চাচাতো_বোন_যখন_বউ 😍,part_9

চাচাতো_বোন_যখন_বউ 😍,part_9
writer_মো_রাশেদ

আব্বুঃ হুমমম আর যদি শুনেছি ওকে মেরেছিস।
আর বকা দিছোস এই লাঠি তোর পিঠে পরবে এই বলে দিলাম

আমিঃ হুমমম।



এখন রাইসা দেখি অনেক খুশি।

আপনাদের বললাম না ও যেটা চাইবে সেটাই করবে।

কি আর করার নিয়ে যেতে রাজি হলাম।

জানতাম ও এমনটাই করবে।


আমিঃ ওই তুই আব্বু কে কি বলছিস।

রাইসাঃ ঐ কুত্তা আবার আমাকে তুই করে বলোস।

আমিঃ নিজে তুই করে বলছে আর আমাকে বলছে।

রাইসাঃ ঐ কুত্তা আমি ১০০বার বলবো কিন্তু তুই আমাকে বলতে পারবি না।

আমিঃ কেনো তুই বললে আমিও বলবো।

রাইসাঃ 😭😭😭😭😭।।।।

আমিঃ ঐ কান্না করছিস কেন।

রাইসাঃ 😭😭😭😭😭।।।।(রাইসা কান্না করতে করতে চলে যাচ্ছে)

আমিঃ ঐ কই যাস।

রাইসাঃ তোকে বলা লাগবে আমি কই যাই থাক তুই। 😭


(কথাটা বলে চলে যাচ্ছে আর আমি ওর হাত ধরে টানদিয়ে কাছে নিয়ে বললাম)

কোথায় যাচ্ছো।

রাইসাঃ আমি আব্বুর কাছে যাবো ছাড় বলছি।😞

আমিঃ না ছাড়বো না আসো আমার বুকে আসো।

রাইসাঃ এখন আব্বুর কাছে যাবো আর এখন আদর দেখাচ্ছো তাই না।😔

আমিঃ okkk…যাও (ওকে ছেড়ে দিয়ে বললাম)

রাইসাঃ 😔😔চুপ——?

আমিঃ কি এখন যাও না কেন।

রাইসাঃ যাবো না।

(এই বলে রাইসা আমাকে জড়িয়ে ধরলো)

আমিঃ তাহলে আসো একটু আদর করে দেই।

রাইসাঃ যা দুষ্টু কোথাকার থাকো তুমি আমি রেডি হয়ে আচ্ছি।


এই বলে রাইসা চলে গেল।

আর আমিও ফ্রেশ হয়ে রেডি হলাম।

একটু পরে রাইসাও আসলো।

দুজনে একটা পার্কে যাচ্ছি,,,

রাইসা কে বললাম বাইক নিয়ে যাই,,

কিন্তু রাইসার রিকশায় যেতে ইচ্ছে করছে।

তাই একটা রিকশা নিয়েই যাচ্ছি।

রিকশার ডান পাশে আমি বসে আছি।

আর রাইসা বাম পাশে বসে,,,

আমার হাতটা শক্ত করে ধরে,,

আমার কাঁধে মাথা দিয়ে বলছে।



রাইসাঃ রাশেদ আমি সত্যি অনেক ভালোবাসি তোমাকে।

আমিঃ জানি তো।😊

রাইসাঃ আমাকে কখনো ছেড়ে যাবি নাতো।

আমিঃ না রে পাগলী কখনো ছেরে যাবো না।

রাইসাঃ হুম শুধু তোমার জন্য পাগল আমি।

আমিঃ হুম আমিও অনেক ভালোবাসি।


এইসব বলতে বলতে পার্কে চলে আসলাম।

একটা ব্রেন্সে বসে আছি।

আর কথা বলছি।


তখনি আমার একটা মেয়ে ফ্রেন্ড আসলো।

নাম নিধি।

ও আমার স্কুল লাইফের ফ্রেন্ড।

রাইসা সেটা জানে না।

কারণ রাইসা গার্লসস্কুলে পরতো আর আমি অন্য স্কুলে।

তাই জানে না।


নিধিঃ হাই রাশেদ কেমন আসিছ।

আমিঃ ভালো তুই এতোদিন কই ছিলি।

নিধিঃ আব্বুর সিলেটে বদলি হয়ে ছিলো তাই।

আমিঃ তাই বলে কুন যোগাযোগ রাখবি না।

তোর নাম্বার টাও তো বন্ধ।


নিধিঃ আরে ওই নাম্বার টা নষ্ট হয়ে গেছে রে,

আমিও তো তোদের সাথে কথা বলার অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই।

আমিঃ ও তা এখন কোথায় আছোস।

নিধিঃ এখন ঢাকাতেই আছি।

আমিঃ ওওও তাহলে তো এখন দেখাই হইবো।

নিধিঃ হুমমম।


আমরা কথা বলছি আর রাইসা শুধু লুচির মতো ফুলছে।

মনে হয় এখনি কান্না করে দিবে।

এমনিতেই কান্না কান্না ভাব তার মধ্যে নিধি বলে উঠলো।



নিধিঃ রাশেদ এটা তোর বোন না।

(নিধি কে আমি রাইসার ছবি দেখিয়ে ছিলাম তাই নিধি ওকে চিনেছে)

আমিঃ হুমমম।

(তখনই রাইসা বলল)

রাইসাঃ কিইইইইই।😡

নিধিঃ কেনো তুমি ওর চাচাতো বোন না।

আমি তো ওর ফোনে তোমার ছবি দেখছিলাম।

(তখনই রাইসা রেগে গিয়ে বলে উঠলো)

রাইসাঃ না আমি ওর বৌ ওর কোন চাচাতো বোন নাই।😡


নিধিঃ কিইইই রাশেদ সত্যি তুই বিয়ে করছিস।

রাইসাঃ কেনো আমার কথা কি বিশ্বাস হচ্ছে না ও আমার বর আর আমি ওর বৌ।


আর কোন কথা না বলে,,,

আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে।

একটা রিকশা ডাক দিলো আর আমাকে বললো।

রাইসাঃ তারা তারি রিকশায় উঠ ।

আমিঃ উঠছিতো।

রাইসাঃ তোর খবর আছে আজকে। 😡😭

আমিঃ কেনো আমি কি করলাম।

রাইসাঃ তুই ওর সাথে কথা বলছোস।

আমিঃ ওওও আমার ফ্রেন্ড হয়।

রাইসাঃ আর আমি তোর বোন হই তাই না। 😡

আমিঃ কে বললো।

রাইসাঃ তুই বলছিস ওই মেয়েটা যখন বলছে।

আমি তোর বোন হই কি না,,,

তখন তুই বলছিস হ্যাঁ।😭

আমিঃ ও আগে থেকেই জানতো তো তাই বলছি।

রাইসাঃ তাই তুই বলবি।

আমিঃ srry….আর বলবো না।

রাইসাঃ চুপ 🤫 আর কোনো কথা বলবি না।



আমিও আর কোনো কথা না বলে চুপ করে আছি।

আর কিছু বলার সাহস পেলাম না।

দেখতে দেখতে বাসায় চলে আসলাম।

আর আম্মু বললো।

আম্মুঃ কিরে রাইসা কাঁদোস কেনো কি হইছে।

রাইসাঃ আজকেই আমি ওকে বিয়ে করবো।

আর যদি আজকে বিয়ে না হয়,,,,,

আমি সত্যি আজকেই সুইসাইড করবো দেইখো।😭(রাইসা কান্না করছে আর বলছে)

আম্মুঃ কিইইই_______?

___চলবে………?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here