাঃ মামনি..!!
রাইমা হা করে তাকিয়ে আছে..!!
রাহেলাঃ তিশা..!!
তিশাঃ চাচিমা..!!
রাইমা গিয়ে তিশা কে জড়িয়ে ধরে বললো..!!
—–মনপাখি তোমার সব মনে পড়েছে??
তিশাঃ হামমমম মাম্মি সব মনে পড়ে গিয়েছে….আমি সবাই কে চিনতে পারছি মাম্মি….আমার সবটা মনে পড়ে গিয়েছে….এতদিন ঝাপসা দেখতাম সব….বাট আজকে সব মনে পড়েছে….আমি তোমাদের চিনতে পারিনি সরি..!!😔
সবাই আজকে খুশি হঠাৎ তিশা বললো..!!
—–আমার যেতে হবে মামনি..!!
রাইমাঃ যেতে হবে মানে??
তিশাঃ অনেক পাগলামি করেছি….এখানে থেকে আর পাগলামি করতে চাইনা..!!🙂
রাহেলাঃ না তুই কোথাও যাবিনা..!!
তিশাঃ আজকে যেতেই হবে চাচী..!!
বলে উপরে গিয়ে শুধু ফোন নিয়ে এলো….সবাই অনেক বারন করলো কিন্তুু তিশা….তিশা আজকে নিজের সিদ্ধান্তে অটল….রাইমা বুঝলো এই তিশা কে আটকাতে পারবে না তাই বললো..!!
—–তাহলে ড্রাইভার কে নিয়ে যাও..!!
তিশাঃ না মামনি আমি রিক্সা করে চলে যাবো..!!
রায়হানঃ কি বলছো মামনি??
তিশাঃ হ্যা আসছি..!!
তিশা একটা রিক্সা নিয়ে চলে এলো….সন্ধ্যায় সম্রাট এলো এসেই তিশা কে খুজতে লাগলো..!!
রাইমাঃ মনপাখি নেই..!!
সম্রাটঃ নেই মানে??
রায়হানঃ নেই মানে চলে গিয়েছে….মামনির সবটা মনে পড়ে গিয়েছে….আর তুমি যা করেছো সেটাও মনে পড়ে গিয়েছে….আর তাই আজকে চলে গিয়েছে..!!
সম্রাটঃ পাপা সত্যি বলছো??মিষ্টি’র সব মনে পড়ে গিয়েছে??
রায়হানঃ হ্যা সত্যি বলছি..!!
তিশা’র সব মনে পড়ায়….সম্রাট খুশি হলেও তিশা চলে গিয়েছে….এটা ভেবেই কষ্ট হচ্ছে খুব….সম্রাট গাড়ি নিয়ে বেরিয়ে গেলো….সোজা চৌধুরী প্যালেস গেলো গিয়ে দেখলো….আকাশ আর আবির বসে আছে..!!
আবিরঃ তুমি??
সম্রাটঃ মিষ্টি কোথায়??
আকাশঃ সুইট সিক্সটিন রুমে আছে..!!
সম্রাট উপরে গেলো….তিশা বসে কান্না করছে..!!
সম্রাটঃ মিষ্টি কেন চলে এসেছো??
তিশাঃ আপনি এখানে??
সম্রাটঃ কেন চলে এলে??
তিশাঃ ভাল লাগেনি তাই চলে এসেছি..!!
সম্রাটঃ ভাল লাগেনি কেন??
তিশাঃ আপনি চলে যান প্লিজ..!!
সম্রাটঃ মিষ্টি আই এম সরি….আমার সেদিন থাপ্পর..!!
তিশাঃ প্লিজ মিস্টার খাঁন গো..!!
সম্রাট থম মেরে রইলো….এটা ওর মিষ্টি??না এই মিষ্টি কে চিনতে পারছে না ও….সম্রাটে’র চোখ থেকে পানি পড়ছে..!!
সম্রাটঃ তোমাকে কি আমি এমনি চর মেরেছিলাম??মিষ্টি ছোট থেকে ভালবাসি তোমাকে….কখনো বলিনি কেন বলিনি জানো??কারন তুমি কোনদিন আমাকে বুঝতে চাওনি….আমি জানতাম আমি যদি বলি তোমাকে ভালবাসি….তুমি সেটা বুঝবেনা আমার ফিলিংস বুঝবেনা….তাই কোনদিন বলিনি রীতা আজেবাজে কথা বললো….আমাকে যাতে করে ও নিজের করে পায়….আমি তোমাকে ভালবাসি তাই তোমাকে বিয়ে করলাম….বিয়ের ১বছর পরেও তুমি আমার ভালবাসা বোঝোনি….তুমি আমার সাথে আছো এটাই এনাফ ছিলো আমার জন্য….সবসময় নিজেকে নিজে বলেছি একদিন….একদিন তুমি আমার ভালবাসা ঠিকই বুঝবে….লন্ডন থেকে ড্রিগির অফার এলো….আমি ওদের না করে দিয়েছিলাম….ডিরেক্ট বলে দিয়েছিলাম আমি আমার ওয়াইফ কে রেখে….কোথাও যাবোনা কিন্তুু রুমে গিয়ে….তোমাকে সবটা বলার আগেই তুমি শুনলে….আমার লন্ডন থেকে ড্রিগির অফার এসেছে….তুমি খুশিতে লাফাতে শুরু করলে….মিষ্টি সেদিন বুকের বাম পাশটায় খুব লেগেছিলো….চলে গেলাম তোমার খুশির জন্য লন্ডন….ওখানে এক একটা দিন কিভাবে কেটেছে আমি জানি….তোমার জন্য চলে এলাম ভেবেছিলাম….এবার আমার মিষ্টি আমার ভালবাসা বুঝবে….কিন্তুু তুমি সবার সামনে কি বললে??রীতা কে বিয়ে করতে??আরে এরথেকে বলতে বজ্জাত আপনার জীবন চাই….আমি সেটা দিয়ে দিতাম….তুমি আমার কলিজায় আঘাত করেছিলে সেদিন….আর আমি তোমাকে থাপ্পর মেরেছি….তার জন্য তুমি নিজেকে শেষ করতে গেলে??হাউ মিষ্টি??
তিশা চুপচাপ চোখের পানি ফেলছে….এবার চেঁচিয়ে বললো..!!
—–তখন হয়তো এতকিছু বুঝতাম না….কিন্তুু তুমি আমার নাম বলাতে….আমার ও খুব কষ্ট হয়েছিলো..!!
সম্রাটঃ সরি ফর এভ্রিথিং..!!
বলে সম্রাট বেরিয়ে গেলো….তিশা ও আটকায়নি সম্রাট বাড়ি গিয়ে বললো..!!
—–পাপা আমি লন্ডন ব্যাক করছি….এন্ড আর কোনদিনও বাংলাদেশে আসবো না….বাট ইয়েস আমি ওখানকার লোকেদের বলে দেবো….আমি মরে গেলে আমার লাশটা পাঠিয়ে দিতে..!!
বলে উপরে গিয়ে দরজা আটকে দিলো….রাইমা বুঝলো কেন একথা বললো সম্রাট….তাই তিশা কে ফোন করে জানালো সবটা..!!
পরেরদিন সকালে সম্রাট বের হচ্ছে..!!
রাইমাঃ কোথায় যাচ্ছো??
সম্রাটঃ টিকিট আনতে..!!
বলে বেরিয়ে গেলো….রাইমা আবার তিশা কে ফোন দিলো….বিকেলে সম্রাট বাড়ি এসে রুমে গিয়ে থ….রুমের ১২টা বেজে আছে..!!
সম্রাটঃ হোয়াট দ্যা হেল??
তিশাঃ বজ্জাত রুমটা ভাল লাগছে না??☺☺
সম্রাটঃ মিষ্টি তুমি??
তিশাঃ ভিআইপি তিশা ছাড়া….আর কে থাকবে এখানে??😎
সম্রাটঃ কেন এসেছো এখানে??
তিশাঃ ওই বজ্জাত ভাব দেখিও না….হুহু বউ হই তোমার ওকে??আমি আসবো না তো কি ওই আমের আঠি আসবে??এনিওয়ে আই লাভ ইউ বজ্জাত….আই লাভ ইউ টু বলে লন্ডন যাওয়া ক্যান্সেল করো..!!
সম্রাট হা করে তাকিয়ে আছে….বেচারা ভাবছে এটা প্রপোজ নাকি আর হুংকার??সম্রাট ভাবতে ভাবতে বেরিয়ে গেলো..!!
তিশাঃ কি তিশা খাঁন কে ভাব দেখানো দাড়া..!!👿
তিশা কলা একটা নিয়ে খেতে খেতে….নিচে নামলো সম্রাট ভাবতে ভাবতেই….শিরি দিয়ে নামছে তিশা কলা খেয়ে খোসা ফেলে রাখলো….আর কি সম্রাট ধপাস করে পড়লো..!!
তিশাঃ লে..!!😂😂
সবাইঃ 😱😂😂😆😆
সম্রাটঃ মিষ্টিইইইই..!!😠😠😤
রাতে তিশা বসে আছে….সম্রাট এসেই তিশা কে দাড় করিয়ে….শক্ত করে জড়িয়ে ধরলো..!!
তিশাঃ 😒😒😒😒
সম্রাটঃ আই লাভ ইউ মিষ্টি….আমি তোমাকে রেখে কোথাও যাবোনা..!!
তিশাঃ আই লাভ ইউ টু বজ্জাত….এন্ড তুমিও জেনে রেখো #ভাল_আমি_তোমাকেই_বাসি..!!🙈🙈
সম্রাট মুচকি হেসে তিশা কে কোলে তুলে নিলো….এরপর আর কি??তিশা কে নিজের করে নিলো..!!🙊🙊😁
৬মাস পর এই ৬মাসে….সম্রাট আর তিশা অনেক জায়গায় ঘুরেছে….তিশা’র ড্রিম প্লেস প্যারিসেও গিয়েছে….তিশা বসে বসে আচার খাচ্ছে….সম্রাট হসপিটাল থেকে এসে দেখলো তিশা আচার খাচ্ছে..!!
সম্রাটঃ আচার খাও কেন অলওয়েজ??
তিশাঃ কি??👿👿
সম্রাটঃ 😒😒😒
তিশাঃ আমি খাচ্ছিনা তোমার ছেলে মেয়েরা খাচ্ছে..!!
তিশা ২মাসের প্রেগন্যান্ট..!!🙉
সম্রাটঃ ছেলে মেয়ের নাম মামনির কাম..!!😂😂
তিশাঃ 😡😡😡
সম্রাট হেসে ওয়াসরুমে গেলো….তিশা বকবক করছে আর খাচ্ছে….এভাবে আরো ৭মাস কেটে গিয়েছে….তিশা এখন খিটখিটে হয়ে গিয়েছে….সবসময় রেগে থাকে তবে গুলুমুলু হয়ে গিয়েছে….পেট বেশীই উচু লাগে হওয়ারই কথা….ডক্টর বলেছে টুইন বেবী হবে….বাড়ির সবাই আগে থেকেই খেয়াল রাখতো….এখন আরো বেশী করে খেয়াল রাখে….একটা না একটা খাওয়াতেই থাকে….আর সম্রাট তো হসপিটালেই যায় না….সবসময় তিশা’র সাথে সাথে থাকে….তিশা’র সব আবদার পূ্রন করে….তিশা ও এটা আনলে ওটা খাবো….ওটা আনলে এটা খাবো….সম্রাট সবকিছু এনে দেয়….খাওয়ার পরই বমি করে দেয়….সম্রাট চুপচাপ সব পরিষ্কার করে….কখনো এতটুকু বিরক্তি দেখা যায় না ওর চেহারায়..!!
দেখতে দেখতে ডেলিভারীর সময় হয়ে এলো….তিশা কে হসপিটালে নিয়ে গেলো….তবে বেবী একটা বা দুটো না….পুরো তিনটে বেবী হলো….দুটো ছেলে একটা মেয়ে….তিশা আর বেবী সবাই ঠিক আছে….সবাই যেমন অবাক তিনটে বেবী দেখে….ঠিক তেমন খুশিও হলো ওদের বাড়ি নিয়ে এলো….মেয়ের নাম রাখলো “সতৃশা খাঁন আরশি”….ছেলে একটার নাম রাখলো “আরিয়ান খাঁন শান্ত….আরেকটার নাম রাখতে গিয়েই ঝামেলা হলো..!!
তিশাঃ এই নামই রাখবো..!!😼😼
সম্রাটঃ মিষ্টি এটা মেয়েদের নাম….আর আরেকটা তো নামই না..!!😵😵
তিশাঃ দুজনের নাম তুমি রেখেছো….আমি কি কিছু বলেছি??😤😤
সম্রাটঃ তাই বলে সতি খাঁন টাইগার??😣😣
তিশাঃ হামমম সম্রাটে’র স আর তিশা’র তি সতি….কিতনি সুন্দার গুলুমুলু আর….আমার ছেলে টাইগার লোকে এমনিই ভয় পাবে..!!😎😎
সম্রাটঃ মিষ্টি প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড..!!
তিশাঃ হু হু এই নামই রাখবো..!!🤓🤓
তিশা নিজের জেদ বজায় রাখলো….আরেকটা ছেলের নাম সতি খাঁন টাইগার রাখলো….সবাই খুব হ্যাপি ভাবেই থাকতে লাগলো….তবে তিশা’র দুষ্টুমি আর সম্রাটে’র শাস্তি চলতেই থাকলো..!!
—(সমাপ্ত)—