কে_তুমি?,পর্ব_৯_এবং ১০ শেষপর্ব

কে_তুমি?,পর্ব_৯_এবং ১০ শেষপর্ব
Tahmina_Akther
পর্ব:৯

আমি ছাদের উদ্দেশ্য দৌড়ে গেলাম, কিন্তু, শরীর এতোটাই দূর্বল লাগছিল বোধহয় পড়েই যাবো। তারপরও, এগিয়ে যাচ্ছিলাম।

আমার পিছু পিছু আম্মু-আব্বু, ওয়াসিফ আসছে।
কিন্তু, আঙ্কেল কোথায় উনাকে দেখছি না যে? তাহলে কি এই চিৎকার আঙ্কেলের ছিল?

আমি তাড়াতাড়ি ছাদের দরজার কাছে পৌছালাম, কিন্তু, দরজা ওপাশ থেকে বন্ধ। ওয়াসিফ এসে দরজা অনবরত করাঘাত করতে লাগলো, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া পাচ্ছিলাম না।
আব্বু আম্মু দু’জনেই উৎকন্ঠায় ভুগছেন।

এদিকে, ওয়াসিফকেও চিন্তিত লাগছিলো। তাই এবার আমি দরজায় ধাক্কা দিয়ে আঙ্কেলকে ডাকছি। বারকয়েক ডাক দেবার পর শুধু, আঙ্কেলের “কায়নাত মা আমার চলে যা, ও এসে গেছে তোর ক্ষতি করে ফেলবে, চলে যা”
এইকথাগুলো শুনতে পেয়েছি।

আমাদের সবার তখন অজানা আতংকে মূর্ছা যাবার অবস্থা।

খানিকটা সময় নিলাম নিজেকে শান্ত করবার জন্য ঠিক তখনই আঙ্কেলের বলা কথাটি মনে পড়লো। যেখানে আঙ্কেল বলেছিলেন, যেকোনো সমস্যার সমাধান আমাদের নিজেই খুজে নিতে হবে।

এরই মাঝে কারো ভরাট কন্ঠ শুনতে পেলাম আমি,
যেখানে বলছে,

-হুমায়রা, তুমি কাজটা ঠিক করলে না ; কি হতো যদি আমার জন্য কিছুদিন অপেক্ষা করতে?
আমি অনেক কষ্ট পেয়েছি জানো।

আমি ওয়াসিফকে বললাম,

-শুনতে পারছেন কে যেন কথা বলছে?

ওয়াসিফ ও আম্মু-আব্বু কেউ নাকি কিছু শুনতে পায়নি?

এবার আমি বুঝতে পারলাম সে হয়তো এবার আমার সঙ্গে কথা বলতে চায়।

সে আবারও বললো,

– হুমায়রা আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই।তাছাড়া, তোমার প্রাণপ্রিয় আব্দুল আঙ্কেল শেষবারের মতো তোমাকে দেখতে ছটফট করছে।
তুমি ভিতরে এসো।

– আমি ভিতরে আসব তবে আমার স্বামী আমার সঙ্গে আসবে।

হঠাৎ, আমার এইকথায় আব্বু-আম্মু, ওয়াসিফ আমার দিকে আশ্চর্য দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে।
হয়তো, তারা ভাবছে আমি একা কেন এ কথা বলছি?

আমি ওয়াসিফকে সবকিছু খুলে বললাম, সে আমার সঙ্গে যেতে রাজি আছে।
আব্বু আম্মুর কাছ থেকে দোয়া নিয়ে, দরজার কাছে যেতেই আপনাআপনি দরজাটা খুলে গেল।

তখন, ওয়াসিফ আমার হাত ধরে আস্বস্ত করলো, ভয় না পাওয়ায় জন্য, সে আছে আমার পাশে।

ভিতরে যাওয়ার পর দরজাটা আবারও লেগে গেল। ছাদে তখন ঘুটঘুটে অন্ধকার, নিজের শরীরের অস্তিত্বটুকু দেখতে পাচ্ছিলাম না।
ওয়াসিফ মোবাইলের ফ্ল্যাশ জ্বালানোর চেষ্টা করছিল, অদ্ভুত কারণে, ফ্ল্যাশ জ্বলে আবার বন্ধ হয় যাচ্ছিল।

হঠাৎ করেই আমার গায়ে হিম শীতল বাতাস এসে ছুঁয়ে দিল।
চারপাশে কোনো বাতাস নেই তবে আমার শরীরে হিম শীতল বাতাস এলো কোত্থেকে?

– কারণ, আমি যে এসেছি হুমায়রা।

চারদিকে এখন আলোকিত মনে হচ্ছে। আমি পিছনে ঘুরেই দেখতে পেলাম সাদ’কে।
ওয়াসিফ সে তো তার মতো হুবুহু দেখতে একজনকে দেখে আশ্চর্য হয়ে গেছে।

আর আমার মনে এক ভিন্ন প্রশ্ন জেগে উঠেছে!

– আপনি আসলে কে? ওয়াসিফের সঙ্গে আপনার চেহারার এত মিল কেন? আর,
আব্দুল আঙ্কেল কোথায়? তার কন্ঠ কিন্তু, আমি শুনতে পেয়েছি।

– ধীরে সুস্থে প্রশ্ন করো হুমায়রা। সব প্রশ্নের উত্তর আজ পাবে।
তোমার আব্দুল আঙ্কেল ওই যে ওখানে মরে পরে আছে।
যাও দেখো বেচে আছে কি না? তোমাকে শেষবারের মতো দেখতে চেয়েছিলো।

আমি ও ওয়াসিফ দ্রুত পায়ে হেটে, সেখানে যেতেই দেখতে পেলাম,
আঙ্কেলের সারা শরীর রক্তে মিশে আছে। শরীরের বিভিন্ন জায়গায় আচরের চিহ্ন।
আঙ্কেল আর নেই এই পৃথিবীতে। শুধুমাত্র, আমার জন্য আজ এ অবস্থা হয়েছে আঙ্কেলের।
আমার চোখের পানি ছেড়ে দিলাম,

-কেন এমন করলেন? কি দোষ ছিলো আঙ্কেলের?
বলুন।

-তোমার আঙ্কেল, আমার বহুল প্রতিক্ষিত আশার ফল অন্য কাউকে দিয়েছে। তাও আবার আমার সঙ্গে ধোঁকাবাজি করে। তাকে আমি বলেছিলাম, যাতে আমাকে ধোঁকা না দেয়। তা নাহলে এর পরিমাণ ভালো হবে না । তাকে বলে দেয়া সত্ত্বেও
সে আমাকে ধোঁকা দিয়েছে, তাই আজ তার এই পরিণতি।

আচমকা ওয়াসিফ উঠে সাদ’কে মারতে উদ্ধৃত হয়। কিন্তু সে পারেনি কারন তার মত এত জঘন্য রকমের শক্তি আমাদের কারও নেই।

এবার ওয়াসিফ কে শূন্যে উঠিয়ে ধরে সাদ, আমি ভয়ে চিৎকার করে উঠি,

সাদ যদি ওয়াসিফকে ছেড়ে দেয় এই সাততলা বিল্ডিংয়ের নিচে পরলে ও আর বাঁচবে না।

ও মরে যাবে!

#চলবে

#কে_তুমি?

#১০ শেষ_পর্ব

-সাদ,আপনি ওকে কেন মারতে চাইছেন? ওর তো কোনো দোষ নেই। দয়া করে ওকে ছেড়ে দিন।

– হুমায়রা, তুমি কি বলতে চাচ্ছো ওর কোনো দোষ নেই!
ও সবচেয়ে বেশি অপরাধী আমার কাছে। কেন না ও তোমাকে বিয়ে করে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে।

বলেই ওয়াসিফকে ছেড়ে দিতে নিচ্ছিল তখন আমি উপায় না পেয়ে সাদের পা জরিয়ে ধরি এবং তার কাছে অনেক কাকুতি মিনতি করি।

আমি যে হাত দিয়ে সাদের পা জরিয়ে ধরেছিলাম, সে হাতে গরম তাপ অনুভব করছিলাম । যেন আমি আমার হাতদুটো গরম চুলোর উপর রেখেছি।
আমি এই তাপ সহ্য করতে না পেরে ছোট আর্তনাদ করে সাদের পা ছেড়ে দেই।

আমার আর্তনাদ শুনতে পেয়ে, সাদ ওয়াসিফকে ছেড়ে দিয়ে আমাকে বলছে,

– কেন আমার পা ধরতে গেলে? জানো না আমাদের শরীর আগুনের তৈরি। মানুষের শরীর আমাদের স্পর্শ পেলে, তারা তাপ অনূভুত পায়।
কি করেছো হাতদুটোর, ইসস।

– আপনি নিজেই বলে দিলেন, আপনার আমার মাঝে কত পার্থক্যে। তাহলে কেন এমন করছেন?

ওয়াসিফ এগিয়ে এসে আমার হাতদুটো ধরে বলছে,

– কি করলে এটা কায়নাত?

সাদের দিকে ঘুরে ওয়াসিফ বলছে,

– দেখুন, আমার বাবা মা নেই। ছোট থেকে চাচার কাছে বড় হয়েছি। সেই চাচাকে আজ আপনার কারণে হারিয়ে ফেলেছি।
কিন্তু, নতুন করে আমার স্ত্রীকে আমি হারাতে চাই না।
ওর শারীরিক মানসিক কোনো দিকে ও সুস্থ নেই। আবার ওর হাতদুটোর অবস্থা দেখুন কি হয়েছে? আমাদের যেতে দিন।
আর ওকে আপনি শত চেষ্টা করলেও কোনোদিনও পাবেন না। কারন, আপনি জ্বীন ও মানুষ।

– আমি ওকে পাবো কি পাবোনা সেটা আমি বুঝবো। তোর সেটা ভাবতে হবে না। বুঝেছিস ?

-কিন্তু, আমি তো আপনাকে ভালোবাসি না। আপনাকে ভালোবাসাও আমার পক্ষে সম্ভব না। কারণ, আমি ওয়াসিফকে ভালোবাসি।

– না, হুমায়রা তুমি মিথ্যে বলছো ?

– বারবার, হুমায়রা বলছেন কেন? আমার নাম কায়নাত।জানেন না আপনি? আপনাদের তো মানুষের মন বুঝার ক্ষমতা আছে।

– না, আমি তোমাকে হুমায়রা বলেই ডাকব। আচ্ছা, তোমার মনে কি একবারও প্রশ্ন জাগেনি কেন আমি তোমার জন্য এত হাহাকার করছি?

– না, কারণ ইতিমধ্যে আপনি আমাদের জীবন দূর্বীষহ করে তুলেছেন। তাই আপনার কোনো কথা আমি শুনতে চাই না, চলে যান আপনি আমার জীবন থেকে। কখনো যেন আপনার অস্তিত্ব আমার আশেপাশে টের না পাই। বুঝতে পারছেন আপনি? আমি আর এসব সহ্য করতে পারছি না।

দু’হাতে মুখ চেপে কেঁদে কেঁদে কথা গুলো বলছিল কায়নাত। কায়নাতকে কাঁদতে দেখে ওয়াসিফ এগিয়ে এসে কায়নাতকে একহাতে জরিয়ে ধরতে যাবে ঠিক সেসময় ওয়াসিফের পায়ের গতি কমে গেল।সে আর এগুতে পারলো না। যেখানে দাড়ানো অবস্থায় ছিল সেখানেই বসে পড়লো।

ওয়াসিফ তার পা চেপে ধরে বলছে,

-কায়নাত, আমার পায়ে কোনো শক্তি পাচ্ছি না, আমি উঠে দাঁড়াতে পারছি না।

কায়নাত উঠে ওয়াসিফের কাছে যেতে চায় কিন্তু সে-ও যেতে পারছে না

এবার মুখ খুললো সাদ,

– আমার কথা তোমার শুনতেই হবে হুমায়রা। তা নাহলে তোমার প্রাণপ্রিয় স্বামী তো শুধু এখন হাটতে পারছে না পরে দেখবে এই দুনিয়া থেকেই বিদায় নিয়েছে।

– ও তার মানে এইসব আমাদের দু’জনকে আটকে রাখার জন্য করছেন।
শুনব আপনার কথা কিন্তু আপনার কথা শেষ হলেই আমাদের দু’জন সহী সালামতে ছেড়ে দিবেন এবং কখনও যেন আমাদের আশেপাশে না থাকেন আপনি। এই শর্তে রাজি থাকলে বলতে পারেন।

কায়নাতের শর্ত শুনে সাদ এক দ্বীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলছে, তুমি কখনোই আমার ভালোবাসা বুঝবে না হুমায়রা, তা আমি জানলেও কখনো মন থেকে মানতে চাই নি।
তবে, আমি আর তোমাকে বিরক্ত করবো না। চলে যাবো আমি যেখান থেকে এসেছিলাম সেখানে।

– তুমি হয়তো সব শুনেছ যে আমি কিভাবে তোমার দেখা পেয়েছিলাম।
কিন্তু, তোমাকে যতই দেখতাম ততই দেখতে ইচ্ছে করত।
এভাবে সবকিছু চলতে লাগলো।হঠাৎ,একদিন আমার ইচ্ছে করলো তোমার সঙ্গে কথা বলতে। কিন্তু, তা কোনোদিনও সম্ভব নয়।

প্রতিটি মানুষের সঙ্গে একটি করে ক্বারীন জ্বীন থাকে। ক্বারীন জ্বীন নিজের সঙ্গীর অতীত, বর্তমান বলতে পারে।তাই আমি তোমার ক্বারীন জ্বীনের সঙ্গে যোগাযোগ করি। জানতে চাই তোমার কোনো পছন্দ আছে কি না? তখন সে আমার সামনে ওয়াসিফের মুখ ছবি ভাসিয়ে তোলে।
এবং আমি বুঝতে পারি তুমি তাকে পছন্দ করো বা কোনো একসময় ভালোবাসবে।

আমি মানুষের সাথে মিশে খবর নিয়ে জানতে পারি, সেই মুখ ছবির ছেলেটি দেশের বাইরে থাকে।
তাই এদিক দিয়ে আমার জন্য সুবিধাই হয়েছে।
তাই আমি তোমার সঙ্গে ওয়াসিফের রুপ ধরেই দেখা করা শুরু করেছিলাম।

কিন্তু, তুমি অনেক বোকা। কারণ, তুমি জানতে আমি পাশের বাড়িতে থাকি এবং সেই ছাদ থেকে তোমাদের ছাদ টপকে তোমার সঙ্গে দেখা করতে আসতাম।
কিন্তু, কখনো খেয়াল করেছো? এই ছাদের আর ও বাড়ির ছাদের দূরত্ব কতখানি।

আমি ছাদের দূরত্ব দেখার জন্য তাকালাম, আসলেই তো অনেক দূরত্ব। একটি মানুষ কখনোই এভাবে ছাদ টপকে আসতে পারবে না।

ওফ্ফ,আল্লাহ আমি এত বোকা কেন? কেন আমি এই সামান্য জিনিস গুলো বুঝতে পারলাম না।

– তারমানে, তুমি আয়রাব ওরফে সাদ। যে এতদিন আমার সঙ্গে ওয়াসিফের রুপ নিয়ে বন্ধুত্ব করেছিলো, তাই না?

– হ্যা, আমি আয়রাব ওরফে সাদ। সবই ঠিকঠাক চলছিল। তুমিও তো আমার সঙ্গে অনেক বন্ধুত্বপূর্ণ আচরণ করতে।

– এই বন্ধুত্বপূর্ণ অংশটি তুমি বুঝতে পারোনি। তুমি তো ছলনা করেই আমার সঙ্গে এতদিন বন্ধুত্ব পালন করে আসছিলে।

– হ্যা, করেছি ছলনা। তো কি হয়েছে?

– কি হয়নি সেটা বলো? তুমি আমার আব্দুল আঙ্কেলকে মেরে ফেলেছো। আর কি করতে চাইছ?

– শুধু তোমার আঙ্কেল নয় আমি আমার বাবাকেও মেরে ফেলেছি। সেও আমাকে ধোঁকা দিয়েছে তাও আবার তোমার এই আঙ্কেলের কথায়। আমাকে বন্দি করে রেখেছিল। সুযোগ পেয়ে তাকেও হত্যা করে এখানে তোমার কাছে এসেছিলাম কিন্তু, এসে দেখি তোমার বিয়ে হয়েছে তাও আবার উনারই ভাইয়ের ছেলের সঙ্গে। তাই তাকে সম্মোহিত করে ছাদে এনে মেরে ফেলেছি। সে আমাকে কথা দিয়ে কথা রাখেনি। বিশ্বাসঘাতকতা করেছে। তাই তার প্রতিদান তাকে ফেরত দিয়েছি।

-এত ভয়ংকর কেউ হতে পারে যে নিজেই তার জন্ম- দাতা পিতাকে হত্যা করতে পারে।
আমি বিয়ে হবার আগ পর্যন্ত ভেবেছিলাম আমার বন্ধু সাদ আসবে। আমার খোঁজখবর নিতে। সেদিন ছাদে তোমার অদৃশ্য কন্ঠের কথা শুনেই আমি অজ্ঞান হয়ে পরে গিয়েছিলাম।
তাহলে আমি কি ভাবে আশা করেছিলাম, যে তুমি আমাকে দেখতে আসবে।
তুমি আমার জীবনে এক অভিশপ্ত অভিশাপ। যে আমার সঙ্গে জড়িত প্রত্যেকটি জীবনের জন্য কাল হয়ে দাড়িয়েছে।
তোমার কথা এবার আমার শোনা শেষ। এবার তুমি আমাদের চিরজীবনের জন্য শান্তি দিয়ে চলে যাও। আর কখনো আমাদের জীবনের অভিশাপের কারণ হইও না।
আমি যদি পারতাম তোমাকে মেরে ফেলতাম না হয় নিজেই আত্মহত্যা করতাম। কিন্তু, আফসোস এর কোনোটি আমি করতে পারবো না।

কায়নাতের এক একটি কথায় আজ আয়রাবের দেহে কাঁটার মতো গেঁথে যাচ্ছে। তার মৃত্যু কামনা করছে সে মেনে নিয়েছে কিন্তু তার হুমায়রা যে নিজেকে আত্মাহুতি দেবার কথা বলছে।
না সে আর তার হুমায়রা কে কষ্ট দিবে না, সে চলে যাবে হুমায়রার জীবন থেকে।

আয়রাব এগিয়ে যায় কায়নাতের দিকে। কায়নাত আয়রাব কে কাছে আসতে দেখে ভয় পেয়ে পিছিয়ে যেতে চায় কিন্তু পারছে না।
কায়নাতের সামনে বসে আয়রাব বলতে শুরু করলো

– হুমায়রা, আমি আর কখনো তোমাকে বিরক্ত করবো না। চলে যাব শুধু চাইব তুমি ভালো থাকো। তোমার চোখে আমার জন্য একটুও ভালোলাগা নেই। কিন্তু, আমি চেয়েছিলাম তোমার এই সুন্দর দুচোখে আমার জন্য যেন ভালোবাসা থাকে।
ভেবেছিলাম, যদি তুমি আমায় ভালোবাসো তবে তোমায় নিয়ে আমাদের নগরীতে চলে যাব। যেখানে শুধু তুমি আর আমি একসঙ্গে আমৃত্যু জীবন যাপিত করব।
কিন্তু, তা আর সম্ভব নয়, আমার হুমায়রা এখন অন্যকারো সহধর্মিণী। যে তার স্বামী ওয়াসিফকে ভালোবাসতে শুরু করেছে তাই না?

আয়রাবের এই কথায় আমি ওয়াসিফের দিকে তাকিয়ে দেখতে পেলাম অসার হয়ে শুয়ে আছে ওয়াসিফ। কি হয়েছে ওর?

– ওর কি হয়েছে? তুমি কি ওকেও মেরে ফেলেছো নাকি?

– না, তার একটু পর জ্ঞান ফিরে আসবে আমি চলে যাবার পর। চিন্তা করো না।
কায়নাত আমার একটি শেষ আবদার রাখবে তুমি!

তার মুখে আমার কায়নাত নামটি শুনে অবাক হয়ে গিয়েছিলাম। কারণ, সে কখনো এই নামে আমাকে একবারও ডাকেনি?
তার কি আবদার আছে আমার কাছে। কিছুক্ষণ, ভেবে তাকে বললাম,

-বলো কি আবদার আছে তোমার? কিন্তু, এর পরে তোমাকে চলে যেতে হবে চিরকালের জন্য।

– হ্যা, আমি চলে যাব। তবে প্রথম ও শেষবারের মতো তোমাকে একটু জরিয়ে ধরতে চাই, জানি এই চাওয়া অন্যায় তবু্ও আমি চাইছি তোমাকে বাধ্য করতে এই অন্যায়টি ।তোমার সঙ্গে ওয়াদাবদ্ধ হলাম আর কখনো আসবো না তোমার কাছে। চলে যাব চিরকালের মতো।

কিছুসময় ভেবে আমি মাথা নাড়িয়ে হ্যা জানালাম।

আয়রাব, আমার কাছে এসে আমাকে দু’হাত টেনে ধরে দাড়িয়ে তুললো, আমার পোড়া হাত দুটো ধরে সে স্পর্শ করতেই হাতের পোড়া অংশটি ঠিক হয়ে গেল।

তখন সে আমায় আলতো করে জরিয়ে ধরলো,
তার শরীর ছিল বরফের ন্যায় ঠান্ডা। কিন্তু, তখন তো তার পা ধরাতে আমার হাত পুড়ে গিয়েছিল। আর এখন এতো ঠান্ডা কি ভাবে সম্ভব?

– কারণ, এখন ঠিক এই মূহুর্ত থেকে তুমি আমায় ভালোবাসবে হুমায়রা। আর আমাদের শারীরিক বৈশিষ্ট্য এটি, আমাদের যারা ভালোবাসে তারা কখনো আমাদের স্পর্শ করলে গরম অনুভূত করে না। তারা শীতল অনুভব করে।
আজকের পর থেকে আমার আর কোনো কষ্ট থাকবে না।
কারণ, আমার কায়নাত যতদিন এই পৃথিবীতে শ্বাস নিবে ঠিক ততদিন এই আয়রাবকে মনে রাখবে।

আমি তার কাছ থেকে ছাড়া পেয়ে জিজ্ঞেস করলাম,

– আপনি,আমার মনের কথা বুঝলেন কি করে?

– কারণ, আমরা অতীত, বর্তমান বলতে পারি তাই। যদি ভবিষ্যৎ জানতে পারতাম তবে। তোমার মায়ায় কখনোই জড়াতাম না।
আমি চলে যাচ্ছি, ভালো থেকো। আর কখনো তোমায় বিরক্ত করবো না।
আর তোমাকে দেওয়া একজনের অতিমূল্যবান জিনিস আমি নিয়ে যাচ্ছি পারলে ক্ষমা করে দিও।

আমাকে কথাগুলো বলেই সে ওয়াসিফের কাছে গিয়ে, কি যেন পড়ে তার সাড়া গায়ে মুছিয়ে দিলো।

আবার, আমার দিকে তাকালো আয়রাব হেসে বলছে,

– হুমায়রা আর কখনো আমাদের দেখা হবে না। একটি বারও কি আমার আসল রুপ তুমি দেখতে চাইবে না!

তখনই সে তার রুপ বদলে হয়ে গেল এক সূদর্শন যুবক, যার শরীর থেকে যেন আলো ছড়িয়ে পরছে চারদিকে। কি মায়াময় চেহারা তার কিন্তু প্রকৃতপক্ষে সে একজন খুনি।

কি জানি সে আমার কথাটি শুনতে পেল কি না?
শুধু আমার দিকে চেয়ে একটি মুচকি হাসি দিল।
আমি তার হাসির অর্থ বুঝতে চেষ্টা করছিলাম, এরই মাঝে সে অঘটন ঘটিয়ে ফেললো। আর আমি শুধু তা চেয়েই দেখলাম। আমার কি প্রতিক্রিয়া দেয়া উচিত আমি বুঝতে পারছিলাম না।

শুধু আমার কণ্ঠস্বর থেকে এক চিৎকার বেড়িয়ে এলো।
আমি দৌড়ে ছাদের রেলিংয়ের পাশে গিয়ে নিচে তাকাতেই দেখতে পেলাম,

আয়রাব,নিচে পরে আছে তার শরীরের কোনো নড়চড় নেই। তার শরীর আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে।
কেন সে আত্মহত্যা করলো? শুধু কি আমাকে পাবে না বলে?

আমার কাঁধে একজোড়া হাতের স্পর্শ পেলাম। দেখি আমার পিছনে ওয়াসিফ এসে দাড়িয়েছে। ওর দৃষ্টি নিচে আয়রাবে মিলিয়ে যাওয়া দেহখানির মাঝে।

আমার গালে পানির উপস্থিতি পেলাম, চেক করে দেখি আমার চোখ দিয়ে পানি পড়ছে কিন্তু কেন? তবে কি আয়রাবের কথা সত্যি হলো?

আমার চোখের পানিটুকু মুছে দিয়ে ওয়াসিফ বলছে,

– জ্বীন জাতিও মৃত্যুবরণ করে। তবে তাদের নিজ নিজ আকৃতিতে অর্থাৎ কেউ সাপের, কেউ বিড়ালের, কেউ কুকুরের, কেউ আবার মানুষের রুপে।
আর আয়রাব সে মানুষের আকৃতিতে এসে আত্মহত্যা করেছে।
তাকে স্বয়ং আল্লাহ মাফ করুক, আমি দোয়া করি তারজন্য।

– কিন্তু, সে তখন বলেছিলো আমাকে কেউ দিয়েছে এমন এক মূল্যবান জিনিস সে নিয়ে যাচ্ছে।
তবে কি সেই মূল্যবান জিনিস?

আমি আর ওয়াসিফ ছাদের দরজা খুলতেই আব্বু আম্মুকে দেখতে পেলাম। তারা আমাদের সুস্থ ভাবে দেখে খুশি হলেন। কিন্তু, যখন তাদের আঙ্কেলে লাশ দেখালাম এবং সব খুলে বললাম তারা অনেক শোকাহত হলেন।

চারদিকে তখন ফজরের আযান পড়ছিল। একটু পরে আব্বু আর ওয়াসিফ মিলে মসজিদ গেল আঙ্কেলের মৃত্যুর খবর মাইকিং করবার জন্য।
যাঁরা শুনতে পেয়েছে তারাই আসছে আঙ্কেলকে শেষবারের মতো দেখতে।

অবশেষে, যোহরের পর আঙ্কেলকে দাফন করা হলো।

রাতে যখন আমার রুমে ঘুমোতে এলাম, তখন আমার আঙ্কেলের দেয়া ডাইরিটার কথা মনে পরলো। কি লেখা ছিলো ডাইরির ভিতর। কৌতূহল নিয়ে ডায়েরিটা যেখানে রেখেছিলাম সেখানে আনতে যেয়ে দেখি সেখানে নেই।

তবে সেখানে কারো নখের আচর দিয়ে লেখা,

“ডায়েরিটা নিয়ে গেলাম, কারণ আয়রাব হুকুম করেছিলেন ”

ও এজন্যই আয়রাব বলেছিল ‘আমাকে দেওয়া অতি মূল্যবান জিনিস সে নিয়ে যাচ্ছে ‘

কিন্তু, এই ডায়েরির মাঝে কি ছিল? যার কারনে তার মৃত্যুর পর কেউ তার হুকুম মানতে এই ডায়েরিটা নিয়ে গেলো।

আঙ্কেল আমাকে পড়তে দিয়েছিল ডায়েরিটা, নিশ্চয়ই কিছু লেখা ছিল ভিতরে, কিন্তু কি?

আমি তা জানতেও পারলাম না। কিন্তু, কেন সে আমার কাছ থেকে এই ডায়েরি গোপন করলো?

সমাপ্ত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here