অহংকারি_চাচাতো_বোন💔,পর্ব -১৮,১৯
✍️শাকিল_দিহান😷
পর্ব -১৮
বেলকুনিতে দাড়িয়ে সন্ধ্যার আকাশ দেখছিলাম,তখন চোখ গেল রাস্তার দিকে,কালো রংয়ের একটি কার,স্পষ্ট দেখতে পাচ্ছি ভেতরে আমার খুবই পরিচিত একজন মানুষ,
আচ্ছা ওকি জানে আমি এখানে আছি,নাকি ও এখানে আসছে না..!
ডাক্তার আপুকে দেখছি কালো গাড়ির সামনে।ওর সাথে আপুর কি সম্পর্ক,এটা আমাকে গভীর প্রশ্নের মুখে ফেলে দিয়েছে,এখন আমার পুরনো সৃতি মনে হচ্ছে,যখন আমার গুলি লাগে এর পর আমি কোথায় ছিলাম..? ডাক্তার আপু আমাকে কেমন করে পেল..?
আমাকে মারতে চেয়েছে কে..?
না আমার বসে থাকলে চলবে না,আমাকে কিছু করতে হবে.!
বেলকুনিতে রাখা চেয়ারে বসে এসবই ভাবছিলাম তখন কে যে ডাক দিল,পেছনে ফিরে দেখি ডাক্তার আপু,
“একা একা বসে বসে কি ভাবছিলে..?”
“না কিছু না”
“কিছুতো একটা ভাবছিলে,তাড়াতাড়ি সত্য কথা বলো”
“না আমারতো জ্ঞান ফিরছি কয়েকঘন্টা হচ্ছে,কিন্তু এখনো আমার ক্ষিদে লাগেনি,কেন..?”
“কারণ,তোমাকে যেসব স্যালাইন দিয়ে রাখা হয়েছিল তা অনেক বেশি কার্যকরি”
“আচ্ছা আপু আমাকে তোমার নাম বললে না কেন..?”
“ওমা তুমি জিজ্ঞাসা না করলে আমি বলবো কেমনে..? আচ্ছা বলি শুনো আমার নাম নাজমিন,আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস,,
” থাক আর বলা লাগবে না,এতকিছু জানতে চাইনি,ক্ষিদে লাগছে নাস্তা দাও”
“ওকে”
নাস্তা করে রুমে এসে বসতেই দেখি আমার সিটের পাশে আমার মোবাইল,নানা রকম লকার দিয়ে ভরা আমার মোবাইল,মোবাইলের প্রতিটি অংশেই লক,
মোবাইল হাতের কাছে পেয়ে নিজের অজান্তেই হেসে দিলাম,
মোবাইল খুলার আগে চোখ গেলো দেওয়ালের কোনায়,তাড়াতাড়ি বেলকুনিতে গিয়ে মোবাইল চালু করলাম,
একটা সময় খেয়াল করলাম মোবাইল সিমের দ্বারা কেউ আমাকে ট্রাক করছে,
নিজের সন্ধেহ ক্লিয়ার করে বুঝতে পারলাম,এই খেলা চালানোর মানুষ অনেক,আমিতো শুধু এই খেলার একটা গুটি মাত্র…!
মোবাইল বন্ধ করে মনের সুখে একটা ঘুম দিলাম,
“কিরে দিহান তোমার মোবাইল বন্ধ কেন..?”
” না চার্জ চলে গিয়েছিল”
“তাড়াতাড়ি চার্জে দাও”
“Hmmm”
রাত নয়টা বাজছে এখন,কল্পনার জগতে হারিয়ে গিয়েছিলাম,কখন যে ভাবতে ভাবতে সময় শেষ হয়ে গেছিল জানি না,হয়তো লেখকদের এই একটাই সমস্যা,কল্পনার জগতে গেলে আর আসতেই চায়না..!💔
রাতে ডিনার করে রুমে আসলাম,কিছুক্ষন পর নাজনিন আপু রুমে আসলো,
“একটা কথা বলি..?”
“হুম বলো”
“তুই এত উুচু মানের কেমন করে ভাবতে পারিস..?”
“আমি কি এমন উুচু মানের ভাবলাম..?”
“আজ রাতে যে এখান থেকে পালানোর সিদ্ধান্ত নিয়েছিস ঐটা..?”
“দুর কিসব ফালতু কথা বলছো..!”
“মনে রাখিস এটা বাংলাদেশ না,আর তুই যে আমেরিকা যাওয়ার কথা ছিল এটা আমেরিকাও না,এটা লন্ডনে অবস্তিত ছোট একটা দ্বীপ,ঘর থেকে বের হলেই তুকে পুলিশ এরেস্ট করে নিবে,সো সাবধান⚠
এসব বলে নাজনিন আপু চলে গেলো।এটা বুঝতে পারছি না,আমি যে এখান থেকে পালানোর সিদ্ধান্ত নিয়োছি তা ও কেমনে জানলো..!
নিজের মনের কাছে প্রশ্ন করলাম,আমি কি ভুল করেছি..!
মোবাইল সিম আমি ভেঙে ফেলে দিয়েছি,আচ্ছা অন্য কোনো ডিভাইস দিয়ে কি তারা আমাকে ট্রাক করবে।আচ্ছা আমি যদি ওদের আয়ত্বেই থাকি তাহলে আমাকে ট্রাক করার কি দরকার..!কতগুলো প্রশ্নের উত্তর আমার জানা খুবই দরকার।
রাত দুইটায় বেলকুনিতে গিয়ে দেখতে পাই একটা কালো গাড়ি রাস্তার পাশে দাড়িয়ে আছে।নিচে গেলাম,গিয়ে কালো গাড়ির পাশে দাড়ালাম,তখনই
‘চলবে’
#অহংকারি_চাচাতো_বোন 💩
✍️ শাকিল_দিহান 💔
পর্ব -১৯ 🥀
কালো গাড়ির সামনে দাড়াতেই একটা কাগজ রেখে গাড়িটা চলে গেলো…!
কাগজটা হাতে নিয়ে যেই খুললাম,তাতে লেখা-
প্রিয় দিহান,
তোমার কোনো ভয় নেই আমি আসবো তোমাকে বাচাতে,আমি জানি তুমি এখন কিরকম কষ্ট আছো,তুমি তোমার বুদ্ধির জোড়ে এসব মোকাবেলা করতে পারো
ইতি না বলা তোমার ভালোবাসা🙂
চিঠিটা পাঠালো কে..?কে এমন ব্যাক্তি যে আমাকে ভালোবাসে..?
এসবই ভাবছি,তখন কে যেন সামনে দাড়িয়ে আছে,চোখ মেলে তাকিয়ে দেখি নাজনীন আপু,
“কি ভাবছো..?”
“কিছু না”
“এত রাতে তোমার রুমে কেন আসসি জানতে চাইবে না..?”
“নাহ”
“কেন..!”
“এমনি তুমি এখন যেতে পারো আমার ভালো লাগছে না”
“ওকে,বাট তোমার মন খারাপ দেখেই সঙ্গ দিতে আসলাম”
“লাগবে না”
ভাবতে ভাবতে ওইখানেই ঘুমিয়ে পড়লাম।
সকাল বেলা ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয়ে রাস্তা নেমে গেলাম,আজ আর মানবো না,আজ কোথাও হারিয়ে যাবো,
প্রধান সড়কে আসতেই হঠাৎ কোথা থেকে একটা গাড়ি এসে মেরে দিল,
না—-আআআ বলে চিৎকার দিয়ে উঠলাম,
“কি হয়েছে তোমার এমন করছো কেন…?” ~(তানু)
“আমি এখন কোথায় আর তুমি এখানে কোথা থেকে আসলে…?” ~(আমি)
“সব বলবো আগে তুমি বলো এখন কেমন লাগছে..?”
“ভালো লাগছে,এবার বলো তুমি এখানে কেন..?”
“তুমি কি মনে করছো আমাদের ছেড়ে তুমি আসতে পারবে..?”
“এইজন্য গুন্ডা ভাড়া করে আমাকে মারতে এসেছিলে..?”
“আরে কি সব যা তা বলছো..!মনে হয় ঘুমের ঘুরে অনেক বাজে স্বপ্ন দেখছো”
“স্বপ্ন কেন আমি বিমানে উঠার সময় আমাকে গুলি করে আর আমি পড়ে যাই,এরপর কেউ আমাকে কিডন্যাপ করে আর আমি বন্ধি হয়ে যাই”
“তোমার আবার কোথায় গুলি লাগলো…?প্লিজ এমন করোনা দিহান”
“ওকে তুমি এখনই এখান থেকে যাও”
তানু এমন কথা কেন বলছে,আমার গায়ে যে গুলি লাগছে ঐটা মনে হয় তানু জানে না,
কিছুক্ষন পর আমার রুমে চাচি আসলো,
“কিরে এখন কেমন লাগছে..?”~(চাচি)
“Alhamdulillah ভালো লাগছে”
“আমাদের ছেড়ে যেতে চাইছিলি না?দেখছিস আল্লাহ ঠিকি একটা ব্যবস্তা করে দিছে”
“কি হয়ছে চাচি.?”
“বিমানে তুই মাথা ঘুরাই পড়ে গেছিলি,প্রশার একদম লো ছিল,এরপর আমরা খবর পেয়ে তুকে নিয়ে আসি”
“এখন আমরা কোথায় আছি..?”
“লিজাদের বাসায় তুই চিনস না এটা..?”
“ওহ”
কিছুক্ষন পর লিজা আসলো,
“কিরে হারামজাদা ভালো একটা বউ পাইলি তোর অসুস্ততা দেখে যে সেবাযত্ন করছে তোরে”~(লিজা)
” তুই কখন আসলি.?”~(আমি)
“যখন শুনলাম তুই এখানে তখন দৌড়ে চলে আসলাম”
“ভালো করছোস,এবার যা ভালো কিছু খাওয়া.?”
“কি খাবি,কি বানাবো তোর জন্য..?”
“তোর যা মন চায়”
“ওকে”
লিজা চলে গেলো,
স্বপ্নে এত বাজে জিনিস দেখে মাথা কাজ করছে না,(হ্যা এতক্ষন যা হয়েছে সব #স্বপ্ন😁)
সন্ধ্যা হয়ে আসছে এখনো কিছু খায়নি,এত দেরি করলে হয়…?
আমি জানি এখন এরা আমার পছন্দের খাবার ****** রান্না করবে,
.
.
‘চলিবে’
✍️S_H_A_K_i_L_ツ
.
.
.
.
┏╮/╱🌺🌿
༄︎♡♡❖❥━──❤️❤️➸➼︎❥━──➸
“যদি”!!”মনের”!!”আকাশটাকে”!ধরতে”!!”পারতাম”!!”তাহলে”!!”সব!” কালো”!!”মেঘ”!!”গুলো”!!”🍂🍁
🌿🍁!”!সরিয়ে!”!তারা!”!গুলো!”!মনের!”!মতো!”!করে!”!সাজাতাম!”!আর!”!সব!”!তারার!”!মাঝখানে!”!🥀🦋
★•••••♣”শুধু”তোমাকে”রাখতাম”♣
.