অনুভূতির_সংঘাত_২

অনুভূতির_সংঘাত_২
ছামিনা_বেগম

রাত বাড়ার সঙ্গে সঙ্গে নির্জন অন্ধকারের বুক চিরে দীর্ঘঃশ্বাসের মতো ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে । প্রকৃতির বিক্ষুব্ধ রূপের সঙ্গে পাল্লা দিয়ে চলেছে অহনার মনের ঝড় । সে পৃষ্ঠা উলটে চলে গেল ২০১৬ সালের সেই রৌদ্রোজ্জ্বল দিনটিতে ……

প্রিয় রাধারানি , হ‍্যাঁ তাকে আমি এই নামেই ডাকব । আসল নাম তো জানা নেই আমার । পুরো দুটো দিন ক‍্যাম্পাসে ওকে পাগলের মতো খুঁজেছি । আমার বন্ধুরা অব্দি আমার এই আচরণে অবাক হয়ে আছে । তাদের মাথাতেও আসছিল না বারিণ স‍্যারের দেওয়া এতো বড়ো একটা দায়িত্ব যার কাধে সে এমন পাগলের প্রলাপ বকছে কেন ? কোথাকার কোন মেয়ে ? যার নামধাম অব্দি জানা নেই তার কারণে নিজের এত দিনের স্বপ্নে বালি চাপা দিয়ে দিব‍্যি বাউল বনে গেছি আমি । অথচ আমি তাদের বলি কি করে সেই শ‍্যামাঙ্গি রাধা আমার ধ‍্যান-জ্ঞানে উদ‍্যাম নৃত্য করছে , তার সুরের লহরী আমার স্বস্থি কেড়ে নিয়েছে । নতুন নতুন বিজনেস স্ট্র‍্যাটেজি নিয়ে গবেষণা করার আমার আজীবনের লালিত স্বপ্নটায় সে এসে কেমন দাড়ি ,কমা বসিয়ে দিয়েছে । আমি কিছুই ভাবতে পারছি না । নাওয়া খাওয়া ভুলে তাকে খুঁজতে গিয়েই আমি তিনটে দিন পার করে দিলাম । অবশেষে ওকে যখন খুঁজে পেলাম আমি তখন একটি প্রবাদ বাক্য বারবার আমার স্মরণে এসে আমাকে নিজের বোকামি হাসতে বাধ্য করছিল । ‘বগল মে ছোড়া , শ‍্যাহের মে ঢিনডোরা ‘। অদ্ভুত হলেও সত্যি আমি সেদিন স্বস্থি পেয়েছিলাম ।

আজ বারিণ স‍্যার আমাকে ডেকে বললেন তার একটা মিটিং আছে দুপুরে । আমি যেন ফাস্ট ইয়ারের ক্লাসে গিয়ে তার অবর্তমানে ম‍্যানেজেরিয়াল অ্যাকাউন্টিংয়ের টেকনিকস গুলো পড়িয়ে দিয়ে আসি । ভারাক্রান্ত হৃদয়ে আমি স‍্যারের অনুগত ছাত্রের মতো মাথা দুলিয়ে সায় দিয়েছিলাম । ক্লাসের সবাই হয়তো আমাকে কমবেশি চেনে , তাই ঢোকা মাত্রই সবাই দাড়িয়ে গেল । আমার একটু অস্বস্তি হচ্ছিল বটে , নিজের ক্লাসে প্রায়ই আমি ক্লাস নিয়েছি তবে অন্য ক্লাসে এই প্রথম । আমি কোনোরকম ভনিতা ছাড়াই পড়ানো শুরু করে দিলাম । বোর্ডে আকিবুকি কেটে বোঝাতে গিয়ে একটি কন্ঠস্বর শুনে থমকে গেলাম আমি । শেষের দিকের তৃতীয় বেঞ্জের কোণায় দাড়িয়ে আমার স্বপ্নচারিনী রাধা জিজ্ঞেস করেছিল ,

-দাদা , ক‍্যাপিটাল বাজেটিং য়ের বিষয়টা আর একবার বুঝিয়ে দিন না ।
ওর দিকে তাকিয়ে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম । একবার মনে হচ্ছিল স্বপ্ন দেখছি, তারপর মস্তিষ্ক এর তীব্র প্রতিবাদ করল । তাকে দেখে আমার চোখের তারায় যে চমক ছিল তা হয়তো সে খেয়াল করেনি । বা করার প্রয়োজন মনে করেনি । কিন্তু আমার পৃথিবী যেন থমকে গিয়েছিল । সে আমার দিকে আগ্ৰহ নিয়ে তাকিয়ে ছিল । আমার নির্নিমেষ চেয়ে থাকায় সে বোধ হয় বিব্রত হয়ে পড়েছিল । পরক্ষণেই আমি নিজের অবস্থান কল্পনা করে নিজের স্থানে ফিরে এসেছিলাম । ওকে বুঝিয়ে দিয়ে আবার যখন সমবেত ছাত্রছাত্রীদের উদ্দেশ্য প্রশ্ন ছুড়ে দিলাম , আর কারো কোনো প্রশ্ন আছে কি না- তখন আরো দুজন উঠে দাড়াল । তাদের প্রশ্নের জবাব দিতে দিতে আমার অবাধ্য চোখ দুটো বারবার ঘুরে ফিরে তার দিকেই নিবন্ধ হচ্ছিল । কিন্তু তার চোখে যখন আমার প্রতি কোনো রকম প্রত‍্যাশা দেখতে পেলাম না বস্তুতই তখন আমি হতাশ হয়েছি ।

তবে এরপর বারিণ স‍্যারকে আমার সাক্ষাৎ দেবদূত মনে হতে লাগল । । তাকে খুশি করতে আমি উঠেপড়ে লেগে পড়লাম । রাত জেগে নিজের সেরাটা দিয়ে সেমিনারের জন্য পেপার তৈরি করলাম । বারিণ স‍্যার সহ অন‍্যান‍্য প্রফেসররাও আমার পারফরম্যান্সে খুশি হয়ে গেলেন ।

আমার বেস্ট ফ্রেন্ড নিলয়ের সঙ্গে আমার সব বিষয়েই হাড্ডাহাড্ডি লড়াই হয় । পড়াশোনা থেকে শুরু করে ডিবেট , ক্রিকেট থেকে ভলিবল সব কিছুতেই । কিন্তু প্রথমবারের মতো সে আমাকে সাহায্য করতে চাইল । অবশ্য এটাকে প্রথম বলা যায় না কারণ প্রতিপক্ষ হলেও আমরা নিজের সেরাটা দিয়েই একে অপরের প্রতিদন্দ্বীতা করি । আমরা দুজন বদমায়েশিও কম করি না ক‍্যাম্পাসে যার কারণে সবার কাছে সমাদৃত হলেও আমাদের থেকে ছেলে মেয়েরা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলে । কাজেই আমাদের জুটির বিরুদ্ধে তাই স‍্যার ম‍্যামের কাছে অভিযোগ করার সাহসও করে না কেউ । নিজের এত এত গুণ দেখে যখন নিজে অবাক হচ্ছিলাম আমি তখন নিলয় এলো আমার ত্রাণকর্তা হিসেবে । তাছাড়া প্রেমঘটিত বিষয়ে বন্ধু বান্ধবদের সাহায্য করা একটি চিরাচরিত ব‍্যাপার । নিলয় আমাকে একের পর এক উপায় বাতলে দিল প্রোপোজ করার । কিন্তু দূর্ভাগ্য বশত আমার একটাও মনঃপুত হলো না । আমি আবার হতাশ হলাম । আর মাত্র তিনটে মাস বাকি ,তার পর ভার্সিটির পাঠ চুকিয়ে নিজেদের নির্ধারিত গন্তব্যে চলতে হবে আমাদের। তার আগে কি আমি তোমায় মনের কথা বলতে পারব না ? এক নিদারুণ মনোকষ্ট নিয়ে আমি একটি সপ্তাহ পার করে দিলাম । সদা সর্বদা মনের ঘরে একটি মাত্র সুর তখন গুনগুনিয়ে উঠছিল ,

“একলা রাধে জল ভরিতে যমুনাতে যায় ,
পিছন থেকে কৃষ্ণ তখন আড়ে আড়ে চায় ”

অবিশ্বাস্য হলেও সত্যি বৃন্দাবনের বংশীধারী কানাইয়ের মতো আমিও লুকিয়েচুড়িয়ে দেখতে লাগলাম রাধাকে ।সে তার সখীদের নিয়ে গল্প করে , হাসতে হাসতে লুটিয়ে পড়ে ঘাসে , লাইব্রেরিতে পড়ার ভান করে ঘুমায় এসবের কিছুই আমার দৃষ্টির অগোচর হল না । তার চক্করে পড়ে আমার পড়ালেখা লাটে উঠল । শিক্ষকরা আমার গাফিলতিতে ক্ষুব্ধ হলেন । নাওয়া খাওয়ায় অনিয়মিত হওয়ায় মা আমার চিন্তিত হলেন । বাবা সারাদিনের পরিশ্রমের পর পড়ার টেবিলে আমাকে অন‍্যমনষ্ক দেখে মাথায় হাত বুলিয়ে দিয়ে কারণ জিজ্ঞেস করলেন । আমি কিছুই বলতে পারলাম না । বাধ‍্য হয়ে তিনি ফিরে গেলেন । নিজের এমন অবনতিতে আতঙ্কিত হয়ে গা ঝাড়া দিয়ে বসলাম আমি । সিদ্ধান্ত নিলাম অনেক হলো লুকোচুরি , আর নয় । এবার যা করার সম্মুখ সমরে নেমেই করতে হবে ।

নিজের স্মার্টনেসের ওপর এতদিন একটা সুক্ষ্ম গর্ববোধ ছিলই আমার । এবার তা কাজে আসলো । আজ যথা রীতি নিজেকে পরিপাটি করে এসেছি । ফাস্ট ইম্প্রেশন ইজ দ‍্যা লাস্ট ইম্প্রেশন- কথাটা মনে হতে লাগল বারবার । যদিও এটা আমাদের কততম সাক্ষাৎ হবে আমার ঠিক মনে পড়ছিল না । তবুও এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ । ফুল দিয়ে প্রোপোজ করা বেজায় রিস্ক হয়ে যাবে ভেবে একটা পছন্দের ফাউন্টেন পেন কিনে নিলাম ।যদি হ‍্যাঁ বলে তাহলে তো ভালোই , না বললেও মানসম্মান যাবার ভয় থাকবেনা । একটা কিছু বলে চালিয়ে দেওয়া যাবে । যতোই হোক , ভার্সিটিতে আমার একটা ইমেজ আছে , কমার্সের ছাত্র হয়ে এটুকু তো ভাবতেই হয় , তাই না ?

আজ নির্দিষ্ট সময়ের একটু আগেই ক‍্যাম্পাসে চলে এসেছি । একটা নির্দিষ্ট দূরত্বে দাড়িয়ে অপেক্ষা করছি রাধার জন্য । আমার রাধারাণী সখীদের সাথে গল্প করতে করতে সদর দরজা পেরলো । আমার ডাক শুনে দোনামনা করে এগিয়ে এলো সে ।

-” কিছু বলবেন দাদা ? ”

আমি একটু ইতস্তত করে বসে ফেললাম ,

– ” শোনো রাধা , আমাকে চেনো নিশ্চয়ই । তোমার সিনিয়র আমি । বয়সে হয়তো এক দু বছরের বড়ো হবো । এটা কোনো ফ‍্যাক্টর নয় । আসল কথা বলি , আমি তোমার কানাই হতে চাই । তোমার সিদ্ধান্ত বলো ? ”

রাধা এক রাজ‍্য বিস্ময় নিয়ে তাকিয়ে ছিল আমার দিকে । আমি ওর ভাসা ভাসা কাজল পড়া চোখ দুটো দেখে আবার প্রেমে পড়ে গেলাম । ওকে নিরুত্তর দেখে বললাম ,
– ” বলার নেই কিছু ? ঠিক আছে । আমি আর তিনমাস আছি এখানে । তারপর আমরা ঠিক দু বছর প্রেম করতে পারি । ততদিনে আমি সেটল হয়ে যাব । তারপর নাহয় বিয়ে করব , কেমন ? ”

আমার এখনো মনে আছে তুমি কেমন চোখ বিস্ফোরিত করে তাকিয়ে ছিলে ! আমার তোমার এমন মুখাবয়ব দেখে বেশ মজাই লাগছিল । বললাম ,
-“এখনি উত্তর দেবার প্রয়োজন নেই । তুমি সময় নাও । একসপ্তাহ পর কথা হবে । তারপর আমরা আমাদের বিষয়ে সবাইকে জানাব । এখন যাও । ”
প্রচণ্ড বিস্ময়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলে বোধ হয় এমন দেখায় । আমি অনেক কষ্টে হাসি আটকে ছিলাম । রাধা চলে যেতে পা বাড়ালে আমি ওকে আবার ডাকলাম ,
– ” শোনো ? ”
রাধা ঘুরে দাড়িয়ে সপ্রশ্ন তাকাল । ফাউন্টেন পেনটা ওর দিকে এগিয়ে দিয়ে বললাম ,
– ” ফুলের বদলে এটা নিয়ে এসেছি । কাজে লাগবে । ধরো । ”

সে হাত বাড়ালো না । বরং আমি নিজেই এগিয়ে গিয়ে কলমটা হাতে ধরিয়ে দিয়ে হাটা দিলাম ক্লাসের দিকে । এখন সে হয়তো হতবিহ্বল হয়ে আমার দিকে চেয়ে থাকবে অথবা লজ্জায় জড়োসড়ো হয়ে যাবে । আমার প্রচণ্ড দেখতে ইচ্ছে করছিল ওর শ‍্যামল , স্নিগ্ধ মুখখানি । কিন্তু আমি সেই ইচ্ছে নিজের ভেতরেই কবর দিয়ে চলে এলাম । ক্লাসের দরজায় এসে দাড়াতেই নিলয় আমার কাধ চাপড়ে বলল ,

-কি রে শালা , তুই তো ছুপা রুস্তম নিকলি ? আমরা ট্রিট কবে পাবো, বল ?
বস্তুত আমি অবাক হয়ে চেয়েছিলাম ওর দিকে । ও কি করে জানল ? আমি রাধাকে (নাম বলবো না ) পছন্দ করি এটা জানলেও আজ ওকে প্রপোজ করব সেই কথা তো কাউকে বলিনি !আমি প্রশ্নসূচক দৃষ্টিতে ওর দিকে তাকালে ও কিছু না বলে হাত দিয়ে ইশারা করল । সেই দিকে তাকিয়ে আমি দেখলাম আমাদের এই বারান্দা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে মাঠের কনকচূড়া গাছটার নিচে এখনো দাড়িয়ে আছে রাধা । তাকে গোল করে ঘিরে রেখেছে তার বান্ধবীরা । হয়তো আমাকে নিয়েই কথা হচ্ছে !সেদিকে তাকিয়ে হঠাৎ করেই আমার মনে হতে লাগল কনকচূড়ার হলুদ ফুলগুলোর মতো আমার মতোও কি তার মনেও বসন্ত লেগেছে? এ প্রশ্নের উত্তর আমার কাছে নেই । তবে নিলয়ের প্রশ্নে আমি সচকিত হয়ে ফিরে তাকালাম ।

– ” তো প্রোপোজ করেই ফেললি ? ও কি বলল? ”

-” কিছু বলেনি । আমি একসপ্তাহ সময় দিয়েছি ভাবার জন্য । ”
আমি উদাসী কন্ঠে বললাম ।

– “কিভাবে প্রপোজ করলি ? ফুল দিয়ে ? কিন্তু হাতে তো ফুল দেখছি না ওর !”

আমি রাধার দিকে তাকিয়ে পিলারে হেলান দিয়ে দাড়ালাম । নিলয় আমার প্রোপোজ কাহিনী বিস্তারিত শুনে বিরক্তিকর চাহনি দিল । ক্ষোভ মেশানো গলায় বলল ,

– ” শালা , তোর দ্বারা প্রেম হবে না । তুই কি ওখানে বিজনেস ডিল ক্র‍্যাক করতে গেছিস ? যে এমন খটোমটো করে কথা বলেছিস ! প্রেম করতে গেলে মেয়েদের সঙ্গে সফ্টলি কথা বলতে হয় । একদম নরম স্বরে যেন তোর কথা শুনেই সে গলে যায় ,এমন ভাবে !!”

– “আমি তো তোর মতো আট দশটা প্রেম করিনি , যে প্রেমের ওপর পি.এইচ.ডি করা থাকবে ! ওকেও বুঝে নিতে হবে আমি কেমন ? আমাকে আমার মতো করে একসেপ্ট করতে পারলেই এগোবে নাহলে এখানেই ফুলস্টপ লাগিয়ে দিতে হবে । ”

নিলয় আমার দিকে তাকিয়ে কি যেন দেখল । তারপর বলল,

-“তুই কি সিরিয়াস ? ”

আমি কিছু বললাম না । তাকিয়ে রইলাম রাধার গমনপথের দিকে । নিলয় কিছুক্ষণ দূরের পানের চেয়ে থেকে বলল,

-“অ্যাজ য়‍্যু উইস ”

তারপর আমার কাধ চাপড়ে বলল ,
– ক্লাসে চল । স‍্যার আসবে এখনি । ”

আমি মাথা নাড়িয়ে ওকে অনুসরণ করেছিলাম ।

( চলবে….)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here