অনুভূতির_সংঘাত_৪

অনুভূতির_সংঘাত_৪
ছামিনা_বেগম

ঝড়ের গতিতে গাড়ি ছুটে চলেছে হাইওয়ে দিয়ে । রাস্তা বেশ ফাঁকা , মাঝে মাঝে দুই একটা বাস, লরী চলে যাচ্ছে সাইসাই করে । প্রকৃতি আজ নিজের চিরাচরিত খোলস পরিত্যাগ করে ভয়াল রূপ ধারন করতে চলেছে । গাছগাছালিরা অস্বাভাবিক হারে দুলছে, সাথে হাওয়ার সেকি তান্ডব! নিজের ভেতরের ভাঙনের চেয়ে অহনার এই সব কিছুকে তুচ্ছ মনে হতে লাগল । জীবনের এত খারাপ ভাবে প্রতারিত সে কখনোই হয়নি ।মাত্র কয়েক ঘন্টা আগেও যেই মানুষটাকে দেবদূত জ্ঞানে মনমন্দিরে বসিয়ে পুজো করতে ইচ্ছে করছিল এখন সেই মানুষটাকেই ওর সবথেকে বেশি ঘৃণা হচ্ছে । ড্রাইভিং সিটে বসে অহনার চোখের সামনে ছায়াছবির মতো ভাসতে লাগল শিমুলের ডায়েরির শেষ কয়েক পাতার লেখা গুলো ….

“বামন কি আর হাত বাড়ালেই চাঁদের দেখা পায় ? ”

প্রথমদিনে শোনা রাধার সেই গানের লিরিক্সের লাইনটা যে এত রূঢ় বাস্তব সত্য আমার ধারনার অতিত ছিল । যদি জানতাম তাহলে হয়তো ওকে ভালোবাসার দুঃসাহস দেখাতে আমাকে দু বার ভাবতে হতো । গত তিনদিন যাবত রাধার থেকে না কোনো কল , না মেসেজ পেয়ে আমি পাগলপ্রায় হয়ে ওর বান্ধবীদের থেকে খোঁজ নিতে গেলে তাদের ব‍্যাঙ্গাত্বক কথাবার্তা আমার হাড় মাংসে যেন বিষের জ্বালা ধরিয়ে দিল । রাধা চলে গেছে , আমাকে শেষ বিদায় দেওয়ার প্রয়োজন টুকুও মনে করেনি সে । করবে কেন ? বিশাল বড়োলোক বাবার কন‍্যা সে । আমার মতো একজন সাধারণ মধ‍্যবিত্ত ঘরের ছেলে যে শুধু তার মনোরঞ্জনের পুতুল হতে পারে , ভালোবাসার মানুষ নয় । সেই এলো চুলের সারাক্ষণ সাধারণ বেশভূষায় থাকা মেয়েটা যে সত্যিই আকাশের চাঁদ এ যে আমার কল্পনারও অতিত ছিল । কতবার আমি ওর পরিবার সম্পর্কে জানতে চেয়েছি !প্রতিবার সে সুকৌশলে এড়িয়ে গেছে ।তবে এই কি তার কারণ ছিল ? রাধা , সত্যিই যদি তোমার মনে যদি এই ছিল তাহলে আমার অনুভূতি নিয়ে খেললে কেন ?

দিন যায় , সপ্তাহ পার হয় । আমি চাবি দেওয়া পুতুলের মতো ভার্সিটি যাই ,আসি । ক‍্যাম্পাসে আমাদের একসাথে কাটানো মূহুর্ত গুলো আমার ভেতর অশান্তির ঝড় তোলে , আমি ছিন্নভিন্ন হয়ে যাই ।ভার্সিটি যাওয়া বন্ধ করে দেই । খাওয়াদাওয়ায় আবার অনিয়মিত হয়ে যাই । ঘুমের ভেতর দুঃস্বপ্ন আমায় তাড়া করে । ঘুমের ঘোরে স্বপ্নের মাঝেও রাধা আমায় তাচ্ছিল্য করে অট্টহাসিতে ফেটে পড়ে । আমার অসহায় মুখ খানা তার খুশির খোরাক হয় । আজকাল আমার ঘুমাতেও ভয় করে । সারাদিন এলোমেলো হয়ে ঘুরে বেড়াই । জানো রাধা , আজকাল আমি এখন সিগারেট খেতেও শিখে গেছি । অথচ আগে আমি একে প্রচণ্ড ঘৃনা করতাম । আমার এই বিদ্বস্ত অবস্থা দেখে বাবার মনে হয়তো সন্দেহ হয়েছিল । তিনি আমাকে কারণ জিজ্ঞেস করে বিব্রত করেননি । মাথার ওপর শক্ত ছাদ হয়ে আমাকে আশ্রয় দিয়েছেন । বুঝিয়েছেন , জীবনের পথে অনেক বাধা আসবে , অনেক চড়াই উতরাই পার করতে হবে । অনেক মুখোশ ধারণকারী আপনজনের মতো তোমার দুয়ারে কড়া নাড়বে । তাদের চিনতে শিখতে হবে । তাদের সমূলে নিজের জীবন থেকে উৎখাত করতে হবে । নাহলে শিখর থেকে নতুন চারা গজাবে অথবা মূল পচে গিয়ে তোমার সাফল্যর ভীতকে নড়বড়ে করে দেবে । তাই জীবনে এগিয়ে যেতে চাইলে অথবা সাফল্য অর্জন করতে হলে যা তোমার পথে বাধা হয়ে দাড়াবে তাকে প্রশ্রয় দেওয়া উচিত নয় । বাবার কথা গুলো আমি মনে রেখেছি রাধা । তুমি না হয় আমার জীবনে একটা স্পিড ব্রেকার হয়েই থাকলে ।

ডায়েরি পড়তে পড়তে এক বিষাদময় ভারী পাথর অহনার বুকের ওপর চেপে বসে । সে অনুভব করতে পারে শিমুলের কষ্ট গুলো । আবেগি মেয়েটার ইচ্ছে করে শিমুলকে কষ্ট দেওয়ার জন্য ওই রাধাকে কঠিন কোনো শাস্তি দিতে । আবার মনকে শান্তনা দেয় এই বলে যে রাধা যদি শিমুল কে না ছাড়তো তাহলে কি অহনা পেত শিমুলকে । তখন ধন্যবাদ জানাতে ইচ্ছে করে । নিজের এই দ্বিমুখী অনুভূতির জোয়ারে অহনা বিরক্ত হয় । সে ডায়েরি পরের পাতা উলটিয়ে অবাক হয়ে যায় । পৃষ্ঠার পর পৃষ্ঠা খালি পড়ে আছে । এরপর একটি শব্দ ও লিখেনি শিমুল । হঠাৎ ডায়েরির পাতার ভাঁজ থেকে একটা ছবি বেরিয়ে আসে । অহনা দেখে এক গাঢ় কাজলের মায়ার ডুবানো এক তরুণী সবুজ শাড়িতে ঝলমল করছে । পাশেই দাড়িয়ে খোঁপায় ফুল গুজে দিচ্ছে শিমুল । অহনা মুগ্ধ হয়ে তাকিয়ে দেখে শ‍্যামাঙ্গি রাধাকে । কি সুন্দর ছাঁচে গড়া সেই স্নিগ্ধ মুখ খানি ! এক চাপা আভিজাত্য মাখা সারল্য ঠিকরে বেরচ্ছে সেই মুখচ্ছবিতে । হঠাৎ করেই অহনার হিংসে হতে থাকে শিমুলকে তার সাথে হাসতে দেখে । বুকের ভেতর চিনচিনে একটা ব‍্যাথা ওর কান্নার দমক বাড়িয়ে দেয় । কখন যে মনের অজান্তে কয়েক ফোটা জল গড়িয়ে পড়েছে পৃষ্ঠার ওপর সে খেয়াল করেনি । খেয়াল হল তখন যখন জলের সংস্পর্শে এসে পরের পৃষ্ঠার লেখা গুলো কালি ছড়িয়ে দৃশ্যমান হলো । কি লেখা আছে দেখতে গিয়েই জীবনের সবথেকে বড়ো ধাক্কাটা পেল সে ….

আমি ভেবেছিলাম আমি তোমায় ভুলে গেছি রাধা । কিন্তু দেখো ,তিনটে বছর চলে গেল অথচ আজও তুমি একি ভাবে আমার মনের অন্তঃপুরে লুকিয়ে আছ । ওই দেখো , বিছানায় আমার নব বিবাহিত স্ত্রী স্বামীর সোহাগে পুলকিত হয়ে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে । সে হয়তো ভাবছে তার স্বামী তাকে সীমাহীন ভালোবাসার চাদরে ডুবিয়ে রেখেছে অথচ সে জানে না কিভাবে সে প্রতারিত হচ্ছে । হ‍্যাঁ , আমি একজন প্রতারক হয়ে গেছি রাধা । তুমি আমার সবটুকু ভালোবাসা কেড়ে নিয়ে গেছ। ওকে দেওয়ার মতো আমার মধ্যে আর কিছু অবশিষ্ট নেই । ওই মেয়েটা জানেও না ওকে কাছে টেনে আমি কিভাবে তোমায় খুঁজেছি ? দেখছ রাধা , তুমি আমাকে চরিত্রহীন বানিয়ে দিয়ে গেলে । আমি নিজেই নিজের থেকে লুকিয়ে বেরাচ্ছি আজ । আমি পারিনি তোমার দেওয়া স্মৃতি গুলোকে সমূলে উপড়ে ফেলতে । আমি সত্যিই পারিনি । আজ আমি হেরে গেছি রাধা । তুমি আমায় হারিয়ে দিয়ে গেছ ।
.
.
রাধা , তুমি জানো আজকাল আমি অভিনয় করতে শিখে গেছি । তুমি দেখলে হয়তো বিশ্বাসই করবে না । কেউ করে না । সবাই জানে শিমুল তার বৌকে প্রচণ্ড ভালোবাসে । চাওয়ার আগেই সব কিছু এনে হাজির করে দেয় । কি ভয়ানক মিথ‍্যের জাল বুনেছি দেখেছ ? জানো রাধা , আমার বৌটা ভীষণ বোকা । পড়াশোনায় একদম মন নেই । অথচ মন থেকেই ভালোবাসে আমায় , আমার যত্ন নেয় । আমার ওর ওপর মায়া হয় , জানো ? কি বিশ্রী ভাবে ঠকে যাচ্ছে সে ! মাঝে মাঝে ভাবি আমি বুঝি অমানুষ হয়ে গেছি । কারণ আমার কৃতকর্ম গুলো তো মানুষের প‍র্যায়ে পড়ে না । কতবার ভেবেছি , তোমাকে নিয়ে সব স্মৃতি আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব । কিন্তু পারি নি । এই ডায়েরি আর তোমার আমার এই ছবিটা যে ভীষণ প্রিয় আমার । আমি পারিনি এদের ছাই করে দিতে । ভয় নেই অবশ্য , অহনা পড়াশোনার ধারেকাছেও আসে না । এই ডায়েরি সে কখনোই খুঁজে পাবে না । সে হয়তো কখনোই জানতে পারবে না শিমুল নামক ব‍্যক্তিটি দিনের পর দিন কিভাবে ঠকিয়ে যাচ্ছে তাকে ।

শ্বাস-প্রশ্বাস ভারী হয়ে আসে অহনার । শিমুল কিভাবে পারল এমনটা করতে ? ডায়েরির লেখা গুলো ওর বাস্তবজ্ঞান লোপ করে দিয়েছে । যুক্তিতর্কের ঊর্ধ্বে গিয়ে মনটা আবেগের বশে ভেসে যাচ্ছে । প্রেগন্যান্সি চলাকালীন মেয়ের মুড সুয়িং হয় ঘন ঘন। এই সময় তাদের মনে চলতে থাকে অবান্তর কিছু চিন্তা ভাবনা । সম্পর্ক নিয়ে অনিশ্চয়তায় ভোগে কেউ কেউ । অহনার মনে দোদুল্যমান হয়ে দুলছে সব কিছু । এই সম্পর্ক , এত ভালোবাসা , এত যত্ন সবকিছু নাটক ছিল তবে ? শিমুল কখনোই ভালোবাসেনি ওকে । কখনোই আপন করে নেয়নি ওকে আর ওর সন্তানকে । কি চমৎকার অভিনেতা তুমি শিমুল ! দেড় বছর হয়ে গেল , অথচ একটি বারের জন‍্যেও বুঝতে দাও নি তুমি অভিনয় করছিলে ! আমাকে ঠকিয়েছ তুমি ! কিভাবে পারলে ? কথায় আছে অল্প শোকে কাতর অধিক শোকে পাথর । অহনা যেন কাঁদতেই ভুলে গেছে । ডায়েরির পড়ে আর একমুহূর্ত সেখানে থাকার প্রয়োজন মনে হয়নি । যেই ঘরে দিনের পর দিন ওকে ঠকানো হয়েছে সেখানে আসবাবপত্রের মতো পড়ে থাকতে ইচ্ছে করেনি । যেখানে নিজের মানুষটাই নিজের নয় সেই ঘর কিভাবে আপন হবে ! দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে বেরিয়েছে এসেছে । গন্তব্য যে কোথায় জানা নেই । গ‍্যারেজ থেকে গাড়ি নিয়ে এলোপাথাড়ি ছুটে এসেছে হাইওয়ে দিয়ে । মাথার ভেতর ঘুন পোকার মতো কুড়ে কুড়ে খাচ্ছে একটি বাক্য ‘শিমুল ঠকিয়েছে আমায় ‘ । অহনার মাথা ব‍্যাথা করতে শুরু করে । অশ্রু কনায় চোখ ঝাপসা হয়ে আসে । গাড়ির গতিবেগ বোধহয় আশি ছাড়িয়ে গেল । এতক্ষণ শুধু দামাল ঝোড়ো হাওয়া বইছিল , সাথে বৃষ্টিও শুরু হয়ে গেল । অহনার গাড়ির ওয়াইপার অন করার কথা মনে আসে না । চিন্তা শূন্য হয়ে যায় মস্তিষ্ক । হাতের গিট ঢিলে হয়ে আসে । প্রচণ্ড শব্দ করে গাড়িটি স্পিড ব্রেকারে ধাক্কা লেগে আছড়ে পড়ে মাঝ রাস্তায় । অহনা হাসে , মলিন সেই হাসি । কাউকে মুক্ত করে দেওয়ার হাসি । প্রচণ্ড ব‍্যাথায় আকড়ে যাওয়া হাতটা পেটের ওপর রেখে বিরবির করে বলে ওঠে ,

-“আমায় মাফ করে দাও সোনা । আমি তোমার পৃথিবীতে আনতে পারলাম না । যেখানে আমরা অনাকাঙ্ক্ষিত সেখানে না থাকাই ভালো, তাই না ? এই পৃথিবীর মানুষজন বড়ো নিষ্ঠুর , তারা শুধু ঠকাতেই জানে । এত সুন্দর অভিনয় করতে জানে তারা , তোমার কোমল হৃদয় তা ধ‍রতে পারবে না । তার থেকে বরং আমরা অন্য কোথাও চলে যাই, চলো । যেখানে আমাদের কেউ ঠাকাবে না । আমরা মা-মেয়ে সেখানে নিশ্চিন্তে থাকব । সেখানে কেউ অভিনয় করবে না ভালোবাসার । কেউ ধোকা দেবে না আমাদের । তুমি তোমার আম্মির ওপর নারাজ হয়ে যেও না যেন । আম্মি তোমায় খুব ভালোবাসে । নিজের থেকেও বেশি । তাই তো এই ভন্ড জায়গায় তোমাকে রেখে যেতে মন সায় দিল না । মাম্মাম , আমায় ক্ষমা করে দিস সোনা । ”

( চলবে…..)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here