কি_করে_বলবো_তোমায়❤️,পর্ব-২

#কি_করে_বলবো_তোমায়❤️,পর্ব-২
#ঊর্মি_আক্তার_ঊষা

এক সপ্তাহ পর…….আজ তানভীর আর ঊর্মির এর গায়ে হলুদ। ওদের বিয়ের সব অনুষ্ঠান একসাথেই হবে। ঊর্মি গোলাপি আর কমলা পাড়ের শাড়ি পড়েছে গ্রাম্য ভাবে সাথে হাল্কা সাজ ও কাঁচা ফুলের গয়না আর তানভীর কমলা পাঞ্জাবি। মেয়েরা বাসন্তী রঙের সালোয়ার-কামিজ আর ছেলেরা বাসন্তী রঙের পাঞ্জাবি। ঊর্মি আর তানভীরকে একসাথে স্টেজে বসানো হয়েছে। একে একে সবাই জোড়ায় জোড়ায় এসে হলুদ দিয়েছে। রিয়া-রায়হান একসাথেই হলুদ দেওয়ার জন্য স্টেজে উঠেছে।

রিয়া : এইযে মিয়া দেখেন না আমি আগে আসছি। আমার বেস্টফ্রেন্ড আগে আমি ওদের হলুদ লাগাবো পরে আমি লাগাবেন বুঝলেন?😏

রায়হান : হুহ বললেই হলো আমারও বেস্টফ্রেন্ড আগে আমি হলুদ লাগাবো।

তানভীর : হয়েছে আর ঝগড়া করতে হবে না দুজন একসাথেই হলুদ লাগিয়ে দিও।

আমি খেয়াল করলাম আমার ভাইটা কারো সাথে গল্পে ব্যস্ত। আমিও তাকে ডাক দিলাম হলুদ লাগিয়ে দিবে বলে। তারপর ভাই আর সেই মেয়েটা আমাদের হলুদ লাগিয়ে দিলো।

সবাই প্লেন করেছে জোড়ায় জোড়ায় নাচবে। এখানে জোড়া বলতে (তানভীর-ঊর্মি) (রিয়া-রায়হান)

hain woh handsome sona sabse
mere dilko geya le kar
mere next nind churayi usne
or khowab geya de kar

ab yeh naino bole yaar
bole yehi lagatar
koyi chahe kitna roke
karungi pyar aaaaaaaaaa…

mere saiyan superstar
mere saiyan superstar
main fan huwi unki
o mere saiyan superstar

★এবার কাপল ডান্স💃🕺 (রিয়া-রায়হান)

husne mujhe chuwa bhi nehi
aysa wysa kuch huwa bhi nehi
nazar thi peni huyi becheni
ankhon ankhon mein saytani ho geyi
saiyan ne dekha ayse
main pani pani ho geyi
……………………main pani pani ho geyi

.

.

teri ankhon ke mat wale
baton ko mera salam
tere julfo ke kale kale
badal ko mera salam
gayel karde mujhe yaar
teri payel ki jhankar
soni soni meri son har ada ko salam

salam-e-ishq ishq ishq salam re
salam-e-ishq ishq ishq salam-e-ishq

★সবার শেষে তানভীর-ঊর্মির কাপল ডান্স….

teri nazar ne yeh kya kar diya
mujhse hi mujhko juda kar diya
main reheta hoon tere pas kahi
ab mujhko mera ahesas nehi
dil keheta hain kasam se

ke thoda thoda pyar hua tumse
ke thoda thoda ikrar hua tumse…
ke thoda thoda pyar hua tumse
ke thoda thoda ikrar hua tumse
ke jyada bhi hoga tumhi se
ke thoda thoda pyar hua tumse

.

.

tumne jo hain manga to dil
yeh hajir ho geya
tumko mana manzil
or musafir ho geya

lo safar suru ho geya
humsafar tu ho geya
lo safar suru ho geya
mera humsafar tu ho geya….

তানভীর-ঊর্মির কাপল ডান্স দেখে সবাই হাততালি দিতে শুরু করলো…..হলুদের অনুষ্ঠান শেষে সবাই মিলে ছাদে আড্ডা দেওয়া শুরু করলো। সবাই জোড় করছে তানভীর-উর্মিকে কে একসাথে গান গাওয়ার জন্য। গান শুনে নাকি আড্ডা শেষ করবে।

dua bhi lage na mujhe
dawa bhi lage na mujhe
jabse dil ko mere tu laga hai
nind raaton ki nehi
chahat baaton ki nehi
chain ko bhi mere tu dhaga hain
jyse sanse bharu main
bant ankhein karu mein
nazar tu ya ayaaaaaa

dil ko karar aya
tujhpe hain pyar aya
pehli pehli bar aya o yara…..

পরেরদিন সকালে….

আজ আমার আর তানভীর এর বিয়ে বিয়ে। সকাল থেকেই সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। আমাকে পার্লার থেকে মেয়েরা এসে সাজিয়ে দিয়ে গেছে (গোল্ডেন পাড়ের লাল লেহেঙ্গা সাথে ম্যাচিং করে গহনা, চুলে লাল গোলাপ ফুল দিয়ে খোপা করা, হ্যাভি মেকআপ, লাল লিপস্টিক আর তানভীর গোল্ডেন স্টোনের লাল শেরওয়ানি মাথায় মুকুট হাতে ব্র‍্যান্ডের ঘড়ি পড়েছে)

স্টেজে তানভীর আর আমাকে একসাথে বসানো হয়েছে সামনে কাজি সাহেব বসে আছেন। তানভীর আগেই কবুল বলে দিয়েছে এখন আমার কবুল বলার পালা।

কাজি সাহেব : তুমি যদি এ বিবাহে রাজি থাকো তাহলে বলো মা কবুল!

আমি : কবুল কবুল কবুল

কাজি সাহেব : আলহামদুলিল্লাহ বিবাহ সম্পুর্ন হলো।

রাতে….বিদায়ের পালা আব্বু-আম্মু অনন্ত সবাই খুব কাঁদছে সাথে আমার বেস্টফ্রেন্ড টাও কাঁদছে। আব্বু আমার হাত তানভীর এর হাতে তুলে দিয়ে বললো।

আব্বু : আমার মেয়েটা কে আমি অনেক আদরে মানুষ করেছি। কখনো কষ্ট পেতে দেয়নি। সবসময় ওকে স্বাধীন ভাবে চলতে দিয়েছি। ওর খেয়াল রেখো বাবা। ওকে কখনো কষ্ট দিও না।

তানভীর : আপনারা চিন্তা করবেন না আপনাদের মেয়ের কোনো অযত্ন হবে না ও সুখেই থাকবে।

আব্বু-আম্মু অনন্ত সবাইকে ছেড়ে নতুন গন্তব্যে এগিয়ে যাচ্ছি। এখান থেকে নতুন পথ চলা শুরু আমার। (গাড়িতে বসে বসে ভাবছি) হঠাৎ গাড়ি থেমে গেলো বাইরে তাকিয়ে দেখি গাড়িটা একটা বাড়ির সামনে দাড়ালো। গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে গেলাম সেখানে আমার শাশুড়ী আমাকে বরণ করে ঘরে তুললেন।

রাত ১টা বাজে তানভীর এর কাজিনরা এখানে ফুল দিয়ে সাজানো বিছানায় বসিয়ে রেখে গেছে। আমি ভাবছি পুরোনো সৃতি গুলো ভুলে কিভাবে নতুন ভাবে সব শুরু করবো? এ কদিনে যতটুকু চিনেছি তানভীর ছেলেটা খারাপ না আমার ভিষণ খেয়াল রাখে। আসিফ যেহেতু আমাকে ঠকিয়ে অন্য কাউকে নিয়ে সুখে সংসার করতে পারে তাহলে আমিও তানভীর এর সাথে সুখী হতে পারবো। কিন্তু সবকিছু মানিয়ে নিতে আমার সময়ের দরকার (এগুলো ভাবতে ভাবতেই তানভীর রুমে প্রবেশ করলো)

আমি : আসসালামু আলাইকুম!

তানভীর : ওয়ালাইকুম আসসালাম!

দুজনের মাঝে কিছুক্ষণ নিরবতা ছিলো তারপর আমি বলা শুরু করলাম….

আমি : দেখুন তানভীর আমাদের বিয়েটা অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। এখনো দুজন দুজনকে ভালো করে চিনে বুঝে উঠতে পারলাম না। তাই আমার সময় লাগবে সব কিছু মানিয়ে নেওয়ার। আর হ্যাঁ আমি একজন কে ভালো….(তানভীর কিছু না বলে বেলকনিতে চলে গেলো আমার পুরো কথাটাও শুনলো না)

তানভীর : প্রথম দেখায় যার প্রেমে পড়ে গিয়েছিলাম তার মনে অন্য কেউ রয়েছে। আমার মায়াবতী অন্য কাউকে ভালোবাসে। আমি তো তাকে এভাবে আমার কাছে বিয়ে নামক জালে আটকে রাখতে পারি না সে কষ্ট পাবে। মায়াবতী তুমি চিন্তা করো না আমি তোমাকে তোমার ভালোবাসার কাছে ফিরিয়ে দেবো। ছেলেরা নাকি কাঁদে না তাহলে আমি কেনো কাঁদছি?…..(মনে মনে)

তানভীর রুমে এসে দেখে তার মায়াবতী ঘুমিয়ে গেছে। সেও তার মায়াবতীর সামনে ফ্লোরে বসে দেখতে থাকলো। তানভীর ঊর্মিকে দেখতে দেখতে ঘুমিয়ে গেছে।

সকালে ঊর্মি আগে ঘুম থেকে উঠেছে। উঠে দেখে তানভীর ওর পাশেই ফ্লোরে বসেই ঘুমিয়ে আছে তাই তানভীরকে ডাকলো।

আমি : এইযে শুনছেন???

তানভীর : উমম (একটু নড়েচড়ে)

আমি : তানভীর…

তানভীর : ওহ উঠে গেছো আচ্ছা তুমি আগে ফ্রেশ হয়ে নাও তারপর আমি ফ্রেশ হবো (ঘুম থেকে উঠে বললো)

আমি : আচ্ছা।

ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছি তানভীর ওখানে কেনো ঘুমোচ্ছিলো? উনি কি সারারাত আমার সামনেই ছিলো? (ভাবতে ভাবতে তানভীর এর ডাক শুনতে পেলাম)

তানভীর : ঊর্মি হয়েছে তোমার? নিচে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে।

আমি ওয়াশরুম থেকে বেরিয়ে আসলাম আর তানভীরও কিছুক্ষণ এর মধ্যে ফ্রেশ হয়ে আসলো। তারপর দুজন একসাথেই নিচে আসলাম।

নিচে আসতেই শাশুড়ী মা সবার সাথে পরিচয় করিয়ে দিলো। আজ এ বাড়িতে সবাই খুব ব্যস্ত বউভাতের আয়োজন নিয়ে। তাই শাশুড়ী মা তাড়াতাড়ি নাস্তা করিয়ে নিজের রুমে পাঠিয়ে দিলেন পার্লার থেকে সাজাতে আসবে বলে। রুমে বসে আছি। একটু পর পার্লারের মেয়েরা চলে এসেছে।

আমাকে সাজিয়ে দিয়ে পার্লারের মেয়েরা চলে গেছে। (বেবি পিংক কালারের লেহেঙ্গা ওয়াইট স্টোনের + ম্যাচিং গয়না, চুল একপাশে ছাড়া + সাদা গোলাপ আর পার্টি সাজ) একটু পরেই তানভীর রুমে আসলো (পরনে বেবি পিংক শার্ট, ব্ল্যাক কোর্ট, ব্ল্যাক জিন্স, ব্ল্যাক সু আর হাতে ব্র‍্যান্ডের ঘড়ি)

তানভীর : (মাশাআল্লাহ❤️ আজ আমার মায়াবতীকে অনেক সুন্দর লাগছে) উহুম উহুম।

আমি : কিছু বলবেন?

তানভীর : চলো মা ডাকছে।

আমি : হুম চলুন।

আমি আর তানভীর স্টেজে বসে আছে সবাই আসছে কিন্তু এখনো আব্বু-আম্মু অনন্ত, রিয়া এখনো আসেনি তাই একটু মন খারাপ হয়ে গেলো।

কিছুক্ষণ পর আমার পরিবারের সবাই আসলো।

আমি : তোমাদের কারো সাথে কথাই বলবো না। এতো দেরি করে আসলে কেনো?

আব্বু : একটু দেরি হয়ে গেলো মামনি। রাগ করে না বাচ্চা।

চলবে?……

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here