অভিশাপ (পর্বঃ ০২)

গল্পঃ অভিশাপ
(পর্বঃ ০২)
Writer:- (নষ্ট জীবন) Sohanur Rohoman Sohan
.
-মাঝ রাতে পড়া বুঝিয়ে নিতে গিয়েছিলি তাহলে খোরাচ্ছিস কেন? (মাধবীলতার আম্মু)
-আহ্ বকছো কেন? একটাই তো মেয়ে হয়তো কোখাও পরে গিয়ে ব্যাথা পেয়ে গেছে! যাও ঘুমিয়ে পরো কাল তো কলেজে আছে সকাল সকাল উঠতে হবে…? (মাধবীলতার আব্বু)
.
-তুমি আর লাইদিও না।লাই দিতে দিতে মাথায় তুলে ফেলছো।বড্ড জেদি মেয়ে আমার কোন কথাই শোনে না.. (মাধবীলতার আম্মু)
.
-বাচ্চা মেয়ে বোঝে কম একটু তো জেদি হবেই.. (মাধবীলতার আব্বু)
.
-সারা রাত জেগে কার সঙ্গে যেন কথা বলে আর তুমি বলছে বাচ্চা মেয়ে।একটু বেশিই খোঁজ খবর রাখতে হবে।বলা তো যায় না… (মাধবীলতার আম্মু)
.
-হয়তো বান্ধবীদের সাথে কথা বলে।আমাদের মেয়ে মোটেও এরকম নয় বুঝলে? (মাধবীলতার আব্বু)
-একদিন ঠিকি এর ফল ভোগ করতে হবে! (মাধবীলতার আম্মু)
.
মাধবীলতার আব্বু-আম্মু অন্যরাতের মতোই ঘুমিয়ে পরলো, একদিকে মাধবীলতার দুচোখে একটু ঘুম ধরছেনা।
একবার এপাশ আবার ওপাশ ফিরছে নরম বালিশে মাথা রেখে।
শরীরের ব্যাথা সাথে কায়েসের আচারণ নিয়ে চিন্তায় বিভোর মেয়েটা।বার বার মনে একি প্রশ্ন উঁকি দিচ্ছে কায়েস আমাকে বিয়ে করার স্বপ্ন দেখিয়ে ভোগ করছে নাতো।পরের দিন ব্যাথা শরীল নিয়ে কলেজ করতে যাইনি মাধবীলতা।
সারাটা দিন নাভির নিচে ব্যাথা অনুভব করে।
.
দিনের পর পর দিন কেটে যাচ্ছে বারছে কায়েসের শরীরিক ক্ষুধা।প্রতিনিয়ত রুমডেটের অফার, যা মাধবীলতা একদমি পছন্দ করে না।
সপ্তাহে দু’তিন বার করে রুমডেট।ভালোবাসার বদলে মনে হয় যেন ধর্ষণ করছে।
একদিন প্রশ্ন করলো….
-মাধবী কি ভাবছো?
.
-এক মাস হয়ে গেলো কিন্তু তুমি এখনও বিয়ে করতে চাচ্ছো না আমাকে।শুধুই কি দেহের লোভ তোমার?
.
-চাকরি পেলেই বিয়ে করব, এনিয়ে তোমার চিন্তা করতে হবে না।তুমি শুধু আমাকে একটু আদরের পর্শ দিও তাতেই চলবে..
.
-আদর নাকি দেহ ভোগ করার কথা বলছো..!
(সাহস নিয়ে কথাটা বলেই দিলো)
.
-তোমার দিব্বি আমি তোমাকেই বিয়ে করব।শুধু চাকরিটা পেতে দাও, তারপর দেখবে তোমাকে রাজরানী করে রাখব…
.
-আমার দিব্বি কাটতে হবে না! এমন কোনো সময় নিয়ে যে নিজের জন্য আমাকে ব্যবহার করোনি।পিরিওড চলা কালিনও আমাকে তুমি নরপশুর মতো ভোগ করেছো কিছুই বলিনি কারণ তোমাকে ভালোবাসি।আমার চোখের জলেরও কোনো মূল্য নেই তোমার কাছে…
.
-ভালোবাসায় এত একটু আকটু হবেই!
বার বার ভালোবাসার দোহাই দিয়ে ছেলেটা।মাধবীলতাকে বিয়ের নাম করে ধর্ষণ করে যাচ্ছে।
এখন আর মাধবীলতাকে ম্যাসেজ অথবা ফোন দেওয়ার গুরুত্ব মনে করে না।
প্রতিদিন যদি একই খাবার বার বার দেওয়া হয় তাহলে সেটার প্রতি ঘৃণা ধরে যায় তেমনি মাধবীলতার প্রতিও কায়েসের ঘৃণা ধরে গেছে।
.
কিছু দিন আগে তার জন্মবার্ষিকী গেলো সেদিন রাত ৪টা পর্যন্ত জেগে থেকেও কোন ম্যাসেজ, ফোন পায়নি।
ম্যাসেজ, ফোন করার থেকেও বড় কিছু আশা করেছিলো।যা করলে মাধবীলতার আচর্য হয়ে যাবে।
বাধ্য হয়ে নিজে থেকেই ফোন দিলে, ওপাশ থেকে নরম কণ্ঠে ভেসে আসলো কাঙ্ক্ষিত নাম্বারটি এখন ব্যস্ত আছে।
বালিশ চাপা শব্দহীন কান্না আর কিছুক্ষণ পরেই ফোন অন করে দেখা কোন ম্যাসেজ আসলো কিনা।
.
কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে যায় মেয়েটা (মাধবীলতা) ভোর সকালে উঠে যখন আয়নার সামনে দাড়িয়ে দাঁত দেখতে দেখতে ব্রাশ করছিলো, হঠাৎ করেই বমি বমি ভাব অনুভব করলো।
হালকা মাথা ঝিমুচ্ছে, মনের ভেতর অজানা আতংকের একটা ভয় কাজ করছে “কায়েস বলেছি এই বয়সে বাচ্চা হবে না কিন্তু এমন কেমন লাগছে, যেন পেটের ভেতর কেউ আসতেছে।মিথ্যা বলল নাতো?”
.
মাধবীলতার আম্মুর রুমে হয়রানের মতো খুঁজতে লাগলো।
প্লিলের পাতা পেয়ে ওরনার নিচে লুকিয়ে এনে, পানি দিয়ে সব কয়টা খেয়ে ফেললো।
দিন দিন মাধবীলতার শরীল আরও গুরুতরো ভাবে অসুস্থ হতে লাগলো।দিনের অর্ধেক সময় বাসাতেই থাকার চেষ্টা করে কারণ মাঝে মাঝেই সেন্স হারিয়ে যায়।
মনের ভেতর একটাই ভয় বাড়িতে কোন ভাবেই এই বিষয়ে জানতে দেওয়া যাবে না।
.
শরীরটা বেশি খারাপ লাগায় কলেজ থেকে আজ বাসায় তারাতারি ফেরার চেষ্টা করে।
বাসায় এসে কলিংবেল বাজাতেই নিচে মাথা ঘুরে পরে যায়।মাধবীলতার আম্মু এমন অবস্তা দেখে মেয়েটার (মাধবীলতার) আব্বুকে ফোন দিয়ে ডাক্তারের কাছে আসতে বলে।
ডাক্তারের রোগি দেখার রুমে তিন জনেই বসে আছে।মাধবীলতা লজ্জায় মাখা নিচু করে আছে, ডাক্তার প্রথমে বলল….
-আপনার মেয়ে কি বিবাহিতা? (ডাক্তার)
.
-না, কেন? (মাধবীলতার আব্বু)
(অনেকটাই আচর্য হয়েছে কথাটা শুনে।কোন রোগিকেই এমন প্রশ্ন করা হয় না)
.
-আপনার মেয়ের পেটে ৭ মাসের বেশি সময় ধরে একটা বাচ্চা জন্ম নিছে! (ডাক্তার)
এমন কথা শুনলে যেন কোন বাবা মায়েরই মনটা চাইবে মেয়েকে বিষ খিলিয়ে মেরে ফিলি কিন্তু কেউ সেটা করতে পারেনা।হাজার হলেও সেটা তার সন্তান?
মনে হচ্ছে আকাশে ভেঙ্গে মাথায় চুরমার হয়ে পরেছে, মাধবীলতার আম্মু মেয়ে হওয়াই ভালো করেই জানে বাচ্চা নষ্ট করা যায়।ডাক্তার কে বলল….
-ডাক্তার বাচ্চাটা নষ্ট করা যাবে না? (মাধবীলতার আম্মু)
.
-আম্মু ওটা আমার সন্তান! আমার পাপের শাস্তি, আমার সন্তান কেন পাবে? (মাধবীলতা)
.
-চুপ! ডাইনি,, নিজের সন্তান কাকে দাবি করিস।ওটা একটা জারজ সন্তান।তোর পাপ কর্মের সন্তান!! (মাধবীলতার আম্মু)
মাধবীলতা কান্না শুরু করে দিলো।মাঝ খানে ডাক্তার বলল….
-বাচ্চা এখন আর নষ্ট করা সম্ভব না।আপনারা চাইলে কয়েকটা সপ্তাহ বাদে অপারেশন করতে পারেন।এখন নষ্ট করলে মা এবং সন্তান দুজনেরই ঝুকি আছে…

চলবে কি??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here